Kolkata

Kolkata Broadcasting & Media Production / Web Development / PhotographerGraphic Design

14/08/2024
22/11/2023

জলছবি
--------
বিদিশা সরকার
----------------

তবুও নির্বাক ওরা আকাশ সম্পর্কে --
মৃত মানুষের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে হত্যাদৃশ্য
এবং পিকাসো !
পরম্পরা আকাশকে ব্যবধানে রেখে
ম্যাকারনি চুলে আঙুল বুলিয়ে দিচ্ছে ব্যলেরিনা,
গ্লো- সাইন বোর্ডে কিছুটা পার্পেল
ক্যাটালগ খুলে কেউ পাশে রাখল
শিল্পের খাতিরে --
শিল্পীর আপোষে
অন্তিম ইচ্ছে বলে কিছু নেই
প্রতিক্ষা ফুরিয়ে গেলে
শীতের সকাল
ওভারকোটের সন্তর্পণে
আত্মকথা
ভিসা'র মেয়াদ
কুয়াশার রঙ খুঁজে পেলো কি পেলো না

হারিয়ে যাওয়া তো অভিমান

11/08/2023

সবই তার পাতায় মোড়ানো
সবই তার সবুজ বিপ্লব
সাঁকোর ফলকে লেখে অনির্বাণ
শালুক সভ্যতা

পায়ে পায়ে গল্প চলে
গল্প কথা বলে
নদীরা থামিয়ে দিলে
দরজা খুলে দেয় স্বাগতম

আমি দেখি,ভাবি এইসব
সমস্ত মিথ্যার ভুলে
সকাল জাগিয়ে দিলে
কয়েকটা বুটের শব্দ ছাড়া আর কিছু নয় ঘিরে রাখা
আমাদের বিপন্ন বিস্ময়
রূপান্তরিত ভাগবতে, ত্রিপিটকে

লিটল ম্যাগাজিন মেলায় "ক্রৌঞ্চদীপ"য়ের টেবিলে আমার কবিতার বই পাওয়া যাবে।  ত্রিনিদাদ থেকে এলো শেষে স্যানিটাইজার ছাড়া এক...
11/01/2023

লিটল ম্যাগাজিন মেলায় "ক্রৌঞ্চদীপ"য়ের টেবিলে আমার কবিতার বই পাওয়া যাবে।

ত্রিনিদাদ থেকে এলো শেষে
স্যানিটাইজার ছাড়া এক টানে মেরে দিলো
এক নিঃশ্বাসে তে
ভালে স্বেদ রক্তজবা চোখ
শেফালি কিউট তাকে টিপস সহযোগে
যোগফল
রং নাম্বার

হুক্কা বার সেভ করে রাখো

13/11/2022

কবিতা পাঠ

23/10/2022

আমার কবিতা

ক্রৌঞ্চদ্বীপ থেকে প্রকাশিত হবে এই নভেম্বরের প্রথম সপ্তাহেই। হুক্কা বার(কাব্যগ্রন্থ) বিদিশা সরকারপ্রচ্ছদ: আদিদেব মুখোপাধ্...
22/10/2022

ক্রৌঞ্চদ্বীপ থেকে প্রকাশিত হবে এই নভেম্বরের প্রথম সপ্তাহেই।

হুক্কা বার
(কাব্যগ্রন্থ)

বিদিশা সরকার

প্রচ্ছদ: আদিদেব মুখোপাধ্যায়

13/10/2022

যা কিছু ঝড়ে উড়ে গেল
তারও বেশি আতঙ্ক বিষয়ে
দিন গুনি রাত জেগে দেখি
শ্মশানযাত্রীরা নিয়ে যায়

03/10/2022

বচন
-------
বিদিশা সরকার
----------------
সাম্রাজ্যকাল বলতে বোঝাতে চেয়েছিলাম
তোমার উত্থান আর পতনের
মাঝখানের সময়টুকু --

হাতিশালে হাতি
আস্তাবলে অশ্ব অশ্বযান
প্রজাতন্ত্র,বিকল্প দিবসে
আজ্ঞাবাহী পালানো হাওয়াইয়ান

একটা নাগরার মসমস
সভাকবিদের পাণ্ডুলিপিকে মাড়িয়ে যেতে দেখেছিলাম
অথচ কে যেন বলেছিল,
প্রাণ আছে
এখনও প্রাণ আছে

তবুও আত্মহননের পথ বেছে নেয়নি ওরা
মড়কের দুপুরে মেধাকে সেঁকে নিয়েছিল
কী নিদারুণ দৃশ্য !!

কার্বাইড পোড়া গন্ধে
কেউ কেউ কাছে পিঠে শ্মশান অনুমান করে
বাসা বদলের সিদ্ধান্তও

আর সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি
খনা'র জিব কেটে দিয়েছিলে

22/09/2022

Address

Sealdah
Kolkata Bagh Bazar
700007

Telephone

+919903150990

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share