28/08/2025
শুভম চেল, বয়স মাত্র ৮ মাস।
বাবা – সুশোভন চেল | মা – পূজা চেল
সে বর্তমানে ভেল্লোরের CMC (Christian Medical College) হাসপাতালে ভর্তি আছে।
ডাক্তাররা জানিয়েছেন, শুভমের একটি বিরল জন্মগত রোগ হয়েছে—
CGD (Chronic Granulomatous Disease)।
👉 CGD কী?
CGD একটি জেনেটিক রোগ, যেখানে শরীরের প্রতিরোধ ক্ষমতা সঠিকভাবে কাজ করে না। ফলে ছোটখাটো জীবাণু বা ফাঙ্গাস, যা সাধারণত সুস্থ মানুষকে তেমন ক্ষতি করে না, সেগুলোই শুভমের মতো রোগীর জন্য হয়ে ওঠে অত্যন্ত বিপজ্জনক।
এর ফলে প্রায়ই দেখা দিচ্ছে—
🔹 ফুসফুসে সংক্রমণ
🔹 লিভার, হাড় বা ত্বকে ইনফেকশন
🔹 শরীরে গুটি বা প্রদাহ (Granuloma)
এসব সমস্যা ঘন ঘন হচ্ছে এবং প্রতিটি সংক্রমণই শুভমের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
👉 চিকিৎসা
ডাক্তাররা জানিয়েছেন, শুভমকে বাঁচানোর একমাত্র উপায় হলো জরুরি ভিত্তিতে Bone Marrow Transplant (BMT)।
ইতিমধ্যেই তার চিকিৎসায় ১০ লাখ টাকারও বেশি খরচ হয়ে গেছে।
কিন্তু BMT করতে গেলে আরও অন্তত ২০ লাখ টাকার প্রয়োজন হবে, যা আমাদের পরিবারের সাধ্যের বাইরে।
🙏 তাই আপনাদের সকলের কাছে অনুরোধ,
শুভমকে নতুন জীবন দিতে এগিয়ে আসুন।
আপনাদের সামান্য সহায়তা শুভমের জীবন বাঁচাতে পারে।
👉 সাহায্য পাঠানোর জন্য ব্যাংক ডিটেইলস:
Account Holder Name: Susobhan chell
Bank Name: SBI BANK
Account Number: 33313345051
IFSC Code: SBIN0009355
UPI ID: BHARATPE.8L0M0I9O7B46636@fbpe
📞 যোগাযোগের নম্বর:/phone pay 7679731515
🏠 ঠিকানা:
Vill - Chelldanga
P.O - Danga Barabendya
P.S - Indpur
Dist - Bankura, Pin - 722173
West Bengal