30/06/2025
লজ্জার দৃশ্য খড়্গপুরে! তৃণমূল নেত্রীর 'দিদিগিরি', প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার!
ফের তৃণমূল নেত্রীর বেনজির 'দিদিগিরি'। এদিন প্রকাশ্য রাস্তায় প্রবীণ প্রাক্তন সিপিএম নেতাকে মারধর, মুখে কালি। মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলে ও তাঁর দলবলের রাস্তায় ফেলে মার। এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, ৬৬ বছরের অনিল দাসকে মুখে কালি লাগিয়ে দেওয়ারও অভিযোগ। এই ঘটনায় তৃণমূল নেত্রী বেবি কোলে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই অনিল দাস তিনি প্রাক্তন সিপিএম নেতা, তিনি এখন একটি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত। বাইক চালিয়ে যাওয়ার সময় খড়গপুরের খরিদা মোড়ের কাছে তাকে আটকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ।
অনিল দাস তিনি জানান এই তৃণমূল নেত্রী বেবি কোলে এলাকায় অন্যায় কাজ করে চলেছে । সেই অন্যায়ের প্রতিবাদ আমরা থানায় এসে করি। আজ আমি যখন বাইকে করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওঁরা আগে থেকেই পরিকল্পিতভাবে বসে ছিল। হঠাৎ আমায় রাস্তায় ফেলে এলোপাথারিভাবে মারধর করল। আমার জামার পকেটে হাজার তিনেক টাকা ছিল সেই টাকা আমার পকেট থেকে ছিনিয়ে নেয়। এছাড়াও পকেটে মোবাইল ছিল সেটাও নিয়ে নিয়েছে।প্রাণে বাঁচার জন্য আমি ভয়ে দোকানে গিয়ে ঢুকি। সেখান থেকে আমাকে টেনে বের করে নিয়ে আসে। আজ আমাকে ওরা মিলে প্রাণে মেরে দিত। এই রাজ্যে অন্যায়ের প্রতিবাদ করলে এমন অবস্থা হয়। এদিকে তৃণমূল নেত্রী ববি কোয়েল তিনি জানিয়েছেন এই বাম নেতা তিনি তাদের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন।এই ঘটনায় ভাইরাল ভিডিও দেখি শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন তারা এই ঘটনার নিন্দা জানাচ্ছেন। কি করে একজন প্রবীণ মানুষকে এইভাবে রাস্তায় ফেলে মারধর করতে পারে এরা।