রাজ্য বার্তা RAJYA BARTA

রাজ্য বার্তা RAJYA BARTA 📞WhatsApp number 🔴 9883758954🔴
REG:- WB-07-0019868 N. A
(2)

জুবিন গর্গের শেষ ছবি 'রোই রোই বিনালো' মুক্তি পেতে চলেছে !▪️বহুভাষী শিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শোকাহত সংগীতপ্রে...
26/09/2025

জুবিন গর্গের শেষ ছবি 'রোই রোই বিনালো' মুক্তি পেতে চলেছে !
▪️বহুভাষী শিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শোকাহত সংগীতপ্রেমীরা। সম্প্রতি সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে শ্বাসকষ্টজনিত কারণে প্রয়াত হন তিনি। জানা যায়, ২০ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন এই শিল্পী।
▪️তবে শিল্পীর মৃত্যু হলেও তার শিল্প বেঁচে থাকবে। জুবিন পরিচালিত শেষ চলচ্চিত্র 'রোই রোই বিনালো' মুক্তি পেতে চলেছে। তার স্ত্রী গরিমা জানিয়েছেন, এই ছবিটি নিয়ে জুবিন অত্যন্ত উৎসাহী ছিলেন এবং এটি ছিল তার স্বপ্নের প্রকল্প। জুবিনের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে গরিমা এবং তার দল বর্তমানে ছবিটির বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছেন। আগামী ৩১ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে সম্পর্ক নিয়ে দিলেন স্পষ্ট জবাব !▪️বর্তমান প্রজন্মের জনপ্রিয়...
26/09/2025

গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে সম্পর্ক নিয়ে দিলেন স্পষ্ট জবাব !
▪️বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন। বেশ কিছুদিন ধরে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত-এর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে যে খবর ছড়িয়েছিল, সে বিষয়ে তিনি তার স্পষ্ট বক্তব্য জানিয়েছেন।
▪️একটি সাক্ষাৎকারে ইশা জানান, এই ধরনের গুঞ্জন নিয়ে মাথা গরম করে বা উত্তেজিত হয়ে কোনো লাভ নেই। এতে শুধু নিজেরই ক্ষতি হয়। তিনি বলেন, যারা এই ধরনের খবর তৈরি করে, তারা চায় যেন অভিনেত্রী এসব নিয়ে প্রতিক্রিয়া দেখান এবং এর মাধ্যমে তাদের খবর আরও ছড়িয়ে পড়ে। কিন্তু তিনি সেই সুযোগ দিতে চান না।
▪️ইশা বলেন, "আমি পাঁচটা কথা বলব, তারা দশটা কথা বলবে... আমি নিজের হাতে তাদেরকে আমাকে নিয়ে নোংরামি করার সুযোগটা তুলে দেবো, সেটা আমি কেন করব?" তার কথায়, এই পুরো ব্যাপারটাই গুজব, এবং তিনি এতে একেবারেই মাথা ঘামাতে রাজি নন। অভিনেত্রী দৃঢ়ভাবে জানান, তিনি জীবনে কারও কাছে কোনো কিছু করার জন্য অনুমতি চাননি এবং এই বিষয়েও কোনো অনুমতি চাওয়ার প্রয়োজন মনে করেন না।

দাম্পত্য কলহ মিটিয়ে আবার এক হলেন সুদীপ-পৃথা? জল্পনা তুঙ্গে !▪️অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী পৃথা চক্রবর্তী-এ...
26/09/2025

দাম্পত্য কলহ মিটিয়ে আবার এক হলেন সুদীপ-পৃথা? জল্পনা তুঙ্গে !
▪️অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী পৃথা চক্রবর্তী-এর বিবাহবিচ্ছেদ নিয়ে যে গুঞ্জন পাঁচ মাস আগে শুরু হয়েছিল, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি, পৃথা তার ফেসবুক স্টোরিতে সুদীপের সঙ্গে ভিডিও কলে কথা বলার একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাদের সন্তানও রয়েছে। এই ছবি দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি তাদের সম্পর্কের বরফ গলছে?
▪️এর আগে সুদীপ নিজেই তাদের দাম্পত্য জীবনের সমস্যার কথা স্বীকার করলেও, তারা সন্তানের জন্য প্রায়ই একসঙ্গে সময় কাটান। মে মাসে তারা ছেলের জন্মদিনও একসঙ্গে উদযাপন করেছিলেন। বর্তমানে সুদীপ শুটিংয়ের কারণে বাইরে আছেন এবং পৃথা সন্তানদের নিয়ে কলকাতায় রয়েছেন। ভিডিও কলের ছবিটি শেয়ার করে পৃথা লিখেছেন, "তাড়াতাড়ি ফিরে এসো বাবা।"
যদিও তারা কেউই এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে রাজি নন, তবে এই ছবি দেখে অনেকেরই ধারণা যে তারা হয়তো তাদের সম্পর্ককে আরও একবার সুযোগ দিচ্ছেন। বর্তমানে সুদীপ অন্য বাড়িতে থাকলেও তাদের এই ধরনের ঘনিষ্ঠতা দেখে ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন যে তাদের সম্পর্কের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।
তথ্যসূত্র:- আনন্দবাজার ডট কম।

টিআরপি তালিকায় বড় রদবদল, প্রথম স্থানে 'পরিণীতা' ও 'পরশুরাম আজকের নায়ক' !▪️পুজোর ঠিক আগের সপ্তাহে টেলিভিশনের টিআরপি তালি...
26/09/2025

টিআরপি তালিকায় বড় রদবদল, প্রথম স্থানে 'পরিণীতা' ও 'পরশুরাম আজকের নায়ক' !
▪️পুজোর ঠিক আগের সপ্তাহে টেলিভিশনের টিআরপি তালিকায় বড় পরিবর্তন এসেছে। এই সপ্তাহে প্রথম স্থান দখল করেছে যৌথভাবে জি বাংলার দুই ধারাবাহিক 'পরিণীতা' এবং 'পরশুরাম আজকের নায়ক', যারা ৬.৫ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে।
▪️দ্বিতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী' (৬.৩ রেটিং) এবং তৃতীয় স্থানে রয়েছে যৌথভাবে 'ফুলকি' ও 'চিরদিনই তুমি যে আমার' (৬.১ রেটিং)। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে 'রাজরাজেশ্বরী রানি ভবানী' (৬.০ রেটিং) এবং পঞ্চম স্থানে রয়েছে 'আমাদের দাদামণি' (৫.৯ রেটিং)।
সেরা দশের তালিকা অনুযায়ী, ষষ্ঠ স্থানে 'রাঙ্গামতী তীরন্দাজ' (৫.৮), সপ্তম স্থানে 'চিরসখা' (৫.৫), অষ্টম স্থানে 'জোয়ার ভাঁটা' (৫.১), এবং নবম স্থানে যৌথভাবে 'কথা' ও 'তুই আমার হিরো' (৪.৯) রয়েছে। দশম স্থান দখল করেছে 'লক্ষ্মী ঝাঁপি' (৪.৬)।

পুজোর মুখে মুক্তি পাচ্ছে 'রঘু ডাকাত', বড় মা-র মন্দিরে পুজো দিলেন দেব ও ইধিকা!▪️পুজোর বাজার এবার জমজমাট, কারণ মুক্তি পেত...
26/09/2025

পুজোর মুখে মুক্তি পাচ্ছে 'রঘু ডাকাত', বড় মা-র মন্দিরে পুজো দিলেন দেব ও ইধিকা!
▪️পুজোর বাজার এবার জমজমাট, কারণ মুক্তি পেতে চলেছে দেব অভিনীত নতুন সিনেমা 'রঘু ডাকাত'। 'রক্তবীজ' এবং 'দেবী চৌধুরানী'-এর মতো বড় বাজেটের সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে এই ছবি কতটা সাফল্য পায়, তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে। সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে অভিনেতা দেব এবং তার সহ-অভিনেত্রী ইধিকা পাল নৈহাটির বিখ্যাত বড় মা-র মন্দিরে পুজো দিয়েছেন।
▪️'রঘু ডাকাত' সিনেমায় দেব ও ইধিকা ছাড়াও আরও অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যেমন অনির্বাণ চট্টোপাধ্যায়, সোহিনী এবং রূপা গঙ্গোপাধ্যায়। ফলে অনেকেই মনে করছেন, এই ছবিটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলবে। তবে দেবের এই ছবিকে অন্য দুটি বড় সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। অনুরাগীরা আশা করছেন, 'ধূমকেতু'-এর মতো 'রঘু ডাকাত'-ও বক্স অফিসে দারুণ সাফল্য পাবে।

সমকামী চরিত্রে অভিনয় করে কটাক্ষের শিকার সায়ক চক্রবর্তী, নেটিজেনদের সমালোচনার জবাব দিলেন অভিনেতা !▪️জি বাংলার জনপ্রিয় ...
26/09/2025

সমকামী চরিত্রে অভিনয় করে কটাক্ষের শিকার সায়ক চক্রবর্তী, নেটিজেনদের সমালোচনার জবাব দিলেন অভিনেতা !
▪️জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'তুই আমার হিরো'-তে সমকামী চরিত্রে অভিনয় করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। ধারাবাহিকে তিনি ঋতম নামে এক যুবক চরিত্রে অভিনয় করছেন, যে সমাজের চোখে নিজেকে স্বাভাবিক প্রমাণ করতে কাঁকই-কে বিয়ে করে। কিন্তু পরে তার আসল পরিচয় ফাঁস হয়, যখন জানা যায় সে একজন পুরুষকে ভালোবাসে।
▪️এই পর্বটি সম্প্রচারিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সায়ককে ব্যক্তিগতভাবে আক্রমণ করে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। তবে অভিনেতা এই সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ। আজকাল ডট ইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি যা, তাই থাকব। মানুষ পর্দায় একটা চরিত্র দেখে বাস্তবের সঙ্গে তুলনা করে কেন, এটা আমার কাছে অবাক লাগছে।"
▪️সায়ক আরও জানান যে, এই ধরনের একটি চরিত্র ফুটিয়ে তোলা তার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, বিশেষ করে শাড়ি এবং মেকআপের কারণে। তিনি ইতিবাচক মন্তব্যে বেশি গুরুত্ব দেন এবং তার সহ-অভিনেতা ও বন্ধুরা তার অভিনয়ের প্রশংসা করেছেন। তিনি বলেন, দর্শকদের ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য আসা মানেই তার অভিনীত চরিত্রটির সার্থকতা। তিনি আশা করেন, বাংলা টেলিভিশনের ইতিহাসে এই প্রথম এমন একটি সাহসী বিষয় নিয়ে কাজ করা হয়েছে, যা দর্শকরা বুঝতে পারবেন।

পর্দার 'পর্ণা' পল্লবী শর্মার পারিশ্রমিক কত?▪️টেলিভিশন অভিনেত্রী পল্লবী শর্মা তার জনপ্রিয় ধারাবাহিক 'কে আপন কে পর'-এর 'জ...
26/09/2025

পর্দার 'পর্ণা' পল্লবী শর্মার পারিশ্রমিক কত?
▪️টেলিভিশন অভিনেত্রী পল্লবী শর্মা তার জনপ্রিয় ধারাবাহিক 'কে আপন কে পর'-এর 'জবা' এবং 'নিম ফুলের মধু'-এর 'পর্ণা' চরিত্র দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন। সম্প্রতি তার পারিশ্রমিক নিয়ে একটি তথ্য সামনে এসেছে, যা অনেকের আগ্রহের কারণ হয়েছে।
জানা গেছে, 'কে আপন কে পর' ধারাবাহিকে অভিনয় করার সময় পল্লবীর পারিশ্রমিক ছিল ২০ হাজার টাকা। এরপর দীর্ঘ বিরতির পর 'নিম ফুলের মধু'-তে তার পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় আনুমানিক ১ লক্ষ ৭০ হাজার টাকা।
▪️বর্তমানে তিনি বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি'-তে অভিনয় করছেন। আশা করা হচ্ছে, এই ধারাবাহিকের জন্য তার পারিশ্রমিক আরও বাড়বে। একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পল্লবীর পারিশ্রমিক যে বেশ চড়া হবে, তা বলাই বাহুল্য।

স্টার জলসার 'চিরসখা' ধারাবাহিকে নতুন মোড়, বিয়েতে রাজি হবে কি স্বতন্ত্র?▪️স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'চিরসখা'য় এবা...
26/09/2025

স্টার জলসার 'চিরসখা' ধারাবাহিকে নতুন মোড়, বিয়েতে রাজি হবে কি স্বতন্ত্র?
▪️স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'চিরসখা'য় এবার এক নতুন মোড় আসতে চলেছে, যা দর্শকদের মধ্যে বিপুল উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, একটি বিয়েবাড়িতে স্বতন্ত্রকে অন্য একটি মেয়েকে বিয়ে করার অনুরোধ করা হচ্ছে।
প্রোমোতে দেখানো হয়, একটি বিয়ের অনুষ্ঠানে বরকে পুলিশ তুলে নিয়ে গেলে কনের পরিবার বিপাকে পড়ে। তখন কনের বাবা স্বতন্ত্রর কাছে অনুরোধ করেন তার সম্মান বাঁচাতে যেন সে তার মেয়েকে বিয়ে করে। স্বতন্ত্র এই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করলেও কমলিনী তাকে মেয়েটিকে সাহায্য করার জন্য রাজি করায়।
কমলিনীর কথায়, স্বতন্ত্রর এই পরিস্থিতিতে মেয়েটিকে উদ্ধার করা উচিত। এখন প্রশ্ন হলো, বৌঠানের কথা রাখতে গিয়ে স্বতন্ত্র কি নিজের অনিচ্ছা সত্ত্বেও বিয়ের পিঁড়িতে বসবে? এই নিয়েই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ছে।
▪️ধারাবাহিকটি শুরু থেকেই কমলিনী ও স্বতন্ত্রের মধ্যেকার নিঃস্বার্থ বন্ধুত্ব এবং নির্ভরশীলতার গল্প তুলে ধরে দর্শকদের মন জয় করে নিয়েছে। কমলিনী যখন একা হয়ে গিয়েছিল, তখন তার পাশে এসে দাঁড়িয়েছিল স্বতন্ত্র, এবং তার তিন সন্তানের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছিল। এমন পরিস্থিতিতে স্বতন্ত্রের এই নতুন সিদ্ধান্ত তাদের সম্পর্কের ওপর কী প্রভাব ফেলবে, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আত্মজীবনী লিখছেন অঞ্জন দত্ত, অনুরাগীদের মধ্যে বিপুল উৎসাহ !▪️বাংলা গানের জনপ্রিয় শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা অঞ্জন দত...
26/09/2025

আত্মজীবনী লিখছেন অঞ্জন দত্ত, অনুরাগীদের মধ্যে বিপুল উৎসাহ !
▪️বাংলা গানের জনপ্রিয় শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা অঞ্জন দত্ত এবার আত্মজীবনী লেখার ঘোষণা দিয়েছেন, যা তার অনুরাগীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। এর আগে তিনি বেশ কয়েকটি গোয়েন্দা গল্প লিখেছেন, যা প্রকাশিত হয়েছে এবং প্রশংসাও পেয়েছে। তবে এই প্রথম তিনি নিজের জীবন নিয়ে কলম ধরছেন।
▪️ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে অঞ্জন দত্ত নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার প্রকাশক দীর্ঘদিন ধরে আত্মজীবনী লেখার অনুরোধ করলেও তিনি গোয়েন্দা গল্প লেখায় মন দিয়েছিলেন। কিন্তু এখন তিনি প্রকাশকের অনুরোধে সাড়া দিয়ে তার ৭৩ বছরের জীবনের নানা অভিজ্ঞতা, স্মৃতি এবং নানা মানুষের সঙ্গে তার সম্পর্কের গল্প লেখার সিদ্ধান্ত নিয়েছেন।
▪️তার পোস্টে তিনি তার গোয়েন্দা গল্পের সাফল্য এবং পাঠকের প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি জানান যে, এই বছর হয়তো তার গোয়েন্দা সিরিজ সুব্রত শর্মা নিয়ে কোনো নতুন গল্প লেখা হবে না। অঞ্জন দত্তের এই ঘোষণার পর থেকেই তার অনুরাগীরা সামাজিক মাধ্যমে তাদের আগ্রহ এবং শুভকামনা জানিয়েছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন যে, তার জীবনের অভিজ্ঞতা, ব্যর্থতা এবং আবার উঠে দাঁড়ানোর কাহিনী তরুণদের অনুপ্রাণিত করবে।

'গীতা এলএলবি'-এর যাত্রা শেষ: শেষ দিনের শুটিংয়ের ছবিতে আবেগপ্রবণ অভিনেত্রী কৌশিকী পাল!▪️দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে দর্...
26/09/2025

'গীতা এলএলবি'-এর যাত্রা শেষ: শেষ দিনের শুটিংয়ের ছবিতে আবেগপ্রবণ অভিনেত্রী কৌশিকী পাল!
▪️দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করার পর অবশেষে শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক 'গীতা এলএলবি'-এর পথচলা। ২০২৩ সালে শুরু হওয়া এই ধারাবাহিকটি তার আকর্ষণীয় গল্প এবং মনকাড়া চরিত্রের জন্য দর্শকের পছন্দের শীর্ষে ছিল। সম্প্রতি শেষ দিনের শুটিং সম্পন্ন হয়েছে, যার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী কৌশিকী পাল।
▪️ধারাবাহিকে 'মেহেক' চরিত্রে অভিনয় করা কৌশিকী তার টিমের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আবেগী হয়ে লেখেন, "এটাই শেষ।" তিনি আরও জানান যে, এই গল্পটি দর্শকের মনে চিরকাল থেকে যাবে এবং ভালোবাসার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
এছাড়াও, তিনি মেকআপ রুম ও শুটিংয়ের অন্যান্য মজার মুহূর্তের ভিডিও এবং ছবি শেয়ার করেছেন। বিশেষ করে, ছবিতে সকলের চোখ আটকেছে প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের ছবিতে, যিনি ধারাবাহিকে স্বস্তিকের ঠাকুমার চরিত্রে অভিনয় করতেন। এই ছবিগুলি প্রমাণ করে, পর্দার বাইরেও টিম 'গীতা এলএলবি'-এর সম্পর্ক কতটা মধুর ছিল।

আদিত্য-অনুষার পুজোর পরিকল্পনা: প্রেম, আড্ডা, নস্টালজিয়া আর পরিবারের সঙ্গে সময় কাটানো!▪️পুজোর প্রেম, আড্ডা ও নস্টালজিয়...
26/09/2025

আদিত্য-অনুষার পুজোর পরিকল্পনা: প্রেম, আড্ডা, নস্টালজিয়া আর পরিবারের সঙ্গে সময় কাটানো!
▪️পুজোর প্রেম, আড্ডা ও নস্টালজিয়া নিয়ে কথা বললেন জনপ্রিয় জুটি আদিত্য সেনগুপ্ত ও অনুষা বিশ্বনাথন। তাদের মতে, পুজোর দিনগুলোই বন্ধুত্বকে প্রেমে পরিণত করার উপযুক্ত সময়।
▪️অনুষা জানালেন, এই পুজোয় তিনি বন্ধুদের সঙ্গে তার বাড়িতে গেট-টুগেদারের আয়োজন করবেন, তবে সেটি সপ্তমী বাদে অন্য কোনো দিন, যাতে অষ্টমীর সকালে তিনি অঞ্জলি দিতে পারেন। তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় পরিবারের সঙ্গে গাড়ি করে পুজো পরিক্রমায় বের হতেন। অন্যদিকে, আদিত্য এবার তার বাবা-মা এবং দুই পোষ্যের সঙ্গে সময় কাটাতে চান। তিনি বলেন, তার কলেজ জীবন এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে বেশি সময় কাটানোর কারণে আগের পুজোয় বাবা-মাকে সময় দিতে পারেননি। তবে তিনি আক্ষেপ করেন যে, পাড়া পরিবর্তন হওয়ায় এখন আর আগের মতো অঞ্জলি দিতে পারেন না।
▪️তাদের কথোপকথনে উঠে আসে মজার কিছু স্মৃতিও। অনুষা জানান, একবার আদিত্য দুষ্টুমি করে বন্ধুদের পানীয়ের মধ্যে তার লেন্স সলিউশন মিশিয়ে দিয়েছিলেন। তবে তাদের মতে, এসব মজার মুহূর্তগুলোই সম্পর্কের ভিত মজবুত করে। পুজোর কেনাকাটা প্রসঙ্গে আদিত্য বলেন, তিনি অনুষাকে শাড়ি ও গয়না দিতে পছন্দ করেন, আর অনুষা আদিত্যকে পাঞ্জাবি উপহার দেন। পুজোর খাওয়া-দাওয়া নিয়ে অনুষা জানালেন, তারা রেস্তোরাঁয় ভিড় এড়িয়ে বন্ধুর রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার দেন।

কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য!▪️জনপ্রিয় গায়ক কুমার শানুর প্রাক্তন স্ত্রী ...
26/09/2025

কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য!
▪️জনপ্রিয় গায়ক কুমার শানুর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন ও দাম্পত্য সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। রীতা দাবি করেন, 'আশিকি' সিনেমার সাফল্যের পর কুমার শানুর আচরণে পরিবর্তন আসে এবং তিনি তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
▪️রীতা অভিযোগ করেছেন, যখন তিনি গর্ভবতী ছিলেন, তখন কুমার শানু ও তার পরিবার তাকে খাবার দিত না এবং রান্নাঘরে তালা দিয়ে রাখত। সেই সময় তাকে পাশের বাড়ি থেকে চাল কিনে রান্না করে খেতে হতো। এছাড়া, কুমার শানু অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং স্ত্রীকে বাড়ির বাইরে যেতে দিতেন না।
রীতা আরও বলেন, কুমার শানুর বোন তার নিজের পরিবার ছেড়ে তাদের বাড়িতে থাকতেন এবং শানুর সঙ্গে একই ঘরে ঘুমাতেন, যেখানে রীতাকে সন্তানদের সঙ্গে অন্য ঘরে থাকতে হতো। প্রেম করে বিয়ে হলেও, ১৯৯৪ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। শোনা যায়, এক বলিউড অভিনেত্রীর সঙ্গে কুমার শানুর ঘনিষ্ঠতার গুঞ্জনও এর অন্যতম কারণ ছিল।

Address

Arambagh, Khanakul, Hooghly
Khanakul
712406

Alerts

Be the first to know and let us send you an email when রাজ্য বার্তা RAJYA BARTA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাজ্য বার্তা RAJYA BARTA:

Share