Patashpur News

Patashpur News সবার আগে সব খবর।। পটাশপুর নিউজ।।
(2)

ঠাকুরচকে লরির পেছনে *ধা*ক্কা মারুতির
03/07/2025

ঠাকুরচকে লরির পেছনে *ধা*ক্কা মারুতির

অবৈধভাবে কাটা হলো সরকারি গাছ। বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ।
03/07/2025

অবৈধভাবে কাটা হলো সরকারি গাছ। বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ।

03/07/2025

শ্রী শ্রী সিদ্ধিদাতা গনেশ, চন্ডী ও শীতলা মাতার পূজার্চ্চনা।। জানা লাইট -এর বাড়ির পূজার্চ্চনা।। সাউন্ড- আর আর মিউজিক (বারবাটিয়া) ।। LED Screen ও সরাসরি সম্প্রসারনে- জানা স্টুডিও (কৌড়দা :: এগরা :: পূর্ব মেদিনীপুর) :: যোগাযোগ- ৯৭৩৫৬৬১৯৭৭ // ৮৩২৭৪৫৬৬৮৩ || সমগ্র অনুষ্ঠানটি লাইভ দেখতে চোখ রাখুন জানা স্টুডিও চ্যানেলে.....!!

03/07/2025

ভুলের মাশুল দেবে কে? প্রশাসন নাকি ঠিকাদার? পটাশপুরে অবৈধভাবে বনসৃজনের গাছ কাটা নিয়ে বিতর্ক।

অবৈধভাবে সরকারি বনসৃজনের গাছ কাটা নিয়ে বিতর্ক তৈরি হলো পটাশপুরে। এই ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে পটাশপুর দুই ব্লকের রতনপুর এলাকায়। জানা গিয়েছে,খাড় গ্রাম পঞ্চায়েতের রতনপুর এলাকায় বনসৃজনের গাছ লাগানো হয়েছিল বেশ কয়েক বছর আগে।সেই গাছ এক ঠিকাদার কেটে নিচ্ছিল,গ্রামবাসীরা জানার পর তারা এসে এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করে এবং কাজে বাধা দেয়। গ্রামবাসীদের বাধার মুখে পড়ে গাছ কাটার লোকেরা ও ঠিকাদার এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু কেটে ফেলা গাছের গুঁড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসীরা পিছু ধাওয়া করে আটকে দেয় এবং সেটাকে আটক করেন।খবর যায় পটাশপুর দুই ব্লকের বিডিও-র কাছে। এই বিষয়ে সংশ্লিষ্ট ব্লকের বিডিও শঙ্খ ঘটক তিনি জানান রতনপুর এলাকায় ওই গাছ কাটার কোন পারমিশন বা কোন টেন্ডার হয়নি। ওই গ্রাম পঞ্চায়েতেরই বহরদা এলাকায় ১৫০টা গাছ কাটার পারমিশন দেওয়া হয়েছিল, কিন্তু ঠিকাদার ভুলবশত তিনি রতনপুর এলাকায় বেশ কয়েকটা গাছ কেটে ফেলেন এবং এই বিষয়ে স্বীকারোক্তিও দিয়েছেন। বিষয়টি আমরা বনদপ্তরে জানিয়েছি। ওই ঠিকাদারের বিরুদ্ধে আইনত যা যা ব্যবস্থা নেওয়া তা নেওয়া হবে বলে এমনটাই জানিয়েছেন। তবে গাছ কাটা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এলাকার বাসিন্দাদের অভিযোগ অবৈধভাবে গাছ কাটার কথা ব্লকে জানোর পরেও দীর্ঘক্ষণ গড়িয়ে গেলেও কোন আধিকারিক আসেনি ঘটনাস্থলে। তাহলে কি এখানে প্রশাসনের মদতে এই গাছ কাটা চলছিল। যদি ভুল করে এই গাছ কাটার হয়ে থাকে তাহলে এই ভুলের মাশুল দেবে কে? প্রশাসন নাকি ঠিকাদার? যদিও এ বিষয়ে বনদপ্তরের আধিকারিক তিনি জানিয়েছেন ব্লকের বিডিও এই বিষয়ে তাকে জানিয়েছেন এবং তিনি ওই ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা নেবেন।

মিথ্যা পুলিশ
03/07/2025

মিথ্যা পুলিশ

03/07/2025

শ্রী শ্রী সিদ্ধিদাতা গনেশ, চন্ডী ও শীতলা মাতার পূজার্চ্চনা।। জানা লাইট -এর বাড়ির পূজার্চ্চনা।। সাউন্ড- আর আর মিউজিক (বারবাটিয়া) ।। LED Screen ও সরাসরি সম্প্রসারনে- জানা স্টুডিও (কৌড়দা :: এগরা :: পূর্ব মেদিনীপুর) :: যোগাযোগ- ৯৭৩৫৬৬১৯৭৭ // ৮৩২৭৪৫৬৬৮৩ || সমগ্র অনুষ্ঠানটি লাইভ দেখতে চোখ রাখুন জানা স্টুডিও চ্যানেলে.....!!

৪ জুলাই শুক্রবার বিকেল ৩ টায়
02/07/2025

৪ জুলাই শুক্রবার বিকেল ৩ টায়

30/06/2025

সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতির অন‍্যতম পরিচিত তৃণমূল নেত্রী। তাঁর দাবি মতো সরকারি কাজে কারও বাড়ি দেখা করতে গিয়েছিলেন। তা তাঁরই দলের কিছু লোকের তা পছন্দ হয়নি। এই মহিলাটিকে নিয়ে দিনে দুপুরে রাস্তার মাঝে কী আচরণ করছে দেখুন! তাঁকে রক্ষা করতে গেলে আর এক তৃণমূল কর্মীকেও মারধর করা হয়।

30/06/2025

লজ্জার দৃশ্য খড়্গপুরে! তৃণমূল নেত্রীর 'দিদিগিরি', প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার!

ফের তৃণমূল নেত্রীর বেনজির 'দিদিগিরি'। এদিন প্রকাশ্য রাস্তায় প্রবীণ প্রাক্তন সিপিএম নেতাকে মারধর, মুখে কালি। মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলে ও তাঁর দলবলের রাস্তায় ফেলে মার। এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, ৬৬ বছরের অনিল দাসকে মুখে কালি লাগিয়ে দেওয়ারও অভিযোগ। এই ঘটনায় তৃণমূল নেত্রী বেবি কোলে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই অনিল দাস তিনি প্রাক্তন সিপিএম নেতা, তিনি এখন একটি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত। বাইক চালিয়ে যাওয়ার সময় খড়গপুরের খরিদা মোড়ের কাছে তাকে আটকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ।
অনিল দাস তিনি জানান এই তৃণমূল নেত্রী বেবি কোলে এলাকায় অন্যায় কাজ করে চলেছে । সেই অন্যায়ের প্রতিবাদ আমরা থানায় এসে করি। আজ আমি যখন বাইকে করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওঁরা আগে থেকেই পরিকল্পিতভাবে বসে ছিল। হঠাৎ আমায় রাস্তায় ফেলে এলোপাথারিভাবে মারধর করল। আমার জামার পকেটে হাজার তিনেক টাকা ছিল সেই টাকা আমার পকেট থেকে ছিনিয়ে নেয়। এছাড়াও পকেটে মোবাইল ছিল সেটাও নিয়ে নিয়েছে।প্রাণে বাঁচার জন্য আমি ভয়ে দোকানে গিয়ে ঢুকি। সেখান থেকে আমাকে টেনে বের করে নিয়ে আসে। আজ আমাকে ওরা মিলে প্রাণে মেরে দিত। এই রাজ্যে অন্যায়ের প্রতিবাদ করলে এমন অবস্থা হয়। এদিকে তৃণমূল নেত্রী ববি কোয়েল তিনি জানিয়েছেন এই বাম নেতা তিনি তাদের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন।এই ঘটনায় ভাইরাল ভিডিও দেখি শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন তারা এই ঘটনার নিন্দা জানাচ্ছেন। কি করে একজন প্রবীণ মানুষকে এইভাবে রাস্তায় ফেলে মারধর করতে পারে এরা।

প্রতিবাদ করলেই সমস্যা
30/06/2025

প্রতিবাদ করলেই সমস্যা

কসবা কাণ্ডে পিছাবনীতে বি জে পি-র মিছিল
30/06/2025

কসবা কাণ্ডে পিছাবনীতে বি জে পি-র মিছিল

কশতলা দ্বারিকানাথ সমবায় সমিতির নির্বাচনে জয়ী বি জে পি
30/06/2025

কশতলা দ্বারিকানাথ সমবায় সমিতির নির্বাচনে জয়ী বি জে পি

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Patashpur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share