07/12/2025
Sudipta Guha যথার্থ প্রশ্ন তুলেছেন -
"যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যার( এবং শিক্ষামন্ত্রীর) বিরুদ্ধে বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় প্রমানসহ দুর্নীতি এবং অন্যায়ের অভিযোগ এনেছেন, সেই চিরঞ্জীব ভট্টাচাৰ্য এতো বড় অন্যায় করা পরে কেন যাদবপুরের ছাত্ররা আবার হোক কলোরব করবে না? পিছনে সিপিম করা অধ্যাপকদের মদত এই বার নেই বলে? নাকি চিরঞ্জীববাবু SFI ছিলেন বলে l বিনা দোষে তাহলে কেন তারা সেদিন ডঃ অভিজিৎ চক্রবর্তীকে সারানোর জন্যে হোক কলোরব? মুখ্যমন্ত্রী কেন সেদিন বিনা দোষে এই পদ থেকে একজনকে সরালেন অথচ আজ কেন নির্বিকার? কেন পুরো বাংলা সংবাদমাধ্যম চুপ? কেন টক শো হচ্ছে না? কেন নক্সাল সিপিএম যারা পার্থ চ্যাটার্জীর ব্যাপারে খড়্গ হস্ত ছিলো, তারা ব্রাত্য বসুর ব্যাপারে চুপ? কেন অপর্ণা সেন, জয় গোস্বামীরা চুপ? কেন অন্যান্য শিক্ষক অধ্যাপক সমাজ চুপ? তাহলে কি সবাই ধরেই নিয়েছেন যে শিক্ষা প্রশাসন মানেই দুর্নীতির আখড়া হবে? তাহলে কি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও এই ধরনের অন্যায় কাজের সঙ্গে যুক্ত? চিরঞ্জীববাবুর পূর্বসূরীরা?
আজ থেকে কয়েক দিন আগেও দেখলাম কোন এক ভোটে বামেরা জেতায় সবাই খুব আনন্দে l তাহলে কি চিরঞ্জিব এবং ব্রাত্যর এই অন্যায়ের অংশীদার আজকের নক্সাল ছাত্র এবং সিপিএম শিক্ষক সংগঠনও? ভোটের আগে কেউ তৃণমূলকে ঘাটাতে চাইছে না পাছে ২০২৪ এর মত স্পনসর থেকে বঞ্চিত হতে হয়?
কেন আবার "হোক কলোরব" না? যারা সমাবর্তন অনুষ্ঠানে একের পর এক আচার্য্যকে অপমান করে তাদের হাতে সার্টিফিকেট নেন নি বা ছিঁড়ে ফেলেছেন, সেই যাদবপুরের ছাত্রছাত্রীরা এই উপাচার্যর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন ২৪ শে ডিসেম্বর? অপেক্ষা করবো আপনাদের দ্বিচারিতার ইতিহাস তৈরির পরের অধ্যায়ের সাক্ষী হওয়ার জন্য ।"