08/06/2023
একটা সময় দেখবেন, আপনার সব থেকে কাছের বন্ধুটির বিশ্বাস ঘাতগতার পাশাপাশি প্রিয় মানুষটাও আপনাকে ধোঁকা দিয়ে বসবে।
এমন পরিস্থিতির সম্মুখীন হলে কখনোই তাদের বিপক্ষে প্রতিবাদ করতে যাবেন না। চুপচাপ শুধু নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিন, অযথা কোনো প্রশ্ন তাদের করতে যাবেন না..?
যেখানে আপনি আপনার প্রিয় মানুষটার কাছ থেকে ভালোবাসার বদলে প্রতারণা পেয়েছেন এবং কাছের বন্ধুটির থেকে বিশ্বাসের বদলে বিশ্বাস ঘাতগতা পেয়েছেন সেখানে আপনার কিছু বলা বা না বলা তে যায় আসবে না।
কেউ ভুল করলে তা শুধরে দেওয়া যায় কিন্তু ইচ্ছা কৃত ভুল গুলো শুধরানো যায় না। তেমনি যারা আপনাকে সজ্ঞানে প্রতারণা এবং বিশ্বাস ঘাতগতা উপহার দিয়েছে তাদের অন্যায় গুলো কখনো মেনে নেওয়া যায় না।
এর থেকে চুপচাপ তাদের নাটক এবং অভিনয় গুলো দেখতে থাকুন, আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিন তাদের থেকে।
দেখবেন, আপনি সরে আসলেও উল্টো তারা কোনো প্রশ্ন করতে আসবে না আপনাকে কারণ তারা জানে আপনি তাদের কাছে শুধু মাত্র উপভোগের বিষয় ছিলেন মাত্র।
পিন্টু 🖋️🖋️🖋️🖋️