23/07/2025
প্রাচীন করিমগঞ্জ প্রতিনিধি,
সংবাদদাতা আছাদ চৌধুরীর কলমে,
করিমগঞ্জ বটরশি থেকে ২৪জুলাইঃ->
প্রশ্নঃ-> বৃক্ষ তোমার নাম কি ?
উত্তরঃ-> ফলে পরিচয় ।
বিচার আপনাদের ক্বিয়াসের উপর ছেড়ে দিলাম ।
সার্থ ছাড়াই মানুষের দোয়ারে দোয়ারে প্রিয় ভাই
Ekbal Hussain মহাশয় ।
অসহায় মানুষের সেবায় নিয়োজিত, মহান আল্লাহ আপনার এই খেদমতকে কবুল করুন ।
যার পরিচয় কর্মের মধ্যে,
যার কাজে রয়েছে ধারাবাহিকতা
যার উদ্দেশ্য মানব জাতির সেবা,
যার লক্ষ্য যুবসমাজকে কর্মসংস্থান প্রদান ও নেশা থেকে মুক্ত করে রাখা,
যার ব্যাবহারের মাধ্যমে রয়েছে মানসিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি,
যার কাছে অন্যায় এবং অত্যাচারীদের প্রশ্রয় নেই, নজিরবিহীন আমার নিজ চোখে দেখা একটি ঘটনা । উনার নেত্রিত্বে শান্তির বার্তা এসেছে ।
এবার আসুন মূল কথায়ঃ->
নেই কোন লভি বাজি, নেই কোন পক্ষপাতিত্ব, নেই কোন স্বার্থান্বেষী মনোভাব, আজব এই মহা পুরুষ নাম হলোঃ-> ইকবাল হোসেন মহাশয় ভাই ।
এবার আসুন বিস্তারিত শুনেনঃ->
আজ আর সেই শৈশব কৈশোরের মত তম তম পরিস্তিতি নেই আমার প্রতিবেশীতে ।
যদিও আমি এবং আমার পরিবারের কেউ এই ঝগড়ার উভয় দলের সঙ্গে জড়িত নয় । তবুও অপকটে স্বীকার করতে হচ্ছে আজ স্বস্তির নিঃশ্বাস ফেলে মহান আল্লাহর দরবারে মাথা নত করে উনার
(ইকবাল হোসেন ভাই) জন্য প্রাণ খুলে দোয়া আশির্বাদ করছি । কারণ উনার নেত্রীত্বে ও উনার অবদানের সুগন্ধ পেয়ে আমার প্রতিবেশী আজ শান্তির বন্দরে প্রবেশ করতে সক্ষম হয়েছে । আমার প্রতিবেশীর একটি সমস্যা সমাধান করছেন উনি । তাই বলে আমি উনার হয়ে চিৎকার চেঁচামেচি করছি তা নয়রে ভাই । আপনারা পুরো সমস্টী ব্যাপি
খবর নিয়ে দেখতে পারেন । উনার ছোঁয়া যেখানেই লেগেছে, সেখানেই এমন কোন মানুষ খুঁজে পাবেননা উনার অবদান অস্বীকার কারী । আমার প্রতিবেশীতে কি একটা জটিল ও বিভীষিকাময় অবস্থা ছিলো ভাবলেই গা শিউরে উঠে । কিন্তু মহান আল্লাহ তায়ালা উনাকে অসাধারণ এমন একটা প্রতিভা দিয়েছেন যেটা প্রকাশ করতে গেলে আমার কলমের কালি শেষ হয়ে যাবে । কিন্তু উনার গুনগান শেষ হবে না । সেই শৈশব কৈশোর থেকে দেখে আসছি উভয় দলের বিবাদ দাওয়া পাল্টা ধাওয়া । হুমকি ধামকি থেকে শুরু করে লাঠি সোঠা নিয়ে সংঘর্ষ । আরো কত কিছু প্রকাশ করতে আমি লজ্জাবোধ করছি । শেষমেশ উভয় দল রক্তাক্ত হওয়া পর্যন্ত বিবাদ থামেনি । শেষে উভয় দল মহামান্য আদালতের দ্বারস্থ হতে হয়েছে । এরপর উনার কানে খবরটা পৌছা মাত্রই উনি তড়িঘড়ি নড়ে চড়ে বসেন । তারপর যুদ্ধ কালীন তৎপরতায় উনি উভয় দলের সমস্যা সমাধান করতে ঝাঁপিয়ে পড়েন মাঠে । পরে উভয় দলকে উনি তলব করেন । শেষে বিবাদ চূড়ান্ত পর্যায়ে উনার নেত্রীত্বে উভয় দলকে সন্তুষ্ট রেখে সমাধানের বন্দরে পৌঁছান উনি
(ইকবাল হোসেন ভাই) ।
যার কাছে রয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষাগত যোগ্যতা, এবং অসংখ্য গুণমুগ্ধ ভালো ব্যবহারের অধিকারী,
যার কাছে রয়েছে ছোটদের প্রতি স্নেহ ও গুরুজন এবং বড়দের প্রতি শ্রদ্ধা,
তিনি আর কেউ নন । তিনি যুবসমাজের নয়নমণি, গরিব অসহায়ের বন্ধু, জনপ্রিয় নেতা আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কৃতী সন্তান ২০২৬ নির্বাচনের সম্ভাব্য বিধায়ক পদপ্রার্থী সম্মানিত ইকবাল হোসেন ভাই । আপামর উত্তর করিমগঞ্জ বাসী শান্তিপ্রিয় জনগণ, যুবসমাজের ভবিষ্যতের কথা চিন্তা করে, অন্যায়-অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য, গরিব দুঃখীর মেহনতী খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানোর জন্য । আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের শ্রদ্ধেয় ইকবাল হোসেন ভাইকে একটিবার একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই । উনার কাঁদে কাঁদ মিলিয়ে আমরা একটি সুন্দর নেশা ও দুর্নীতি মুক্ত, শিক্ষিত ও সুস্থ সমাজ গড়ে তুলি । শুধু আজকের দিনে শেষ নয়, অতিতেও আমরা জাতির অনেক দুঃসময়ে পাশে দাঁড়াতে দেখেছি উনাকে ।
জাতি ধর্ম নির্বিশেষে উনার একটি মাত্র উদ্দেশ্য শুধু মাত্র মানুষের মুখে হাঁসি ফুটানো । নির্বাচন আসলে কত পাতিনেতার আগমন ঘটে আজ ওরা কোথায় ? এবার ওদেরকে পাশ কাটিয়ে চলার পালা, আপনাদের ও আমাদের । বলার এবং লিখার অনেক কিছু আছে এখানেই ইতি টানলাম ! তবে না না না কেন ইতি টানবো ! অনুমতি দিবেন আপনারা, তবেই কলম চলবে আছাদ চৌধুরীর । এমন অহংকার ও দুর্নীতিমুক্ত মহা পুরুষের পক্ষে ।