20/05/2024
রাজ্যের শিক্ষাবিভাগ দ্বারা আয়োজিত বরাক উপত্যকার ছাত্র-ছাত্রীদের CUET পরীক্ষা কেন্দ্র বহিঃরাজ্যে থেকে নিজ জেলায় স্থাপনের জন্য আজ আসাম সরকারের মাননীয় মন্ত্রী তথা করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পীযুষ হাজারিকা মহাশয় এবং জেলা উপায়ুক্ত মৃদুল যাদব মহাশয়ের সাথে বিশদ আলোচনা করি তৎসঙ্গে লক্ষীপুর সমষ্ঠীর সতীর্থ বিধায়ক দাদা কৌশিক রাই মহাশয়ও উক্ত বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ড. রনোজ পেগু মহাশয়ের সাথে আলোচনা করেন। আমাদের আবেদনে সারা দিয়ে রাজ্যের শিক্ষাবিভাগ বরাক উপত্যকার ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নিজ জেলায় পরীক্ষাকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।
উক্ত পরীক্ষাকেন্দ্র নিজ জেলার স্থাপনের জন্য বরাক উপত্যকার ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে আমি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, রাজ্যের মাননীয় মন্ত্রী পীযুষ হাজারিকা মহাশয় ও মাননীয় শিক্ষামন্ত্রী ড.রনোজ পেগু মহাশয় এবং রাজ্যের শিক্ষাবিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
CMO Assam
Himanta Biswa Sarma
Bhabesh kalita ভৱেশ কলিতা
Ravindra Raju
Pijush Hazarika
Jayanta Mallabaruah
Pabitra Margherita
BJP Assam Pradesh