R.AajTak Network

R.AajTak Network Journalism has made us a trusted source of News for millions of Viewers. From politics We Cover it all..

*টাটা মেডিকেল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন বারাসাতের সুজাতা বর্মনকে,রক্ত দিয়ে নতুন ভাবে বাঁচতে এগিয়ে আসে ডায়মন্ড হা...
26/08/2025

*টাটা মেডিকেল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন বারাসাতের সুজাতা বর্মনকে,রক্ত দিয়ে নতুন ভাবে বাঁচতে এগিয়ে আসে ডায়মন্ড হারবারের মুসলিম যুবক রেজাউল করিম মল্লিক*

*বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-* যখন দেশে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের দারা যখন ধর্ম নিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ছিন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। তখন তার বিপরীত চিত্র দেখা গেলে, আবারও প্রমাণ হলো যে রক্তের কোনো জাত নেই। টাটা মেডিকেল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন এক মুমূর্ষু হিন্দু মহিলাকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে আসলো দক্ষিন চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের এক মুসলিম যুবক রেজাউল করীম মল্লিক এবং সঙ্গে তার দুই সহ রক্তযোদ্ধা ভাই সামিম লস্কর ও অষ্টম হাজরা। জানা গিয়েছে, কিছু দিন আগে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের এক সুজাতা বর্ধন নামে এক মহিলা টাটা মেডিকেল ক্যান্সার হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসক জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনের কথা বলেন। ওই মহিলার ও+ পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। এরপর রোগীর পরিবারের লোকজন ছুটে যান বিভিন্ন ব্লাড ব্যাংকে। সেখানে গিয়ে খোঁজ নিলে ওই গ্রুপের কোনও রক্ত পাওয়া যায়নি। কোথাও রক্তের সন্ধান না পেয়ে,রুগীর পরিচিতি একজন কোন এক সমাজ মাধ্যমের সহযোগিতা,রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগর ব্লাড লাইন এর মোবাইল নম্বরটি দিয়ে যোগাযোগ করতে বলেন। সেই মতো রোগীর পরিবার তারা ফোন করলে রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগর লাইন তারাদের সহযোগিতায় রক্তদাতা, ডায়মন্ড হারবারের মুসলিম যুবক রেজাউল করীম মল্লিক, সামিম লস্কর ও অষ্টম হাজরাদের সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হন ‘ব্লাড বয়’ এম আর লস্কর। রক্ত দিয়ে ওই মহিলার প্রাণ বাঁচাতে সাহায্য করেন। স্থানীয় সূত্রে পাওয়া খবর, কারোর রক্তের প্রয়োজন ছাড়াও যেকোনো প্রয়োজনের কথা শুনলেই রেজাউল করিম মল্লিক তিনি আর বাড়িতে বসে থাকতে পারেন না। রক্তের ব্যবস্থা সহ তাদের উপযুক্ত ব্যবস্থা না করা পর্যন্ত তিনি থেমে থাকেন না। রোগীর আত্মীয় বলেন, ব্লাড বয় এম আর লস্কর ও রক্তদাতা রেজাউল করীম মল্লিক সহ আরও দুই রক্তদাতা ওদের জন্যই আমার আত্মীয়র জীবন বাঁচাতে সাহায্য করেছে। তাঁদের কাছে আমি চির কৃতজ্ঞ। রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগর লাইন এর পক্ষ থেকে এম আর লস্কর তিনি বলেন আবার প্রমাণ হলো রক্তের কোনো জাত নেই, জাতি ও ধর্ম নির্বিশেষে রক্ত দেবো হেসে হেসে, ঝড়-বৃষ্টি তুফান থামাতে পারবে না রক্তদান। তিনি আরো বলেন রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগর লাইন এর সহযোগিতায় টাটা মেডিকেল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন উত্তর ২৪পরগনা, বারাসাতের সুজাতা বর্ধন কে রক্তদান করলেন দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার এর গরিবের মসিহা রেজাউল করিম মল্লিক নিজে ও তার দুই সহ রক্তযোদ্ধা ভায়েরা সামিম লস্কর ও অষ্টম হাজরা। রক্ত দাতাগন ও গ্রহীতার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন সবাই সুস্থ ও ভালো থাকুন।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আজ অর্থাৎ ২২.০৮.২০২৫ তারিখ ...
22/08/2025

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আজ অর্থাৎ ২২.০৮.২০২৫ তারিখ পূর্ব মেদিনীপুর জেলার বাসুদেবপুর মহারাজ নন্দকুমার হাইস্কুল মাঠে উদ্বোধিত হল বাংলা মোদের গর্ব। যা চলবে আগামী ২৫.০৮.২০২৫ তারিখ পর্যন্ত। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী উত্তম বারিক, মাননীয় সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ; শ্রী পূর্ণেন্দু কুমার মাজী, মাননীয় জেলাশাসক, পূর্ব মেদিনীপুর; ড: সৌমেন কুমার মহাপাত্র, মাননীয় বিধায়ক, তমলুক বিধানসভা অধিক্ষেত্র; শ্রী সুকুমার দে, মাননীয় বিধায়ক; নন্দকুমার বিধানসভা অধিক্ষেত্র; শ্রী তিলক কুমার চক্রবর্তী, মাননীয় বিধায়ক, মহিষাদল বিধানসভা অধিক্ষেত্র; শ্রী শৌভিক চট্টোপাধ্যায়, মাননীয় অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), পূর্ব মেদিনীপুর; শ্রী গিরিধারী সাহা, মাননীয় উপ সংস্কৃতি অধিকর্তা, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার; শ্রীমতী সুহাসিনী কর, মাননীয়া সহ সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ; শ্রীমতি অপর্ণা ভট্টাচার্য, মাননীয়া কর্মাধ্যক্ষ, শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি; পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ; ড: দীপেন্দ্র নারায়ণ রায়, মাননীয় পৌরপ্রধান, তাম্রলিপ্ত পৌরসভা; শ্রী নন্দ কুমার মিশ্র, মাননীয় পৌরো প্রশাসক, পাঁশকুড়া পৌরসভা; শ্রীমতী শিবানী দে কুন্ডু, মাননীয়া সভাপতি, নন্দকুমার পঞ্চায়েত সমিতি; শ্রী দীনেশ দে, মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, নন্দকুমার ব্লুক সহ জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সদস্যগণ ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আজ মাননীয় মুখ্যমন্ত্রীর খেলা দিবস কর্মসূচি অনুসারে আরামবাগ বয়েজ হাই স্কুল মাঠে হরিপাল বনাম আরামবাগ খেলা চলছে।
16/08/2025

আজ মাননীয় মুখ্যমন্ত্রীর খেলা দিবস কর্মসূচি অনুসারে আরামবাগ বয়েজ হাই স্কুল মাঠে হরিপাল বনাম আরামবাগ খেলা চলছে।

16/08/2025

আজ মাননীয় মুখ্যমন্ত্রীর খেলা দিবস কর্মসূচি অনুসারে আরামবাগ বয়েজ হাই স্কুল মাঠে হরিপাল বনাম আরামবাগ খেলা চলছে।

আরামবাগ ব্লকের সালেপুর ২ নম্বর অঞ্চলে একুশে জুলাইয়ের পথ সভায় বক্তব্য রাখছেন স্বপন কুমার নন্দী। রাজ্য সম্পাদক। তৃণমূল ক...
02/08/2025

আরামবাগ ব্লকের সালেপুর ২ নম্বর অঞ্চলে একুশে জুলাইয়ের পথ সভায় বক্তব্য রাখছেন স্বপন কুমার নন্দী। রাজ্য সম্পাদক। তৃণমূল কংগ্রেস

Address

Kharagpur
721305

Alerts

Be the first to know and let us send you an email when R.AajTak Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R.AajTak Network:

Share