01/05/2022
Russia vs Ukraine war update in Bengali language .
কেমন চলছে রুশ এর সাথে উক্রেইনের মোকাবিলা!
কে বেশি এগিয়ে রুশ না উক্রেন?
কোন দেশ বেশি ধ্বংসের শিকার হলো যুদ্ধের ফলে !
চলুন জানা যাক..
উক্রেনের হয়ে শক্তি শালী মরণ অস্ত্র ব্যবহার করছে মোস্কো & কিভ
প্রতিরোধের র দিকে রুশ ও পিছিয়ে নেই একের পর ধ্বংস করে চলছে উক্রেনের শহর গুলি.
24 শে ফেব্রুয়ারী রাশিয়া স্থল, জল এবং আকাশ পথ দিয়ে উক্রেনের উপর হামলা চালায়.
এইরকম হামালার দৃশ্য
দ্বিতীয় বিষযুদ্ধের পরে আজ মনে হয় দেখা মিললো.
বর্তমানে উক্রেনের পথে পথে দখল জমিয়ে আছে রুশ বাহিনী, বোমা বর্ষণ চলছে নিরন্তর.
Moscow ও পিছিয়ে নেই
স্থল ভাগ দিয়ে আক্রমণ করার জন্য তারাও এগিয়ে চলেছে
রাশিয়া একের পর এক বড়ো বড়ো মরণ খেপন অস্ত্র নিক্ষেপ করে চলছে উক্রেনের উপর
অপর দিকে এই আক্রমণের জবাব দেয়ার মতো পর্যাপ্ত পরিমান খেপপন অস্ত্র নেই উক্রেনের কাছে.
25a ফেব্রুয়ারী উক্রেনের সাময়িক কম্যান্ড জানিয়েছে সুমি ও মারিওপোল শহরের কাছাকাছি এলাকায় 3M14 কালিবার রুশ খেপন অস্ত্রের হামলা হয়.
যার পরিধি 1.5 - 2.5 হাজার কিলো মিটার হবে বলে মনে করা হচ্ছে
তবে বিমানঘাঁটি গুলি তে রুশ হামলা কিছু টা ফিকে পরে গেছে, লক্ষ বিন্দু তে তাড়া ঠিক মতো আঘাত আনতে পারেনি
উত্তর ও দক্ষিণ সম্মুখে শাড়ি তে রাশিয়ার উল্লেখ করার মতো কোনো অগ্রগতি নেই
বোমা হামলাতেও নিজেদের ভালোভাবে বজায় রেখে কিভ ও খাঁর কিভ
নিজেদের সামরিক বাহিনী কে ভালোভাবেই সাহায্য করে চলছে উক্রেনের সাধারণ জনগণ রা
উক্রেনের ঘর, বিল্ডিং, গাছ পালা অন্যানো জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে হামলা চালানো হচ্ছে রুশ সেনার উপর.
উক্রেনের নাগরিক রা ট্যাংক রোধ কারী বেড়িগেট বানিয়ে অনেক কাজ সহজ করে চলেছে উক্রেন সেনা দের জন্য , আর মুশকিল এ ফেলেছে রুশ সেনাদের
উক্রেন কে আধুনিক অস্ত্র এর যোগান দিছে উরোপিয় অন্যানো দেশ গুলি যে অস্ত্রের সাহায্যের শহরের ভেতর লুকিয়ে, উকরেন সেনা হামলা করে খুবই সহজে গুড়িয়ে দিছে রুশ সেনাদের
আর এই যুদ্ধের মোর ঘুরিয়ে দিয়েছে তুর্কি ড্রোনে
মানে মানব চালক বিহীন বোমা নিক্ষেপ করা উড়ন্ত এই যন্ত্র
এই যন্ত্র আকাশ পথে উক্রেনের হয়ে রাশিয়ার হামলার একরপর একজবাব দিয়ে চলেছে
কিন্তু পশ্চিম ও পূর্ব দিকে গল্প পুরো উল্টো
রুশ সেনা র আক্রমণে গুড়িয়ে গেছে বড়ো বড়ো ইমারত, প্রশাসনিক কেন্দ্র ও হাসপাতাল, নিরান্তর বোমা ছড়া হচ্ছে ঐখানে.
এলোপাতারি মিসাইল ব্যাপক ক্ষতি করেছে উক্রেন কে.
অপর দিকে উক্রেন ভাক্যুম বোমা ব্যবহার করে সঠিক জবাব দিয়েছে রাশিয়া কে
উক্রেন কে আরো যুদ্ধ বিমান দেয়ার কথা চলছে NETO দেশ গুলির মধ্যে
এই chilo আজকের খবর!
আপনার কি মনে হয় উক্রেন ও রুশ যুদ্ধ কি তৃতীয় বিশ্ব যুদ্ধে রূপান্তর হবে
আপনার উওর জানান আমাদের কমেন্টের মাধ্যমে
সাবস্ক্রাইব করে দেশ বিদেশ বাংলা পাশে থাকুন।