24/07/2025
ডিব্রুগড় জেলায় ৫০০ কোটির বেশি টাকা ব্যয়সাপেক্ষে প্রস্তাবিত একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে অন্যতম উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ৰীড়া, যোগাযোগ ব্যবস্থা।
আজ বৃহস্পতিবার ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে 'মুখ্যমন্ত্রীর বিশেষ অনুদান' (চিফ মিনিস্টাৰ্স স্পেশাল গ্ৰান্ট) এবং 'প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান' (পিএম-ইউএসএইচএ)-এর অধীনে ১৪৬.৪৩ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের শুরু করেছেন ড.শর্মা। মুখ্যমন্ত্রীর বিশেষ অনুদানের আওতায় এই উন্নয়নের মধ্যে রয়েছে একটি নতুন গার্লস হস্টেল, অভ্যন্তরীণ রাস্তা মেরামত, টাইপ-৪ কর্মীদের আবাসন, একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স এবং একটি জিমনেশিয়াম। এছাড়া 'প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান'-এর অর্থানুকূল্যে একটি অত্যাধুনিক অ্যাকাডেমিক ভবন, গবেষণা ও ইনকিউবেশন সেন্টার, একটি আপগ্রেডেড লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব তৈরি হবে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, 'শিক্ষার কেন্দ্রবিন্দু ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে এগিয়ে চলেছে। এই প্রকল্পগুলি শিক্ষাগত এবং ছাত্র বাস্তুতন্ত্রকে রূপান্তরিত করবে।'
এদিকে ডিব্ৰুগড়ে অবস্থিত 'আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল'-এ একটি পৃথক অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী ড. শর্মা নতুন শিক্ষকদের জন্য নতুন কোয়ার্টার এবং একটি ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ৫৯৪ বিঘা (১৯৬ একরের বেশি) জুড়ে বিস্তৃত ৩৫৭ কোটি টাকার প্রকল্পের লক্ষ্য, রাজ্যের শীর্ষস্থানীয় মেডিক্যাল ইনস্টিটিউটে আবাসিক এবং অ্যাকাডেমিক সুযোগ-সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। এখানে মুখ্যমন্ত্রী বলেন, ''আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল'-এর উন্নয়ন আমাদের সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল। এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে দেখে আমি গর্বিত।'
পরে নাহরকাটিয়ায় ১৩০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী। এগুলির মধ্যে রয়েছে একটি কো-ডিস্ট্ৰিক্ট কমিশনারের কার্যালয় নির্মাণ, নামরূপ-নাহরকাটিয়া রুটে একটি সড়ক ওভারব্রিজ, নাহরকাটিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কোঁয়াড়িগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন ভবন, একটি নিবেদিতপ্রাণ হকি স্টেডিয়াম এবং আইটিআই নাহরকাটিয়ায় একটি টাটা সেন্টার অব এক্সিলেন্স।
শিল্প-সমন্বিত বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপর সরকারের প্ৰতিশ্ৰুতি অনুয়ায়ী রাজ্যের দক্ষতা, কর্মসংস্থান এবং উদ্যোক্তা বিভাগের কাছে আইটিআই নাহরকাটিয়া হস্তান্তর করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার আজকের দিনব্যাপী ডিব্রুগড় সফর সাম্প্রতিককালে আপার আসামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বহু-ক্ষেত্রীয় বিনিয়োগ উদ্যোগগুলির মধ্যে একটি হিসেবে চিহ্নিত হয়েছে। মুখ্যমন্ত্ৰীর ডিব্রুগড় সফরের আজ ছিল তৃতীয় দিন।
ডিব্রুগড় ও নাহরকাটিয়ায় মুখ্যমন্ত্ৰীর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু, শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিমল বরা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা মন্ত্রী প্রশান্ত ফুকন, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর জিতেন হাজারিকা, পরিবহণ মন্ত্রী যোগেন মোহন, তিন বিধায়ক তরঙ্গ গগৈ, তেরশ গোওয়ালা ও চক্রধর গগৈ সহ সরকারি সংশ্লিষ্ট বিভাগগুলির শীর্ষ আধিকারিক, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকরিক, বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু সাধারণ নাগরিকবর্গ।