27/10/2025
সোনাইয়ে আবারও ভুয়া ডাক্তার গ্রেফতার, মোট ধরা পড়ল ১৫ জন।
কাছাড় জেলায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে আবারও বড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। সোমবার সন্ধ্যায় কাছাড় পুলিশ সোনাই থানা এলাকার নগদীরগ্রাম ৪র্থ খণ্ডের বাসিন্দা রাজুল হক লস্করকে গ্রেফতার করে। তার কাছ থেকে বিভিন্ন অবৈধ নথিও বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ
সূত্রে জানা গেছে, রাজুল হক প্রায় ১৫–১৬ বছর ধরে “ববি হেলথকেয়ার” নামের একটি ফার্মেসি চালিয়ে গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন। অভিযোগ, তিনি কোনো বৈধ চিকিৎসা সনদ ছাড়াই বিভিন্ন রোগীর চিকিৎসা করতেন এবং এমনকি ছোট অস্ত্রোপচারও চালাতেন।
সোমবার সন্ধ্যায় কাছাড় পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুলকে ভুয়া চিকিৎসা পরিষেবা প্রদানের সময় হাতেনাতে আটক করা হয়েছে বলে কাছাড়ের নবাগত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
এপর্যন্ত কাছাড় পুলিশ ভুয়া চিকিৎসকবিরোধী অভিযানে মোট ১৫ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।