বাণীশ্রী সাহিত্য কুঠির

বাণীশ্রী সাহিত্য কুঠির "ওহে শুনিয়াছো মানবজাতি, সাহিত্য অমরত্ব লাভ করিয়াছে।"

28/12/2024

একক বই কিংবা যৌথ একক বই প্রকাশ করতে ইচ্ছুক থাকলে শীঘ্রই যোগাযোগ করুন।

২৩ এ জুন ২০২৪ রবিবার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে নৈবেদ্য প্রকাশনীর বই প্রকাশের অনুষ্ঠান সম্পাদিত হয়।  খোলাচিঠি পাবলিকেশন, লেখা...
24/06/2024

২৩ এ জুন ২০২৪ রবিবার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে নৈবেদ্য প্রকাশনীর বই প্রকাশের অনুষ্ঠান সম্পাদিত হয়। খোলাচিঠি পাবলিকেশন, লেখাঘর ও বাণিশ্রী সাহিত্য কুঠিরের সহযোগিতায়। ওই দিন প্রেস পার্টনার ছিলো খ এ খবর। উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রকাশক ও সাহিত্যিক শুভম মুখার্জী, নৈবেদ্য প্রকাশনীর কর্ণধার মৌসম মুখার্জী, বিশিষ্ট চিকিৎসক ড.সুভাষ চন্দ্র সাউ, বিশিষ্ট অভিনেতা রাজা চ্যাটার্জী, বিশিষ্ট অভিনেত্রী মল্লিকা সিংহ রায়, বাংলা মেগা সিরিয়ালের ডিরেক্টর অয়ন সেনগুপ্ত, বিশিষ্ট মিউজিক ডিরেক্টর প্রতীক কর্মকার এবং বিশিষ্ট কবি কৌশিক গাঙ্গুলী। উপস্থিত ছিলেন খোলাচিঠি পাবলিকেশনের কর্ণধার অভিষেক দে, লেখাঘরের কর্ণধার রবিন জয়সওয়াল এবং বাণিশ্রী সাহিত্য কুঠিরের কর্ণধার অয়ন চক্রবর্তী।
প্রকাশক শুভম মুখার্জীর তৎপরতায় প্রকাশিত হয়েছে বিশিষ্ট লেখক লেখিকাদের একক বই - বিধুভূষণ মুখোপাধ্যায় এর লেখা জনপদ জননী, শ্বেতা মন্ডলের লেখা অপ্রেমিকা, সুদীপ মুখার্জীর লেখা অজানার সন্ধানে, রবিনা জয়সওয়ালের লেখা বেওয়াকুফ দিল, সাহিত্য সাধক সম্মান প্রাপ্ত শুভম মুখার্জীর লেখা ঈশ্বরের পৃথিবী, কবি সুস্মিতা দাসে লেখা তুমি আছো ও শ্বেতা মন্ডলের সম্পাদনায় ওরা ভালো থাক, ষড়রিপু এবং তুমি, তুমি আসবে বলে, স্বপ্ন সাথী, এলিশা দাসের সম্পাদনায় চোখের কোনায় জলবিন্দু, এলিশা দাস এ জিৎ রাউতের সম্পাদনায় মহীরুহ, রবিনা জয়সওয়ালের সম্পাদনায় সখী, পৌষ সংক্রান্তী ম্যাগাজিন, কানামাছি, ভানুসিংহ পত্রিকা, শেষ দেখা, গাঁয়ের বধু, অয়ন চক্রবর্তীর সম্পাদনায় কবিকথা, দৃষ্টিকোণ সবটাই দৃশ্যের খেলা,অভিষেক দে ও দোলানাথের সম্পাদনায় শব্দনীলা, ধনী চৌধুরী, সুব্রত বাগচী, শ্রীপর্ণা পাল, অর্পিতা সাহা ও অভিষেক দে এর মিলিত সম্পাদনায় শিল্পীর খোঁজে এক দূরত্বের ইতিকথা, সুদীপ্তা চক্রবর্ত্তী ও জয়ন্তীর সম্পাদনায় স্মৃতির ভীড়ে এর মত আকর সমৃদ্ধ সাহিত্য সংকলন প্রকাশিত হয়।
ওইদিন স্মারক সম্মানে সম্মানিত করা হয় বিশিষ্ট সাহিত্যিক চঞ্চল প্রামানিক মহাশয়,কবি শঙ্খশুভ্র চট্টোপাধ্যায় এবং অনুরিমা চ্যাটার্জী মহাশয়াকে। নৃত্য শিল্পী রিঙ্কিতা কোলে মহাশয়াকে নতুনের খোঁজে সম্মানে সম্মানিত করা হয়৷ এছাড়াও ওইদিন রঙ তুলি ও চিত্র কলাকেন্দ্রের বিনোদ হালদার, সৌম্যদীপ ঘোষ এবং বিশাল ঘোষকে স্মারক সম্মানে সম্মানিত করা হয়৷ ক্ষুদে প্রতিভাবান শিল্পীদের শিল্পী হওয়া সোজা নয় সম্মানে সম্মানিত করা হয়৷
সাহিত্য জগতের পাশাপাশি অনলাইন ডিজিটাল মাধ্যমের পেজ যথা- লেখনী চিরন্তন, ঝালমুড়ি, গোধুলী লগ্নে, স্বপ্নের কলম, সাদরে সম্ভাষণ, C/O কোলকাতা, B**g nostalgia, এবং The Crayons পেজ পরিবারকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। Mrs & Mrs Fashion Kolkata এর তরফ থেকে এস.নন্দি, বাপ্পা নন্দি এবং সানু বাড়ুইকে তাদের প্রগতীশীল কাজের জন্যে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়৷ খ এ খবরের তরফ থেকে কার্তিক কোলে মহাশয়কে নৈবেদ্য প্রকাশনী কর্তৃক নতুন চিন্তার খোঁজে সম্মানে সম্মানিত করা হয়। উপস্থিত আমন জেমস এবং দীপক প্রসাদকে স্মারক সম্মানে সম্মানিত করা হয়৷ অনলাইন বই কেনার নতুন দিশা দেখানো বিবলিও ফাইলের কর্ণধার কমলিকা দাস মহাশয়াকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়৷

#আবৃত্তি




বাণীশ্রী সাহিত্য কুঠির নৈবেদ্য প্রকাশনী লেখা ঘর Kholachithi Publication

প্রকাশিত হলো বাণীশ্রী সাহিত্য কুঠির -এর দ্বিতীয় যৌথ একক বই -এর প্রচ্ছদ।🤍প্রচ্ছদ শিল্পীঃ- শুভম মুখার্জী বাণীশ্রী সাহিত্য...
14/06/2024

প্রকাশিত হলো বাণীশ্রী সাহিত্য কুঠির -এর দ্বিতীয় যৌথ একক বই -এর প্রচ্ছদ।🤍

প্রচ্ছদ শিল্পীঃ- শুভম মুখার্জী

বাণীশ্রী সাহিত্য কুঠির

প্রকাশিত হলো বাণীশ্রী সাহিত্য কুঠির -এর পঞ্চম সংকলন -এর প্রচ্ছদ।🤍প্রচ্ছদ শিল্পী:- শুভম মুখার্জী বাণীশ্রী সাহিত্য কুঠির
14/06/2024

প্রকাশিত হলো বাণীশ্রী সাহিত্য কুঠির -এর পঞ্চম সংকলন -এর প্রচ্ছদ।🤍

প্রচ্ছদ শিল্পী:- শুভম মুখার্জী

বাণীশ্রী সাহিত্য কুঠির

সুদীপ মুখার্জীর লেখা প্রথম একক বই ❝অজানার সন্ধানে❞ -এর প্রচ্ছদ বাণীশ্রী সাহিত্য কুঠির থেকে প্রকাশিত হয়েছে।প্রচ্ছদ শিল্প...
27/05/2024

সুদীপ মুখার্জীর লেখা প্রথম একক বই ❝অজানার সন্ধানে❞ -এর প্রচ্ছদ বাণীশ্রী সাহিত্য কুঠির থেকে প্রকাশিত হয়েছে।

প্রচ্ছদ শিল্পীঃ- শুভম মুখার্জী

বইটি প্রিবুকিং করে নিলে থাকছে ২৫% ছাড়। যোগাযোগ করুন 089006 27211 নাম্বারে।

বাণীশ্রী সাহিত্য কুঠির

।।শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা জানাই সকলকে।।🙏🏻বাণীশ্রী সাহিত্য কুঠির   #শুভ_নববর্ষ
14/04/2024

।।শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা জানাই সকলকে।।🙏🏻
বাণীশ্রী সাহিত্য কুঠির
#শুভ_নববর্ষ

।।শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা জানাই সকলকে।।🙏🏻❤️🧡💛💚💙💜🤎🖤🤍বাণীশ্রী সাহিত্য কুঠির
25/03/2024

।।শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা জানাই সকলকে।।🙏🏻❤️🧡💛💚💙💜🤎🖤🤍
বাণীশ্রী সাহিত্য কুঠির

আমাদের এই পরিবারের পথচলার এক বছর পূর্তি হলো। তখন এই সংস্থার নাম আলাদা ছিলো। তারপর নাম পরিবর্তন হয়েছে। সময় পেরিয়েছে, অ...
10/03/2024

আমাদের এই পরিবারের পথচলার এক বছর পূর্তি হলো। তখন এই সংস্থার নাম আলাদা ছিলো। তারপর নাম পরিবর্তন হয়েছে। সময় পেরিয়েছে, অনেক যুদ্ধ, অনেক পরিশ্রম, অনেক ভালোবাসায় মুড়ে গেছে আমাদের এই বাণীশ্রী। আজ আমাদের সকলের ভালোবাসার "বাণীশ্রী সাহিত্য কুঠির"-এর শুভ জন্মদিন। সকলের তরফ থেকে বাণীশ্রীকে জানাই শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। আমাদের পরিবারের সাথে যুক্ত সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা।🙏🏻
বাণীশ্রী সাহিত্য কুঠির


Kholachithi Publication
নৈবেদ্য প্রকাশনী
খ এ খবর
Ayan Chakraborty





নৈবেদ্য প্রকাশনী, খোলাচিঠি পাবলিকেশন, লেখা ঘর ও বাণীশ্রী সাহিত্য কুঠির -এর বই প্রকাশ অনুষ্ঠানের সমস্ত মূহুর্ত ও অজস্র সৃ...
24/02/2024

নৈবেদ্য প্রকাশনী, খোলাচিঠি পাবলিকেশন, লেখা ঘর ও বাণীশ্রী সাহিত্য কুঠির -এর বই প্রকাশ অনুষ্ঠানের সমস্ত মূহুর্ত ও অজস্র সৃষ্টি, অজস্র পরিশ্রম, সবকিছুই ফুটে উঠলো আলাপ পত্রিকার পাতায়। নৈবেদ্য প্রকাশনীর সদস্য ও সম্পাদক এবং বাণীশ্রী সাহিত্য কুঠির -এর কর্ণধার হিসেবে আজ খুব গর্ব হচ্ছে। এভাবেই লড়াই হোক একসাথে হাতে হাত রেখে।👏🏻

মৌসম দা ও শুভম দা সহ নৈবেদ্য পরিবারের সকলকে এবং আমাদের সাথে যুক্ত সকল সাহিত্যপ্রেমীদের জন্য রইলো শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা।🧡🤍💚

বাণীশ্রী সাহিত্য কুঠির
নৈবেদ্য প্রকাশনী
খ এ খবর
Kholachithi Publication
Ayan Chakraborty
Subham Mukherjee
Mousam Mukherjee
Abhishek Dey
Debnarayan Ray
অরুন্ধতী চক্রবর্ত্তী
Diya Roy


আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাণীশ্রী সাহিত্য কুঠির সকল ভাষা ও সেই ভাষার ম...
21/02/2024

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাণীশ্রী সাহিত্য কুঠির সকল ভাষা ও সেই ভাষার মানুষকে জানায় শ্রদ্ধা ও সম্মান। ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধাঞ্জলি।🙏🏻
বাণীশ্রী সাহিত্য কুঠির

এই ফাঁকা রাস্তার মতো তোমার চারিপাশ হয়তো ফাঁকা হয়ে যাবে ক্ষনিকের জন্য, তখন থেমে গেলে হবে না, এগিয়ে যেতে হবে।আবারো সময়...
30/01/2024

এই ফাঁকা রাস্তার মতো তোমার চারিপাশ হয়তো ফাঁকা হয়ে যাবে ক্ষনিকের জন্য, তখন থেমে গেলে হবে না, এগিয়ে যেতে হবে।
আবারো সময় আসবে যখন তোমার চারিপাশে রাস্তার মতো কতো মানুষের সমাগম হবে।
এর জন্য শুধু সময়ের অপেক্ষা করো, পরিশ্রম করো, নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করো‌ আর উপযুক্ত পাত্রে উপযুক্ত জ্ঞান প্রয়োগ করো।
বাকিটা ভবিষ্যৎ জানে.......

কলমে ও ক্যামেরায়:- অয়ন চক্রবর্ত্তী
Ayan Chakraborty
বাণীশ্রী সাহিত্য কুঠির

Address

Uttar Jianda, East Medinipur
Kolaghat
721151

Alerts

Be the first to know and let us send you an email when বাণীশ্রী সাহিত্য কুঠির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share