08/11/2025
✨লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম জয়ন্তীর সঙ্গে সঙ্গতি রেখে ৮ নভেম্বর, শনিবার সকাল ৮ টায় শ্রীভূমি শহরে এক বর্ণাঢ্য একতা পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে পদযাত্রার শুরুতে সমবেতভাবে একতার শপথ গ্রহন করা হয় এবং এক পেড় মা কে নাম কার্যক্রমের অধীনে সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়। এদিনের এই পদ যাত্রায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ, রাজ্য সভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, উওর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব, জেলা পরিষদের সহ সভানেত্রী সাথী রায় কুরী, জেলা পরিষদের সিইও মুন গগৈ, সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে, এডিসি অমৃত প্রভা দাস, সমাজ সেবী সুব্রত ভট্টাচার্যী, ডিএসএ-র সচিব সুদীপ চক্রবর্তী, মেরা যুবা ভারতের উপ সঞ্চালক মেহেবুব আলম লস্কর, ডিআইপিআরও ইফতিখার জামান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী, মেরা যুবা ভারতের অধীনের ক্লাব, বিভিন্ন ক্রীড়া সংগঠন ও যোগ বিদ্যালয়ের সদস্য, আত্ম সহায়ক গোষ্ঠীর সদস্য, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, পুলিশ বিভাগের আধিকারিক ও কর্মী, বিভিন্ন বিভাগীয় কার্যালয়ের আধিকারিক ও কর্মী, বিভিন্ন সংগঠনের সদস্য, সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও সর্ব স্তরের জনগণ অংশ গ্রহণ করেন। এই পদযাত্রা শনিবার সকাল ৯ টায় শ্রীভূমি শহরের নীলমণি রোডস্থিত সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে শহরের মেইন রোড পরিক্রমা করে করিমগঞ্জ কলেজের খেলার মাঠে পৌঁছে সমাপ্ত হয়। জনগণের মধ্যে দেশের একতা ও অখণ্ডতার বার্তা ছড়িয়ে দিতে এদিনের এই পদযাত্রা সকলের সহযোগে মেরা যুবা ভারতের উদ্যোগে এবং জেলা ক্রীড়া বিভাগ ও শ্রীভূমি জেলা প্রশাসনের ও সকলের সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠিত হয়।
PMO India
CMO Assam
Himanta Biswa Sarma
Pijush Hazarika
Kaushik Rai
Krishnendu Paul
Nandita Gorlosa
District Commissioner Sribhumi
Kripanath Mallah
Directorate of Information and Public Relations, Assam