28/11/2025
কোন এক মায়াময় নীল সন্ধ্যায় আপনি আর আমি সবুজ ঘাসে বসে |🌸💫🕊️
দুজন দুজনের হাতে হাত রেখে স্বপ্ন গড়ার চিন্তা |💕💝💐
চারিদিকে নীলাভ আলোয় ভরা 🍃
পাশে স্নিগ্ধ হওয়া যা আমাদের গায়ে এসে এক শিহরণ সৃষ্টি করে ❤️
আপনি আমার হাতে হাত রেখে জিজ্ঞাসা করো কখনো ছেড়ে যাবে না তো .💞
তখন আমি আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আপনার দিকে তাকিয়ে বলি আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে তার আগ পর্যন্ত আমি আপনার সাথে সঙ্গ দেবো |💘
তখন আপনি আমার বুকে এসে আমার হাতে হাত রেখে আবার প্রশ্ন করেন .? ⭐
যদি কখনো আমি হারিয়ে যাই তখন ? ❣️
তখন আমি আপনার মুখে হাত দিয়ে আদরে মাখা কন্ঠে বলি আপনি যেখানেই যান সেখান থেকেই আমার কাছে ফিরে আসবেন যত দেরি হোক না কেন ? 🤗
আপনি হারিয়ে গেলেও আমি আবার আপনাকে খুঁজে বার করব |☺️
আবার আপনি আমাকে প্রশ্ন করেন যদি কখনো রেগে গিয়ে আমাকে ছেড়ে যাও !💫
তখন আমি আবার আপনার মুখে হাত দিয়ে আদুরে কন্ঠে বলবো আমি আপনার রাগকে ও ভালোবাসি |♥️
আপনি আবার আকাশের দিকে ফিরে আমাকে প্রশ্ন করেন ? 💛
যদি কোনদিন আমাদের ঝামেলা হয় তখন | 😇
তখন আমি আবার একইভাবে উত্তর দেবো আদুরে কন্ঠে | আমাদের মত যতই ঝামেলা হোক না কেন আমরা কেউ কোনদিন কাউকে ছেড়ে যাবো না |
আপনি যতই রেগে যান না কেন আমি চুপ থাকব আর আপনার রাগ ভাঙ্গাবো | 🫵
আর আপনি আপনার যত রাগ অভিমান সব আমাকে দেখাবেন সবশেষে আমি আপনাকে আবার নতুন করে জড়িয়ে ধরবো🤗 .
এবং আপনার যত রাগ অভিমান সব ঠিক করে দেবো | 🥰
যদি আপনি আমাকে আবার প্রশ্ন করেন একইভাবে |
আপনি আমাকে কতটা ভালবাসেন ?✨
তখন আমি ঠিক সেইভাবে আদুরে কন্ঠে উত্তর দেবো |
আপনি আমার সেই ভালোবাসা যেই ভালোবাসাকে আমি কখনো হারাতে চাই না !😌
কারণ আপনি সেই নারী যাকে আমি নিজ ইচ্ছায় স্পর্শ করেছি |🫂
যাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি .🫠
যাকে আমি শ্রদ্ধা করি .
সম্মান করি |
সাথে সাথে অন্যদের থেকে আমি আলাদা রাখি, সেই আপনি |🫵
আপনি যদি আবার সেই একই রকম ভাবে প্রশ্ন করেন ?
আমাকে পেয়ে গেলে আপনি কি করবেন?
তখন আমি আদুরে কন্ঠে উত্তর দেবো !
আমি আপনাকে চেয়েছিলাম নামাজের শেষ মোনাজাতে |
তাই আপনাকে পেয়ে গেলে আমি আল্লাহর কাছে আবার দুই হাত তুলে শুকরিয়া আদায় করব যে আমি যাকে চেয়েছিলাম তাকে আমি পেয়েছি অতএব আমার ভালোবাসার কোন ভুল ছিল না . 😌😌
সবশেষে আপনার কপালে চুমু একে . নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে আদুরে কন্ঠে বলবো .👥
আপনি আমার হৃদয়🫀
যার প্রতিটা স্পন্দনের শব্দ আমি অনুভব করতে চাই | 👨❤️👨
আপনি আমার রুহ🥀
যাকে আমার মধ্যে আবদ্ধ করতে চাই |🫂
আপনি আমার চোখ 👀
যার দ্বারা আমি পুরো পৃথিবীটাকে নতুন করে দেখতে চাই | 😍
আপনি আমার মহারানি 👑❣️
আমার রাজপ্রাসাদ 🕌
না থাকলেও আমি আপনাকে রানি করে রাখবো |😌
আপনি আমার হরিণী |🦌
যার চক্ষু যুগল টানা টানা এবং এক অজানা গভীর সমুদ্রে আবদ্ধ |🌊
আপনি আমার অর্ধাঙ্গিনী |👩❤️👨
অর্থাৎ আপনি আমার অর্ধেকটা |🫂
সবশেষে আমি একটা কথাই বলবো আপনি আমারি বারং বার আমারই |🫵 যতই ঝামেলা ঝগড়া অভিমান হোক না কেন কখনো ছেড়ে যেও না | বরং আমাকে নিজের করে টেনে নিও | 🙂
আমি আপনাকে আমার শেষ বয়সের সঙ্গি হিসাবে চাই |
আমি চাই আমাদের সুন্দর সংসার হোক |👩❤️💋👨
আমি চাই আপনি আমার শেষ নিঃশ্বাস অবধি আমার সাথে সঙ্গ দিন |
ইতি আপনার- প্রেমিক পুরুষ 💫🕊️💝
~ SHAHZADA GIFTED FOR HER SHAHZADI 💞🐼🍂(REAJ. MOU)🦋🍂🍁