
26/09/2025
জুবিন গর্গের শেষ ছবি 'রোই রোই বিনালো' মুক্তি পেতে চলেছে !
▪️বহুভাষী শিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শোকাহত সংগীতপ্রেমীরা। সম্প্রতি সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে শ্বাসকষ্টজনিত কারণে প্রয়াত হন তিনি। জানা যায়, ২০ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন এই শিল্পী।
▪️তবে শিল্পীর মৃত্যু হলেও তার শিল্প বেঁচে থাকবে। জুবিন পরিচালিত শেষ চলচ্চিত্র 'রোই রোই বিনালো' মুক্তি পেতে চলেছে। তার স্ত্রী গরিমা জানিয়েছেন, এই ছবিটি নিয়ে জুবিন অত্যন্ত উৎসাহী ছিলেন এবং এটি ছিল তার স্বপ্নের প্রকল্প। জুবিনের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে গরিমা এবং তার দল বর্তমানে ছবিটির বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছেন। আগামী ৩১ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।