15/09/2025
✨ জীবনের পথে একটি বড় শিক্ষা ✨
আজ যারা আপনাকে অবহেলা করছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে—কাল হয়তো তারাই আপনার দরজায় এসে সাহায্য চাইবে। ইতিহাস সাক্ষী, কুরআনে বর্ণিত ইউসুফ (আলাইহিস সাল্লাম)-এর গল্প আমাদের সেই শিক্ষা দেয়।
ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, দাস হিসেবে বিক্রি করেছিল, তাকে অপমান করেছিল। অথচ আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। ধৈর্য (সবর) আর তাকওয়ার কারণে তিনি হয়েছিলেন মিসরের মন্ত্রী। একসময় তার সেই ভাইয়েরাই এসে খাবারের জন্য তার কাছে হাত পাতল। তখন চাইলে তিনি প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু নিলেন না। তিনি বললেনঃ “আজ তোমাদের জন্য কোন ভর্ৎসনা নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন।”
🌿 এখানেই আসল শিক্ষা:
অন্যায় হলে প্রতিশোধ নয়, ক্ষমাই হলো বড়ত্ব।
মানুষের উপর নয়, আল্লাহর উপর ভরসা রাখতে হবে।
ধৈর্য ধারণ করলে, দেরি হলেও আল্লাহ সম্মান ও সফলতা দান করেন।
💭 তাই আজ যারা আপনাকে অবহেলা করছে, তাদের জন্য দোয়া করুন। কারণ আল্লাহর পরিকল্পনা সবার চেয়ে উত্তম। একদিন তারাই আপনার সাহায্যের প্রয়োজন বোধ করবে, আর আল্লাহ চাইলে আপনাকেই সম্মানের আসনে বসাবেন।
#সবর #তাকওয়া #আল্লাহতোভরসা #ইউসুফআলাইহিসসালাম #ক্ষমাইবড়ত্ব #ইসলামিকপোস্ট #কুরআনেরশিক্ষা #ধৈর্যেরফল #আল্লাহমেহেরবান #ইসলামিকক্যাপশন