ES Frame

ES Frame Hey everyone, This is Emon , welcome to my professional SMM page.

31/03/2025

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সবার আমল-ইবাদত কবুল হোক।
পৃথিবীর নিপীড়িত মানুষদের হৃদয়েও ছড়াক ঈদানন্দ।

#সবার #আমল #ইবাদত

21/03/2025
🚲 আপনার বেবির জন্য নিখুঁত রাইড! 🚲🎁 জন্মদিন এবং বিশেষ অনুষ্ঠানের জন্য নিখুঁত উপহার!আপনার সন্তানের জন্য একটি মজাদার, নিরাপ...
13/03/2025

🚲 আপনার বেবির জন্য নিখুঁত রাইড! 🚲
🎁 জন্মদিন এবং বিশেষ অনুষ্ঠানের জন্য নিখুঁত উপহার!

আপনার সন্তানের জন্য একটি মজাদার, নিরাপদ এবং টেকসই খেলনা খুঁজছেন? এই রঙিন মিনি বাইকটি অফুরন্ত আনন্দের জন্য ডিজাইন করা হয়েছে! 🎉
ঠেকসই বাচ্চাদের ট্রাইসাইকেল - মজা এবং শেখার জন্য পারফেক্ট।
আপনার বেবির জন্য কি

✅ মজবুত এবং হালকা - ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত
✅ মসৃণ যাত্রা - চালনা করা সহজ
✅ নিরাপদ এবং আরামদায়ক - ছোট অ্যাডভেঞ্চারারদের জন্য ডিজাইন করা
✅নিরাপদ এবং মজবুত চাকা - অতিরিক্ত গ্রিপ এবং ভারসাম্যের জন্য প্রশস্ত, উচ্চ-মানের চাকা।

✅📢 খুচরা ও পাইকারি অর্ডারের জন্য উপলব্ধ!

🎁 সীমিত স্টক পাওয়া যাচ্ছে! শেষ হওয়ার আগে এখনই আপনারটি অর্ডার করুন!

📩 মূল্য এবং ডেলিভারির সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের মেসেজ করতে করুন

👩‍👧 💖

#সাইকেল #বেবি #ভাইরাল

একটি চাঁদনী রাত একটি নির্মল এবং মোহনীয় দৃশ্য যেখানে ল্যান্ডস্কেপ চাঁদের নরম, রূপালী আভায় স্নান করা হয়।  চাঁদের আলো, প...
17/09/2024

একটি চাঁদনী রাত একটি নির্মল এবং মোহনীয় দৃশ্য যেখানে ল্যান্ডস্কেপ চাঁদের নরম, রূপালী আভায় স্নান করা হয়। চাঁদের আলো, পৃথিবীকে প্রতিফলিত করে, ছায়া ফেলে এবং চারপাশকে এমনভাবে আলোকিত করে যা শান্ত এবং রহস্যময়। আকাশ সাধারণত পরিষ্কার থাকে, রাতের পটভূমিতে তারাগুলো ঝিকিমিকি করে। পৃথিবী শান্ত মনে হয়, এবং প্রায়শই শান্তি বা প্রতিফলনের অনুভূতি থাকে। চাঁদের আলো পরিচিত দৃশ্যগুলিকে রূপান্তরিত করে, সবকিছুকে ইথারিয়াল দেখায়, যেন প্রকৃতি নিজেই একটি মন্ত্রের অধীনে রয়েছে।

29/06/2024

মানুষ বড় অভিমানী প্রাণী
সে চায় তার মনখারাপ হলে
প্রিয় মানুষটাকে না বললেও,
সে বুঝে ফেলুক।

ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই
ওপারের মানুষটা বলুক, তোমার মনখারাপ?
তার এলোমেলো চুল খানিকটা
লাল চোখ দেখে বলুক,
তোমার ঘুম হয়নি রাতে?
দুঃস্বপ্ন দেখেছো?
টেনশন করছো কিছু নিয়ে?

সে চায়, মানুষটা বুঝুক
কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়
চোখের সামনে আলতো করে হাত ছুঁইয়ে
বন্ধ করে দিতে হয় চোখের পাতা

সে চায়, মানুষটা বুঝুক

কখন হাতের উপর হাত রাখতে হয়
ফিসফিসিয়ে বলতে হয়,
আমি তো আছি;
তবে, মনখারাপ কেন?

সে চায়, মাঝরাত্রিতে সে টের পাক
পাশের মানুষটা তার মাথার নীচে
সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে
শেষ রাতে যখন খানিকটা হিম নামে
তখন জড়িয়ে দিচ্ছে ঘুম চাদরে

সে চায়, তার জন্যেও কেউ
মাঝরাত্রিতে বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক
মনে রাখুক তার জন্মদিনের কথা
প্রথম দিনের কথা

স্পর্শ অনুভূতির কথা

সে চায়, তাকে ছুঁয়ে দেখতে গিয়ে
কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক
কেউ কপাল ছুঁয়ে বলুক,
দেখি দেখি তোমার জ্বর নয় তো?

অভিমানে দূরে সরে যেতে চাইতেই
কেউ বলুক, খানিক ভুল করেছি বলেই
দূরে সরে যেতে হবে?
তবে এই যে এত ভালোবাসি
তাতে আরও কাছে আসে যায়না?
আরও আরও কাছে
অনেক অনেক কাছে

মানুষ বড় অভিমানী প্রাণী

তারা দু'জনই কেবল ভাবে
এসবই ঐ মানুষটা করুক
ঐ অন্য মানুষটা
কিন্তু শেষমেশ করা হয়না কারোরই

তাই কাছে আসার রঙিন দিনেরা
ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয়

মানুষ বড্ড অভিমানী প্রাণী
অভিমানে সে ক্রমশঃই দূরে চলে যায়
আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ

মানুষ বড় অভিমানী প্রাণী

15/05/2024

মানচিত্রে কুলিয়ারচর উপজেলার অবস্থান
09/05/2024

মানচিত্রে কুলিয়ারচর উপজেলার অবস্থান

Believe in yourself and in the power of Allah, and you will achieve greatness.” – Prophet Muhammad
28/04/2024

Believe in yourself and in the power of Allah, and you will achieve greatness.” – Prophet Muhammad

04/02/2024

আল্লাহ তাআলা বলেন-
নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়ী পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, রোজাদার পুরুষ ও নারী, যৌনাঙ্গ হেফাযতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মারণকারী পুরুষ ও নারীদের জন্য ( আল্লাহ তাআলা বিশাল ক্ষমা ও মহাপ্রতিদান রেখে দিয়েছেন )।

21/01/2024

আসমা (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি আমার হাউযের কাছে আগমনকারী লোকদের অপেক্ষায় থাকব। তখন আমার সামনে থেকে কতক লোককে ধরে নিয়ে যাওয়া হবে। আমি বলব, এরা তো আমার উম্মাত। তখন বলা হবে, আপনি জনেন না, এরা (আপনার পথ থেকে ) পিছনে চলে গিয়েছিল। ( বর্ণনাকারী ) ইবনু আবূ মুলাইকাহ বলেনঃ হে আল্লাহ্ ! পিছনে ফিরে যাওয়া কিংবা ফিতনায় পড়া থেকে আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। [৬৫৯৩] ( আধুনিক প্রকাশনী- ৬৫৫৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৭২ )

Address

Borkarchar, Kuliarchar
Kishorgonj
2340

Telephone

+916009277293

Website

Alerts

Be the first to know and let us send you an email when ES Frame posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ES Frame:

Share