Katlicherra live

Katlicherra live Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Katlicherra live, Media/News Company, Katlicherra.

  সোনাইয়ে আবারও ভুয়া ডাক্তার গ্রেফতার, মোট ধরা পড়ল ১৫ জন।কাছাড় জেলায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে আবারও বড়...
27/10/2025

সোনাইয়ে আবারও ভুয়া ডাক্তার গ্রেফতার, মোট ধরা পড়ল ১৫ জন।
কাছাড় জেলায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে আবারও বড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। সোমবার সন্ধ্যায় কাছাড় পুলিশ সোনাই থানা এলাকার নগদীরগ্রাম ৪র্থ খণ্ডের বাসিন্দা রাজুল হক লস্করকে গ্রেফতার করে। তার কাছ থেকে বিভিন্ন অবৈধ নথিও বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ
সূত্রে জানা গেছে, রাজুল হক প্রায় ১৫–১৬ বছর ধরে “ববি হেলথকেয়ার” নামের একটি ফার্মেসি চালিয়ে গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন। অভিযোগ, তিনি কোনো বৈধ চিকিৎসা সনদ ছাড়াই বিভিন্ন রোগীর চিকিৎসা করতেন এবং এমনকি ছোট অস্ত্রোপচারও চালাতেন।
সোমবার সন্ধ্যায় কাছাড় পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুলকে ভুয়া চিকিৎসা পরিষেবা প্রদানের সময় হাতেনাতে আটক করা হয়েছে বলে কাছাড়ের নবাগত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
এপর্যন্ত কাছাড় পুলিশ ভুয়া চিকিৎসকবিরোধী অভিযানে মোট ১৫ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

27/10/2025

কাটলীছড়া লাইভের পক্ষ থেকে সবাইকে ছট পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

শিলচরে ছাত্রীদের হাতে নিযুত ময়না প্রকল্পের চেক তুলে দিচ্ছেন দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কনাদ পুরকায়স্থ, শিলচরের বিধায়...
27/10/2025

শিলচরে ছাত্রীদের হাতে নিযুত ময়না প্রকল্পের চেক তুলে দিচ্ছেন দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কনাদ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা।

  রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের একনিষ্ঠ স্বয়ংসেবক তথা বিজেপি কর্মী বঙ্কবিহারী দাশ প্রয়াত।রবিবার সকাল ছয়টায় পূর্ব বড়জ...
26/10/2025

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের একনিষ্ঠ স্বয়ংসেবক তথা বিজেপি কর্মী বঙ্কবিহারী দাশ প্রয়াত।

রবিবার সকাল ছয়টায় পূর্ব বড়জালেঙ্গা জিপির ষোল নম্বর গ্রামের নিজ বাড়িতে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। কর্মজীবনে তিনি শিক্ষকতা করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন। এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ং হিসেবে কাজ করে গেছেন। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নরসিংহপুর খণ্ডের সংঘচালকের দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী সহ দুই পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুনমুগ্ধদের।
ওম শান্তি❤️🥲🙏

   শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সুপার স্প্যাশিলিটি হাসপাতালের শিল্যানাস করলেন মূখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা।
24/10/2025

শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সুপার স্প্যাশিলিটি হাসপাতালের শিল্যানাস করলেন মূখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা।

24/10/2025

আমাদের কালীবাড়ি নিয়ে গান বানালাম,ভালো হলে জানাবেন।
লেখক - বিশাল মালাকার।
গায়ক - AI
জয় মা❤️🙏

23/10/2025

কাটলিছড়ার কয়েকটি পূজা পেন্ডেল এর আলোকসজ্জা তুলিয়া দরার চেষ্টা কররাম।সবকটি প্যান্ডেল তুলতে পারছিনা তার জন্য ক্ষমাপ্রার্থী।

22/10/2025

কাটলিছড়া বাজারে পূজা প্যান্ডেল।
খুব সুন্দর হইছে🔥❤️

22/10/2025

ভয়ানক। ভুতুড়ে থিম কাটলীছড়া পার্ক রোড।

22/10/2025

ইনডোর স্টেডিয়াম কালীপূজা।

21/10/2025

কাটলীছড়া কনটিরামপুর মা কালীর পচেশন

21/10/2025

মায়ের আরাধনা কী এভাবেই করা যায়।
ব্লক রোড কালীবাড়ি পূজা কমেটি।

Address

Katlicherra
788161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Katlicherra live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share