26/07/2025
আজ কোন একটি ইলেকট্রনিক্স মাধ্যমে দেখলাম অচিরেই মমতা পুজো কমিটি গুলোকে দান ধ্যানের জন্য আবার নেতাজি ইনডোরে "আমায় দেখ" সভা ডাকছেন । এবং বলা বাহুল্য অন্যান্য পুজো কমিটির স্যাথে কলকাতার ২/৩ কোটির পুজো বাজেটের পুজোতেও ১ লাখি দান দেবেন । এবং তাঁরা ভয়ে হোক, ভক্তিতে হোক সেটা গ্রহণ করে হাসি মুখে বেরোবেনও ।
এই প্রেক্ষিতে নিচের এই ঘটনাটা পড়ুন ...
মেদিনীপুরের সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের গেটে হঠাৎ করে তালা ।
কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা ডাক্তার নাকি জানিয়ে দিয়েছেন তিনি এই প্রতিষ্ঠান চালাতে পারছেন না । তিনি আদতে অস্থায়ী, স্থায়ী কোন অধ্যক্ষ নেই এই মেডিকেল কলেজে ।
কলেজে ৪২ জন অধ্যাপক / অধ্যাপিকা থাকার কথা । আছেন মাত্র ১৭ জন ।
হাসপাতালের এক্স রে, ইউ এস জি, প্যাথলজি ল্যাব অচল ।
ছাত্র ভর্তির সিট ৬৩ থেকে কমিয়ে করা হয়েছে ৫০ ।
ফরেনসিক মেডিক্যাল এন্ড টেকনোলজি বিভাগে কোন অধ্যাপক নেই ।
হাসপাতাল জুড়ে ল্যাব, আউটডোর, স্টাফ, চিকিৎসক সব কিছুরই আকাল। রিপোর্ট সংবাদ মাধ্যমের।
কান পাতলেই,..... সরকারের টাকা নেই, টাকা নেই ।
স্বাস্থ্য ভবন জানে ? সব জানে।
তাও.... একটা ডাক্তারি হাসপাতাল কি নিদারুণ নির্মতায় খুব জোরে পা জ্বালিয়ে শেষ যাত্রায় !!
যাঁরা ছাত্র, ছাত্রী ? অভিভাবক ? তাঁদের অবস্থা ? ভাবুন তো।
অনেক আশা নিয়ে ছেলেকে মেয়েকে ডাক্তার করবেন ভেবেছিলেন, মাঝ পর্বে স্বপ্নের সলিল সমাধির পথে গ্রাম ও মফস্বল বাংলার ওই পরিবারগুলোর জীবন ।
যাঁরা নেতাজি ইনডোরে ২/৩ কোটির পুজো বাজেটের জন্য এক লাখি চেক সেদিন আদিখ্যেতার হাসি হেসে নেবেন শুধু ভাববেন মমতা সরকারের এই বর্বরতম শাসনের ও নোংরামির আপনারাও অন্যতম শরিক।
ভাববেন, একটু ভাববেন,
যদি বোধ থাকে,(১/২/৩ কোটি বাজেটের পুজোর উদ্যোক্তারা), আপনারা । কোন অন্যায়ের সঙ্গে যুক্ত হচ্ছেন আপনারাও, চক্ষু লজার সমস্ত পর্দা সরিয়ে ।
সন্ময় বন্দ্যোপাধ্যায়
(৯৮৩০৪২৬৭৮)