21/10/2025
কালীপূজার রাতে কুশালি বেনেপুকুরে বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা, নেতৃত্বে খানাকুল থানার ওসি!
▪️ রাজ্য বার্তা,খানাকুল : কালীপূজার রাতে বড়সড় বিপর্যয় থেকে রক্ষা পেল খানাকুল থানার কুশালি বেনেপুকুর এলাকা। উৎসবের আনন্দের মাঝেই একটি বাড়ির ছাদে জ্বালানো মোমবাতি অথবা রং মশাল থেকে আচমকা আগুন লেগে যায়। শুকনো পাটকাঠিতে আগুন লাগার ফলে তা দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
▪️খবর পেয়ে খানাকুল থানার ওসি সমীর মুখার্জী বিশাল পুলিশবাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে স্থানীয় বাসিন্দা, ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
▪️যদিও এই ঘটনায় কয়েকটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও পুলিশ ও গ্রামবাসীর তৎপরতায় পুরো গ্রাম একটি বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল। প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কে দুই মহিলা অজ্ঞান হয়ে পড়েন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তাঁরা সুস্থ আছেন।
▪️ঘটনাস্থলে পৌঁছে আরামবাগ দমকল বাহিনী অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। ওসি সমীর মুখার্জী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পুলিশ ও এলাকাবাসীর সাহসিকতা ও দ্রুত পদক্ষেপের ফলেই কুশালি বেনেপুকুর এই বড় বিপদ থেকে রক্ষা পেল।
▪️ পরক্ষণেই পরিদর্শনে যান খানাকুল বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষ । তিনিও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেন।।