M.F.I

M.F.I Modi Free India. We Fight For our country, Our Nation, Our Democracy.

09/05/2025

ভারতের সংবাদমাধ্যমের অবস্থা দেখুন জম্মুতে পাকিস্তানের জঙ্গি হামলা সেখানে মারা যাওয়া এক সাধারন মানুষ যিনি মুসলিম ধর্মালম্বী সমাজে একজন বিশিষ্ট শিল্পী সমস্ত ধর্মের মানুষ তাকে ভালবাসে এই গদি মিডিয়া সেই মানুষটাকে সন্ত্রাসবাদি বলে খবর করছে ভাবুন ভাবতে শিখুন ।
ঋষি ব্যানার্জি Rupam Banerjee

16/04/2025

বাংলায় থেকে এইভাবে বাঙালিদেরকে হেনস্থা হতে হবে ওই অবাঙালি গুটকা খোরদের কাছে পারবেন মেনে নিতে ❓❓
গতকাল পশ্চিমবঙ্গের কলকাতা শহরে একটি ঘটনা ঘটে যে ঘটনায় একজন অবাঙালি লোক একটি দম্পতির ওপর চড়াও হয় আর তার কারণ হচ্ছিল সেই লোকটি বিগত কয়েকদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গা টা হয়েছিল সেই দাঙ্গাতে বাইরে থেকে কিভাবে লোক ঢুকিয়ে কাজ করাবে, সেই নিয়ে আলোচনা করছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কে গালাগালি করায় এই দম্পতি বিশেষ করে মহিলাটি প্রতিবাদ করে ।
মহিলাটির সম্পূর্ণ বক্তব্যটি দিলাম পড়ুন আর ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন। 👇🏻👇🏻👇🏻
নমস্কার,
( একটু ধাতস্ত হয়ে লিখছি)

আমি রিক্তা দত্ত, আজকে ১৬.৪.২০২৫ তারিখে বেলা ২ টো নাগাদ কলকাতার ৪৮ নং ওয়ার্ডের আন্ডারে অবস্থিত একটি ছবি তোলার দোকানে আমার স্বামী ও সন্তানকে নিয়ে ছবি তুলতে যাই। ছবি তোলা হয়ে গেলে আমি কাউন্টারে এসে অপেক্ষা করতে থাকি ছবি নেওয়ার জন্য। কাউন্টারে মালিক ছিলেন আর তার পাশের টুলে বসা একজন ব্যাক্তি ছিলেন। আমি দাঁড়িয়ে থাকার সময় তাদের আলোচনা শুনতে পাই। আলোচনা চলছিলো হিন্দি ভাষায়। আমি শুনতে পাই তারা বর্ডার থেকে আরও লোক এনে এই রকম গন্ডগোল আরও করে কি ভাবে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে ২০২৬ সালে ক্ষমতায় আসা যায় এই সংক্রান্ত আলোচনা করছে। ততক্ষণ আমি সব শুনলেও রিয়েক্ট করিনি কারন ভিন্ন রাজনৈতিক দল মানুষ করতেই পারে। তারপর পাশে বসা লোকটি আমাদের West bengal এর CM তথা Mamata Banerjee ম্যাডামের নামে অকথ্য গালাগালি দিতে থাকে আর তাকে পুরো দুনিয়া থেকে সরানোর কথা বলতে থাকে। আমি তখন তাকে হিন্দি ভাষাতেই বলি তিনি কোথায় থাকেন। উনি বলেই হিন্দুস্তান। আমি বলি আমরা সবাই হিন্দুস্থানে থাকি কিন্তু আপনার বাড়ি কোথায়? উনি "জ্জগদ্দল" বলেন। আমি জায়গার নাম বুঝতে না পেরে জানতে চাই " বুঝলাম না যদি উনি বাংলায় বলেন ভালো হয় " উনি সাথে সাথে এগ্রেসিভ হয়ে বলেই উনি হিন্দি ছাড়া আর কোনো ভাষা জানেন না আর হিন্দিই চলবে এখানে। সব কথাকপতন হিন্দিতেই হচ্ছিলো ততক্ষণ। আমি এরপর বাংলায় বলি " বাংলায় থাকেন আর বাংলা জানেন না? " বলতেই উনি মারমুখী হয়ে টুল ছেড়ে আমার গায়ের কাছে চলে এসে বলেন উনি হিন্দিই বলবেন, আমি "ওকে " বলার পরে আমাকে হঠাৎ তামিল বলতে বলেন। আমি জানাই সাউথ এ আমি থাকলে বা কাজ করলে অবশ্যই বলতাম বা জানতাম। উনি মারমুখী হয়ে আমার দিকে এগিয়ে আসছেন দেখে আমার স্বামী দোকানে ঢুকে আসে আর তাকে বাধা দেয় হ্যাঁ অবশ্যই একটি ভাষা প্রয়োগ করে। সাথে সাথে লোকটি আমার স্বামীকে খুব জোরে একটা থাপ্পড় মারেন গালে। আমি ক্যামেরা অন করতে করতে তার হাত থেকে স্বামীকে বাঁচাতে যাই। মাথায় রাখবেন আমার কাঁধে ব্যাগ, হাতে মোবাইল। আমি ওনাকে সরাতে গেলে উনি আমার প্রাইভেট পার্টে ধাক্কা দেন। তখন আমি আর সহ্য করতে পারিনি।
আমি মহিলা কিন্তু অবলা নই। আমি তাকে ধরতে গেলে দোকানের আর এক কর্মচারী ওনাকে সরিয়ে নেন। আমার হাত থেকে ব্রেসলেট খুলে পরে যায়। কিন্তু আমি তাকে পুলিশের হাতে তুলে দেবো বলে ধরতে চেস্টা করলে উনি খারাপ জায়গায় মেরে ধাক্কা দিয়ে ওই দোকানের মালিকের সাহায্যে পালিয়ে যায়। আমি তার পিছনে ছুটতে থাকি আর " পুলিশ.. " বলে চিতকার করতে থাকি। পুলিশ ছিলো বৌবাজার মোড়ে। উনি আসলে আমি লোকটাকে ধরতে বলি। উনি পুলিশের সামনেই এভাবে কথা বলতে থাকেন যেনো পুলিশ ওনার পকেটে। উনি পুলিশের সাথে চলতে চলতেই হুমকি দিতে থাকেন আমাকে কি করে দেখার জন্য। আর কাওকে কল করে মেশিন আনতে বলে। বৌবাজার থানা ও মুচিপাড়া থানার পুলিশরা সাথেই আসেন।
আমি পাশে পেয়েছিলাম মাত্র দুই তিনজন বাঙালীকে। হ্যাঁ অবশ্যই এক হিন্দিভাষী ভাইও ছিলেন। পুলিশ জানায় আমি অভিযুক্ত ব্যাক্তির নামে fir করবো কিনা। কিন্তু লোকটির মুখে "মেশিন " শুনে আমি ভয় পাই।
ব্যক্তিটি পুলিশের সামনেই বলেন আমি, আমার স্বামী আর আমার বাচ্ছা ছেলেটা নাকি ওনাকে মেরেছি বলে ফাঁসাবে। হিন্দিভাষী দুই চারজন দোকানদার আমি যেহেতু একজন মহিলা হয়েও একজন পুরুষ কে ধরেছি তাই সরাসরি আমার চরিত্র নিয়ে কথা বলে। আমি ভয় পাই। হ্যাঁ বিশ্বাস করুন আমি ভয় পাই। পুলিশ এর কথায় উনি আমাকে একটা "sorry" বলে চলে যান। কিন্তু কিছুক্ষণ পরে আমি ওই ব্যাক্তিকে আমাদের পিছনে দেখি। আমি চিতকার করে উঠলে ফল ওয়ালা এক ভাই জানায় লোকটা এখানে ব্যাবসা করে কিছু। ওই দোকান থেকে সিম বা টাকা নিতে এসেছে।
আমি এই কলকাতার মেয়ে। আমার সব কলকাতা ১২ তে। আমি বাঙালী, আমার স্বামী বাঙালী। এর পরেও আমরা মার খেলাম অন্যায়ের প্রতিবাদ করে একজন অবাঙালীর হাতে। আমার প্রাইভেট পার্টে টাচ করা শ্লীলতাহানি নয়???????
কলকাতার বাঙালী হয়ে একজন কুচক্রীর হাতের চড় কি আমার স্বামীর প্রাপ্য ছিলো????????
বলুন। উত্তর দিন। আজ উত্তর আপনারা দিন।
আমি আইনি পদক্ষেপ নিতে চাই, কিন্তু আরও একটা কথা বলি - আমি লড়াই করতে চাই, আমার এই লড়াইয়ে আপনারা কি আমার তথা আমার মতন বাঙালীদের পাশে থাকবেন ???????
আমি সিদ্ধান্ত আপনাদের হাতে ছেড়ে দিলাম।
আমি বাঙালী তাই বাংলা ভাষাতেই আমি কথা বলবো।
আমি কি করবো আপনারাই জানান।
( সব বন্ধুদের ট্যাগ করতে পারলাম না দয়া করে সবাই জানান কি করবো)
© Rickta Dutta Dutta

#বাঙালী Mamata Banerjee Abhishek Banerjee Kunal Ghosh Kolkata Police Kolkata Police Head Quarter Lalbazar Rupam Banerjee ঋষি ব্যানার্জি

13/04/2025
12/04/2025

ঋষি ব্যানার্জি Rupam Banerjee

17/12/2024

Follow the page for Modi Free India ...

Bhorsa  rakhun ..... Mamata Banerjee Achen , BJP r nongramo tikbena ..
26/08/2024

Bhorsa rakhun .....
Mamata Banerjee Achen , BJP r nongramo tikbena ..

27/06/2024

🛑এনাকে নাম জানেন ❓DeviRam ।
🛑রাজনৈতিক পরিচয় ❓ MLA Of NDA ।
🛑এনার কাজ কি ❓গোটা দেশের যেকোনো পরীক্ষার
প্রশ্নপত্র ফাঁস করা ।
🛑কাছের মানুষ ❓ Yogi Adittyanath ।
🛑এনার অতিত ❓ প্রশ্নপত্র পাস করার দায় জেলখাটা
🛑বর্তমান কাজ ❓NEET EXAM এর প্রশ্নপত্র ফাঁস ।
---------------------------------
এবার ভাবুন এই বেত্তি দেশের শাসক দল ভারতীয় জনতা পার্টির সরকারে বসে আছে ।।
এনার সেই প্রশ্নপত্র ফাঁস করার ভিডিও দেখে নিন ।
ঋষি ব্যানার্জি Mamata Banerjee Abhishek Banerjee Rahul Gandhi BJP INDIA M.F.I ঋষি ব্যানার্জি

11/03/2024

CAA Boycott

29/02/2024

We Totally we we .
Harmful 4 country 🇮🇳🇮🇳🇮🇳
Rishi Banerjee

16/02/2024

Bhakt Of BJP INDIA 😃😃😃
ঋষি ব্যানার্জি PMO India

29/09/2023

এই নরেন্দ্র মোদি সরকার প্রতিমুহূর্তে দেশের #গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করে যাচ্ছে ।
কখনো #রামমন্দির #বাবরিমসজিদ নিয়ে মানুষকে উস্কানি দিচ্ছে মানুষকে রাগাচ্ছে ,
কখনো #হিন্দু #মুসলিম করে মানুষকে রাগাচ্ছে ,
কখনো আচ্ছে দিন বলে মানুষকে ভুল বোঝাচ্ছে।
তারপরও যখন কোন রাজ্য দখল করতে পারছে না তখন দেশের বৃহত্তর তদন্তকারী সংস্থাকে পেছনে লাগিয়ে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছে ।।
বলছি মাননীয় #প্রধানমন্ত্রী এইভাবে কোন #রাজ্য আগেও কেউ দখল করতে পারেনি এখনো পারবেনা ।।
মনে রাখবেন এই রাজ্যটা মা মাটি মানুষের রাজ্য , Mamata Banerjee র রাজ্য ।। এখানে আপনার ওই ২ আনা ৪ আনার খোকলা রাজনীতির খেলা চলবে না ।।

M.F.I ঋষি ব্যানার্জি Abhishek Banerjee Saayoni Ghosh Madan Mitra Firhad Hakim - Bobby BJP INDIA Rishi Banerjee Rishi Rishi Banerjee

Address

Kolkata
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.F.I posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share