নজরে ২৪ ঘন্টা

  • Home
  • নজরে ২৪ ঘন্টা

নজরে ২৪ ঘন্টা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নজরে ২৪ ঘন্টা, Media, .

স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির!ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে
21/07/2025

স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির!
ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে

একুশে জুলাই ঐতিহাসিক সমাবেশ হবে হাশেমপুরে বললেন বিধায়ক বিশ্বনাথ দাসমনজুর আলম : জয়নগর : দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভ...
20/07/2025

একুশে জুলাই ঐতিহাসিক সমাবেশ হবে হাশেমপুরে বললেন বিধায়ক বিশ্বনাথ দাস

মনজুর আলম : জয়নগর : দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভা বহুরু অঞ্চল সংখ্যালঘু সেলের সভাপতি কালাম খানের উদ্যোগে একুশে জুলাই এর সমর্থনে প্রস্তুতি সভা হলো হাশেমপুর মোড়ে। উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। ব্লক তৃণমূলের সভাপতি তুহিন বিশ্বাস। যুব সভাপতি শামীম আহমেদ ঢালী।
বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, ১৯৯৮ সাল থেকে একুশে জুলাই পালন হচ্ছে কিন্তু এ বছর একুশে জুলাই নিয়ে জেলায় জেলায় তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছাস দেখা যাচ্ছে। এবছর ঐতিহাসিক সমাবেশ হবে। ২০২৬-এ নির্বাচনে বাংলা থেকে বিজেপি অধ্যায় সমাপ্ত হবে। বিধায়ক দাবি করেন বিজেপি ৩০টার কম আসন পেয়ে গোহারা হারবে। দেশজুড়ে বাংলা ও বাঙালিদের অত্যাচার নিয়ে তিনি বিজেপিকে কটাক্ষ করেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে ওয়াকফ বিল কার্যকরী হবে না। সংখ্যালঘু সেলের নেতা কালাম খানের নেতৃত্বে প্রচুর মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা এসেছিলেন।

17/07/2025

একুশে জুলাই এর সমর্থনে প্রস্তুতি সভা মগরাহাটের যুগদিয়া। বক্তব্য রাখছেন যুব সভাপতি বাচ্চু শেখ!

16/07/2025

বাংলা ও বাঙালিদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ জয়নগরের নতুনহাটে!

30/06/2025

কৈখালীর নতুন জেটিঘাট! উদ্বোধনে বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল! ঘুরতে আসুন সপরিবারে

ফ্রি মেডিকেল ক্যাম্প, রবিবার, ২২/৬/২৫ ! সকাল দশটা থেকে দুপুর ১ টা পর্যন্ত, আগামীকাল।  স্থান : যুগদিয়া, ঝাউতলা যোগাযোগ ৮...
21/06/2025

ফ্রি মেডিকেল ক্যাম্প, রবিবার, ২২/৬/২৫ ! সকাল দশটা থেকে দুপুর ১ টা পর্যন্ত, আগামীকাল। স্থান : যুগদিয়া, ঝাউতলা
যোগাযোগ ৮৫৮৩৮৭৩০৪০/৮২৯৩৪৫৯৮০৬

থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির! মনজুর আলম : ডায়মন্ড হারবার : প্রচন্ড গরমে ...
17/06/2025

থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির!

মনজুর আলম : ডায়মন্ড হারবার : প্রচন্ড গরমে রক্তের চাহিদা মেটাতে ও থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে রক্তদান শিবিরের আয়োজন পুলিশের। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার ডায়মন্ড হারবার থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান হয়। এই রক্তদান শিবিরে ৬২ জন পুলিশ কর্মী সহ মোট ৮০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এসএসকেএম হাসপাতালে সহযোগিতায় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার মহাকুমা পুলিশ আধিকারিক শাকিব আহমেদ সহ ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা।

কুরবানী ঈদ নিয়ে ইমামদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক প্রশাসনের!বৈঠকে বিধায়ক,এসডিপিও,বিডিওমনজুর আলম : মগরাহাট : কুরবানী ঈদ ন...
02/06/2025

কুরবানী ঈদ নিয়ে ইমামদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক প্রশাসনের!বৈঠকে বিধায়ক,এসডিপিও,বিডিও

মনজুর আলম : মগরাহাট : কুরবানী ঈদ নিয়ে "ইমাম- মুয়াজ্জিন" ও থানা সম্বনয় কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রশাসন। ডায়মন্ড হারবার জেলা পুলিশ ও মগরাহাট ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে মগরাহাট ২ নম্বর ব্লক অফিসে এই বৈঠক হয়। বৈঠকে আলোচনা হয় ঈদের তিন দিনে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের সঙ্গে ইমামরা সহযোগিতা করবেন। বিডিও তুহিন শুভ মহন্তী বলেন, পশু কুরবানী করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় যেন না দেওয়া হয় তারই পাশাপাশি যেখানে পশু কুরবানী করা হবে সেই জায়গায় চারিদিকে ত্রিপল দিয়ে ঘিরে এবং কুরবানী করার পরে তা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মহাকুমা পুলিশ আধিকারিক শাকিব আহমেদ বলেন, পশু কুরবানী করার পরে রক্তমাখা পোশাক না পরে বাইরে বেরোবেন জন্য ইমামদের জানান। ঈদের দিনে রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে তার জন্য দুর্ঘটনা এড়াতে যুবকদের হেলমেট ব্যবহার ও বাইক নিয়ে ট্রাফিক নিয়মে যাতায়াত করতে হবে সেই জন্য ট্রাফিক পুলিশ রাস্তায় সজাগ থাকবে বলে তিনি জানান।
উপস্থিত ছিলেন মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ, মগরাহাট দু'নম্বর ব্লকের বিডিও তুহিন শুভ্র মহান্তি, বিধায়ক নমিতা সাহা, মগরাহাট থানার ওসি পীযূষ কান্তি মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন সহ ব্লকের আধিকারিকরা।

বিধায়ক পরেশ রাম দাসের উদ্যোগে বিনামূল্যে জিম সেন্টারের উদ্বোধন।বাবলু হাসান: ক্যানিং : স্থানীয় মানুষজনের স্বাস্থ্যের কথ...
28/05/2025

বিধায়ক পরেশ রাম দাসের উদ্যোগে বিনামূল্যে জিম সেন্টারের উদ্বোধন।

বাবলু হাসান: ক্যানিং : স্থানীয় মানুষজনের স্বাস্থ্যের কথা ভেবেই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের উদ্যোগে বিধায়ক কার্য্যালয়ের দ্বিতলে শুরু করলেন ফ্রি জিম সেন্টার। এদিন ফ্রি জিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রানতোষ দে (বডিবিল্ডার, থ্রি টাইম মিস্টার ইন্ডিয়া, ওয়ান টাইম সিঙ্গাপুর চ্যাম্পিয়ন),ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অরিত্র বসু,শিক্ষা কর্মাধ্যক্ষ প্রদ্যূত রায়, তপন সাহা, বিশ্ব দাস, বিপ্লব ঘোষ সহ একাধিক বিশিষ্টজনেরা।
উল্লেখ্য যেখানে ছেলে মেয়েরা জিম করতে পারবেন একেবারে বিনা পয়সাতেই এই জিম করার সুযোগ পাবেন ক্যানিং মহকুমাবাসী। সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবেই জিম। যেখানে একসাথে প্রায় ৫০ জন উপস্থিত হবেন এবং জিমের সুবিধা নিতে পারবেন। মূলত জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডলের সাংসদ কোটার তহবিল ও বিধায়ক পরেশ রাম দাসের বিধায়ক কোটার তহবিল থেকেই এই ফ্রি জিম সেন্টার তৈরি করা হয়েছে। এর জন্য প্রায় ১০ লক্ষ টাকার ব্যয় করা হয়েছে। মূলত ট্রেনার রেখেই জিম পরিচালিত হবে। এ বিষয়ে বিধায়ক পরেশরাম দাস বলেন, ‘স্বাস্থ্যই সম্পদ যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বারবার বলেছেন। ফলে বর্তমানে যুব সমাজ এখন আর মাঠে ফুটবল নিয়ে যায় না। মোবাইলের মধ্যেই বন্দি। এর ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেই। কিন্তু স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতিদিন নিয়ম করেই ব্যায়াম করা দরকার। ব্যায়াম ও যোগা মানুষের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে। আর তাই মানুষের স্বাস্থ্যের কথা লক্ষ্য রেখেই এই ফ্রি জিম সেন্টার তৈরি করা হয়েছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ! খুশি প্রাপকরা!মনজুর আলম : ডায়মন্ড হারবার : হারানো মোবাই...
23/05/2025

হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ! খুশি প্রাপকরা!

মনজুর আলম : ডায়মন্ড হারবার : হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত প্রাপকদের ফিরিয়ে দিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ। বৃহস্পতিবার ৫২১টি হারানো মোবাইল "প্রাপ্তি"ওয়েব পোর্টালের মাধ্যমে উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের একাধিক আধিকারিকরা। ডায়মন্ড হারবার জেলা পুলিশের তরফে জনসাধারণের কাছে অনুরোধ, মোবাইল হারিয়ে গেলে "প্রাপ্তি" ওয়েব পোর্টালের মাধ্যমে অভিযোগ দায়ের করুন, যাতে আরো দ্রুত আমরা আপনাদের মোবাইল ফিরিয়ে দিতে পারি। আমরা আশা রাখি ভবিষ্যতেও "প্রাপ্তি" ওয়েব পোর্টালের মাধ্যমে আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। পুলিশের এহেন পদক্ষেপে খুশি ডায়মন্ড হারবার পুলিশ জেলার সাধারণ মানুষজন।

মগরাহাট বহুমুখী হিমঘরে আগুন! ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন!নিজস্ব প্রতিবেদন : মগরাহাট : মগরাহাট বহুমুখী হিমঘরে সাতসকালে আ...
19/05/2025

মগরাহাট বহুমুখী হিমঘরে আগুন! ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন!

নিজস্ব প্রতিবেদন : মগরাহাট : মগরাহাট বহুমুখী হিমঘরে সাতসকালে আগুন! ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন, ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের গোকর্ণীর দিঘীরপাড় মগরাহাট বহুমুখী হিমঘর। একটি ডায়মন্ড হারবার ও একটি জয়নগর অফিস থেকে দুটি ইঞ্জিন এসে কাজ শুরু করেছে। আজ সাতসকালে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া দেখতে পাই বিল্ডিং এর পিছন দিক থেকে তারপরে খবর দেওয়া হয় মগরাহাট থানাকে, বেলা বারোটার দিকে দমকলের দুটি ইঞ্জিন কাজ শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে এই হিমঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, দীর্ঘ কয়েক বছর এটা ব্যবহৃত হয় না, বিল্ডিং এর চারিদিকে বড় বড় গাছ আগাছায় ভর্তি হয়ে আছে। কিন্তু কি কারনে এই আগুন লাগলো দমকল বাহিনী এখন পরিষ্কার করতে পারেনি। জল দিয়ে নেভানোর কাজ শুরু হয়েছে। ভিতর থেকে প্রচন্ড ধোঁয়া বের হচ্ছে। তবে হিমঘরের ভিতরে থার্মোকল বা কাঠ জাতীয় কিছু মজুদ আছে বলে জানা গিয়েছে।
মগরাহাট থানার পুলিশ ও দমকল বাহিনীর আধিকারিকরা ঘটনা স্থলে এসে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেছে। ডায়মন্ড হারবার দমকলের আধিকারিক গৌতম অধিকারী, আগুন এখন নিয়ন্ত্রনে তবে কি কারণে আগুন লেগে থাকতে পারে তা পরে জানাবেন।

বিশিষ্ট রাজনীতিবিদের ইন্তেকাল! জানাজার নামাজে মানুষের ঢল! এলাকায় শোকের ছায়া!মনজুর আলম : মগরাহাট :বিশিষ্ট রাজনীতিবিদের ...
14/05/2025

বিশিষ্ট রাজনীতিবিদের ইন্তেকাল! জানাজার নামাজে মানুষের ঢল! এলাকায় শোকের ছায়া!

মনজুর আলম : মগরাহাট :বিশিষ্ট রাজনীতিবিদের ইন্তেকাল (আক্তার গাজী) তার জানাযার নামাজে মানুষের ঢল। আজ মগরাহাটের হলুদবেরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা সম্পন্ন হয় বেলা দশটার সময়। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে জন্ম আক্তার হোসেন গাজীর। মৃত্যুকালে তার বয়স ৭৪ বছর। ছোট থেকেই জাতীয় কংগ্রেস রাজনীতি করতেন তিনি। উপপ্রধান ছিলেন দীর্ঘদিন, মগরাহাট ২ নম্বর ব্লকের জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি পদে ও ছিলেন দীর্ঘদিন। তার জানাজার নামাজে বিভিন্ন ধর্মের মানুষের সমাগম হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হন শেষকৃত্যে। বাড়ির কাছেই দাফন সম্পূর্ণ হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি জাতি ধর্ম বর্ণ দল-বল নির্বিশেষে মানুষের পাশে থাকতেন বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মে অংশ নিতেন তারই পাশাপাশি অত্যন্ত সত্যবাদী ছিলেন, বিভিন্ন বিচারের মাধ্যমে মীমাংসা করে স্থানীয় জনসাধারণের মনে জায়গা করে নিয়েছিলেন। ১৯৫১ সালে তার জন্ম হয় মগরাহাটের গাজী পরিবারে। গত বুধবার দলীয় অফিস থেকে বাড়ি যাওয়ার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে। সিটিস্ক্যানে মাথায় স্টোক ধরা পড়ে, কলকাতার পিজি হসপিটালে চিকিৎসা চলছিল, মঙ্গলবার রাত দশটা নাগাদ শেষ নিঃশ্বাদ ত্যাগ করেন আক্তার গাজী। তার মৃত্যু সংবাদ পৌঁছাতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। তার জানাযার নামাজ পড়ান বিশিষ্ট লেখক শিক্ষাবিদ মাওলানা আব্দুল হামিদ কাসেমী সাহেব। বিশিষ্টদের মধ্যে জানাজায় উপস্থিত ছিলেন মগরাহাট ব্লক জমিয়তের সভাপতি অলিউল্লাহ সাহেব, ব্লক কংগ্রেসের সভাপতি জাফর আলী মোল্লা সহ একাধিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Address


Telephone

+918293459806

Website

Alerts

Be the first to know and let us send you an email when নজরে ২৪ ঘন্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নজরে ২৪ ঘন্টা:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share