আসার আলো নূর

আসার আলো নূর হ্যালো বন্ধুরা, আমার আসর আলো নূর ফেসবুক পেজে স্বাগতম, আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করুন

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
04/09/2024

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।

🇮🇳🇮🇳🇮🇳 india

02/09/2024

সাহায্যের জন্য চাইলে আল্লাহর কাছে যাইবো বড় কিংবা ছোট মেয়ে তার কাছে যাইব না

21/08/2024

একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।

তিনি কিছু পাখি পালতেন। আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন, কথাটি হল; "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"।।"

যখনই নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, "যাও ঐ গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো।"

পাখিগুলো মানুষ দেখামাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না!

কিন্ত যদি কোন ছাত্র জাল পাততো আর দানা দিতো তবে দেখতো যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্ত দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না।

এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না- 'শিকারি' কি জিনিস! 'জাল' কি জিনিস! 'ফাসনা' কি জিনিস! তাই তারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে।

★ আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন পাখিদের মতই হয়ে গেছে। আমরা মুখে 'লা~ইলাহা ইল্লাল্লাহ' বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন।

একই সাথে আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, অহংকার, যিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা, ও অসংখ্য হারাম কাজ করছি আর কথা বলা পাখির মতই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি! কাজেই আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি।
আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে অনুবাধন করার তৌফিক দান করুন আমীন
Copy post

20/08/2024

স্বপ্ন দেখেছিলাম ফেসবুক থেকে টাকা ইনকাম করব স্বপ্নটা মনে হয় স্বপ্নই থেকে যাবে?
কেননা ভিউজ তো দুরের কথা ফলোয়ার তো পাচ্ছি না

20/08/2024

সিনেমা করলেই যে অভিনেতা হয় তা নয় বাস্তব জীবনেও যে সেরা অভিনেতা হওয়া যায় সেটা গ্রামের কিছু মানুষকে দেখলে বোঝা যায়

20/08/2024

সত্যি কি মেয়েদের সম্মানের মূল্য ১০ লাখ টাকা তা না হলে অন্য আরেকটা মেয়ে কিভাবে বলতে পারে যে মারা গেছে সে তো আর ফিরে আসবেনা তার পরিবারকে আমরা দশ লাখ টাকা দিতেই পারি?
আরে দিদি তার পরিবারকে ১০ লাখ টাকা না দিয়ে আপনি দোষীদের বিচার করুন তাদের ফাঁসিতে ঝুলান যাতে আর পরবর্তীতে আর কোন মা বোনদের সম্মান হারাতে না হয় আর আপনি যদি না পারেন আমাদের মত সাধারণ জনগণকে বলুন দেখুন দুদিনের মধ্যে কি করে শায়েস্তা করে যাতে আর পরবর্তীতে কেউ এরকম চিন্তাধারা মনেও না আনতে পারে | প্লিজ দিদি প্লিজ একটিবার🙏🙏🙏

16/08/2024

আমি বুঝতে পারি না আমার সামনে আসা প্রত্যেকটা ভিডিওকে লাইক কমেন্ট করি তারপরও কেন ফলোয়ার হয় না

16/08/2024

ভাই কেউ কি নাই যে স্টার সেন্ড করে উইকলি চ্যালেঞ্জটা আমাকে পূরণ করে দেবে🙏🙏🙏

মেঘের রাজ্যে সমুদ্রের মতো মেঘের ফটো
16/08/2024

মেঘের রাজ্যে সমুদ্রের মতো মেঘের ফটো

আমাকে লেবেল 3 কমপ্লিট করার জন্য সবাই ফলো করে  সাহায্য করো🙏🙏🙏🙏
12/08/2024

আমাকে লেবেল 3 কমপ্লিট করার জন্য সবাই ফলো করে সাহায্য করো🙏🙏🙏🙏

10/08/2024

ক্ষমতা আর অহংকার কোনদিন চিরস্থায়ী হয় না ক্ষমতা মানুষকে পাগল করে দেয় অহংকার মানুষকে ধ্বংস করে দেয়

Address

Kochi

Website

Alerts

Be the first to know and let us send you an email when আসার আলো নূর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category