21/11/2025
বোটানিক্যাল গার্ডেন ভ্রমণ: ফ্যামেলির জন্য কতটা নিরাপদ? আমার বাস্তব অভিজ্ঞতা!
ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন দেশের অন্যতম বৃহত্তম উদ্ভিদ উদ্যান। প্রায় ২০৫ একর জায়গাজুড়ে বিস্তৃত এই গার্ডেনে রয়েছে হাজারের বেশি প্রজাতির গাছপালা, বিরল উদ্ভিদ, সবুজে ঘেরা লেক ও নানান প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতিপ্রেমী, ভ্রমণপ্রেমী এবং গবেষকদের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য।
তবে সাম্প্রতিক সময়ে অনেক ভিজিটর অভিযোগ করেছেন যে ভিতরের পরিবেশ সবসময় পরিবারবান্ধব থাকে না, বিশেষ করে নির্জন কিছু জায়গায় অস্বস্তিকর কর্মকাণ্ড দেখা যায়। তাই পরিবার নিয়ে ঘুরতে গেলে সতর্ক থাকা জরুরি। দিনের বেলায়, মূল পথ ধরে, নিরাপদ এলাকাগুলোতে ঘোরাই সবচেয়ে ভালো।
#বোটানিক্যালগার্ডেন #বোটানিক্যালগার্ডেনঢাকা #ঢাকাভ্রমণ #বাংলাভ্রমণ #বাংলাভ্লগ #পরিবারনিয়ে_ঘুরতে_যাই #বাংলাদেশভ্রমণ #ঢাকাট্রাভেল #ভ্রমণরিভিউ #বাংলাদেশরিভিউ #ঢাকার_দর্শনীয়স্থান #পর্যটনবাংলাদেশ #ভ্রমণসতর্কতা #নিরাপদভ্রমণ #ঢাকাভ্লগ #বাংলাদেশট্যুর #বাংলাদেশট্রাভেল #আজকেরভ্রমণ #ফ্যামেলিভ্রমণ #ভ্রমণগাইডবাংলা