নিউজ ২৪ বাংলা নেটওয়ার্ক

  • Home
  • India
  • KOLKATA
  • নিউজ ২৪ বাংলা নেটওয়ার্ক

নিউজ ২৪ বাংলা নেটওয়ার্ক "শুধু TRP নয় ! খবরের সত্যতাই আমাদের লক্ষ্য ।" মনের কথা হোক বাংলায়!!

27/01/2025

বাঁকুড়া: দুর্ঘটনায় প্রাণ গেলএক তরতাজা যুবকের।

*NEWS 24 বাংলা নেটওয়ার্ক*

🔴 প্রতি দিন , সব খবর দেখতে চোখ রাখুন 📲 YouTube দেখতে ক্লিক করুন 👉

https://youtube.com/-cz6zd7zg4x?si=BoDXr2raQfSs3sql


24banglaNetwork

27/01/2025

ফের বারো মাইল জঙ্গলে ফিরল বাঘ

*NEWS 24 বাংলা নেটওয়ার্ক*

� প্রতি দিন , সব খবর দেখতে চোখ রাখুন � YouTube দেখতে ক্লিক করুন �

https://youtube.com/-cz6zd7zg4x?si=BoDXr2raQfSs3sql


24banglaNetwork

ব্যাবসায়িকে অপহরণ করে মুক্তিপন আদায়ব্যাবসায়িকে অপহরণ করে মুক্তিপন আদায়। এবার দুর্গাপুরের বুদবুদ থানার পুলিশের জালে পাঁচ ...
27/01/2025

ব্যাবসায়িকে অপহরণ করে মুক্তিপন আদায়

ব্যাবসায়িকে অপহরণ করে মুক্তিপন আদায়। এবার দুর্গাপুরের বুদবুদ থানার পুলিশের জালে পাঁচ অপহরণকারী। এদের মধ্যে দু জন দেশের নাম করা কলেজ থেকে পাশ করা বি. টেক ও এম. টেক পাশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্টুজ, ছুরি। শিক্ষিত ছেলেদের মেধা এবার কি অন্ধকার জগতে মাথা গলাচ্ছে???? শুরু রাজনৈতিক তরজা। মূল মাথার খোঁজে আসানসোল দুর্গাপুর পুলিশের বুদবুদ থানার পুলিশ।

ব্যাবসায়ীকে অপহরনের দায়ে এবার দুর্গাপুরের বুদবুদ থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করলো।এদের মধ্যে দু জন দেশের নাম করা কলেজ থেকে পাশ করা বি. টেক ও এম. টেক পাশ ছাত্র, একজন পাশ করে ইস্টার্ন কোলফিল্ড বা ইসিএলে কাজও করছে। কিন্তু শিক্ষিত হয়েও অপরাধীদের খাতায় নাম তুলতে গেলো এরা???? তদন্তে নেমে দুর্গাপুরের বুদবুদ থানার পুলিশ এটাই প্রথম জানতে চাইছে। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্টুজ, ছুরি, মুক্তিপনের এক লক্ষ বারো হাজার টাকা ও একটি সাদা রঙের চার চাকা গাড়ি ও লাল রঙের একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। এদের অপরাধ কি ছিল???? দুর্গাপুরের পানাগড় এর বিরুডিহার কাছে জাতীয় সড়কের ধারে একটি হোটেলের সামনে থেকে অভিজিত চক্রবর্তী, সোহম চ্যাটার্জী, সঞ্জীব বিশ্বাস, সুপ্রিয় খাওয়াস, ও বিমলেশ কুমার ঠাকুর,জয়ন্ত গড়াই নামে এক ব্যাবসায়ীকে অপহরণ করে। অভিযুক্ত তিন জন গাড়িতে থাকলেও লাল রঙের বাইকে ছিল সেইদিন। চলতি মাসের দশ তারিখ এই অপহরণ করে অভিযুক্তরা মুক্তিপনের জন্য পঞ্চাশ লক্ষ টাকা দাবি করে গড়াই পরিবারের কাছে। এর আগে দড় কষাকশির সময় মারধর করা হয় জয়ন্ত গড়াই নামে ঐ ব্যাবসায়ীকে। ছয় থেকে দশ লক্ষ টাকায় মুক্তিপন ঠিক হওয়ার পর অভিযুক্তরা জয়ন্ত বাবুকে ছেড়ে দেয়। চলতি মাসের ১৩ তারিখ বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জয়ন্ত গড়াই নামে ঐ ব্যাবসায়ী। তদন্তে নামে পুলিশ। মোবাইল সূত্র আর সিসি টিভি ফুটেজ ধরে বুদবুদ থানার পুলিশ গ্রেপ্তার করে পাঁচ জনকে,জেরা করে দুই অভিযুক্তর বয়ান শুনে চক্ষু চরক গাছ পলিশের। এরা একজন দেশের নাম করা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি. টেক পাশ ছাত্র আর অপর জন এম. টেক, দু জনের মধ্যে একজন কেন্দ্রীয় সংস্থা ইসিএলের কর্মীও। তাহলে হাই প্রোফাইল শিক্ষাগত যোগ্যতা নিয়েও কেন অপরাধীদের খাতায় নাম তুলতে গেলো দুই জন, এখন ধৃত দের হেফাজতে নিয়ে সেটাও খতিয়ে দেখা হবে বলে আসানসোল দুর্গাপুর পলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্ত জানালেন। একই সাথে আসানসোল দুর্গাপুর পুলিশের এই আধিকারিক জানালেন, এর মধ্যে আর কেউ রয়েছে কিনা, বা অন্য কোনো মোটিভ আছে কিনা সেটাও তারা খতিয়ে দেখছে। কিন্তু পুলিশকে ভাবিয়ে তুলেছে, শিক্ষিত ছেলেরা অপরাধীদের খাতায় কি করে নাম তুলে ফেলছে???? কিভাবে জড়িয়ে পড়ছে অন্ধকার এই জগতের সাথে। ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে আর্জি জানাবে দুর্গাপুরের বুদবুদ থানার পুলিশ। এইদিকে হাইপ্রোফাইল শিক্ষাগত যোগ্যতা নিয়েও অন্ধকার জগতে ঢুকে পড়ছে অনেকে, এটাই এগিয়ে বাংলার লক্ষণ, বাংলা অপরাধীদদের আতুরঘর হয়ে উঠেছে কটাক্ষ বিজেপি জেলা নেতৃত্বের।বিজেপিকে পাল্টা কটাক্ষ জেলা তৃণমূল নেতৃত্বের। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ। তবে কেন অন্ধকার জগতে ঢুকে পড়ছে শিক্ষিত ছেলেরা সেটাও একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশ কর্তাদের কাছে। মেধা যদি এখন অন্ধকার জগতে ঢুকে যায় তাহলে বিপদ যে আরো ভয়ঙ্কর হবে তা বলাই বাহুল্য।

আবার ছাত্র আন্দোলনে উত্তাল ঢাকা    সোমবার সকালেই আন্দোলনকারীরা হুমকি দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদ...
27/01/2025

আবার ছাত্র আন্দোলনে উত্তাল ঢাকা

সোমবার সকালেই আন্দোলনকারীরা হুমকি দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দাবি পূরণ করতে হবে। এর জন্য ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে, আরও চরম পথে এগোবে বলেই হুঁশিয়ারি দিয়েছে। আর সেই আন্দোলনের জেরে উত্তাল ঢাকা। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সাতটি কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধ চরমে। গতকাল ঢাকার নীলক্ষেত মোড়ে দফায় দফায় অশান্তি, সংঘর্ষ হয়। দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলেই খবর। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, বিজিবি নামানো হয়। আর তার পরেই আবস্থা আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে।

সোমবার সকালে সাংবাদিক বৈঠকে আন্দোলনকারী পড়ুয়ারা তাদের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। তাদের প্রধান দুটো দাবি - সহ উপচার্যের ইস্তফা ও পুলিশ আধিকারকদের বরখাস্ত। ৬ দফা দাবি পূরণ করার জন্য মাত্র ৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ইউনুসের আগমন সেই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যেন ইউনুসের বিদায় ঘন্টা না বেজে যায়।

বাংলাদেশের অভিনেত্রী পরী মণির বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা?  বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রীর সহজ প্রশ্ন, বাংলাদেশে হচ্ছে...
27/01/2025

বাংলাদেশের অভিনেত্রী পরী মণির বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা?

বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রীর সহজ প্রশ্ন, বাংলাদেশে হচ্ছেটা কি? ব্যস, এতেই ক্ষেপে লাল মৌলবাদীরা। ক্ষুব্ধ সরকার। জারি হলো গ্রেফতারি পরোয়ানা। সমস্যার সূত্রপার একটা শোরুম উদ্বোধন নিয়ে। টাঙ্গাইলের শোরুম উদ্বোধন করার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরী মনির। গত কয়েকদিন ধরে নিজের ফেসবুকে সে কথা প্রচার করছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত যেতেই দেওয়া হল না পরি মনিকে। অভিযোগ, মৌলবাদীদের জন্য যেতে দেওয়া হয়নি তাঁকে। আর এই ঘটনার পরের দিনই অভিনেত্রীর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। শোরুম উদ্বোধনে যেতে বাধা পাওয়ার পর নিজের ফেসবুকে একটি স্টেটাস দেন পরী মনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। তিনি লেখেন -"এত চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে! ইনসিকিওর ফিল হচ্ছে। স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা। ধর্মের দোহাই দিয়ে কী প্রমাণ করতে চলেছেন তাঁরা? কী আর বলার আছে! এ দেশে সিনেমা-বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক।”ব্যস, আর যায় কোথায়!

এই পোস্ট সামনে আসার পর পুরনো একটি মামলায় জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এক ব্যবসায়ীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে পরীর বিরুদ্ধে বছর চারেক আগে একটি মামলা হয়েছিল। অবশেষে মিলেছে স্বস্তি। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়ে এসেছেন পরী মনি। তার ভক্তদের স্পষ্ট কথা, এভাবে শিল্পীর স্বাধীনতা হরণ করা কোনো গণতান্ত্রিক রীতি হতে পারে না। তারা এর প্রতিবাদ জানিয়েছে।

সঞ্জয়ের ফাঁসির দাবিতে আজ CBI যাচ্ছে উচ্চ আদালতে   একজন অপরাধীকে শিয়ালদা আদালত মৃত্যুদন্ড না দিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে...
27/01/2025

সঞ্জয়ের ফাঁসির দাবিতে আজ CBI যাচ্ছে উচ্চ আদালতে

একজন অপরাধীকে শিয়ালদা আদালত মৃত্যুদন্ড না দিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। আর সঙ্গে সঙ্গে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য উঠেপরে লেগেছে রাজ্য ও CBI। আজ, সোমবার কলকাতা হাই কোর্টে যাচ্ছে CBI। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে সিবিআই। আজকে শুনানিতে তদন্তকারী সংস্থার তরফে তথ্য তুলে ধরা হবে যে কেন এই ঘটনা বিরলতম। একনজরে দেখে নেওয়া যাক, নিজেদের দাবির স্বপক্ষে কোন কোন যুক্তি তুলে ধরবে সিবিআই।

CBI সূত্রে জানা যাচ্ছে, তাদে পক্ষের যুক্তিগুলো হলো -

* সঞ্জয়ের কোনওরকম মানসিক সমস্যা নেই। সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে অপরাধ করেছে সে। তাই ফাঁসির সাজাই পাওয়া উচিত।

* মৃত চিকিৎসককে ধর্ষণ ও খুন গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। চিকিৎসকরা বিচারের দাবিতে কর্মবিরতি করায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছে।

* অভয়াকে ধর্ষণেক পরও রেহাই দেয়নি সঞ্জয়। তাকে খুনও করেছে। সেখানে দাঁড়িয়ে সংশোধনের সুযোগ দেওয়ার কোনও মানে নেই।

* সঞ্জয় কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ার ছিলেন। তার কাজ মানুষকে সহযোগিতা করা। মানুষকে সুরক্ষা দেওয়া। কিন্তু উলটে ভয়ংকর নৃশংস কাজ করেছে সে।

* আর জি কর কাণ্ড নৃশংস। এই ঘটনায় সমাজের সমস্ত স্তরের মানুষ ভয় পেয়েছেন। নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

* সঞ্জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত। সে ধর্ষণ ও খুন করেছে তার প্রমাণ রয়েছে আদালতের কাছে। তা সত্ত্বেও এই ঘটনাকে বিরলতম নয় বলে দাবি করলে আদালতের প্রতি আস্থা হারাবে আমজনতা।

এখন দেখার কলকাতা হাই কোর্ট এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেন।

বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাষ্ট্রকে আর্থিক সাহায্য বন্ধের ঘোষণা ট্রাম্পের    বিশ্বের পিছিয়ে পড়া যে সমস্ত দেশকে আমেরিকা আর্থ...
27/01/2025

বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাষ্ট্রকে আর্থিক সাহায্য বন্ধের ঘোষণা ট্রাম্পের

বিশ্বের পিছিয়ে পড়া যে সমস্ত দেশকে আমেরিকা আর্থিক সাহায্য করতো তার অধিকাংশ সাহায্য আমেরিকা প্রত্যাহার করে নিয়েছে। ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে বাংলাদেশ থেকে হাসিনা সরকারকে উৎখাত করার পর আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যোগী হয়েছিলেন মহম্মদ ইউনুস। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর কোলাকুলির ছবি ভাইরাল হয়েছিল গোটা বিশ্বে। অনুমান করা হচ্ছিল, বাইডেনের সঙ্গে হাত মিলিয়ে আর্থিকভাবে সমৃদ্ধ হবে বাংলাদেশ। তবে সে গুড়ে বালি। ইউনুস শাসনে বাংলাদেশে মৌলবাদের দাপট ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় শুরু থেকেই সরব ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে আগেই সাবধান করেছিল বাংলাদেশকে যে সংখ্যালঘু অত্যাচার বন্ধ করতে।

এবার আরো অনেক বড়ো পদক্ষেপ নিলেন ট্রাম্প। ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID বাংলাদেশে তাদের সব প্রকল্পের কাজ বন্ধের জন্যে নির্দেশিকা জারি করেছে। এই মর্মে বিভিন্ন প্রকল্পের পার্টনারদের কাছে নাকি USAID-এর তরফ থেকে চিঠি গিয়েছে। ফলে বাংলাদেশকে আর্থিক সাহায্য তো বটেই, এই দেশের মাটিতে আমেরিকার তরফে সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য, শাসনভার নেওয়ার পরই ইজরায়েল এবং মিশর ছাড়া বাকি সব আন্তর্জাতিক অনুদান বন্ধের জন্যে নির্বাহী নির্দেশিকায় সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার গভীর সংকটে পড়তে চলেছে বাংলাদেশ।

আবার ট্রেন দুর্ঘটনা হাওড়ায় বেশ কিছুদিন হলো ট্রেন দুর্ঘটনার খবর না থাকায় আমরা বেশ স্বস্তিতে ছিলাম। কিন্তু প্রজাতন্ত্র দিব...
26/01/2025

আবার ট্রেন দুর্ঘটনা হাওড়ায়

বেশ কিছুদিন হলো ট্রেন দুর্ঘটনার খবর না থাকায় আমরা বেশ স্বস্তিতে ছিলাম। কিন্তু প্রজাতন্ত্র দিবসে সকাল ৯টা নাগাদ আবার ট্রেন দুর্ঘটনা। সাঁতরাগাছি-শালিমার স্টেশনের মাঝে পদ্মপুকুর স্টেশনের ট্রেন দুর্ঘটনার জেরে বিপত্তি। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সাঁতরাগাছি থেকে শালিমার স্টেশনের মাঝে ট্রেন চলাচল বন্ধ। তবে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পদ্মপুকুর স্টেশনের কাছে তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে অন্য একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে।

রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। লাইনচ্যুত হওয়া বগিগুলিকে রেল ট্র্যাক থেকে সরানোর কাজ শুরু হয়েছে। সিগন্যালের ভুলে না চালকের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত হবে বলে জানা গিয়েছে। সাঁতরাগাছি ও শালিমার স্টেশনের মাঝে শুধু পদ্মপুকুর স্টেশন আছে। পদ্মপুকুর স্টেশনে অবশ্য সাঁতরাগাছি-শালিমার লোকাল ছাড়া অন্য কোনও ট্রেন থামে না। কিন্তু রবিবার সকালে সেখানেই দুর্ঘটনা ঘটে গেল। এই রুটে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকলে অন্য স্টেশনগুলিতেও প্রভাব পড়বে। এই কারণে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হচ্ছে।

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ৩২ টি ট্যাবলো, রাজ্যের তরফে ফের লক্ষ্মীর ভাণ্ডার !    ছবি সৌজন্যে: DD NEWS
26/01/2025

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ৩২ টি ট্যাবলো, রাজ্যের তরফে ফের লক্ষ্মীর ভাণ্ডার !



ছবি সৌজন্যে: DD NEWS

দ্বিতীয় টি-২০ ম্যাচে ২ উইকেটে জয়ী ভারত
26/01/2025

দ্বিতীয় টি-২০ ম্যাচে ২ উইকেটে জয়ী ভারত

26/01/2025

*৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন মেদিনীপুর পুলিশ লাইনে*

*NEWS 24 বাংলা নেটওয়ার্ক*

� প্রতি দিন , সব খবর দেখতে চোখ রাখুন � YouTube দেখতে ক্লিক করুন �

https://youtube.com/-cz6zd7zg4x?si=BoDXr2raQfSs3sql


24banglaNetwork

26/01/2025
25/01/2025

মহেশতলা চট্টায় চলছে সেবা শ্রয় শিবির

*NEWS 24 বাংলা নেটওয়ার্ক*

🔴 প্রতি দিন , সব খবর দেখতে চোখ রাখুন 📲 YouTube দেখতে ক্লিক করুন 👉

https://youtube.com/-cz6zd7zg4x?si=BoDXr2raQfSs3sql


24banglaNetwork

25/01/2025

ভারত বাংলাদেশ সীমান্তে বাগানের ভিতর মাটি খুঁড়ে উদ্ধার হল বাঙ্কার।

*NEWS 24 বাংলা নেটওয়ার্ক*

� প্রতি দিন , সব খবর দেখতে চোখ রাখুন � YouTube দেখতে ক্লিক করুন �

https://youtube.com/-cz6zd7zg4x?si=BoDXr2raQfSs3sql


24banglaNetwork

24/01/2025

আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের হদিশ পেতে রাজ্যের ১০টি জায়গায় হানা দিয়েছে ED

*NEWS 24 বাংলা নেটওয়ার্ক*

� প্রতি দিন , সব খবর দেখতে চোখ রাখুন � YouTube দেখতে ক্লিক করুন �

https://youtube.com/-cz6zd7zg4x?si=BoDXr2raQfSs3sql


24banglaNetwork

24/01/2025

হাটজনবাজারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রদীপ কীর্তনীয়াকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

*NEWS 24 বাংলা নেটওয়ার্ক*

� প্রতি দিন , সব খবর দেখতে চোখ রাখুন � YouTube দেখতে ক্লিক করুন �

https://youtube.com/-cz6zd7zg4x?si=BoDXr2raQfSs3sql


24banglaNetwork

24/01/2025

সকাল থেকেই ঘন কুয়াশায় মোরা আসানসোল শহর

*NEWS 24 বাংলা নেটওয়ার্ক*

🔴 প্রতি দিন , সব খবর দেখতে চোখ রাখুন 📲 YouTube দেখতে ক্লিক করুন 👉

https://youtube.com/-cz6zd7zg4x?si=BoDXr2raQfSs3sql


24banglaNetwork

Address

Behala Parnasree
Kolkata
700060

Alerts

Be the first to know and let us send you an email when নিউজ ২৪ বাংলা নেটওয়ার্ক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিউজ ২৪ বাংলা নেটওয়ার্ক:

Videos

Share