DIPRO Sribhumi

DIPRO Sribhumi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DIPRO Sribhumi, Media/News Company, Laxmi bazar Road, Sribhumi, Karimganj.

Election Commission of India Assam State Election Commission District Commissioner Sribhumi
19/12/2025

Election Commission of India
Assam State Election Commission
District Commissioner Sribhumi

The Martyrs' Day ceremony in remembrance of the martyrs of the historic Sepoy Mutiny (1857) was observed with reverence ...
18/12/2025

The Martyrs' Day ceremony in remembrance of the martyrs of the historic Sepoy Mutiny (1857) was observed with reverence and dignity in Latu Malegarh,Sribhumi District

১০ ডিসেম্বর, বুধবার সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও শহিদ দিবস উদযাপন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় শ্রীভূমি জেল...
10/12/2025

১০ ডিসেম্বর, বুধবার সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও শহিদ দিবস উদযাপন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, অতিরিক্ত জেলা আয়ুক্ত নিলোৎপল পাঠক, অতিরিক্ত জেলা আয়ুক্ত এল খিংতে, অতিরিক্ত জেলা আয়ুক্ত জয়ন্ত বরা, সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা, সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগাপু, সহকারী আয়ুক্ত বিপ্লব সেংগুং, সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক মতীন্দ্র সুত্রধর, ডিআইপিআরও ইফতিখার জামান, ডিসি অফিসের প্রশাসনিক আধিকারিক হিরন্ময় রায় সহ অন্যান্য বিভাগীয় আধিকারিক এবং কর্মচারীদের উপস্থিতিতে আসাম আন্দোলনের শহিদদের স্মৃতিতে দুই মিনিট নিরবতা পালন করা হয়। পাশাপাশি, সুধাকণ্ঠ ড. ভূপেন হাজারিকার কালজয়ী গান "শহিদ প্রণামো তোমাক" পরিবেশন করে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এতে আসাম আন্দোলনের ১৯৭৯ থেকে ১৯৮৫ পর্যন্ত ৮৬০ জন শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং এই আন্দোলনে ১০ ডিসেম্বর, ১৯৭৯ সালে খড়গেশ্বর তালুকদার বরপেটা জেলার প্রথম শহীদ হওয়ার দিনটিকে স্মরণ করে শহিদ দিবস উদযাপন করা হয় বলে জেলা আয়ুক্ত আলোকপাত করেন।
CMO Assam
Himanta Biswa Sarma
District Commissioner Sribhumi
Directorate of Information and Public Relations, Assam

05/12/2025

Message from Hon'ble Governor of Assam for Armed Forces Flag Day.
CMO Assam
Northern Command - Indian Army
District Commissioner Sribhumi
Directorate of Information and Public Relations, Assam

জনসংযোগ শ্রীভূমি প্রেস বার্তা নম্বর ৩৫০শ্রীভূমি জেলায় রবি ও সোমবার কৃষি রাজস্ব আদালত : কৃষকদের পঞ্জীকরণের জন্য উপস্থিত থ...
29/11/2025

জনসংযোগ শ্রীভূমি
প্রেস বার্তা নম্বর ৩৫০

শ্রীভূমি জেলায় রবি ও সোমবার কৃষি রাজস্ব আদালত : কৃষকদের পঞ্জীকরণের জন্য উপস্থিত থাকতে আহ্বান

শ্রীভূমি ২৯ নভেম্বর, ২০২৫ : শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন, ৩০ নভেম্বর, রবিবার বদরপুর, নিলামবাজার, পাথারকান্দি ও রামকৃষ্ণ নগর চক্র আধিকারিকের কার্যালয়ে কৃষি রাজস্ব আদালতের মাধ্যমে কৃষকদের পঞ্জীকরণ করা হবে। পাশাপাশি, ১ ডিসেম্বর, সোমবার শ্রীভূমি সদর রাজস্ব চক্রের অধীনে মালেগড় উন্নয়ন খন্ড কার্যালয়, সাদারাশিতে কৃষকদের পঞ্জীকরণের কাজ সম্পন্ন করা হবে। জেলার সব কৃষকদের আধার কার্ড, নিজ নামের জমাবন্দির নথি ও আধার সংযুক্ত মোবাইল ফোন নিয়ে সকাল ১০ টায় সংশ্লিষ্ট চক্র আধিকারিকের কার্যালয়ে ও উন্নয়ন খন্ড কার্যালয়ে উপস্থিত থাকতে জেলা কৃষি আধিকারিক আহ্বান জানিয়েছেন।
District Commissioner Sribhumi
District Agriculture Office, Sribhumi

16/11/2025

জাতীয় প্রেস দিবস উপলক্ষে শ্রীভূমি জেলার সব সাংবাদিক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

জনসংযোগ, শ্রীভূমি

✨✨শ্রীভূমিতে শনিবার জন জাতীয় গৌরব দিবস পালিত ✨✨ শ্রীভূমি ১৫ নভেম্বর, ২০২৫ : দেশের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ও জন জাতি...
15/11/2025

✨✨শ্রীভূমিতে শনিবার জন জাতীয় গৌরব দিবস পালিত ✨✨

শ্রীভূমি ১৫ নভেম্বর, ২০২৫ : দেশের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ও জন জাতি নেতা ভগবান বিরসা মুন্ডার ১৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে শনিবার শ্রীভূমি জেলায় বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জন জাতীয় গৌরব দিবস উদযাপন করা হয়েছে। ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে কেন্দ্র সরকার থেকে গ্রহণ করা ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জন জাতীয় গৌরব বর্ষ পক্ষ পালনের অঙ্গ হিসেবে সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও শনিবার জন জাতীয় গৌরব দিবস পালন করা হয়। এতে শনিবার শ্রীভূমি জেলার লোয়াইরপোয়া ব্লকের অন্তর্গত ছাগলমোয়া ট্রাইব্যাল এম ই স্কুলে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জন জাতীয় গৌরব দিবস পালন করা হয়। রাজ্যের মীন, পশু পালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের ( পিএমজিএসওয়াই) মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা পরিষদের সভাপতি অনিল কুমার ত্রিপাঠী , ডিডিসি দীপক জিডুং, জেলা পরিষদের সিইও মুন গগৈ, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বনিক সহ অন্যান্য প্রশাসনিক ও বিভাগীয় আধিকারিক এবং জেলার বিভিন্ন স্থান থেকে আগত- হালাম, চরাই,ডিমাসা, আদিবাসী, খাসি, রিয়াং, রুকিনি বর্মন, ত্রিপুরী, রাংলং জন জাতি সম্প্রদায়ের জনগণ ও শিল্পীরা অংশ গ্রহণ করেন। কার্যসূচিতে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে উপস্থিত জন জাতি জনগণের সঙ্গীত ও নৃত্য সহ এক মনোরম সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান স্থলে জন জাতি সম্প্রদায়ের খাদ্য সামগ্রীর জনপ্রিয়তা বৃদ্ধি করতে ফুড স্টল ও রন্ধন প্রণালী প্রদর্শন করা হয়। পাশাপাশি, এতে জন জাতি জনগণের উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী ও বিক্রির অস্থায়ী স্টলের ব্যবস্থা এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়। এছাড়া এদিন প্রকৃতির সাথে জনগণের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মুখ্য অতিথি সহ অন্যান্যরা স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন। অনুষ্ঠানে মন্ত্রী ভগবান বিরসা মুন্ডার জীবন আদর্শ, সাহসীকতা, স্বাধীনতায় তার অবদান এবং বিরসা মুন্ডার আধ্যাত্মিক দিক নিয়ে সারগর্ভ বক্তব্য রাখেন। তিনি বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার থেকে জন জাতি জনগণের উন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন। এতে জেলা আয়ুক্ত বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার জীবন আদর্শ নিয়ে আলোকপাত করেন। এদিনের অনুষ্ঠানে জন জাতীয় গৌরব দিবসে গুজরাটে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করে দেখানো হয়। এদিনের অনুষ্ঠানে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতেও সবাই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
PMO India
CMO Assam
Himanta Biswa Sarma
Krishnendu Paul
Kaushik Rai
District Commissioner Sribhumi
Directorate of Information and Public Relations, Assam

✨✨শ্রীভূমিতে ১৫ নভেম্বর জন জাতীয় গৌরব দিবসের আয়োজন✨✨দেশের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ও জন জাতি নেতা ভগবান বিরসা মুন্ডা...
13/11/2025

✨✨শ্রীভূমিতে ১৫ নভেম্বর জন জাতীয় গৌরব দিবসের আয়োজন✨✨

দেশের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ও জন জাতি নেতা ভগবান বিরসা মুন্ডার ১৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে ১৫ নভেম্বর শ্রীভূমি জেলায় বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জন জাতীয় গৌরব দিবস উদযাপন করা হবে। ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে কেন্দ্র সরকার থেকে গ্রহণ করা ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জন জাতীয় গৌরব বর্ষ ও পক্ষ পালনের অঙ্গ হিসেবে সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও ১৫ নভেম্বর জন জাতীয় গৌরব দিবস পালন করা হচ্ছে। এতে ১৫ নভেম্বর শ্রীভূমি জেলার লোয়াইরপোয়া ব্লকের অন্তর্গত ছাগলমোয়া ট্রাইব্যাল এম ই স্কুলে সকাল ১০ টা থেকে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জন জাতীয় গৌরব দিবস পালন করা হবে। কার্যসূচিতে প্রথমে ভগবান বিরসা মুন্ডা ও অন্যান্য জন জাতি স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। এদিনের অনুষ্ঠানে সফলতা অর্জনকারী ৫ জন জন জাতি উদ্যোক্তাকে সংবর্ধনা জানানো হবে। এতে জন জাতি খাদ্য সামগ্রীর জনপ্রিয়তা বৃদ্ধি করতে ফুড স্টল ও রন্ধন প্রণালী প্রদর্শন করা হবে। পাশাপাশি, এতে জন জাতি জনগণের উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী ও বিক্রির অস্থায়ী স্টল থাকবে। এতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। এদিকে অনুষ্ঠানে জন জাতি সাংস্কৃতিক কার্যক্রমও অনুষ্ঠিত করা হবে। এছাড়া এদিন প্রকৃতির সাথে জনগণের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ রোপণ কার্যসূচিও অনুষ্ঠিত করার ব্যবস্থা করা হয়েছে। জন জাতীয় গৌরব দিবসের আয়োজনকে সফল করে তুলতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে জনগণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।
CMO Assam
District Commissioner Sribhumi

১০ নভেম্বর ২০২৫ অর্থাৎ আজ সকাল ১০টায় সমগ্র রাজ্যের প্রতিটি ন্যায্য মূল্যে রেশন দোকানে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে র...
10/11/2025

১০ নভেম্বর ২০২৫ অর্থাৎ আজ সকাল ১০টায় সমগ্র রাজ্যের প্রতিটি ন্যায্য মূল্যে রেশন দোকানে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে রেশন কার্ডধারীদের রেহাই মূল্যের মসুর ডাল, চিনি ও লবণ বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী এই সামগ্রীগুলি বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখার জন্য লিংক দেওয়া হল।
CMO Assam
Kaushik Rai
District Commissioner Sribhumi

Subscribe Hon'ble Assam CM Official YouTube channel & stay Updated! 🔔Follow Himanta Biswa Sarma Social Handles to stay updated:👉 Subscri...

08/11/2025

✨লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম জয়ন্তীর সঙ্গে সঙ্গতি রেখে ৮ নভেম্বর, শনিবার সকাল ৮ টায় শ্রীভূমি শহরে এক বর্ণাঢ্য একতা পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে পদযাত্রার শুরুতে সমবেতভাবে একতার শপথ গ্রহন করা হয় এবং এক পেড় মা কে নাম কার্যক্রমের অধীনে সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়। এদিনের এই পদ যাত্রায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ, রাজ্য সভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, উওর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব, জেলা পরিষদের সহ সভানেত্রী সাথী রায় কুরী, জেলা পরিষদের সিইও মুন গগৈ, সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে, এডিসি অমৃত প্রভা দাস, সমাজ সেবী সুব্রত ভট্টাচার্যী, ডিএসএ-র সচিব সুদীপ চক্রবর্তী, মেরা যুবা ভারতের উপ সঞ্চালক মেহেবুব আলম লস্কর, ডিআইপিআরও ইফতিখার জামান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী, মেরা যুবা ভারতের অধীনের ক্লাব, বিভিন্ন ক্রীড়া সংগঠন ও যোগ বিদ্যালয়ের সদস্য, আত্ম সহায়ক গোষ্ঠীর সদস্য, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, পুলিশ বিভাগের আধিকারিক ও কর্মী, বিভিন্ন বিভাগীয় কার্যালয়ের আধিকারিক ও কর্মী, বিভিন্ন সংগঠনের সদস্য, সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও সর্ব স্তরের জনগণ অংশ গ্রহণ করেন। এই পদযাত্রা শনিবার সকাল ৯ টায় শ্রীভূমি শহরের নীলমণি রোডস্থিত সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে শহরের মেইন রোড পরিক্রমা করে করিমগঞ্জ কলেজের খেলার মাঠে পৌঁছে সমাপ্ত হয়। জনগণের মধ্যে দেশের একতা ও অখণ্ডতার বার্তা ছড়িয়ে দিতে এদিনের এই পদযাত্রা সকলের সহযোগে মেরা যুবা ভারতের উদ্যোগে এবং জেলা ক্রীড়া বিভাগ ও শ্রীভূমি জেলা প্রশাসনের ও সকলের সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠিত হয়।
PMO India
CMO Assam
Himanta Biswa Sarma
Pijush Hazarika
Kaushik Rai
Krishnendu Paul
Nandita Gorlosa
District Commissioner Sribhumi
Kripanath Mallah
Directorate of Information and Public Relations, Assam

08/11/2025

🇮🇳 Sardar@150 Unity March — Celebrating the spirit of Ek Bharat, Aatmanirbhar Bharat!
📍 Karimganj Sr.Seceondary School,Nilmoni HS School road, Sribhumi, Assam
📅 8th November 2025
Let’s walk together for unity and self-reliance! ✨

Address

Laxmi Bazar Road, Sribhumi
Karimganj
788710

Alerts

Be the first to know and let us send you an email when DIPRO Sribhumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share