24/08/2025
📌ইমরানের স্ত্রী রীনা বেগম আর তার গাড়িচালক বিজু আহমেদের অনৈতিক সম্পর্ক অনেক আগেই টের পেয়ে গিয়েছিল ইমরান, তাই বিজুকে বেশি কিছু না বলেই চাকরি ছেড়ে চলে যেতে বলেছিল।
কোন এক সময় ইমরান, বিজু আর রীনা একই সাথে পড়াশুনা করতো, তাই তারা ভালো বন্ধুর মতো ছিল কিন্তু বিজুর অনৈতিক কার্যকলাপ দেখে সে বেশি কিছু না বলেই বিজুকে গাড়িচালকের চাকরি ছেড়ে অন্যত্র চলে যেতে বলে। সেই অনুযায়ী একসময় বিজু ব্যাঙ্গালোরে চলে যায়
প্রাপ্ত তথ্য মতে বেশ কয়েকমাস পর বিজুর বৃদ্ধ মা ইমরানকে বারবার অনুরোধ করেছিলেন যে তাঁর ছেলে বিজুকে কোন একটা কাজের সুযোগ করে দিলে সে আবার এখানে চলে আসবে, তার ব্যাঙ্গালোর থাকা আর ভালো লাগছে না।
ইমরানের মা সমতুল্য তথা বিজুর মায়ের অনুরোধ রেখে অবশেষে ইমরান নিজে বিজুকে ফোন করে আসার প্রস্তুতি নিতে বলে আর তাকে বিমানের টিকিট পাঠিয়ে দেয়ে।
তারপর বিজু আবার ইমরানের কাজে যোগ দেয়। সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু বিজু আর রীনা আবারো অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে এবার তারা খুব সাবধানে তাদের খেলাধুলা চালিয়ে যাচ্ছিল যাতে ইমরান আর আগের মতো বুঝতে না পারে।
গত ১০ আগষ্ট ইমরান একটি জমি কেনার জন্য নগত ৬০ লক্ষ টাকা তার ঘরে এনে আলমারিতে রেখেছে তা স্ত্রী রীনা জেনে যায়। এই খবর রীনা মারফত বিজুর কানে চলে যায় যে মোটা অংকের নগদ টাকা আলমারিতে রাখা আছে।
প্লান অনুযায়ী বিজু নেশা জাতীয় কিছু সামগ্রী খুব সম্ভবত ঘুমের ট্যাবলেট রীনাকে এনে দেয়ে আর রীনা সেই ট্যাবলেট কালাই ডালের সাথে ইমরানকে খেতে দেয়ে। এই ডাল খেয়ে কিছুক্ষণের মধ্যেই ইমরান অচেতন হয়ে পড়ে আর অবশেষে মৃত্যু হয় তার। আশপাশের মানুষকে হৃদয়রোগে আক্রান্ত বলে রটানো হয়েছে!।
কিন্তু গত রাতে ইমরানের নিকটাত্মীয় কিছু বন্ধুরা বিজুর উপর সন্দেহ হলে তারা বিজুর মোবাইল ফোন কেড়ে নিয়ে WhatsApp এ থাকা নানা Chat দেখে তাদের সন্দেহ আরো যেন মজবুত রোপ ধারণ করে।
ইমরানকে কিভাবে মারতে হবে, নেশার ট্যাবলেট আনা থেকে শুরু করে তারা দুইজন কিভাবে দুবাই পাড়ি দেবে সবকিছু তন্ন তন্ন উল্লেখ করা আছে। ৬০ লক্ষ টাকার লোভ সামলাতে না পেরেই তারা এতো বড় পদক্ষেপ নেয়।
অবশেষে মামলা এখন পুলিশের আওতায়। বিজু, রীনা, রীনার বাবা, ভাই, রীনার বড়ো বোন সবাই এখন শিলচর সদর থানায় জেরার মুখে।
এবার মুদ্দায় আসি। ইমরান যখন তার স্ত্রী আর বিজুর অনৈতিক সম্পর্কের বিষয় জানতে পারছিল, তখনই তাকে সাবধান হওয়