28/07/2025
নিজস্ব সংবাদদাতা,কাটোয়া:-কাটোয়া কৃষ্টি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো চতুর্দশ বর্ষের দুদিনব্যাপী নাট্যোৎসব, যা কাটোয়া শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে এনে দিল এক নতুন উদ্দীপনা।
কাটোয়া সংহতি মঞ্চে দুই দিনে মঞ্চস্থ হয় মোট ছয়টি নাটক। নাট্যোৎসবের পর্যালোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাটোয়া রবীন্দ্র পরিষদে, যেখানে উপস্থিত দর্শকদের অভিজ্ঞতা ছিল অপূর্ব।
নাট্যোৎসবের নাটকগুলির সুসমালোচনামূলক পর্যালোচনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিচারক অমিত ঠাকুর ও সান্তনু চট্টোপাধ্যায়। তাঁদের বিশ্লেষণ নাট্যদলগুলির জন্য ছিল দিকনির্দেশক ও উৎসাহ ব্যঞ্জক।
অনুষ্ঠানের শুরুতেই সংগীত পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেন সঙ্গীতশিল্পী সর্বানী দাস ও তাঁর প্রতিষ্ঠান আনন্দধ্বনি-র সহশিল্পীবৃন্দ। তাদের সুরেলা পরিবেশনা অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা দেয়।
নাটকের বিভিন্ন বিভাগে সেরা পারফর্মারদের পুরস্কৃত করেন বিশিষ্টজনেরা। অভিনয়, নির্দেশনা, সঙ্গীত, মঞ্চসজ্জা ইত্যাদি বিভাগে পুরস্কার প্রদান উৎসবের মূল আকর্ষণ হয়ে ওঠে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর মঞ্চস্থ হয় "ফকির রাজা" নাটকটি, যা উপস্থাপন করে কাটোয়া এক্সপেরিমেন্টাল থিয়েটার পারফরমার্স। নাটকটির নির্দেশনায় ছিলেন প্রতিভাবান নাট্যপরিচালক সম্রাট দত্ত। দর্শকদের মধ্যে এই নাটক নিয়ে ছিল প্রচুর আগ্রহ, এবং অভিনয়-নির্দেশনার প্রশংসায় মুখর ছিলেন সকলে।
সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন কাটোয়া কৃষ্টি সংস্থার সম্পাদক বুদ্ধদেব মন্ডল এবং নাট্যোৎসব সমিতির সম্পাদক স্বপন দে। তাঁদের সুসংগঠিত পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টা এই উৎসবকে সার্থক করে তোলে।
এই নাট্যোৎসব কাটোয়া শহরের সংস্কৃতিমনা নাগরিকদের জন্য এক মেলবন্ধনের পরিসর তৈরি করল। নাট্যভবনের দরজায় ভরসার আলো ছড়িয়ে দিয়ে, এই উৎসব হয়ে উঠল নাট্যচর্চার এক নতুন দিগন্ত।
#কাটোয়া #নাটক নিউজ নেটওয়ার্ক সেভেন News Network 7