আমাদের করিমগঞ্জ Amader Karimganj

আমাদের করিমগঞ্জ Amader Karimganj OLD IS GOLD ❤️
(1)

বাবার আকুতি 😭 যদি মেয়ের এক টুকরো অন্তত পেতাম।আহমেদাবাদ বিমান দুর্ঘটনা
15/06/2025

বাবার আকুতি 😭 যদি মেয়ের এক টুকরো অন্তত পেতাম।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা

(করিমগঞ্জ) শ্রীভূমি জেলার মাইজগ্রামের সুইটি চৌধূরী মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫৬৮ নম্বর এবং JEE Main-এ ৯৮ শতাংশ অর্জন করে ক...
15/06/2025

(করিমগঞ্জ) শ্রীভূমি জেলার মাইজগ্রামের সুইটি চৌধূরী মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫৬৮ নম্বর এবং JEE Main-এ ৯৮ শতাংশ অর্জন করে করিমগঞ্জ জেলার গৌরব অর্জন করলো।
শিক্ষক সালেহ আহমেদ চৌধুরী ও শিক্ষিকা আয়েশা সুলতানার মেয়ে সুইটি চৌধূরী।

এই অভিশপ্ত বিমানে কতজন ছিলেন এবং কোন দেশের কত জন তা দেখে নিন।
12/06/2025

এই অভিশপ্ত বিমানে কতজন ছিলেন এবং কোন দেশের কত জন তা দেখে নিন।

মর্মান্তিক 🙏😭
12/06/2025

মর্মান্তিক 🙏😭

রাজস্থান উদয়পুরের ডাঃ কোমি ব্যাস স্বামীর সঙ্গে থাকার জন্য এয়ার ইন্ডিয়ার বিমানে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন,এ...
12/06/2025

রাজস্থান উদয়পুরের ডাঃ কোমি ব্যাস স্বামীর সঙ্গে থাকার জন্য এয়ার ইন্ডিয়ার বিমানে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন,
এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তিন বাচ্চা সহ ৫ জনের স্বপ্নের পরিবার মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়.....অত্যন্ত মর্মান্তিক ছবিটির দিকে তাকালে ভাষা নেই বলার!

খুবই দুঃখজনক ঘটনা 😭
12/06/2025

খুবই দুঃখজনক ঘটনা 😭

দুপুর 1:20 মিনিটে 242 জন যাত্রী নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডন অভিমুখী Air India ফ্লাইট Energy কিছু সময় পর একটি সিভিল হাসপাত...
12/06/2025

দুপুর 1:20 মিনিটে 242 জন যাত্রী নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডন অভিমুখী Air India ফ্লাইট Energy কিছু সময় পর একটি সিভিল হাসপাতালের কোয়াটারের উপর বিমানটি দুর্ঘটনায় পতিত হয়!
দুর্ঘটনা গ্রস্ত বিমানের যাত্রী 52 জন ব্রিটিশ, 7 জন পর্তুগাল ও 1 জন কানাডার নাগরিক ছিলেন, গুজরাটের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বাকি সবাই ভারতীয় নাগরিক বলে জানা যায়।
আর সেই সিভিল হাসপাতালের 50 জন জুনিয়র ডাক্তার নিহত হয়েছেন, সাথে আরো 15 জন আহত হয়েছেন।
কেউ বাঁচার সম্ভাবনা নেই। বর্তমানেও উদ্ধার কাজ চলছে।

প্রেমিকাকে পেতে মুসলিম ছেলে গ্রহণ করলো হিন্দু ধর্ম,তানভীর লস্কর থেকে হলো তানভীর শর্মা। শিলচরের যুবকের ধর্ম পরিবর্তন। শিল...
11/06/2025

প্রেমিকাকে পেতে মুসলিম ছেলে গ্রহণ করলো হিন্দু ধর্ম,তানভীর লস্কর থেকে হলো তানভীর শর্মা। শিলচরের যুবকের ধর্ম পরিবর্তন। শিলচর রঙপুর ১ম খণ্ডের বাসিন্দা সাহাব উদ্দিন লস্করের ছেলে তানবীর আজিজ লস্কর এখন তানবীর শর্মা। শিলচর ইটখোলার অঞ্জলি ঠাকুর নামের এক যুবতীকে বিয়ে করতে গিয়ে নিজের ধর্ম ত্যাগ করেছে তানবীর।

অন্ধ বিশ্বাস যখন মানুষকে বোকা বানিয়ে দেয়।
10/06/2025

অন্ধ বিশ্বাস যখন মানুষকে বোকা বানিয়ে দেয়।

31/05/2025

চতুর্দিকে #বন্যা

আজকের গৌহাটি
30/05/2025

আজকের গৌহাটি

30/05/2025

শ্রীভূমি জেলার বাদশা কোম্পানির স্লাইসে তারিখ কেন দেয়া হয় না।
না আছে বানানোর তারিখ আর না আছে মিয়াদ শেষের কোনো উল্লেখ।

Address

Karimganj

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের করিমগঞ্জ Amader Karimganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের করিমগঞ্জ Amader Karimganj:

Share