20/09/2025
শনিবার সকাল থেকেই দিঘা সৈকতে শুরু হয় “সেবা পর্ব ২০২৫ বিচ ক্লিনিং ইভেন্ট”। সমুদ্রসৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জুড়ে চলে পরিচ্ছন্নতার মহাযজ্ঞ। হাতে গ্লাভস, বড় ব্যাগ নিয়ে অংশগ্রহণকারীরা কয়েক ঘণ্টার মধ্যেই তটরেখা থেকে সরিয়ে ফেলেন প্লাস্টিক বোতল, পলিথিন, খাবারের প্যাকেটসহ নানান বর্জ্য। অল্প সময়েই ঝকঝকে রূপে ধরা দেয় দিঘার বালি।
পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পুর্ণেন্দু মাঝি ও একাধিক আধিকারিক সরাসরি উপস্থিত থেকে এই কর্মসূচিতে যোগ দেন। তাঁদের সঙ্গে সমানতালে অংশ নেন সাফাইকর্মী, স্থানীয় বাসিন্দা ও পর্যটকরাও। সকলে মিলে সৈকতের আবহকে যেন এক উৎসবের রূপ দেন। সূর্যালোকে ঝকঝকে হয়ে ওঠে সমুদ্রতীরের বালি, বদলে যায় দিঘার চেহারা।
আন্তর্জাতিক উপকূলীয় পরিষ্কার দিবসে অনুষ্ঠিত এই বিশেষ অভিযানে দিঘা পায় নতুন পরিচ্ছন্ন রূপ। আবর্জনামুক্ত সৈকতে হাঁটতে গিয়ে পর্যটকরা বলছেন, “এবারের দিঘা ভ্রমণ হবে আরও আনন্দময়, শান্তিময় ও স্মরণীয়।”