
15/12/2024
পুরোটা পড়ুন।এখনো জোগাড় হয়নি কি হবে?😔
একটা শেয়ার করতে পারবেন বা পূর্ণের কাজ করতে
পারবেন?আপনারা এতো দিনে জেনেই গেছেন ছোট্ট রানাঘাটের অস্মিকাকে মাত্র 11মাস বয়েস এই বয়েসেই বিরল রোগে আক্রান্ত ছোট্ট সোনা।ইনজেকশনের দাম
16কোটি টাকা।কিন্তু এখনও বাকি আছে 14কোটি মত। আদেও বাঁচবে তো শিশুটি এটা আপনাদের হাতে। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যদি অল্প কিছু করেও দিই,বেঁচে যাবে শিশুটি,সময় খুব অল্প। তাই ছোট্ট সোনাকে বাঁচান।
রানাঘাট, কৃষ্ণনগর তথা নদীয়ার বিভিন্ন জায়গা থেকে এই পোস্টটি আমাকে করতে বলা হয়, এবং জানানো হয়।আমি পোস্টটি করতে পেরে একটি সেবা মূলক উদ্যোগ নিতে পারলাম। আপনি শেয়ার করবেন তো?
প্রেমেন্ট qr code লাস্টে দেওয়া আছে তাতে পেমেন্ট করুন। বা পোস্টের মধ্যে লিংকে চাপ দিয়ে পেমেন্ট করুন।
পেন্টের স্ক্রিন শর্ট আমাকে দেবেন না। তাদেরকে পরিবার কে আমার ট্যাগ করা আছে। সেই ট্যাগ দেখে প্রোফাইলে গিয়ে স্ক্রিন শর্ট টা দিয়ে আসবেন।
যে qr code আমার পোস্টের মধ্যে লাস্টে আছে ওটাই অস্মিকার সঠিক qr আর নিচের লিংক।
এছাড়া কোনো এখনো পযন্ত লিংক নেই।
স্ক্রিনশর্ট ট্যাগ করা প্রোফাইলে তাদের পরিবারের কোনো পোস্টে দেবেন 🙏🙏
পারলে গ্ৰুপ ও বন্ধুদের দিয়ে শেয়ার করাবেন।
বা এই লিংকে পেমেন্ট করতে পারেন ❤️🙏
https://www.impactguru.com/fundraiser/help-aasmika-das?fbclid=IwY2xjawHKO4VleHRuA2FlbQIxMQABHRlcRXulJGx8CT3BFoyZxvdsmzeaqrhd9Z8lc4mGbQWkj0E5c37NfR0SYg_aem_5G2lg1vQncn5wdQC97OsfA