বনপলাশি

বনপলাশি Literature, Art and Cultural Magazine

17/04/2025
সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা: ১ম দিনআমরা এসে গেছি। স্টল সেজেছে। আপনারাও আসুন। দেখা হোক। কথা হোক। নতুন দিগন্তে ডানা...
05/04/2025

সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা: ১ম দিন

আমরা এসে গেছি। স্টল সেজেছে। আপনারাও আসুন। দেখা হোক। কথা হোক। নতুন দিগন্তে ডানা মেলুক বনপলাশি।

বনপলাশি থাকছে ২৪৯ নম্বর টেবিল এ। আসুন দেখা হবে।
05/04/2025

বনপলাশি থাকছে ২৪৯ নম্বর টেবিল এ। আসুন দেখা হবে।

আজ ছিল বইমেলার শেষ দিন। ঠিক শেষ নয় মানে বলতে চাইছি পরের বছরের প্রস্তুতির শুরু। এই বইমেলায় খালি হাতে গিয়েছিলাম। ফিরেছি...
09/02/2025

আজ ছিল বইমেলার শেষ দিন। ঠিক শেষ নয় মানে বলতে চাইছি পরের বছরের প্রস্তুতির শুরু। এই বইমেলায় খালি হাতে গিয়েছিলাম। ফিরেছি অনেক কিছু নিয়ে। হ্যাঁ ঠিকই শুনেছেন অনেক পেয়েছি। বিজয়া দশমীতে মাকে শ্বশুর ঘরে পাঠিয়ে যে মনখারাপ হয়, বইমেলা শেষ এটা ভাবতে গিয়েও তেমন একটা অনুভুতি মনকে ঘিরে আছে। তাই আজ আর কোনো ছবি তুলি নি। শ্রদ্ধেয় কবি, সাহিত্যিক, এবং আমাদের পত্রিকার গুণমুগ্ধ পাঠক, যাঁরা এই দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন, পত্রিকার খোঁজ নিয়েছেন, আশা করি পরবর্তীতেও থাকবেন। আমাদের এই অক্ষমতা নিজগুণে মার্জনা করবেন। অনেকেই ভেবেছিলেন, একটা কি দুটো সংখ্যা প্রকাশ করে বনপলাশি থেমে যাবে। তাঁদের বলি, বনপলাশি থামার জন্য আসেনি। পথে চলতে গিয়ে যেমন চড়াই উৎরাই আছে, তেমনি বনপলাশির ক্ষেত্রেও তাই। সে তার খারাপ সময় পেরিয়ে এখন দিগন্ত ছোঁয়ার প্রতীক্ষায়। আপনারা সবাই সাথে আছেন। আমাদের বিশ্বাস আছে। আমরা আবার আসছি নতুন রূপে।
ভাল থাকুন সবাই। সুস্থ থাকুন। সাথে থাকুন। সৃষ্টিতে থাকুন। কৃষ্টিতে থাকুন।

বইমেলা: দ্বাদশতম দিনআজ বইমেলায় আমাদের স্টলে এসেছিলেন একজন তরুণ গবেষক। এসে বিশিষ্ট সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় এর একটি ...
08/02/2025

বইমেলা: দ্বাদশতম দিন

আজ বইমেলায় আমাদের স্টলে এসেছিলেন একজন তরুণ গবেষক। এসে বিশিষ্ট সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় এর একটি বই "সামাইয়া বারিক" (আমাদের প্রকাশিত) এর খোঁজ করলেন। অত আওয়াজে প্রথমে আমি নামটা বুঝতে না পেরে না বলে দিয়েছি। উনি বললেন ওটা কি আর পাওয়া যাবে না। বলেই দেখি প্রায় লাফিয়ে উঠে বইটা হাতে নিয়ে বললেন, এই তো পেয়েছি। এতটুকু বলে এবারে বলি গল্প এখানেই শেষ নয়। উনি আমাদের পত্রিকার প্রতিটি সংখ্যা (যেগুলো টেবিলে সাজানো ছিল) একটি করে নিলেন। বই তো অনেকেই কেনেন। কিন্তু এতগুলো কথা কেন বললাম জানেন? কথা বলে জানলাম উনি আমার শ্রদ্ধেয় মাষ্টারমশাই, আমাদের বনপলাশি পত্রিকার প্রধান উপদেষ্টা সাধন চট্টোপাধ্যায় এর সাহিত্য নিয়ে গবেষণা করছেন। কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে ছিলাম। ভাবছিলাম কত ভাগ্যে এমন একজন মানুষের স্নেহ, ভালবাসা আর আশীর্বাদ এর হাত আমাদের মাথার উপর থাকে। আজ খুব ভাল লাগার দিন। বনপলাশি এভাবেই এগিয়ে চলুক আপনাদের শুভেচ্ছা, ভালবাসা, আশীর্বাদ মাথায় নিয়ে।

বইমেলা: একাদশতম দিনবইমেলা নয় নয় করে শেষের পথে পা বাড়িয়েছে। আর মাত্র দুটো দিন। আবার ছুটির ঘণ্টা বাজিয়ে যে যার কাজে ফ...
07/02/2025

বইমেলা: একাদশতম দিন

বইমেলা নয় নয় করে শেষের পথে পা বাড়িয়েছে। আর মাত্র দুটো দিন। আবার ছুটির ঘণ্টা বাজিয়ে যে যার কাজে ফিরে যাবে। মেলার মাঠ পড়ে থাকবে কোলাহলহীন। পাঠকের অপেক্ষা থাকবে পরের বছরের জন্য। এরই মাঝে আজ দুই গুণী মানুষ আমাদের টেবিল অলংকৃত করে গেলেন। আমার ছোট ভাইয়ের মত বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় এর রসায়ন বিভাগের অধ্যাপক শৌভিক চট্টোপাধ্যায়। সাথে এসেছিলেন আর এক সহকর্মী বন্ধু (মার্জনা চেয়ে নিচ্ছি, আমি নামটা ভুলে গেছি)। আর এসেছিলেন মৌলানা আজাদ কলেজের ইংরাজী বিভাগের অধ্যাপিকা শরন্যা মুখোপাধ্যায় (দুটি মূল্যবান গ্রন্থের লেখিকা)। ওঁরা এলেন, কথা বললেন, আমাদের পত্রিকা, বই কিনলেন। বনপলাশির এ এক প্রাপ্তি।

বইমেলা: দশম দিনদেখতে দেখতে বইমেলা দশদিন পেরোলো। যদি ভাবতে বসি কি পেয়েছি, সত্যি শেষ হবে না। তাই পাওয়া না পাওয়ার হিসেব ...
06/02/2025

বইমেলা: দশম দিন

দেখতে দেখতে বইমেলা দশদিন পেরোলো। যদি ভাবতে বসি কি পেয়েছি, সত্যি শেষ হবে না। তাই পাওয়া না পাওয়ার হিসেব করে লাভ নেই। কিন্তু আজ যা পেয়েছি সে আমার চলার পথের পাথেয়। বন্ধুর ভালবাসা, গুরুর আশীর্বাদ আর প্রিয়জনের শুভেচ্ছা। বন্ধুর বাবা বিছানায় শয্যাশায়ী। তবু সে বইমেলায় এসেছে আমার সাথে দেখা করবে বলে। আমার সংগীতগুরু সুতপা ভট্টাচার্য্য দিদি তার শত ব্যস্ততার মধ্যেও এসে টেবিলে অনেকটা সময় কাটিয়ে গেলেন। আমাদের প্রকাশিত বই সংগ্রহ করলেন। এগিয়ে চলার সাহস দিলেন। সর্বশক্তিমান এর কাছে প্রার্থনা করি এভাবেই লক্ষ্য স্থির রেখে আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা আর ভালবাসা পাথেয় করে যেন এগিয়ে যেতে পারি।

বইমেলা: নবম দিন বইমেলায় লিটিল ম্যাগাজিন স্টল থেকে পাঠক পত্রিকা কিনবেন এটাই স্বাভাবিক। কিন্তু কোনো অচেনা পাঠক এসে যদি আম...
05/02/2025

বইমেলা: নবম দিন

বইমেলায় লিটিল ম্যাগাজিন স্টল থেকে পাঠক পত্রিকা কিনবেন এটাই স্বাভাবিক। কিন্তু কোনো অচেনা পাঠক এসে যদি আমাদেরই কোনো প্রিয় মানুষের লেখা বই কিনতে চান তাহলে আনন্দ যেন দ্বিগুণ হয়। মনে হয় পরিশ্রম সার্থক। আজ তেমনই এক দিন ছিল। তাই আনন্দটা সবার সাথে ভাগ করে নিলাম। আমাদের পত্রিকা যাঁরা ভালবাসেন আমাদের প্রকাশিত বইকে যাঁরা ভালবাসেন, তারা খুশি হবেন বৈ কি!

বইমেলা: অষ্টম দিনআজ খুব ভাল লাগার দিন। লেখক, গবেষক-পাঠক সবাই আমাদের পত্রিকার ভুয়সী প্রশংসা করে গেলেন। এ প্রাপ্তি কিছু ক...
04/02/2025

বইমেলা: অষ্টম দিন

আজ খুব ভাল লাগার দিন। লেখক, গবেষক-পাঠক সবাই আমাদের পত্রিকার ভুয়সী প্রশংসা করে গেলেন। এ প্রাপ্তি কিছু কম নয়। গুণী লেখক আর গুণমুগ্ধ পাঠকরাই যেকোনো পত্রিকার ফুসফুস। লেখক, পাঠক আর পত্রিকার এই ত্রিবেণী সঙ্গম দীর্ঘজীবী হোক।

বইমেলা: সপ্তম দিনজীবন দিয়েছে জবাবধরিয়েছে লাঠি।তবুও সাহিত্য পথেআমি রোজ হাঁটি।নয় নয় করে সাতদিন পেরোলো আজ। বইমেলার টেবি...
03/02/2025

বইমেলা: সপ্তম দিন

জীবন দিয়েছে জবাব
ধরিয়েছে লাঠি।
তবুও সাহিত্য পথে
আমি রোজ হাঁটি।

নয় নয় করে সাতদিন পেরোলো আজ। বইমেলার টেবিলে বসে আজ উপরের কথাগুলো খুব মনে হচ্ছিল। বয়সের ভারে ন্যুব্জ। কেউ টেবিল ধরে ধরে কোনরকমে হাঁটছেন, কেউ লাঠিকে সঙ্গী করেছেন। কিন্তু বইয়ের টেবিলে এসেই যেন তাঁরা অন্য মানুষ। একনিষ্ঠ পাঠক। এমন পাঠকদের জন্য জমা খরচের হিসেব বাদ দিয়ে সারাদিন বসে থাকাই যায়। বলতে ইচ্ছে হয়:

অনেক পেয়েছ জীবন
অনেক হয়েছে বেলা।
যা কিছু আছে অবশেষ
দিয়ে যাও এইবেলা।

বইমেলা: ষষ্ঠ দিনবইমেলা, বইমাস, বাসন্তী পঞ্চমী সব মিলেমিশে একাকার। এ এক অদ্ভুত সমাপতন। বিদ্যার দেবী আজ আরো একবার বুঝিয়ে ...
02/02/2025

বইমেলা: ষষ্ঠ দিন

বইমেলা, বইমাস, বাসন্তী পঞ্চমী সব মিলেমিশে একাকার। এ এক অদ্ভুত সমাপতন। বিদ্যার দেবী আজ আরো একবার বুঝিয়ে দিলেন অন্তর্জাল, কৃত্রিম মেধার কেরামতি যতই থাক, এই প্রজন্ম, ভাল বই পেলে এখনও হাতে তুলে নেয়। তাদের এক হাতে দামী মুঠোফোন থাকলেও আর এক হাতে বই তুলে নিতে তারা ভোলেনি এখনও। আশা জাগে মনে। কবি যেমন করে বলেছিলেন "মম এক হাতে বাঁকা বাশেঁর বাশঁরী আর হাতে রণতূর্য" সেভাবেই বলতে ইচ্ছে করে, ওদের এক হাতে থাক মুঠোফোন আর অন্য হাতে বই।

বইমেলা: পঞ্চম দিনবইমেলা, বইয়ের হাট, বই - তরণী, যে নামেই ডাকি উদ্দেশ্য একটাই। বইয়ের সমুদ্রে ডুব দিয়ে সাহিত্যের রত্ন আক...
01/02/2025

বইমেলা: পঞ্চম দিন

বইমেলা, বইয়ের হাট, বই - তরণী, যে নামেই ডাকি উদ্দেশ্য একটাই। বইয়ের সমুদ্রে ডুব দিয়ে সাহিত্যের রত্ন আকর খুঁজে ফেরা। কেউ পেল, কেউ পেল না। কিন্তু খালি হাতে ফিরল না কেউ।

Address

8/13 Purbapally, Shyamoli Apartment, Flat No. 2B
Kolkata
700110

Telephone

+918777566582

Website

Alerts

Be the first to know and let us send you an email when বনপলাশি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বনপলাশি:

Share

Category