প্রাচীন করিমগঞ্জ

প্রাচীন করিমগঞ্জ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রাচীন করিমগঞ্জ, Digital creator, Arc. Road/settlement. Village/Dhit-Batarashi. Post office/Tilla Bazar. District/Karimganj. State/Assam. pin-, Karimganj.

Asad Choudhury
Asad Ahmed Choudhury
السلام عليكم ورحمه الله وبركاته}
{আল্লাহ সর্বশক্তিমান}
{লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ}

07/08/2025

ধেমাজি থেকে বগীবিল ও রঙ্গিয়া হয়ে করিমগঞ্জের উদ্দেশ্যে, বেক্তিগত মার্কিন এফ১৬ যুদ্ধ বিমান নিয়ে ।

05/08/2025
প্রাচীন করিমগঞ্জ, প্রতিনিধি সংবাদদাতা আছাদ চৌধুরীর কলমে, করিমগঞ্জ বটরশি থেকে, ৩০জুলাইঃ->আজ আমাদের ৭৭নং পসারপুর জিপিতে এক...
30/07/2025

প্রাচীন করিমগঞ্জ, প্রতিনিধি
সংবাদদাতা আছাদ চৌধুরীর কলমে,
করিমগঞ্জ বটরশি থেকে,
৩০জুলাইঃ->
আজ আমাদের ৭৭নং পসারপুর জিপিতে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের দক্ষিণ করিমগঞ্জের বটবৃক্ষ ও অসহায় মানুষের এম্বুলেন্স ১০৮, স্নেহভাজন Ekbal Hussain ভাই । সঙ্গে ছিলেন আমাদের ৭৭নং পসারপুর জিপির সম্মানিত সভাপতি বন্ধুবর জহিরুল ইসলাম ভাই ও আমাদের সম্মানিত জিলা পরিষদ প্রতিনিধি বদরুল হক চাচা ।
যাইহোক পুরোটা খেলা উপভোগ করার মতোই ছিল । উভয় দলের প্লেয়ার খুবই চতুর ও পারদর্শী ছিলেন, দেখে খুবই ভালো লেগেছে ।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমাদের দক্ষিণ করিমগঞ্জের কৃতিসন্তান ও দক্ষিণ করিমগঞ্জের বটবৃক্ষ প্রিয় ভাই ইকবাল হোসেন ।
যার পরিচয় যুব প্রজন্মকে খেলায় উৎসাহিত করা,
যার পরিচয় মানুষের সঙ্গে কথা বলার আগে হাঁসি মুখে কথা বলা শুরু করা,
যার পরিচয় মোবাইলে রিংটোনের আওয়াজ শুনলেই চট করে মোবাইল রিসিভ করে শুভেচ্ছা বিনিময় করা
(যে কেউ হোক গরিব ধনী উভয় সমান উনার কাছে),
যার পরিচয় কর্মের মধ্যে,
যার কাজে রয়েছে ধারাবাহিকতা
যার উদ্দেশ্য মানব জাতির সেবা,
যার লক্ষ্য যুবসমাজকে কর্মসংস্থান প্রদান ও নেশা থেকে মুক্ত করে রাখা,
যার ব্যাবহারের মাধ্যমে রয়েছে মানসিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি,
যার কাছে অন্যায় এবং অত্যাচারিদের কোন প্রশ্রয় নেই,
যার কাছে নেই কোন লভি বাজি, নেই কোন পক্ষপাতিত্ব, নেই কোন স্বার্থান্বেষী মনোভাব । আজব এই মহা পুরুষ, অসহায় মানুষের বটবৃক্ষ, আমার স্নেহভাজন ইকবাল হোসেন ভাই ।
যার কাছে রয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষাগত যোগ্যতা, এবং অসংখ্য গুণমুগ্ধ ভালো ব্যবহারের অধিকারী,
যার কাছে রয়েছে ছোটদের প্রতি স্নেহ ও গুরুজন এবং বড়দের প্রতি শ্রদ্ধা,
তিনি আর কেউ নন । তিনি যুবসমাজের নয়নমণি, গরিব অসহায়ের বন্ধু, জনপ্রিয় নেতা আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কৃতী সন্তান ২০২৬ নির্বাচনের সম্ভাব্য বিধায়ক পদপ্রার্থী সম্মানিত ইকবাল হোসেন ভাই ।

Monolithic Stone House at maibangআমাদের বড়াইল পাহাড়ের কোথায় নাকি এক পাথরের ঘরের গল্প সেই শৈশব কৈশোরের আমলে খুবই শুনতে...
27/07/2025

Monolithic Stone House at maibang
আমাদের বড়াইল পাহাড়ের কোথায় নাকি এক পাথরের ঘরের গল্প সেই শৈশব কৈশোরের আমলে খুবই শুনতে পেতাম । মনকে শান্তনা দিতে তখনকার সময়ে নিজ চোখে দেখতে ছুটে চললাম একদিন সেই ঘরের সন্ধানে ।

আছাদ চৌধুরীর কলমে,করিমগঞ্জ, বটরশি ২৭জুলাইঃ->গরিবের বন্ধু, অসহায় মানুষের নেতা দক্ষিণ করিমগঞ্জের বটবৃক্ষ শ্রদ্ধাভাজন Ekba...
27/07/2025

আছাদ চৌধুরীর কলমে,
করিমগঞ্জ, বটরশি ২৭জুলাইঃ->
গরিবের বন্ধু, অসহায় মানুষের নেতা
দক্ষিণ করিমগঞ্জের বটবৃক্ষ
শ্রদ্ধাভাজন Ekbal Hussain
যিনি রাজনৈতিক রঙ নয়, মানুষকেই
দেখেন প্রথমে ।
২০১১সাল থেকে ২৪×৭ মানুষের সেবায় নিয়োজিত মহান আল্লাহ তায়ালা আপনার এই মেহনত কে কবুল করুন ।
ওগো মহান আল্লাহ একটিবার উনাকে কবুল করে নাও গো আল্লাহ ।
রাজনীতির রঙ নয়, চোখে তাঁর দৃষ্টি,
মানুষই ধর্ম, এটাই তাঁর সৃষ্টিতে কৃষ্টি ।
গরিব অসহায়ের বন্ধু, আশার আলো, দক্ষিণ করিমগঞ্জের বুকে তিনি ভালোবাসার ভালো ।
ঝড়-ঝাপটা এলে ছুটে যান আগে,
ব্যথিতের পাশে থাকেন, কিছু না মাগে ।
চান না পরিচয়, চান না বাহাদুরি,
তাঁর মতো নেতা গরিবের গর্ব, সবার গড়া পুরি ।
বটবৃক্ষের ছায়া যেমন শান্তির পরশ,
তেমনই শ্রদ্ধেয় ইকবাল হোসেন ভাইয়ের সেবা নিরলস, অবিরত বরষ ।
নেতা তিনি শুধু নামে নয়, কর্মেই পরিচয়,
মানুষের হৃদয়ে তাঁর জায়গা
অটুট, অমল, অম্লান রয় ।
শুনো ওগো ওহে স্নেহের ইকবাল ভাই
তোমার ছায়ায় শান্তি খুঁজে পায় দক্ষিণ করিমগঞ্জের অসহায় মানুষ ।
তুমি শুধু একজন নেতা না তুমি একজন আশার নাম ও মহা পুরুষ ।
ওহে জননেতা ইকবাল ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ ।

26/07/2025

আছাদ চৌধুরীর কলমে,
করিমগঞ্জ বটরশি থেকে ২৬জুলাইঃ->
বড়াইল পাহাড়ের মিটারগেজ রেলপথ নিয়ে কিছু কাহিনী তুলে ধরলাম আপনাদের মাঝে ।
আমাদের বড়াইলের সেই বৃহৎ নদীসেতু । দয়াংসেতু দিয়ে লামডিং আগরতলা এক্সপ্রেস পার হওয়ার প্রাক মুহূর্তের ভিডিও চিত্র । আপনাদের সামনে তুলে ধরলাম । আমার শৈশব কৈশোর এই রেলপথের মধ্যে দিয়ে যাতায়াত করেই কেটেছে । পড়াশোনার পাশাপাশি ব্যাবসায়ী সূত্রে প্রতি মাসে দু একবার নানাজির দেশে (হোজাই) যাওয়া আসা করতে করতে বড়াইল পাহাড়ের আনাচে কানাচে ঘুরার আর চেনার শেষ নেই । মিটারগেজ আমলের এই রেলপথের করুন কাহিনী কি আর বলবো । বলার আর লেখার শেষ নেই, কতকিছু কি আর বলবো ! কোন কোন দিন এমনও হয়েছে বদরপুর থেকে লামডিং যেতে ২৪ঘণ্টাও সময় লেগেছে । আবার কোন কোন দিন এমনও হয়েছে ট্রেনে বসে তিন বেলা খাওয়া দাওয়ারও সুবর্ণ সুযোগ পেয়েছিলাম । তাও আবার কলা আর চিরা ভাগ্যে জুটেছে । কিছু করার উপায় নেই । পাহাড়ের মাঝখানে আটকে রয়েছে ট্রেন । এখানে কোন কিছু পাওয়ার উপায় নেই । একমাত্র এইটুকুই সম্বল । আবার কোন কোন দিন এমনও হয়েছে এক স্টেশন থেকে আরেক স্টেশন পায়ে হেঁটে পাড়ি দিতে হয়েছে । যেমন ফাইন্ডিং রেলওয়ে স্টেশন থেকে দাওটুহাজা রেলওয়ে স্টেশনে কয়েকবার পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলাম । আমার মনে আছে এখনো । একবার ইঞ্জিন বিকল হয়েছিল । আবার আরো কয়েকবার রেলপথের উপরে পাহাড় থেকে নেমে এসেছিল কাঁদা মাটি ও জল । তারপর রেল কর্তৃপক্ষ যাত্রীদেরকে সড়ক পথে বদরপুর ফিরিয়ে আনার পদক্ষেপ হাতে নিয়েছিল । এমন খবর শুনে আমরা কয়েকজনের গ্ৰুপ বেঁধে পায়ে হেঁটে দাওটুহাজা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম । সেখানে পৌঁছে সড়কপথে লামডিং গিয়ে, সেখান থেকে ট্রেন ধরে নিজ নিজ গন্তব্যে গিয়েছিলাম । এভাবেই মিটারগেজ আমলের দুর্ভোগের করুন কাহিনী শেষ হওয়ার নয় । যাইহোক আমার মনেহয় এই রেলপথ নিয়ে আর কোন কিছু বলার প্রয়োজন নেই । কারণ এই রেলপথ দিয়ে যারা যাতায়াত করেছেন তারা এই রেলপথ নিয়ে নিশ্চয় অবগত আছেন ।
ভিডিও টি বার বার দেখার পর মনের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে । উফ ! সেই দিন কি আর কখনো ফিরে আসবে ? এই রেলপথ এতোটুকুই মুখস্থ হয়েছিল প্রকাশ করার উপায় নেই । যাই হোক পরিশেষে একটি অনুরোধ রইল আপনাদের কাছে । ভিডিও টি বেশি বেশি শেয়ার করে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি নিজের টাইমলাইনে রেখে দিবেন । শেষে আরেকটি অনুরোধ রইল আপনাদের কাছে
"প্রাচীন করিমগঞ্জ" এর পাশে থাকবেন সবসময় অসংখ্য প্রাচীন জায়গা বা জিনিস দেখতে পাবেন ।

24/07/2025

আমাদের বড়াইল রেলপথের করুন কাহিনী ভিডিও চিত্রের মাধ্যমে দেখুন নিজ চোখে ।

24/07/2025

আমাদের বড়াইল রেলপথের ভিডিও চিত্র ।

প্রাচীন করিমগঞ্জ প্রতিনিধি, সংবাদদাতা আছাদ চৌধুরীর কলমে, করিমগঞ্জ বটরশি থেকে ২৪জুলাইঃ->প্রশ্নঃ-> বৃক্ষ তোমার নাম কি ?উত্...
23/07/2025

প্রাচীন করিমগঞ্জ প্রতিনিধি,
সংবাদদাতা আছাদ চৌধুরীর কলমে,
করিমগঞ্জ বটরশি থেকে ২৪জুলাইঃ->
প্রশ্নঃ-> বৃক্ষ তোমার নাম কি ?
উত্তরঃ-> ফলে পরিচয় ।
বিচার আপনাদের ক্বিয়াসের উপর ছেড়ে দিলাম ।
সার্থ ছাড়াই মানুষের দোয়ারে দোয়ারে প্রিয় ভাই
Ekbal Hussain মহাশয় ।
অসহায় মানুষের সেবায় নিয়োজিত, মহান আল্লাহ আপনার এই খেদমতকে কবুল করুন ।
যার পরিচয় কর্মের মধ্যে,
যার কাজে রয়েছে ধারাবাহিকতা
যার উদ্দেশ্য মানব জাতির সেবা,
যার লক্ষ্য যুবসমাজকে কর্মসংস্থান প্রদান ও নেশা থেকে মুক্ত করে রাখা,
যার ব্যাবহারের মাধ্যমে রয়েছে মানসিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি,
যার কাছে অন্যায় এবং অত্যাচারীদের প্রশ্রয় নেই, নজিরবিহীন আমার নিজ চোখে দেখা একটি ঘটনা । উনার নেত্রিত্বে শান্তির বার্তা এসেছে ।
এবার আসুন মূল কথায়ঃ->
নেই কোন লভি বাজি, নেই কোন পক্ষপাতিত্ব, নেই কোন স্বার্থান্বেষী মনোভাব, আজব এই মহা পুরুষ নাম হলোঃ-> ইকবাল হোসেন মহাশয় ভাই ।
এবার আসুন বিস্তারিত শুনেনঃ->
আজ আর সেই শৈশব কৈশোরের মত তম তম পরিস্তিতি নেই আমার প্রতিবেশীতে ।
যদিও আমি এবং আমার পরিবারের কেউ এই ঝগড়ার উভয় দলের সঙ্গে জড়িত নয় । তবুও অপকটে স্বীকার করতে হচ্ছে আজ স্বস্তির নিঃশ্বাস ফেলে মহান আল্লাহর দরবারে মাথা নত করে উনার
(ইকবাল হোসেন ভাই) জন্য প্রাণ খুলে দোয়া আশির্বাদ করছি । কারণ উনার নেত্রীত্বে ও উনার অবদানের সুগন্ধ পেয়ে আমার প্রতিবেশী আজ শান্তির বন্দরে প্রবেশ করতে সক্ষম হয়েছে । আমার প্রতিবেশীর একটি সমস্যা সমাধান করছেন উনি । তাই বলে আমি উনার হয়ে চিৎকার চেঁচামেচি করছি তা নয়রে ভাই । আপনারা পুরো সমস্টী ব্যাপি
খবর নিয়ে দেখতে পারেন । উনার ছোঁয়া যেখানেই লেগেছে, সেখানেই এমন কোন মানুষ খুঁজে পাবেননা উনার অবদান অস্বীকার কারী । আমার প্রতিবেশীতে কি একটা জটিল ও বিভীষিকাময় অবস্থা ছিলো ভাবলেই গা শিউরে উঠে । কিন্তু মহান আল্লাহ তায়ালা উনাকে অসাধারণ এমন একটা প্রতিভা দিয়েছেন যেটা প্রকাশ করতে গেলে আমার কলমের কালি শেষ হয়ে যাবে । কিন্তু উনার গুনগান শেষ হবে না । সেই শৈশব কৈশোর থেকে দেখে আসছি উভয় দলের বিবাদ দাওয়া পাল্টা ধাওয়া । হুমকি ধামকি থেকে শুরু করে লাঠি সোঠা নিয়ে সংঘর্ষ । আরো কত কিছু প্রকাশ করতে আমি লজ্জাবোধ করছি । শেষমেশ উভয় দল রক্তাক্ত হওয়া পর্যন্ত বিবাদ থামেনি । শেষে উভয় দল মহামান্য আদালতের দ্বারস্থ হতে হয়েছে । এরপর উনার কানে খবরটা পৌছা মাত্রই উনি তড়িঘড়ি নড়ে চড়ে বসেন । তারপর যুদ্ধ কালীন তৎপরতায় উনি উভয় দলের সমস্যা সমাধান করতে ঝাঁপিয়ে পড়েন মাঠে । পরে উভয় দলকে উনি তলব করেন । শেষে বিবাদ চূড়ান্ত পর্যায়ে উনার নেত্রীত্বে উভয় দলকে সন্তুষ্ট রেখে সমাধানের বন্দরে পৌঁছান উনি
(ইকবাল হোসেন ভাই) ।
যার কাছে রয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষাগত যোগ্যতা, এবং অসংখ্য গুণমুগ্ধ ভালো ব্যবহারের অধিকারী,
যার কাছে রয়েছে ছোটদের প্রতি স্নেহ ও গুরুজন এবং বড়দের প্রতি শ্রদ্ধা,
তিনি আর কেউ নন । তিনি যুবসমাজের নয়নমণি, গরিব অসহায়ের বন্ধু, জনপ্রিয় নেতা আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কৃতী সন্তান ২০২৬ নির্বাচনের সম্ভাব্য বিধায়ক পদপ্রার্থী সম্মানিত ইকবাল হোসেন ভাই । আপামর উত্তর করিমগঞ্জ বাসী শান্তিপ্রিয় জনগণ, যুবসমাজের ভবিষ্যতের কথা চিন্তা করে, অন্যায়-অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য, গরিব দুঃখীর মেহনতী খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানোর জন্য । আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের শ্রদ্ধেয় ইকবাল হোসেন ভাইকে একটিবার একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই । উনার কাঁদে কাঁদ মিলিয়ে আমরা একটি সুন্দর নেশা ও দুর্নীতি মুক্ত, শিক্ষিত ও সুস্থ সমাজ গড়ে তুলি । শুধু আজকের দিনে শেষ নয়, অতিতেও আমরা জাতির অনেক দুঃসময়ে পাশে দাঁড়াতে দেখেছি উনাকে ।
জাতি ধর্ম নির্বিশেষে উনার একটি মাত্র উদ্দেশ্য শুধু মাত্র মানুষের মুখে হাঁসি ফুটানো । নির্বাচন আসলে কত পাতিনেতার আগমন ঘটে আজ ওরা কোথায় ? এবার ওদেরকে পাশ কাটিয়ে চলার পালা, আপনাদের ও আমাদের । বলার এবং লিখার অনেক কিছু আছে এখানেই ইতি টানলাম ! তবে না না না কেন ইতি টানবো ! অনুমতি দিবেন আপনারা, তবেই কলম চলবে আছাদ চৌধুরীর । এমন অহংকার ও দুর্নীতিমুক্ত মহা পুরুষের পক্ষে ।

আমাদের প্রাচীন করিমগঞ্জ ।
22/07/2025

আমাদের প্রাচীন করিমগঞ্জ ।

শোক সংবাদ,অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের ঘনিষ্ঠতম (গুষ্টির )চাচাতো ভাই উত্তর বটরশি নিবাসি মালিক চৌধুরী সাহেব উর...
31/12/2024

শোক সংবাদ,
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের ঘনিষ্ঠতম (গুষ্টির )চাচাতো ভাই উত্তর বটরশি নিবাসি মালিক চৌধুরী সাহেব উরফে আব্দুল মালিক চৌধুরী আজ সকাল ৬:৩০মি: সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।
তিনি একজন সমাজসেবী জনহিতৈষী প্রবীণ ব্যক্তিত্ব ।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি । তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি । মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন ।
জানাজার নামাজ আজ রাত ৮ ঘটিকার সময় ইমাম বাড়ি কবরস্তানে আদায় করা হইবে ।

গুয়াহাটি যাত্রা পথে বিশেষ কাজে চাপরমুখে কিছু সময় যাত্রা বিরতি নিতে হলো ।
07/12/2024

গুয়াহাটি যাত্রা পথে বিশেষ কাজে চাপরমুখে কিছু সময় যাত্রা বিরতি নিতে হলো ।















Address

Arc. Road/settlement. Village/Dhit-Batarashi. Post Office/Tilla Bazar. District/Karimganj. State/Assam. Pin-
Karimganj
788709

Alerts

Be the first to know and let us send you an email when প্রাচীন করিমগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share