30/07/2025
সবথেকে দুঃখের বিষয় কি জানো?
মানসিক যন্ত্রণা যেটা বাড়ির লোক অর্থাৎ নিজের মা বাবার কাছ থেকে আসে। যা তুমি নাহ কাওকে বলতে পারবে নাহ তুমি সইতে পারবে দিনের পর দিন এই যন্ত্রণা দিয়ে যাবে।আমি কষ্ট আছি তুইও কষ্টে থাক। তোকে মানসিক যন্ত্রণা দিয়ে আমি তৃপ্তি পাই। তাতে তুই মরিস বাঁচিস আমার কিছু যায় আসবে না। তুমি যে ব্যর্থ সেটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে। হ্যাঁ আমি ব্যর্থ কি করবো আমার তো কিছু করার নেই কিন্তু কোনোদিনও বলবে নাহ তুই পারবি তোকে পারতে হবে। বরং বলবে তোর দ্বারা কিছু হবে না। নিজেকে মনে হয় শেষ করে দি। সত্যি বলছি সবার শান্তি পৃথিবীর আবর্জনা কমবে। আমি আবর্জনা ছাড়া আর তো কিছু না। সবাই ভালো থাকবে এতে শান্তিতে থাকবে