রাজ্য বার্তা RAJYA BARTA

রাজ্য বার্তা RAJYA BARTA 📞WhatsApp number 🔴 9883758954🔴
REG:- WB-07-0019868 N. A

21/10/2025

কালীপূজার রাতে কুশালি বেনেপুকুরে বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা, নেতৃত্বে খানাকুল থানার ওসি!
▪️ রাজ্য বার্তা,খানাকুল : কালীপূজার রাতে বড়সড় বিপর্যয় থেকে রক্ষা পেল খানাকুল থানার কুশালি বেনেপুকুর এলাকা। উৎসবের আনন্দের মাঝেই একটি বাড়ির ছাদে জ্বালানো মোমবাতি অথবা রং মশাল থেকে আচমকা আগুন লেগে যায়। শুকনো পাটকাঠিতে আগুন লাগার ফলে তা দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
▪️খবর পেয়ে খানাকুল থানার ওসি সমীর মুখার্জী বিশাল পুলিশবাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে স্থানীয় বাসিন্দা, ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
▪️যদিও এই ঘটনায় কয়েকটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও পুলিশ ও গ্রামবাসীর তৎপরতায় পুরো গ্রাম একটি বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল। প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কে দুই মহিলা অজ্ঞান হয়ে পড়েন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তাঁরা সুস্থ আছেন।
▪️ঘটনাস্থলে পৌঁছে আরামবাগ দমকল বাহিনী অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। ওসি সমীর মুখার্জী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পুলিশ ও এলাকাবাসীর সাহসিকতা ও দ্রুত পদক্ষেপের ফলেই কুশালি বেনেপুকুর এই বড় বিপদ থেকে রক্ষা পেল।
▪️ পরক্ষণেই পরিদর্শনে যান খানাকুল বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষ । তিনিও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেন।।

20/10/2025

ফিরে দেখা

উঠল 'হাইট বার ", ঝুঁকি নিয়ে ভাঙা সেতুর উপর দিয়ে শুরু বাস চলাচল  !
19/10/2025

উঠল 'হাইট বার ", ঝুঁকি নিয়ে ভাঙা সেতুর উপর দিয়ে শুরু বাস চলাচল !

19/10/2025

চাপের মুখে 'হাইট বার " উঠল, ঝুঁকি নিয়ে ভাঙা রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচল শুরু আরামবাগে !

জন্মদিনে বিলাসবহুল আয়োজন নয়, পথচারীদের মুখে অন্ন তুলে দিল খানাকুলের 'দিল সে ফাউন্ডেশন'-এর সদস্য আরিয়ান ( ইমতিয়াজ সা ) !
19/10/2025

জন্মদিনে বিলাসবহুল আয়োজন নয়, পথচারীদের মুখে অন্ন তুলে দিল খানাকুলের 'দিল সে ফাউন্ডেশন'-এর সদস্য আরিয়ান ( ইমতিয়াজ সা ) !

পদ খোয়ানোর ৪ দিন পর সমাজ মাধ্যমে মুখ খুললেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি, দিলেন 'জন জাগরণ...
19/10/2025

পদ খোয়ানোর ৪ দিন পর সমাজ মাধ্যমে মুখ খুললেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি, দিলেন 'জন জাগরণের' বার্তা !

নাটকের 'রক্তকরবী' এবার কালীপুজোর রক্তজবায়; দীপাবলির সাজে 'ঐশ্বরিক সৌন্দর্যে' মুগ্ধ অভিনেত্রী চৈতি ঘোষাল !🔹অভিনেত্রী চৈতি...
18/10/2025

নাটকের 'রক্তকরবী' এবার কালীপুজোর রক্তজবায়; দীপাবলির সাজে 'ঐশ্বরিক সৌন্দর্যে' মুগ্ধ অভিনেত্রী চৈতি ঘোষাল !
🔹অভিনেত্রী চৈতি ঘোষাল, যিনি নাটকে রবীন্দ্রনাথের 'রক্তকরবী'-র নন্দিনী চরিত্রে অভিনয় করে পরিচিত, তিনি এবার কালীপুজোর বিশেষ সাজে সেজে উঠলেন। পোশাক পরিকল্পক রাইকিশোরী কৃষ্ণকলি তাঁকে কালো শিফন শাড়ি ও সাদা-কালো ব্লেজ়ারে সাজিয়ে তোলেন। তবে কালীপুজো উপলক্ষে চুলে রক্তকরবী ফুলের বদলে গাঢ় লাল জবাফুল ব্যবহার করা হয়।
🔸জবাফুলের এই সাজে মুগ্ধ অভিনেত্রী চৈতি ঘোষাল নিজেই। তিনি জানান, চুলে রক্তজবা পরতেই তাঁর 'রূপ খুলে গেল' এবং তিনি এক 'ঐশ্বরিক সৌন্দর্য' অনুভব করেন, যা তাঁর ঠাকুরঘরের দেবতা ও মায়ের সাজেও ব্যবহৃত হয়।
🔹অভিনেত্রী মনে করেন, রবীন্দ্রনাথের নন্দিনী আর দেবী কালিকা দুজনেই শক্তির প্রতীক। নন্দিনী যেমন অচলায়তন সরাতে প্রাণ দিতে পারেন, তেমনই দেবীও সৃষ্টির কারণে প্রাণ নিতে পিছপা হন না। পারিবারিক দেবী দুর্গা হলেও, চৈতি দেবীর আর এক রূপ নূপুর পায়ে শ্মশানে হেঁটে বেড়ানো শিশুরূপ কালীকে বিশ্বাস করেন এবং তাঁর অনেক প্রার্থনা দেবী পূরণ করেছেন বলেও তৃপ্ত কণ্ঠে জানান।

মাকালীর অভিমান ভাঙিয়ে পাঁচ বছর আগে পুজো শুরু শ্রীময়ীর উদ্যোগে, কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতে জমজমাট কালীপুজোর আয়োজন; ভোগে থাকে ...
18/10/2025

মাকালীর অভিমান ভাঙিয়ে পাঁচ বছর আগে পুজো শুরু শ্রীময়ীর উদ্যোগে, কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতে জমজমাট কালীপুজোর আয়োজন; ভোগে থাকে রাজকীয় মেনু!
🔸অভিনেতা কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক পাঁচ বছর ধরে নিজেদের বাড়িতে কালীপুজো করছেন, যা শ্রীময়ীর উদ্যোগেই শুরু হয়েছিল। কালীপুজোর দিনেই কাঞ্চনের মায়ের সঙ্গে দু'বার ভয়াবহ দুর্ঘটনা ঘটায় কাঞ্চন অভিমান করে প্রায় কুড়ি বছর দীপাবলীতে নিজের বাড়ি অন্ধকার রাখতেন। কিন্তু শ্রীময়ী এই অভিমান ভাঙিয়ে ২০২১ সালে কাঞ্চনের পৈতৃক বাড়িতে আবার পুজো শুরু করেন।
শ্রীময়ী নিজেই এই পুজোর সমস্ত দায়িত্ব নেন। তাঁর কথায়, কালীপুজো একদিনের হলেও এর প্রস্তুতি কম নয়। এবার তাঁদের কালীপূজা পঞ্চবর্ষে পা রাখল। মাকালীর জন্য কালীঘাটের দোকান থেকে বেনারসি শাড়ি, মিনে কাজ করা সোনার হার, মুকুট, হাতবালা ও নুপূর-সহ নানা গয়না কেনা হয়েছে। এবার ভোগের দায়িত্ব কর্তা-গিন্নি মিলে সামলাবেন। ভোগে থাকে খিচুড়ি, লাবড়া, পাঁচ রকমের ভাজা, ফুলকপির রসা/পনির কিংবা বাঁধাকপি এবং শেষ পাতে মিষ্টি, পায়েস। নিমন্ত্রিতদের জন্য থাকে এলাহি আয়োজন।
শ্রীময়ী নির্জলা উপোস রেখে সুগৃহিণীর মতো পুজোর সব আয়োজন করেন। এবার তাঁদের মেয়ে কৃষভির প্রথম দীপাবলি হওয়ায় আনন্দ দ্বিগুণ। তাঁরা সকলে নতুন পোশাকে সেজে উঠবেন। কালীপুজোর আগের দিন চতুর্দশীতে রীতি মেনে চোদ্দো শাক খেয়ে চোদ্দো বাতি জ্বালানোর প্রথাও পালন করা হবে।

অভিনেত্রী দিতিপ্রিয়ার ফেসবুক পোস্ট -Some of you have been asking why I look so pale and unfit on screen. To clarify, I ...
18/10/2025

অভিনেত্রী দিতিপ্রিয়ার ফেসবুক পোস্ট -Some of you have been asking why I look so pale and unfit on screen. To clarify, I recently underwent surgery. I'm currently shooting with stitches and sialastic sheets inside my nose. Under these conditions, I'm not allowed to speak much, and even smiling is a struggle. Despite the pain, I'm still trying to appear on screen because your love is my greatest strength. Thank you all for your concern and constant support 🙏🏻💗💫🪔

যার বাংলা অর্থ -আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমাকে পর্দায় এত ফ্যাকাশে এবং অসুস্থ কেন দেখাচ্ছে। স্পষ্ট করে জানাতে চাই, আমার সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে। এই মুহূর্তে আমি নাকের ভেতরে সেলাই এবং সিয়াল্যাস্টিক শিট (sialastic sheets) নিয়েই শুটিং করছি। এই অবস্থায় আমার বেশি কথা বলার অনুমতি নেই, এমনকি হাসতেও কষ্ট হচ্ছে। এই যন্ত্রণা সত্ত্বেও আমি পর্দায় আসার চেষ্টা করছি, কারণ আপনাদের ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের উদ্বেগ এবং constante সমর্থনের জন্য ধন্যবাদ 🙏🏻💗💫🪔

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে ব্রাত্য বসুর 'শেকড়', বড়পর্দায় অতিথি শিল্পী হিসেবে দেবাদৃতা বসু; ছবিতে ঋদ্ধি-...
18/10/2025

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে ব্রাত্য বসুর 'শেকড়', বড়পর্দায় অতিথি শিল্পী হিসেবে দেবাদৃতা বসু; ছবিতে ঋদ্ধি-অঙ্গনার জুটি, সঙ্গে চঞ্চল চৌধুরী ও সীমা বিশ্বাস !
🔸বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প 'দ্রবময়ীর কাশীবাস' এবং 'দাদু'র প্রেক্ষাপটে পরিচালক ব্রাত্য বসুর নতুন ছবি 'শেকড়'-এ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে ছোটপর্দার পরিচিত মুখ দেবাদৃতা বসুকে। ছবিতে তিনি নিজের চরিত্রেই অভিনয় করেছেন। তিন প্রজন্মের গল্প বলা এই ছবিতে লোকনাথ দে, সীমা বিশ্বাস, চঞ্চল চৌধুরী, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়-এর মতো একঝাঁক তারকা রয়েছেন।
🔹'শেকড়'-এর গল্প শিকড়ের টানে ঘরে ফেরার। এক প্রবীণের জীবনে ফিরে আসা তাঁর পুরনো প্রেমিকার (সীমা বিশ্বাস) সঙ্গে তাঁর ছেলে (চঞ্চল চৌধুরী) এবং নতুন প্রজন্ম ঋদ্ধি সেন ও অঙ্গনা রায়ের প্রেমের সম্পর্কের টানাপোড়েন নিয়েই আবর্তিত হবে। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধছেন ঋদ্ধি ও অঙ্গনা। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য ও অনুজয় চট্টোপাধ্যায়কে। ছবির প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন ও উল্কি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।

'কালীনামে দাও রে বেড়া…', ৫০ বছরের ঐতিহ্যবাহী সরাপুজো ও মাঘের রটন্তী কালীপুজোয় আজও ব্রতী অভিনেতা খরাজ মুখোপাধ্যায় !🔹অভিন...
18/10/2025

'কালীনামে দাও রে বেড়া…', ৫০ বছরের ঐতিহ্যবাহী সরাপুজো ও মাঘের রটন্তী কালীপুজোয় আজও ব্রতী অভিনেতা খরাজ মুখোপাধ্যায় !
🔹অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের বাড়িতে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে কালীপুজো অনুষ্ঠিত হয়ে আসছে, যেখানে দীপান্বিতা কালীপূজার পাশাপাশি মাঘ মাসে রটন্তী কালীপুজোও হয়। তাঁদের এই কালীবন্দনার শুরু কৃষ্ণনগর থেকে আনা একটি সরা-চিত্রের মাধ্যমে। সময়ের সঙ্গে সেই সরা প্রায় নষ্ট হয়ে গেলে, সেটি মেরামত করে সযত্নে রাখা হয়েছে এবং তখন থেকেই পটচিত্রের পাশাপাশি প্রতি বছর কৃষ্ণবর্ণের জাগ্রত কালীপ্রতিমা এনে পুজো করা হয়।
🔸প্রতিবারের মতো এবারও খরাজ নিজে ভোর থাকতে হাওড়ার ফুল মার্কেট থেকে মায়ের জন্য ফুল-মালা বেছে নিয়ে আসবেন। বাড়িতে ঘট ভরা, কলাগাছ বসানো— সবটাই চলে ভোরের আলো ফোটার আগে। পুজোর মূল দিকটা দেখেন খরাজের বড়দা। আজও অভিনেতার দেশের বাড়িতে বলিপ্রথা বহাল, যা তাঁরা বন্ধ করতে পারেননি।
🔹ভালো রাঁধুনি হলেও এখন আর বাড়িতে পুজোর সব রান্নার আয়োজন করার অবকাশ পান না অভিনেতা, তাই বাইরে ক্যাটারার রাখা হয়। তবে মায়ের ভোগ— খিচুড়ি, পাঁচরকমের ভাজা ও মিষ্টি— বাড়িতেই তৈরি হয়। নিমন্ত্রিতদের জন্য থাকে খাসির মাংস, পোলাও বা ফ্রায়েড রাইসের আয়োজন। হোমযজ্ঞ শেষ হতে রাত দুটো-তিনটে বেজে যাওয়ায় রাতভর চলে আড্ডা।

'বাজির চেয়ে ফানুস ভালো লাগে', কালীপুজোয় শব্দদূষণ নিয়ে সচেতন বার্তা দিয়ে মটন রান্নার পরিকল্পনা জানালেন অভিনেত্রী মিমি দত্...
18/10/2025

'বাজির চেয়ে ফানুস ভালো লাগে', কালীপুজোয় শব্দদূষণ নিয়ে সচেতন বার্তা দিয়ে মটন রান্নার পরিকল্পনা জানালেন অভিনেত্রী মিমি দত্ত !
🔸অভিনেত্রী মিমি দত্ত, যিনি বর্তমানে 'শ্রীমান ভগবান দাস' ধারাবাহিকে অভিনয় করছেন, কালীপুজোর দিন শুটিংয়ের পরও উৎসবের আমেজ উপভোগের পরিকল্পনা সেরে ফেলেছেন। কেটিভির সাক্ষাৎকারে তিনি জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুটিং থাকলেও, সন্ধ্যার পর বন্ধু-বান্ধবদের নিয়ে বাড়িতে হইচই এবং খাওয়াদাওয়ার আয়োজন করবেন।
🔹শব্দবাজিতে ভয় পান মিমি। তিনি বলেন, শব্দবাজি তাঁর একদমই পছন্দ নয়, বরং ফুলঝুরি, রং মশাল বা ফানুস ওড়াতে ভালোবাসেন। অভিনেত্রী মনে করেন, অতিরিক্ত আওয়াজ মানুষ ও পশুপাখি উভয়ের জন্যই ক্ষতিকর, তাই দূষণ কমিয়ে আনন্দ করাই শ্রেয়। তিনি বার্তা দেন, আনন্দ যেন কাউকে কষ্ট না দেয়।
🔸যদিও ব্যস্ততার কারণে সময় কম, তবুও স্বামী ওম সাহানির জন্য সময় পেলে নিজের হাতে মটন রান্না করবেন বলে জানিয়েছেন মিমি। পুরোনো দিনের কথা মনে করে তিনি বলেন, দুর্গাপুজো পেরিয়ে বাতাসে যে নতুন গন্ধ পাওয়া যায়, তা তাঁকে ছোটবেলার উচ্ছ্বাসের অনুভূতি ফিরিয়ে দেয়।

Address

Arambagh, Khanakul, Hooghly
Khanakul
712406

Alerts

Be the first to know and let us send you an email when রাজ্য বার্তা RAJYA BARTA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাজ্য বার্তা RAJYA BARTA:

Share