Md Arbaj khan

Md Arbaj khan যাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতাম না, ভাগ্যের এমন পরিহাস তাকে ছাড়াই থাকতে হচ্ছে।

21/08/2023

মেলা গিয়েছিলাম কালকে,,😊😊

20/08/2023

আমি ইমা।আজ আমার বিয়ে। সকাল সকাল গুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে আছি। আজ নিজের বিয়ে কিন্তু বিয়েতে আমার বিন্দু মাত্র মত নেই। আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হচ্ছে। বিয়েতে আপত্তি করার বিশেষ কারনও আছে। কারন আমার বিয়ে যার সাথে হচ্ছে আমি তাকে না অন্য একজনকে ভালোবাসি। বাবার কথা রাখতে বাবার পছন্দ করা বড়লোক বাড়ির এক মাত্র ছেলের সাথে বিয়ে করতে হচ্ছে আমাকে।বাবার পছন্দের ছেলের নাম আবির। আবিরের সাথে আমার কোনো কথা হয় নি।শুনেছি সে পড়াশুনা শেষ করে তার বাবার ব্যবসা দেখা শুনা করছে। আমাকে দেখতে আসার দিন শুধু একবার দেখে ছিলাম। ছেলে দেখতে খারাপ না। পাঁচ ফিট ছয় সাত ইঞ্চির মতো লম্বা হবে হয়তো। খুব সান্ত্ব সভাবের ফর্সা দেখতে একটি মানুষ। মুখে যেন অদ্ভুত মায়া রয়েছে।চুল গুলো ভদ্র ছেলেদের মতো গুছানো।

আজ বাড়ি ভর্তি মানুষ। সবাই কতো আনন্দ করছে কিন্তু আমার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। হঠাৎ কাধে একটা হাত এর স্পর্শ পেলাম। পিছনে তাকিয়ে দেখি মা।

কিরে যে তকে ছেড়ে দিয়ে চলে গেছে তার জন্য মন খারাপ করে কান্না করছিস এখানে । বাদ দে ভুলে যা সব।চল ঘরে ফ্রেশ হয়ে নিবি কিচ্ছুখন পর তকে সাজানোর জন্য লোক আসবে। মন খারাপ করিস না মামুনি দেখবি তুই খুব সুখি হবি। তা ছাড়া তর বাবার পছন্দ কখনো খারাপ হয়েছে?? ছেলেটা খুব ভালো আর পরিবারটাও খুব ভালো। দেখবি সব ঠিক হয়ে যাবে তকে খুব সুখে রাখবে। আমি আসি অনেক কাজ বাকি এটা বলে মা চলে গেলো। আমি সেখানেই দাঁড়িয়ে আগের কথা ভাবছি। কতো সপ্ন ছিল আমার আজকের এই দিনটা নিয়ে। সব শেষ করে দিয়েছে সে। ভাবছেন সে কে??? সে ছিল আমার প্রিয় মানুষ।যাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসতাম। যার জন্য আমার সাজানো গুছানো জীবনে নেমে এসেছে অন্দকার।

মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। পরিবারের সাথে ময়মনসিংহ শহরে কলেজ রোডে একটি ছায় রঙের দুই তলা বাড়িতে থাকি বাাবা একটি কোম্পানিতে জব করেন। আমি এবং বাবা মা আর ছোট ভাই নিয়ে আমাদের ছোট সুখি পরিবার। বাবা মায়ের আদরের মেয়ে ছোট থেকে সপ্ন ছিল পড়াশুনা করে বড় হয়ে ডাক্তার হবো আর মানুষের সেবা করব। খুব মেধাবী হওয়ার কারনে ছোট বেলা থেকে স্কুলে ক্লাসে প্রথম হয়ে এসেছি। স্কুলের শিক্ষকরা খুব ভালোবাসতেন আমকে।দেখতে দেখতে SSC পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভ পেয়ে কলেজে ভর্তি হয়ে যায়। তখন আমি আস্তে আস্তে বড় হওয়ার কারনে স্বাভাবিকভাবেই আমার মাঝে ভালোবাসার অনুভূতি জাগে।তখন থেকে একটু একটু করে একজন ভালো লাইফ পার্টনার পাওয়ার সপ্ন দেখতে শুরু করি। একদিন নিল রঙের একটি থ্রিপিজ পড়ে কানে নিল রঙের দুল আর লম্বা চুলে বেনি করে হাত এ সোনালি রঙের ঘড়ি চোখে হালকা কাজল আর এক কাধে বেগ নিয়ে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। বাসা থেকে কলেজ যেতে পাঁচ মিনিট এর মতো লাগে তাই পায়ে হেঁটেই কলেজ যাচ্ছিলাম। কিছুটা পথ হাটার পর হঠাৎ মনে হলো আমকে কেউ ফলো করছে।সাথে সাথে পিছনে তাকিয়ে দেখি সব স্বাভাবিক। তার মানে কেউ আমকে ফলো করছে না। কিন্তু আমার কেন জানি মনে হয়েছিল কেউ আমাকে ফলো করছে। এগুলো ভাবতে ভাবতে কলেজে চলে গেলাম।

কলেজে পা রাখতেই চোখে পড়লো মাঠ এর মধ্যে কাঠ গোলাপ গাছ এর নিচে কতো গুলো কাঠ গোলাপ পড়ে আছে দেখে সেগুলো হাতে নেওয়ার লোভ সামলাতে পারছিলাম না তাই ছুটে চলে গেলাম ফুল গুলো হাতে নেওয়ার জন্য । কয়েকটা ফুল হাতে নিতেই পিছন থেকে কেউ বলে উঠে কাঠ গোলাপ বুঝি আপনার খুব প্রিয়। আমি চমকে উঠলাম পিছনে তাকিয়ে দেখি পাঁচ ফিট সাত আট ইঞ্চি এর ফর্সা দেখতে স্মার্ট একটি ছেলে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটার চোখ দুটোই অদ্ভুত মায়া রয়েছে।

যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। সে ও আজ আমার মতো নিল রঙের একটি শার্ট ও কালো জিন্স পরেছে পায়ে কালো লোফার জুতা চুল গুলো হালকা বাদামী রঙ করা। দেখতে খুব ভালোই লাগছিল। আমি অপলক তাকিয়ে দেখছিলাম। আর ভাবছিলাম মানুষ এতো সুন্দর হয় কি করে। হঠাৎ কারো ডাকে ভাবনার জগৎ থেকে বের হয়ে এলাম। দেখি আমার সামনে আমার বান্দুবী তানিশা দাঁড়িয়ে আছে। আমি বললাম তুইএখানে!! সে কই গেলো??? আমিইতো ছিলাম তর সামনে দাঁড়িয়ে। তাহলে তুই আর কাকে খুঁজছিস!!!আমি এদিক সেদিক তাকিয়ে কোথাও আর সেই ছেলেটিকে খুজেঁ পেলাম না। তাই তানিশার সাথে ক্লাসে চলে যায় । ক্লাসে গিয়ে অবাক হয়ে গেলাম...

চলবে. পরের টা শুনতে হলে আমাকে ফলো করে রাখুন।

26/03/2023

,,,,,,সে যদি জানতো,,,,,তার হাসি মুখের ছবিটা দেখে,,,,কত কান্না করা যায়,,,,তাহলে হয়তো সে হাসতে ভুলে যেতো,,,,,,,,,l, 😭

20/02/2023

অধিকার জিনিসটা সবার উপর কাটে না।

16/01/2023

😔পরিশ্রম চেহারা নষ্ট করতে পারে l ভবিষ্যৎ না l💯💯🙏

Address

Kolaghat
Kolaghat
721158

Alerts

Be the first to know and let us send you an email when Md Arbaj khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share