Today Karimpur

Today Karimpur Today Karimpur is a digital & online news portal which focus on the news , daily News video

 #আমাদের পাড়া আমাদের সমাধানআগামী ২ রা আগষ্ট,২০২৫ থেকে ২৪ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্তMahua Moitra - মহুয়া মৈত্র ধন্যবাদ দি...
02/08/2025

#আমাদের পাড়া আমাদের সমাধান
আগামী ২ রা আগষ্ট,২০২৫ থেকে ২৪ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত
Mahua Moitra - মহুয়া মৈত্র ধন্যবাদ দিদি ❤️‍🩹

24/07/2025

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, রাজ্য সরকার নিয়ে এল 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি।

✅ ৮০,০০০ বুথে এই কর্মসূচি পরিচালনা করা হবে
✅ প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ
✅ ভারতে এই প্রথমবার এমন কর্মসূচি, যেখানে মানুষই এলাকার অগ্রাধিকার স্থির করবে
✅ ৮,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ
✅ সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে পুলিশ ও টাস্ক ফোর্সের সহায়তা

13/07/2025

২ মাসের সন্তানকে কোলে নিয়েই গ্রামে বিনামূল্যের স্কুল চালাচ্ছেন আদিবাসী গৃহবধূ মালতী মুর্মু ।

07/07/2025

ঠাকুরের ছবির মধ্যে ভরে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার তিন ব্যক্তি

আবারোও সাগরপাড়া থানার তৎপরতাই বন্ধ হল বা'ল্য'বি'বাহ। গ্রে'ফ'তার হয়েছে নতুন জামাই সহ আরো দু'জন
06/07/2025

আবারোও সাগরপাড়া থানার তৎপরতাই বন্ধ হল বা'ল্য'বি'বাহ। গ্রে'ফ'তার হয়েছে নতুন জামাই সহ আরো দু'জন

06/07/2025

পাঁচিল চাপা পড়ে মৃত্যুর রাজমিস্ত্রি ঘটনাটি করিমপুরে

গতকাল রাতে, গোপালনগর থানার আকাইপুর রেলওয়ে স্টেশনের পাশে একটি শৌচাগারের দেয়ালে পাকিস্তানি জাতীয় পতাকা লাগানো অবস্থায় ...
01/05/2025

গতকাল রাতে, গোপালনগর থানার আকাইপুর রেলওয়ে স্টেশনের পাশে একটি শৌচাগারের দেয়ালে পাকিস্তানি জাতীয় পতাকা লাগানো অবস্থায় পাওয়া গেছে। তদন্তে জানা গেছে যে, স্থানীয় বাসিন্দা এবং একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং সনাতনী একতা মঞ্চের সদস্য ১. চন্দন মালাকার (৩০) এবং ২. প্রজ্ঞাজিৎ মণ্ডল (৪৫) ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছেন। তারা এই কাজের কথা স্বীকার করেছেন এবং জানা গেছে যে তারা এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির জন্য ওই দেয়ালে 'হিন্দুস্তান মুর্দাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ' লেখার পরিকল্পনা করেছিলেন। উভয়কেই একটি নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আরও তদন্ত চলছে।

যারা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির জন্য এই ধরণের ষড়যন্ত্র করছে তাদের আইনের আওতায় আনার জন্য আমরা কোনও প্রচেষ্টা ছাড়ব না।

পশ্চিমবঙ্গ পুলিশ

*ছত্তিসগড়ে এনসিসি ক্যাম্পে অ-মুসলিম ছাত্র ছাত্রীদের জোর করে নামাজ পড়ানোর অভিযোগ*সংবাদমাধ্যম মারফত জানতে পারলাম যে  ছত্তি...
27/04/2025

*ছত্তিসগড়ে এনসিসি ক্যাম্পে অ-মুসলিম ছাত্র ছাত্রীদের জোর করে নামাজ পড়ানোর অভিযোগ*
সংবাদমাধ্যম মারফত জানতে পারলাম যে ছত্তিশগড়ের বিলাসপুরে অবস্থিত গুরু ঘাসিদাস কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এনসিসি ক্যাম্প চলার সময় জোর করে অ-মুসলিম ছাত্র-ছাত্রীদের নামাজ পড়ানো হয়েছে। এই ঘটনায় ৭ জন শিক্ষক ও ১ জন ছাত্রনেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কিন্ত এই ঘটনার চমকটা অন্য জায়গায়।

এই ঘটনায় অভিযুক্তদের নাম জানা গিয়েছে দিলীপ ঝা, মধুলিকা সিং, জ্যোতি বর্মা, নীরজ কুমারি, প্রশান্ত বৈষ্ণব, সূর্যভান সিং এবং বসন্ত কুমার। তারা সকলেই গুরু ঘাসিদাস কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এর সঙ্গেই মামলা দায়ের হয়েছে ছাত্র-নেতা আয়ুষ্মান চৌধুরীর নামেও। অভিযুক্তদের মধ্যে একজনও মুসলমান ব্যক্তি নেই।

হঠাৎ এরা নামাজ পড়াতে গেল কেন? জানা গিয়েছে ১৫৯ জন ছাত্র-ছাত্রীর মধ্যে মাত্র ৪ জনই ছিলেন মুসলিম সম্প্রদায়ের। কিন্তু তারপরেও সকলকেই নামাজ পড়তে বাধ্য করানো হয়। এই ঘটনায় একটি সুপরিকল্পিত চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে না কি? চক্রান্ত এটাই যে মানুষকে এটা দেখানো যে একটি শিক্ষামূলক ক্যাম্পে কিভাবে জোর করে নামাজ পড়ানো হচ্ছে এমনকি‌ অ-মুসলিম ছাত্রছাত্রীদেরও। নাম প্রকাশ হয়ে যাওয়ায় চক্রান্তটি প্রকাশিত হয়ে গেল। মুসলমানদের প্রতি বিদ্বেষের বীজ বপন করতে স্বার্থান্বেষী মহলের চেষ্টার ত্রুটি নেই। আমরা চাই এই ঘৃণ্য চক্রান্তের সঙ্গে যুক্ত সকল ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি। সাথে সাথেই এটাও চাই, ধর্মীয় বিভাজন করে যে অবিশ্বাসের বীজ বোনা হচ্ছে, সেই বীজকে মানুষের মন থেকে উপড়ে ফেলে সুন্দর, সুস্থ, সহনশীল পৃথিবীতে তারা বিচরণ করুক।

কাশ্মীরে পাকিস্তানি জঙ্গি দের সাথে লড়াই করতে করতে শহীদ হলেন নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার  বীর বাঙালি সৈনিক ঝন্টু আলি...
24/04/2025

কাশ্মীরে পাকিস্তানি জঙ্গি দের সাথে লড়াই করতে করতে শহীদ হলেন নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বীর বাঙালি সৈনিক ঝন্টু আলি শেখ

দেশমাতার বীর সন্তান ঝন্টু আলি শেখ অমর রহে

18/04/2025

BJP নেতারা বেইমান বিশ্বাসঘাতক এরা স্বাধীনতা আন্দোলনের সময় ভারতের সঙ্গে বেইমানি করেছে, শুধু তাই নয় বতর্মানে এরা এখনো পযর্ন্ত ১৫০ টির বেশি মন্দির ভেঙেছে নিজেদের পাটির সুবিধার জন্য - বললেন বিশিষ্ট সমাজসেবী।

Today Karimpur

BJP নেতা দিলীপ ঘোষের বিয়ে, তৃণমুল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি বললেন, 'আমি খুব খুশি, মানুষটা খারাপ না'Today Karimp...
18/04/2025

BJP নেতা দিলীপ ঘোষের বিয়ে, তৃণমুল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি বললেন, 'আমি খুব খুশি, মানুষটা খারাপ না'

Today Karimpur

17/04/2025

BSF এর অত্যাচারে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন পুরো এলাকাবাসী আতঙ্কেতে রয়েছে সামশেরগঞ্জের কাঞ্চন তলা কামাতের রোজিনা বিবি এমনটাই জানালেন।
Today Karimpur

Address

Karimpur
741122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Today Karimpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share