Kanamachhi

Kanamachhi সকল প্রতিভাবানদের প্রতিভা প্রকাশের উ

03/02/2025
06/05/2023
06/05/2023
04/05/2023

এই গরমে যখন লোডশেডিং হয় তখন আমরা তালপাতার পাখা খোঁজ করি যা দিয়ে বাতাস করে শরীর ঠাণ্ডা রাখি। এছাড়া গ্রীষ্মকালে প্রখর গরমে তৃষ্ণা পেলে আমরা সাধারণত মাটির কলসি থেকে জল গড়িয়ে পান করি। দুপুরে ভাত খাওয়ার সময় যে সবজি খাই তার মশলা সাধারণত পাথরের তৈরি শিল নড়াতে বাটা হয়। আর এই কারণেই সেই সবজির স্বাদ অতুলনীয় হয়। তালপাতার পাখা, মাটির কলসি, পাথরের তৈরি শিল নোড়া,কূলো, বেতের ঝুড়ি, সাজি, মাদুর এইসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা এই গরমে বসা গাজন থেকে সংগ্রহ করি। গাজনে গ্রামের প্রান্তিক মানুষের তৈরি এইসব জিনিসের কদর আজও আছে। বাঁকুড়া শহরের মানুষ ২০ই বৈশাখ দশের বাঁধে বসা গাজনের জন্য সারাবছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে। 04/05/2023 বৃহস্পতিবার বিকেল ও তারপর দিন সকাল গাজন। বাঁকুড়া পৌরসভার সন্নিকটে হংসেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় বসে এই গাজন। সকল বাঁকুড়াবাসীকে জানাই সাদর আমন্ত্রণ।

©মাননীয় গৌতম গরাই মহাশয়

রঙিন বসন্ত✍️কলমে - রাধাকান্ত মুদিতারিখ - ২৮/০২/২০২১........................................................রঙ বেরঙের ফুল...
28/02/2021

রঙিন বসন্ত
✍️কলমে - রাধাকান্ত মুদি
তারিখ - ২৮/০২/২০২১........................................................
রঙ বেরঙের ফুলের সাজে
প্রকৃতি উঠেছে সেজে
দোলের রঙে রাঙা হয়ে
রইবো মোরা মজে।।
খোঁপায় গুঁজে পলাশের ফুল
সাজবে যতো সখীগন
রবী ঠাকুরের গানের তালে
নেচে জুড়াবো মন।।
কোকিল পাখি গান গাইছে
কুহু কুহু সুরে
শীত গ্রীষ্মের লুকোচুরি খেলায়
বসন্ত এসেছে দ্বারে।।
মহুল বনের মহুলের নেশা
পলাশ ফুলের মধু
ফলে ফুলে নতুন পাতায়
প্রকৃতি নতুন বধূ।।

15/02/2021

কবিতার শিরোনাম:-
বৃষ্টি ভেজা কবিতা

✍️কবি:-অভিজিৎ চক্রবর্ত্তী
--------------------
বৃষ্টিতে ভেজে এই পৃথিবী
আর আমিও ভিজছি কবিতায়।

শব্দে কথায় সিক্ত আমি
সিক্ত ছন্দময়তায়।

ভিতরে বাইরে ভিজছি আমি
ভিজছি আপাদমস্তক।

সাদায় কালোতে জলেতে আলোতে ভাসছে জীবনপুস্তক।

কবিতায় ভেজা কলম আমার টেনেই নামায় পথে।

টুকরো কথা হা হা হাসিতে সওয়ার আগুনরথে।

মন খারাপের বৃষ্টিফোঁটা
খাতায় এসে পড়ে।

আবেগ-আর্দ্র বাদলা হাওয়া
নতুন শিশু গড়ে।

বৃষ্টি যখন পড়ছে, তখন
কলম স্বপ্ন মাখে।

সুখ-দুখ্ পাখি ডানা ঝাপটায়
জানালায় মুখ রাখে।

বৃষ্টি একটু ধরছে, এবার
মুখ তুলব আমি।

অনেক হলো বন্ধু আমার
এবার তবে থামি।
--------------------
COPYRIGHT RESERVED,
ALL RIGHTS RESERVED,
ABHIJIT CHAKRABORTY

29/01/2021

প্রতিষেধক টিকা
কলমে - রাধাকান্ত মুদি
তারিখ - ২৮/০১/২০২১............................................................
পৃথিবীর কোনো এক কোণে
জমে থাকা হঠাৎ কোনো এক ঝড়ে
এলো মেলো করে দিয়েছে সব
দিয়ে গেছে চিন্তার ভাঁজ মানুষের তরে।।
দিয়েছে লিখে অজানা প্রশ্ন হাজার
উত্তর খুঁজতে গিয়ে ঘুম নেই চোখে
নিজ কর্মের ফল পৃথিবীবাসী ভোগে
লজ্জা ঢাকাতে কাপড় বাঁধা সবার মুখে।।
স্বদেশ বিদেশ আজ অসহায় নিরুপায়
তার কাঁটার বেড়ায় যে আটকে সবাই
ঘন মেঘের আড়াল হতে সূর্যের উঁকি
হয়তো চিন্তার মাঝে খুশির আশা দেখায়।।
মানুষের বিবর্ণ মুখে ফিরেছে ঈসৎ হাসি
এবার বুঝি ভাঙবে ভীতির দুর্ভেদ্য প্রাচীর
বন্ধ হবে ঘরে ঘরে শোকের আসর
কাঁটাতার সরিয়ে তুলবো গড়ে বন্ধুত্বের নজির।।

ফিরে এসো সুভাষকলমে - রাধাকান্ত মুদিতারিখ - ২৩/০১/২০২১...............................................................তুমি...
23/01/2021

ফিরে এসো সুভাষ
কলমে - রাধাকান্ত মুদি
তারিখ - ২৩/০১/২০২১...............................................................
তুমি বীর, তুমি সাহসী
তুমি ভারত মায়ের সন্তান
তোমার তরে পুষ্প মাল্য
দিয়ে করি তোমারে প্রণাম।।
হে বীর সন্তান
ফিরে এসো তুমি
ভারত মায়ের কোলে আবার
তোমার মতাদর্শে
করো উজ্জীবিত সবারে
জাগাও জাতীয়তা বোধ সবার।।
মূর্খ সমাজে
জ্বালিয়ে দাও তুমি
শিক্ষা,চেতনা, জ্ঞানের আলো
দাও বদলে
সমাজের চিত্র টাকে
ডাক দাও সু-পথে চলার।।
রক্তের বদলে
তুমি দিয়েছিলে ফিরিয়ে
ভারতবাসীকে তাদের হারানো স্বাধীনতা
একটি বার এসো
এসে দেখো আজ
সমাজে চলছে কতো অরাজকতা।।
অন্যায়ের বিরোধিতা করতে
তুমি শিখিয়ে ছিলে
লড়তে মিলিয়ে কাঁধে কাঁধ
এসে দেখো একবার
সেই ভারতবাসীরাই লড়ছে
আজ একে অপরের নিতে প্রাণ।।
তোমার রেখে যাওয়া
মসনদে বসার লড়াই
গড়ে তুলেছে ভেদাভেদের প্রাচীর
হে বীর সুভাষ
ফিরে এসো তুমি
নির্মূল করো ভেদাভেদের বিচার।।
যুব সমাজকে
দাও ফিরিয়ে তুমি
তাদের শিক্ষার মূল্য আবার
গড়ে তোলো সুস্থ সমাজ
লুটেরাদের পথে
দাড়াও তুমি হয়ে এক পাহাড়।।

15/01/2021

জনপ্রিয় কবি ও বেতার কণ্ঠস্বর ~ বিদ্যুৎ ভৌমিক এর স্বরচিত কবিতা আবৃত্তি

HaPpY nEw YeAr2 0 2 1Picture :-
01/01/2021

HaPpY nEw YeAr
2 0 2 1

Picture :-

"সন্ধ্যার আড্ডা" অনুষ্ঠানের শিল্পী                  "উত্তম দাস" কে "কানামাছি"র পক্ষ্ থেকে এই সাম্মানিকপত্র প্রেরণ করা হল...
30/12/2020

"সন্ধ্যার আড্ডা" অনুষ্ঠানের শিল্পী
"উত্তম দাস" কে
"কানামাছি"র পক্ষ্ থেকে এই সাম্মানিকপত্র
প্রেরণ করা হলো।
অনুষ্ঠানের তারিখ :- ২৩/১১/২০২০
শুভেচ্ছা সহ
"কানামাছি"

"সন্ধ্যার আড্ডা" অনুষ্ঠানের শিল্পী               "কিনারা সিনহা" কে "কানামাছি"র পক্ষ্ থেকে এই সাম্মানিকপত্র প্রেরণ করা হল...
29/12/2020

"সন্ধ্যার আড্ডা" অনুষ্ঠানের শিল্পী
"কিনারা সিনহা" কে
"কানামাছি"র পক্ষ্ থেকে এই সাম্মানিকপত্র
প্রেরণ করা হলো।
অনুষ্ঠানের তারিখ :- ১৮/১১/২০২০
শুভেচ্ছা সহ
"কানামাছি"

Address


Telephone

+919563016561

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanamachhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kanamachhi:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share