Katlicherra live

Katlicherra live Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Katlicherra live, Media/News Company, Katlicherra.

  শিলচরে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মদ। ১টি লরিতে তল্লাশি চালিয়ে মেঘালয়ে নির্মিত প্রচুর মদ বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ। এই...
05/08/2025

শিলচরে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মদ। ১টি লরিতে তল্লাশি চালিয়ে মেঘালয়ে নির্মিত প্রচুর মদ বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ। এই মদগুলি মিজোরামে পাচারের পথে মদ বুঝাই লরি সহ চালককে আটক করা হয়। #শিলচর #আসামপুলিশ

04/08/2025

কাছাড়ে বৃষ্টিবিধ্বস্ত অবস্থা: ৫ই আগস্ট বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান, তবে চলবে নির্ধারিত পরীক্ষা।

এই গাড়িটি কথা কার কার মনে পড়ছে
04/08/2025

এই গাড়িটি কথা কার কার মনে পড়ছে

ওভালে ইতিহাস তৈরির পর ভারতের ছেলেরা একসাথে। 🇮🇳🥹এটা আমাদের টিম ইন্ডিয়া, এটা আমাদের গর্বের টিম ইন্ডিয়া..!! ❤️🙌
04/08/2025

ওভালে ইতিহাস তৈরির পর ভারতের ছেলেরা একসাথে। 🇮🇳🥹

এটা আমাদের টিম ইন্ডিয়া, এটা আমাদের গর্বের টিম ইন্ডিয়া..!! ❤️🙌

বৃষ্টির কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের আগে সমাপ্ত হওয়ায় ভারতের জন্য একটি রাস্তা খুলে দিয়ে গেল। ম্যাচটি এখনো ভারতের অন...
03/08/2025

বৃষ্টির কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের আগে সমাপ্ত হওয়ায় ভারতের জন্য একটি রাস্তা খুলে দিয়ে গেল। ম্যাচটি এখনো ভারতের অনুকূলে রয়েছে। পঞ্চম দিনেও মেঘলা আকাশ থাকবে, শুরুর দিকে ভারতীয় বোলাররা যদি নতুন বলে ইংল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ভীড়মি খাওয়াতে পারে তাহলে এই টেস্ট ম্যাচটি আমরা জিততে পারি। 🔥

ভারতীয় বোলারদের সামনে একটি কঠিন পরীক্ষা, এই সমস্ত পরিস্থিতি থেকে ম্যাচ বের করে আনতে পারলেই তো হিরো হওয়া যায়, বারবার কেন আমরা একতরফা ভাবে ম্যাচ হারবো। 🥹

একটা মিরাকেল তো ভারতীয় সমর্থকরা তাদের খেলোয়াড়দের থেকে আশা করতেই পারে..!! 🇮🇳🙌

#

ডায়মন্ড ক্লাবের ব্যবস্থাপনায় ফুটবল টুর্নামেন্ট মনিপুর এর। দর্শকদের সমাগম তা দেখে বুঝা যায় ফুটবল প্রেমী সমর্থক, কয় হা...
03/08/2025

ডায়মন্ড ক্লাবের ব্যবস্থাপনায় ফুটবল টুর্নামেন্ট মনিপুর এর। দর্শকদের সমাগম তা দেখে বুঝা যায় ফুটবল প্রেমী সমর্থক, কয় হাজার হতে পারে।

03/08/2025

বিজয়ী উল্লাস কৃষ্ণপুর ফুটবল সমর্থকদের।

03/08/2025

ভয়ংকর দুর্ঘটনা কাটলীছড়া মনিপুর এ -
রাত্র ২টা সময় দোকান ভেঙ্গে ঢুকে পড়ে একটি গাড়ি। মনিপুর হাই স্কুলের নিকটে। তছনছ করে দে দোকানে থাকা সরঞ্জাম। জানা যায় মিজোরামগ্রামি গাড়ি ছিল।

 #বিমানে চড়ে বাড়ি ফেরা হলো না। ট্রেনে চড়ে ফিরছেন বাড়িতে। অভিযুক্ত যাত্রী আর বিমানে চড়তে পারবেন না।👉👇ইন্ডিগো বিমানে সংঘটি...
02/08/2025

#বিমানে চড়ে বাড়ি ফেরা হলো না। ট্রেনে চড়ে ফিরছেন বাড়িতে। অভিযুক্ত যাত্রী আর বিমানে চড়তে পারবেন না।👉👇
ইন্ডিগো বিমানে সংঘটিত চড় মারার ঘটনায় কাছাড়ের হুসেন আহমেদ মজুমদারের সাথে যোগাযোগ হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য বিমান থেকে নেমে নিখোঁজ হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল।

ইন্ডিগো এয়ারলাইন্স বিমানে এক যাত্রীকে চড় মারার ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এয়ারলাইন্স তাকে ‘নো-ফ্লাই লিস্ট’-এ অন্তর্ভুক্ত করেছে।

এই ঘটনা এবং বিমানে যাত্রীর এমন আচরণ এয়ারলাইন্সের প্রোটোকল ও যাত্রার সময় মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাগুলি মোকাবিলা করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

ইন্ডিগো জানিয়েছে, অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে নিয়ন্ত্রক প্রক্রিয়ার (রেগুলেটরি প্রসেস) অধীনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সেই বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

02/08/2025

বিরল প্রজাতির সাপ বা পোকা তা নিয়ে জল্পনা কল্পনা।
কমেন্টের মাধ্যমে জানান বলুন এই প্রজাতির প্রাণীটি কী?

  রাতাবাড়ির বিদ্যানগরে এক বাড়িতে দেখা গেছে এক অত্যন্ত লম্বা ও বিরল প্রজাতির সাপ? এই অপ্রত্যাশিত দৃশ্য ঘিরে এলাকায় চাঞ্...
02/08/2025

রাতাবাড়ির বিদ্যানগরে এক বাড়িতে দেখা গেছে এক অত্যন্ত লম্বা ও বিরল প্রজাতির সাপ? এই অপ্রত্যাশিত দৃশ্য ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এটি কোন প্রজাতির এবং কোথা থেকে এসেছে, তা জানার চেষ্টা চলছে। অনেকের ধারণা সাপটি অন্তত ৮থেকে ৯ফুট লম্বা হবে। সাপ বলে ছবিগুলি খুব ভাইরেল হয়েছে। আসলে এটি একধরনের কেঁচো যাকে হর্সহ্যায়ার ওয়ার্ম বলা হয়।

আজ ভাইরেল কাকু কে পেলাম।উনার কন্ঠে গান শোনার ভাগ্যটা পেলাম আমরা রাধে রাধে❤️🙏
01/08/2025

আজ ভাইরেল কাকু কে পেলাম।
উনার কন্ঠে গান শোনার ভাগ্যটা পেলাম আমরা রাধে রাধে❤️🙏

Address

Katlicherra
788161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Katlicherra live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share