Bangla Barak Assam

  • Home
  • Bangla Barak Assam

Bangla Barak Assam Bangla Barak Assam, Daily news update its a news page... Regional and national news also
(2)

বাড়ির পাশে নালায় নিখোঁজ মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার, চাঞ্চল্য l নিখোঁজের পাঁচদিনের মাথায় পচাগলা দেহ বাড়ির পাশে নালা...
26/07/2025

বাড়ির পাশে নালায় নিখোঁজ মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার, চাঞ্চল্য l নিখোঁজের পাঁচদিনের মাথায় পচাগলা দেহ বাড়ির পাশে নালায় বস্তাবন্দি লাশ উদ্ধার হল মহিলার। শনিবার তার বস্তাবন্দি মরদেহ চান্দপুর একটি নালা থেকে উদ্ধার করা হয়। ভাসমান অবস্থায় এক দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় ভাঙ্গারপার ফাঁড়ির পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর মরদেহ উদ্ধার করার পর পরিবারের লোকজন সালিমা বেগমের লাশ সনাক্ত করেন। এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা এটা এখনো স্পষ্ট হয়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

উল্লেখ্য, গত ২১ জুলাই কাছাড়ের বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চান্দপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা সালিমা বেগম নামের এক মহিলা নিখোঁজ হন। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ওই মহিলা রাতের খাওয়া দাওয়া শেষ করে, বাড়ির পাশের দোকানে শুয়ে পড়েন। পরের দিন, মঙ্গলবার, সকালে পরিবারের লোকজন দেখতে পান, দোকানে তালা ঝুলিয়ে রয়েছে। পরিবারের লোকজন মনে করেছিলেন, হয়তো দোকান বন্ধ করে আশপাশের কোথাও গিয়েছেন‌। কিন্তু বহু অপেক্ষা করার পর, তার কোন সন্ধান না পেয়ে মোবাইলে ফোন করলেও সুইচ অফ দেখায়। এরপর পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েও তার কোনও সন্ধান পাননি। অবশেষে ভাঙ্গারপার পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ মামলা দায়ের করেন পরিবারের লোকজন।

25/07/2025

সুপ্রিম কোর্ট থেকে l ছাব্বিশের ভোটের আগে l প্রক্রিয়া শুরু l কংগ্রেস থেকে বহিষ্কার l আদালত অবমাননা

ডিব্রুগড় জেলায় ৫০০ কোটির বেশি টাকা ব্যয়সাপেক্ষে প্রস্তাবিত একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন...
24/07/2025

ডিব্রুগড় জেলায় ৫০০ কোটির বেশি টাকা ব্যয়সাপেক্ষে প্রস্তাবিত একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে অন্যতম উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ৰীড়া, যোগাযোগ ব্যবস্থা।

আজ বৃহস্পতিবার ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে 'মুখ্যমন্ত্রীর বিশেষ অনুদান' (চিফ মিনিস্টাৰ্স স্পেশাল গ্ৰান্ট) এবং 'প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান' (পিএম-ইউএসএইচএ)-এর অধীনে ১৪৬.৪৩ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের শুরু করেছেন ড.শর্মা। মুখ্যমন্ত্রীর বিশেষ অনুদানের আওতায় এই উন্নয়নের মধ্যে রয়েছে একটি নতুন গার্লস হস্টেল, অভ্যন্তরীণ রাস্তা মেরামত, টাইপ-৪ কর্মীদের আবাসন, একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স এবং একটি জিমনেশিয়াম। এছাড়া 'প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান'-এর অর্থানুকূল্যে একটি অত্যাধুনিক অ্যাকাডেমিক ভবন, গবেষণা ও ইনকিউবেশন সেন্টার, একটি আপগ্রেডেড লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব তৈরি হবে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, 'শিক্ষার কেন্দ্রবিন্দু ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে এগিয়ে চলেছে। এই প্রকল্পগুলি শিক্ষাগত এবং ছাত্র বাস্তুতন্ত্রকে রূপান্তরিত করবে।'

এদিকে ডিব্ৰুগড়ে অবস্থিত 'আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল'-এ একটি পৃথক অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী ড. শর্মা নতুন শিক্ষকদের জন্য নতুন কোয়ার্টার এবং একটি ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ৫৯৪ বিঘা (১৯৬ একরের বেশি) জুড়ে বিস্তৃত ৩৫৭ কোটি টাকার প্রকল্পের লক্ষ্য, রাজ্যের শীর্ষস্থানীয় মেডিক্যাল ইনস্টিটিউটে আবাসিক এবং অ্যাকাডেমিক সুযোগ-সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। এখানে মুখ্যমন্ত্রী বলেন, ''আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল'-এর উন্নয়ন আমাদের সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল। এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে দেখে আমি গর্বিত।'

পরে নাহরকাটিয়ায় ১৩০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী। এগুলির মধ্যে রয়েছে একটি কো-ডিস্ট্ৰিক্ট কমিশনারের কার্যালয় নির্মাণ, নামরূপ-নাহরকাটিয়া রুটে একটি সড়ক ওভারব্রিজ, নাহরকাটিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কোঁয়াড়িগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন ভবন, একটি নিবেদিতপ্রাণ হকি স্টেডিয়াম এবং আইটিআই নাহরকাটিয়ায় একটি টাটা সেন্টার অব এক্সিলেন্স।

শিল্প-সমন্বিত বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপর সরকারের প্ৰতিশ্ৰুতি অনুয়ায়ী রাজ্যের দক্ষতা, কর্মসংস্থান এবং উদ্যোক্তা বিভাগের কাছে আইটিআই নাহরকাটিয়া হস্তান্তর করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার আজকের দিনব্যাপী ডিব্রুগড় সফর সাম্প্রতিককালে আপার আসামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বহু-ক্ষেত্রীয় বিনিয়োগ উদ্যোগগুলির মধ্যে একটি হিসেবে চিহ্নিত হয়েছে। মুখ্যমন্ত্ৰীর ডিব্রুগড় সফরের আজ ছিল তৃতীয় দিন।

ডিব্রুগড় ও নাহরকাটিয়ায় মুখ্যমন্ত্ৰীর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু, শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিমল বরা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা মন্ত্রী প্রশান্ত ফুকন, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর জিতেন হাজারিকা, পরিবহণ মন্ত্রী যোগেন মোহন, তিন বিধায়ক তরঙ্গ গগৈ, তেরশ গোওয়ালা ও চক্রধর গগৈ সহ সরকারি সংশ্লিষ্ট বিভাগগুলির শীর্ষ আধিকারিক, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকরিক, বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু সাধারণ নাগরিকবর্গ।

24/07/2025

কাছাড়ের সিন্ধুরায় নিষেধাজ্ঞা l শিলচর ডিসি থেকে l বন্ধ স্মার্ট মিটার l ৩০ সেপ্টেম্বরের মধ্যে

বিজেপির বাজারিছড়া প্রাক্তন মণ্ডল সভাপতি যশোবন্ত দাশ প্রয়াত l
24/07/2025

বিজেপির বাজারিছড়া প্রাক্তন মণ্ডল সভাপতি যশোবন্ত দাশ প্রয়াত l

আপডেট...ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মহিষাশনে নতুন সময়সূচি অনুয়ায়ী ২৮ জুলাই থেকে দৈনিক চলবে যাত্রীবাহী ট্রেন l মুখ্যমন্ত্র...
24/07/2025

আপডেট...ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মহিষাশনে নতুন সময়সূচি অনুয়ায়ী ২৮ জুলাই থেকে দৈনিক চলবে যাত্রীবাহী ট্রেন l মুখ্যমন্ত্রী, সাংসদ-মন্ত্রী এবং এনএফ রেলের জিএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্যের l

উত্তর করিমগঞ্জবাসী তথা মহিষাশনবাসী জনসাধারণের দীর্ঘদিনের দাবি পূরণ করে এখন থেকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শ্ৰীভূমি জেলান্তৰ্গত করিমগঞ্জ-মহিষাশন, শিলচর-করিমগঞ্জ-মহিষাশন যাত্রীবাহী ট্রেন নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৮ জুলাই থেকে দৈনিক চলাচল করবে। সোশাল মিডিয়ায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপক্ষ সংশোধনী দ্বিতীয় বিজ্ঞপ্তি জারি করে এ খবর জানিয়েছেন।

জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের (২০২৫) ২৮ জুলাই থেকে নির্ধারিত নতুন সময়সূচি অনুয়ায়ী করিমগঞ্জ-মহিষাশন, শিলচর-করিমগঞ্জ-মহিষাশন যাত্রীবাহী ট্রেন দৈনিক চলাচল করবে।

সে অনুযায়ী ৫৫৬৮৬ নম্বর শিলচর-মহিষাশন প্যাসেঞ্জার ট্রেন ২৮ জুলাই থেকে পূর্ববর্তী সময় বেলা ১-টা ১৫ মিনিটের পরিবর্তে শিলচর থেকে ছাড়বে বিকাল ৪-টা ৫ মিনিটে এবং মহিষাশন গিয়ে পৌঁছবে পূর্ববর্তী বিকাল ৩-টা ৫৫ মিনিটের পরিবর্তে রাত ৭-টা ৩০ মিনিটে। ৫৫৬৮৫ নম্বর মহিষাশন-শিলচর প্যাসেঞ্জার পূর্ববর্তী সময় সকাল ৯-টার পরিবর্তে ২৮ জুলাই মহিষাশন থেকে রাত ৮-টায় ছেড়ে শিলচর পৌঁছবে দুপুর ১২টা ১০ মিনিটের পরিবর্তে রাত ১০-টা ৫০ মিনিটে।

তাছাড়া ৫৫৬৬২ নম্বর শিলচর-মহিষাশন প্যাসেঞ্জার ২৯ জুলাই থেকে সকাল ৫-টা ৪৫ মিনিটে শিলচর থেকে ছেড়ে সকাল ৮-টা ৩০ মিনিটে মহিষাশন পৌঁছবে। ৫৫৬৬১ নম্বর মহিষাশন-শিলচর প্যাসেঞ্জার সকাল ৯-টায় মহিষাশন থেকে রওয়ানা হয়ে দুপুর ১২টা ১০ মিনিটে শিলচর পৌঁছবে।

প্রসঙ্গত, ৫৫৬৬২ নম্বর শিলচর-মহিষাশন প্যাসেঞ্জার ও ৫৫৬৬১ নম্বর মহিষাশন-শিলচর প্যাসেঞ্জার সপ্তাহে দুদিন সোম ও বৃহস্পতিবার চলাচল করত। অন্যদিকে ৫৫৬৮৬ নম্বর শিলচর-মহিষাশন এবং ৫৫৬৮৫ নম্বর মহিষাশন-শিলচর প্যাসেঞ্জার সপ্তাহে দুদিন বৃহস্পতি এবং শনিবার চলাচল করত। এই দুই ট্রেন নতুন সময়সূচি অনুযায়ী ২৮ এবং ২৯ জুলাই থেকে শিলচর-মহিষাশন-শিলচর, এই দুটি ট্রেন নতুন সময়সূচি অনুযায়ী দৈনিক চলাচল করবে। প্ৰসঙ্গত, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের প্রথম বিজ্ঞপ্তিতে এই দুই যাত্ৰীবাহী ট্ৰেন ১ আগস্ট এবং ২ আগস্ট থেকে দৈনিক চলাচল করবে বলে জানানো হয়েছিল।

এখানে উল্লেখ করা যেতে পারে, মহিষাশন পর্যন্ত যাত্রীবাহী ট্রেন দৈনিক চলাচলের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে গত ৭ জুলাই রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থের নেতৃত্বে প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব এবং শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবির ভিত্তিতে দীর্ঘক্ষণ আলোচনা ও পর্যালোচনা করেন।

23/07/2025

বরাকে ২৬ এর ভোটে l বিজেপির সমীক্ষা l উধারবন্দ-ধলাই কেন্দ্রে l শিলচরে নতুন মুখ l ২২ জন টার্গেটে

21/07/2025

পুনর্বাসন না করে উচ্ছেদ l শিলচরের প্রতিবাদ l ভর্তি শুরু l নিগম নির্বাচন l ২৬ এর ভোটে l শক্তিশালী দল

20/07/2025

ছাব্বিশের টিকিট l মুসলিম অনুপ্রবেশ l ভাষা নিয়ে হিমন্ত l অরুণোদয় অর্থ l শিলচর থেকে সন্ধ্যার খবর

ISS-এ ১৮ দিনের অভিযান! সফলভাবে পৃথিরীতে ফিরলেন শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা
15/07/2025

ISS-এ ১৮ দিনের অভিযান! সফলভাবে পৃথিরীতে ফিরলেন শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা

15/07/2025

পুরনিগমে ভোট l শিলচরে বৈঠক l ভোট গণনা l বিধায়কের হাসপাতাল l বুলডোজারে উচ্ছেদ l বরাকের খবর

জাগিরোড রেলওয়ে স্টেশনে মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে মণিপুরের এক যুবতীকে। মাদক পাচারের অভিযোগে ধৃত যুবতীকে মণি...
14/07/2025

জাগিরোড রেলওয়ে স্টেশনে মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে মণিপুরের এক যুবতীকে। মাদক পাচারের অভিযোগে ধৃত যুবতীকে মণিপুরের রাজধানী ইমফলের পরমপাত থানা এলাকার নংপোক ইংখোলের হাতা গ্ৰামের বাসিন্দা জনৈক রশিদ আলির বছর ২৫-এর মেয়ে সোফিয়া বলে পরিচয় পাওয়া গেছে।

Address


Telephone

+919613379011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Barak Assam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Barak Assam:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share