11/07/2023
Dog pounds এর সমর্থনে যারা আছেন তাদের বলছি।
আপনাদের মতে রাস্তায় কুকুরের সংখ্যা বেশি,তারা রাতে চিৎকার করে ঘুম হয় না,ছাগল ধরে খায়,মুরগী ধরে খায়,রাস্তা নোংরা করে হেগে মুতে।।কখনো কখনো কুকুরের তাড়া ও খান মানুষ।।ডগ পাউন্ড হলে একটায় শান্তি রাস্তা কুকুর শূন্য হবে।।সবকে ধরে পাউন্ডে(শেল্টার) রাখা হবে।।
খুব ভালো হবে বলুন।
কাল আপনার বাড়িতে চুপিসারে চোর ঢুকবে কেউ জানবে না😊কেউ চেচামেচি করবে না।
রাতে আপনার মেয়ে বউ রাস্তায় ঘুরলে ফাঁকা রাস্তায় ধর্ষণ হবে কেউ জানবে না😊আপনি শান্তিতে থাকবেন কুকুর চেঁচাবে না।
কেউ খুন হলে সকালে লাশ দেখার মেলা বসবে আপনি ঘুঘনি মুড়ি বেচবেন।😊
আজ একটা ছাগল ধরছে বলে লাফাচ্ছেন কাল আপনাকে কেউ অপহরণ করলে কেউ চেচামেচি করবে না,আপনি অপহরণকারীদের সঙ্গে ভালো থাকবেন 😊
আপনার এঁটো পচা গলা বাসি খাবার রাস্তায় ফেলবেন কেউ খাবে না দুর্গন্ধে আপনি শান্তির নিশ্বাস নেবেন😊
বলার তো আরও অনেক কিছু ছিলো কিন্তু থাক আর বলবো না।।আপনি ডগ পাউন্ডের সঙ্গে থাকুন।
অন্যায় অবিচারের কুকুরের ওপর হলে আমরা বিরোধিতা করে নেবো কুকুরের হয়ে😊😊😊