sekh ismail

sekh ismail খড়ায় ভোগা শুষ্ক হৃদয়ে এসেছে তাকওয়ার বসন্ত।

ডঃ এ. পি. জে. আব্দুল কালামের মৃত্যু ২৭ জুলাই ২০১৫ তারিখে ঘটে—তিনি শিলং, মেঘালয়-এ IIM Shillong-এ বক্তৃতা দেয়ার সময় হৃদরোগ...
27/07/2025

ডঃ এ. পি. জে. আব্দুল কালামের মৃত্যু ২৭ জুলাই ২০১৫ তারিখে ঘটে—তিনি শিলং, মেঘালয়-এ IIM Shillong-এ বক্তৃতা দেয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এ বিষয়টি বিভিন্ন বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে: উইকিপিডিয়া ও ব্রিটানিকা অনুসারে তিনি ২৭ জুলাই ২০১৫, বিকাল ৬:৩৫ PM–এ পড়ে যান এবং ৭:৪৫ PM IST-এ হাসপাতলে মৃত ঘোষণা করা হয় ।

"চকলেটের ঘ্রাণ শুধু মিষ্টি নয়,এটা হৃদয়ের ভাষা... চকোলেট-এর আতরে থাকুক সেই অনুভব,যা মিষ্টিমুখ নয়, মিষ্টি মন তৈরি করে!"Ord...
15/04/2025

"চকলেটের ঘ্রাণ শুধু মিষ্টি নয়,
এটা হৃদয়ের ভাষা...
চকোলেট-এর আতরে থাকুক সেই অনুভব,
যা মিষ্টিমুখ নয়, মিষ্টি মন তৈরি করে!"

Order now+919749466974

আমাদের WhatsApp group এ জয়েন করুন।
https://chat.whatsapp.com/KfkfEKk0dBwHnxprJvHIcg

09/04/2025
কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের...
02/04/2025

কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা মন দিয়ে শুনছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন।

হঠাৎ ভদ্রলোকটি ছাত্রদেরকে বললেন, আমি কি মার্কেটিং বিষয়টি সহজ দুএকটি কথায় ব্যাখ্যা করতে পারি?

ছাত্ররা কৌতূহলী হয়ে তার দিকে তাকাল।

ভদ্রলোক বলতে শুরু করলেন, মনে করো তুমি কোনো বিয়ে বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছ। তো সেখানে গিয়ে এক অসামান্য সুন্দরী মেয়ের দেখা পেলে।

তুমি তার কাছে গিয়ে বললে, "আমি উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি আমায় বিয়ে করবে?" এটাকে বলে সরাসরি বিপণন (ডাইরেক্ট মার্কেটিং)।

তোমার বন্ধু তার কাছে গিয়ে তোমাকে দেখিয়ে বলল, "ও উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি ওকে বিয়ে করবে?" এটাকে বলে বিজ্ঞাপন।

মেয়েটি নিজেই তোমার কাছে এগিয়ে এসে বলল, 'আপনি উচ্চশিক্ষিত এবং ধনী। আপনি কি আমায় বিয়ে করবেন?' এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।

তুমি বিয়ের প্রস্তাব দেবার পর মেয়েটি জানাল যে, সে বিবাহিতা। এটাকে বলে চাহিদা ও জোগানের ফারাক (ডিম্যান্ড সাপ্লাই গ্যাপ)।

তুমি মেয়েটির কাছে গিয়ে কিছু বলার আগেই আরেকজন তাকে বিয়ের প্রস্তাব দিল এবং মেয়েটি সম্মত হয়ে তার সাথে চলে গেল। এটাকে বলে প্রতিযোগিতা (কম্পিটিশন)।

মেয়েটি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করল এবং বছর ঘুরতেই তোমাদের একটি সন্তান হলো। একে বলে প্রোডাকশন (উৎপাদন)।

তুমি মেয়েটিকে বিয়ের অফার দেবার সাথে সাথে সে তোমার গালে ঠাস করে একটা চড় মারল। এটাকে বলে উপভোক্তার প্রতিক্রিয়া (কাস্টমার্স ফিডব্যাক)।

তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে সেই সময় তোমার স্ত্রী এসে উপস্থিত হল। এটাকে বলে নতুন ব্যবসাক্ষেত্রে প্রবেশ করার ঝুঁকি (রিস্ক অফ এন্টারিং নিউ মার্কেট)।"

ছাত্রদের আক্কেলগুড়ুম!

06/03/2025
06/03/2025

আসসালামু আলাইকুম.............!
আতর গুলো সংগ্রহ করতে যোগাযোগ করুন।
+919749466974
সারা ভারত হোম ডেলিভারির ব্যবস্থা আছে ইনশাআল্লাহ।

রমজান মাস উপলক্ষে আপনাদের জন্য বিশেষ ছাড় থাকবে ইনশাআল্লাহ।

WhatsApp
https://chat.whatsapp.com/KfkfEKk0dBwHnxprJvHIcg

Dr Zakir Naik পাকিস্তানের Karachi তে গত কাল উর্দুতে বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন আমি বারো বছর পরে উর্দুতে বক্তব্য দিচ্ছি...
06/10/2024

Dr Zakir Naik পাকিস্তানের Karachi তে গত কাল উর্দুতে বক্তব্য দিয়েছেন,
তিনি বলছেন আমি বারো বছর পরে উর্দুতে বক্তব্য দিচ্ছি।
তেনার কথা শুনে বোঝা যাচ্ছে তিনি কতটা excited, 2012 সালের পর থেকে পাকিস্তানে প্রথম।
মাশাআল্লাহ দারুণ সুন্দর লাগছে।

28/09/2024

هذه كليتنا
This is my beautiful college.

05/08/2024

Sound of July in Bangladesh. 😔😔

03/08/2024

রক্তাক্ত জুলাই ও স্বাধীন বাংলাদেশ
আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক.......।

26/05/2024

OLD IS GOLD

Address

West Bengal, Purba Bardhaman, Mangalkot
Katwa

Telephone

+919749466974

Website

Alerts

Be the first to know and let us send you an email when sekh ismail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to sekh ismail:

Share