Logical Live Barak Valley

Logical Live Barak Valley 24×7 Fast news update

বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়।
06/09/2025

বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়।

06/09/2025

১২ ঘন্টার বনধে উত্তেজনা শ্রীভূমি জেলা সদরে।
তর্ক-বিতর্কে জড়াল দুই পক্ষ, সামলাতে নামল আধাসামরিক বাহিনী।

শিলচরের সোনাই রোড এলাকায় ৪ বছর বয়সী এক মেয়ের উপর নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত কাছাড় পুলিশ গ্রেপ্তার করেছে। শ্রী...
02/09/2025

শিলচরের সোনাই রোড এলাকায় ৪ বছর বয়সী এক মেয়ের উপর নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত কাছাড় পুলিশ গ্রেপ্তার করেছে। শ্রীভূমির মাইজগ্রামের বাসিন্দা এবং এফআরএস মোমোর মালিক শহিদুল চৌধুরীকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে, প্রথমে পলাতক ছিল,

সোনাই রোডের পেশকার লেনে ৪ বছর বয়সী এক মেয়ের উপর নির্যাতনের ঘটনায় শহিদুল, তার ছোট ভাই ওয়াহিদুল আহমেদ চৌধুরী এবং মামা কবির আহমেদ চৌধুরী অভিযুক্ত। ভুক্তভোগীর মা তাদের ফাস্ট ফুডের দোকানে একজন সহকারী ছিলেন এবং ভুক্তভোগীকে অমানবিক ত্রয়ী বারবার নির্যাতন ও নির্যাতনের শিকার হতেন।

ভুক্তভোগীর মা অমানবিক কাজটি প্রকাশ্যে আনার পর, যাকে আগে অভিযুক্তরা চুপ করিয়ে দিয়েছিল ,এবং তার মেয়েকে হত্যার হুমকি দিয়েছিল। গত রাতে ওয়াহিদুল এবং কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।

এবার কোনও বেসরকারি হাসপাতাল নয় , শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে আটক শ্রী রোগ বিশেষজ্ঞ পরিচয়ধারী ভুয়া ড...
02/09/2025

এবার কোনও বেসরকারি হাসপাতাল নয় , শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে আটক শ্রী রোগ বিশেষজ্ঞ পরিচয়ধারী ভুয়া ডাক্তার কাঠিগড়া গণিরগ্রাম ২য় খন্ডের বাসিন্দা মীর হোসেন আহমেদ বড়ভূঁইয়া ।।

বরাকের একমাত্র সরকারি মেডিকেল কলেজের এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থার খামখেয়ালি ।

শুভ জন্মদিন আমাদের পেজের, অন্য তোমো এডমিন জয় পাল 🎉🎉
13/08/2025

শুভ জন্মদিন আমাদের পেজের, অন্য তোমো এডমিন জয় পাল 🎉🎉

Breakingশ্রীভূমি জেলায় পুনরায় উচ্ছেদ অভিযান শুরু।অবৈধ ভাবে সরকারি জমি দখল করে থাকা লোকদের কে এক মাসের মধ্যেই নিজের ভিটা ...
28/07/2025

Breaking
শ্রীভূমি জেলায় পুনরায় উচ্ছেদ অভিযান শুরু।
অবৈধ ভাবে সরকারি জমি দখল করে থাকা লোকদের কে এক মাসের মধ্যেই নিজের ভিটা বাড়ি পরিত্যাগ করার নির্দেশ করিমগঞ্জ বনসংমণ্ডল প্রাধিকারির পক্ষে, আঞ্চলিক বন অধিকারি

 #অশ্রুসিক্ত_শ্রদ্ধাঞ্জলি #ভারত মাতার বীর সন্তান, আমাদের গর্ব, রামকৃষ্ণ নগর সমষ্টির বিদ্যা নগর জিপির  শহীদ শ্রী বিজয় গো...
23/07/2025

#অশ্রুসিক্ত_শ্রদ্ধাঞ্জলি
#ভারত মাতার বীর সন্তান, আমাদের গর্ব, রামকৃষ্ণ নগর সমষ্টির বিদ্যা নগর জিপির শহীদ শ্রী বিজয় গোয়ালার মহান আত্মবলিদানকে আমার সহস্র প্রণাম।দেশের সেবা করতে গিয়ে এই জওয়ানের আপোষহীন বীরত্ব, শ্রদ্ধার সঙ্গে চিরস্মরণীয় হয়ে থাকবে। উনার আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছি ।
Om Shanti 🙏🙏



Logical Live Barak Valley  খুবই খারাপ লাগছে  😭😭আবারো এক দুঃখজনক সংবাদ 🥹🥹কালাইনের সিন্ধুরায় পাহাড়ি নদীতে ঘুরতে গিয়ে জলে ড...
20/07/2025

Logical Live Barak Valley খুবই খারাপ লাগছে 😭😭আবারো এক দুঃখজনক সংবাদ 🥹🥹
কালাইনের সিন্ধুরায় পাহাড়ি নদীতে ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু বদরপুরের দুই যুবকের। একজনের মৃতদেহ উদ্ধার হলেও একজন এখনো নিখোঁজ।
তল্লাসি চালাচ্ছে SDRF

500 টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যাআর 5০০০০ টাকায় কাপড় খুললে হয় নায়িকাআবেগে কাপড় খুললে হয় বান্ধবিআর অভাবে কাপড...
17/07/2025

500 টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যা
আর 5০০০০ টাকায় কাপড় খুললে হয় নায়িকা
আবেগে কাপড় খুললে হয় বান্ধবি
আর অভাবে কাপড় খুললে হয় মাগী
রিনা ,মিনা খুললে বলে খানকি
আর এঞ্জেল, জেরিনরা ফিগার দেখাইলেই হয় স্মার্ট
বিয়ার আগে খুললে নটি
আর বিয়ার পড় খুললে মেইন্টেনিং সোসাইটি

ধর্ষিতা কখনও নিজ ইচ্ছায় ধর্ষন হয় না,
কিন্তু তা জেনেও সবাই তাকে দূরে সরিয়ে দেয়।
আবার বিবাহিতাকে নিয়ে পালিয়ে সম্পর্ক করতে ইতস্তত বোধ করে না।

কাপড়টা সবাই খোলে,
আর কাপড় খোলাটা ও ফ্যাক্ট না
ফ্যাক্টটা হচ্ছে, এই সমাজ কিভাবে দেখছে
কাপড় খুলে কেউ বেশ্যা হয় না
এই সমাজই বেশ্যা তৈরি করে
কিন্তু ওই বেশ্যাদের কাছে কারা যায়?
অন্যের দিকে আঙুল তোলার আগে, নিজের দিকে ও তাকান

নারীর প্রতিটা কুকর্মে পুরুষও জড়িত কারণ এক হাতে তালি বাঁজে না, অথচ বেশিরভাগ পুরুষই অপরাধ করে লোকচক্ষুর আড়ালে চলে যায় কিন্তু জনসম্মুখে পরতে হয় নারীকে।

এইরকম ভাষা ব্যবহার করার জন্য দুঃখিত । বাস্তবতা এইরকমই
এইভাবে না লিখলে অনেকে বলবে ভাষাগত সমস্যার কারণে বুঝি নাই
(প্রত্যেক নারীর ভিতর একটি মা এর সত্ত্বা বাস করে, তাকে সম্মান করতে শিখুন)যে পুরুষ বেশ্যাকে ঘৃণা করে
- সে পুরুষ রাতের আধারে বেশ্যাকে বুকে জড়িয়ে নেয়
- যে ছেলে প্রেমে ছ্যাকা খেয়ে মেয়েদের গালাগালি দেয়
- কয়দিন পর সেই ছেলে আবার প্রেমে পড়ে
- চলচ্চিত্রের সব থেকে ভালো মেয়েটির ও দুই দিন পর ভিডিও ফাঁস
- রাস্তায় থাকা পাগলিটার পেটে বাচ্চা আসে-
- মায়ের বোকা ছেলেটাও প্রেমে পড়ে
- মা-বাবার চোখের গরমে কেঁদে দেওয়া মেয়েটি রাতে লুকিয়ে বাঁশ বাগানে যায়
- 16 বছরের ছেলেটাও বলে তোকে ছাড়া বাঁচবো না
- 10 বছরের মেয়েটা স্ট্যাটাস দেয় অতীত ভুলে যেতে চাই
- প্রতিদিন কেউ ধর্ষিত হয়ে কেঁদে বুক ভাসায়
- আবার কেউ লাজ-লজ্জা ভুলে দেহের ক্ষুধা মেটায়
- কাকে দোষ দেবো বলেন??
- দিনশেষে এদের নিয়েই আমাদের সংসার
- নারী ছলনাময়ী, নারী বেইমান
- পুরুষ স্বার্থপর, পুরুষ বিশ্বাসঘাতক
- পরের বোনটা মাল। নিজের বোন টা কলিজা
- রোগা না, মেন্টাল না
- মানুষ জাতটাই মাতাল

দৃষ্টি ভঙ্গি বদলান জীবন বদলে যাবে....!!

▪️ ▪️
Follow plz Logical Live Barak Valley

বনের রাজা সিংহ রোদ পোহাচ্ছিল। এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে একটা ঝাঁকি দিল! লাঠি দিয়ে খোঁচাখুঁচিও করল!সিংহ যতটা না অবাক ...
16/07/2025

বনের রাজা সিংহ রোদ পোহাচ্ছিল। এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে একটা ঝাঁকি দিল! লাঠি দিয়ে খোঁচাখুঁচিও করল!

সিংহ যতটা না অবাক হলো, তার চেয়ে বিরক্ত হলো বেশি। বাঁদরের ভ্রুক্ষেপ নেই। সে সিংহকে ভেংচি কেটে লাফাতে লাফাতে চলে গেল।

শেয়াল পাশ থেকে পুরো ঘটনা লক্ষ্য করে সিংহকে উদ্দেশ্য করে বলল, “বনের রাজার সাথে এত্ত বড় বেয়াদবি! আর আপনি কিনা তাকে কিছুই বললেন না!”

সিংহ মৃদু হেসে বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি! একটু অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবে।”

কয়েকদিন পর হঠাৎ করেই বাঁদর সিংহের সামনে পড়ল এবং সিংহ তাকে সেখানেই এক থাপ্পড়ে শেষ করে দিল।

শেয়াল অবাক হয়ে সিংহকে জিজ্ঞাসা করল, “সেদিন বাঁদর অত অন্যায় করল, আপনি তাকে কিছুই বললেন না। অথচ আজকে সে তেমন কিছু করেনি, কিন্তু আপনি তাকে মেরে ফেললেন!"

জবাবে সিংহ বলল, “দিস ইজ পলিটিক্স! সেদিনের পর বাঁদর ভালুককে পিছন থেকে লাথি মেরেছে! হাতির শুঁড় ধরে দুলেছে! গন্ডারের পিঠে চড়ে নেচেছে! হায়নাকে কাতুকুতু দিয়েছে! বাঘকে খোঁচা মেরেছে! আর সবাইকেই বলছে, রাজাকেই আমি মানি না! সেখানে তুমি কে?”

“সেদিন ওরে মারলে সবাই বলত, আমি বনের রাজা হয়ে ক্ষমতার অপব্যবহার করছি।"

"আজকে একটু পর দেখবে সবাই এসে বলবে, থ্যাংক ইউ, রাজা সাহেব!”

"বুঝলে তো! মাঝে মাঝে লাই দিয়ে মাথায় তুলতে হয়। যাতে শক্ত করে আছাড় দিলে কেউ কিছু মনে না করে এবং আপদ শেষ হয়ে যায় একেবারে!"বনের রাজা সিংহ রোদ পোহাচ্ছিল। এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে একটা ঝাঁকি দিল! লাঠি দিয়ে খোঁচাখুঁচিও করল!

সিংহ যতটা না অবাক হলো, তার চেয়ে বিরক্ত হলো বেশি। বাঁদরের ভ্রুক্ষেপ নেই। সে সিংহকে ভেংচি কেটে লাফাতে লাফাতে চলে গেল।

শেয়াল পাশ থেকে পুরো ঘটনা লক্ষ্য করে সিংহকে উদ্দেশ্য করে বলল, “বনের রাজার সাথে এত্ত বড় বেয়াদবি! আর আপনি কিনা তাকে কিছুই বললেন না!”

সিংহ মৃদু হেসে বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি! একটু অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবে।”

কয়েকদিন পর হঠাৎ করেই বাঁদর সিংহের সামনে পড়ল এবং সিংহ তাকে সেখানেই এক থাপ্পড়ে শেষ করে দিল।

শেয়াল অবাক হয়ে সিংহকে জিজ্ঞাসা করল, “সেদিন বাঁদর অত অন্যায় করল, আপনি তাকে কিছুই বললেন না। অথচ আজকে সে তেমন কিছু করেনি, কিন্তু আপনি তাকে মেরে ফেললেন!"

জবাবে সিংহ বলল, “দিস ইজ পলিটিক্স! সেদিনের পর বাঁদর ভালুককে পিছন থেকে লাথি মেরেছে! হাতির শুঁড় ধরে দুলেছে! গন্ডারের পিঠে চড়ে নেচেছে! হায়নাকে কাতুকুতু দিয়েছে! বাঘকে খোঁচা মেরেছে! আর সবাইকেই বলছে, রাজাকেই আমি মানি না! সেখানে তুমি কে?”

“সেদিন ওরে মারলে সবাই বলত, আমি বনের রাজা হয়ে ক্ষমতার অপব্যবহার করছি।"

"আজকে একটু পর দেখবে সবাই এসে বলবে, থ্যাংক ইউ, রাজা সাহেব!”

"বুঝলে তো! মাঝে মাঝে লাই দিয়ে মাথায় তুলতে হয়। যাতে শক্ত করে আছাড় দিলে কেউ কিছু মনে না করে এবং আপদ শেষ হয়ে যায় একেবারে!"

15/07/2025

_*BreakingNews*_

🔷 _*ভারত-বাংলাদেশ সীমান্তের কুশিয়ারা নদীতে অপরিচিত মৃতদেহ উদ্ধার।।।*_

🔷 _*মৃতদেহটি পুরুষ লোকের বলে সনাক্ত করা হয়েছে।।।*_

বৃষ্টি হতেই সোনাপুর মেঘালয় রাস্তার অবস্থা ভয়াবহ।পাল্টি হচ্ছে একটার পর একটা গাড়ি। পর পর বন্ধ হচ্ছে রাস্তা। চরম ভোগান্ত...
22/03/2025

বৃষ্টি হতেই সোনাপুর মেঘালয় রাস্তার অবস্থা ভয়াবহ।
পাল্টি হচ্ছে একটার পর একটা গাড়ি। পর পর বন্ধ হচ্ছে রাস্তা। চরম ভোগান্তি।

Address

Karimganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Logical Live Barak Valley posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share