AJMAL MEDIA

AJMAL MEDIA আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন তার সাথে কিসের হিসাব/যিনি বে হিশাবে দান করেন ✓

14/06/2025

Iqra Islamic academy

06/06/2025

হাজি সাহেবরা কেন্দ্র সরকারকে পর্যাপ্ত পরিমাণে টাকা দেওয়ার পরেও সরকারিভাবে যাওয়া ভারতীয় হাজি সাহেবদের দুরাবস্থা কেন? হজ্ব থেকে Haj Committee of India কে প্রশ্ন করছেন হাজ্বী সাহেবগন। জ্বীবনে একবারই হজ্ব ফরজ হয় সেটাও ভালোভাবে আপনারা করতে দেবেন না?

06/06/2025

লাব্বাইক আল্লাহ ুম্মা লাব্বাই লা শারিকা লাকা লাব্বাই ইন্নাল হামদা অননী মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বইক

06/06/2025

আজকে আরাফার দিন প্রত্যেক হাজী আরাফাতে হাজির হবে//এবং তকবিরের ধ্বনি চলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ //সবাই বেশি বেশি করে শেয়ার করুন প্রত্যেক মুসলমানের কাছে এই ভিডিওটি পৌছে দিন

05/06/2025

দুটাকার দাঙ্গাবাজ দুটো লাঠি পিঠে পড়তেই সব দাবাংবাজি ফুস হয়ে গেলো। এই বাংলার মাটি রবীন্দ্রনাথের, এই মাটি নজরুলের। এখনো অবধি দুষ্কৃতীরা বহু চেষ্টা চালিয়েও বাংলার মানুষকে ভাঙতে পারেনি।
যে ঘটনার আমরা সাক্ষী হলাম গতকাল হাতিয়ারা তে তা সত্যি তীব্র নিন্দনীয়। কিন্তু সমাজের শৃঙ্খলা কে বজায় রেখে আমরা আইন হাতে তুলে নেবো না, আর একটু গভীরে গিয়ে যদি বলি তো আমার ধর্ম আমাকে আর যাইহোক এরকম কুকর্ম করার অধিকার আমাকে দেয়না।

উপযুক্ত শাস্তির দাবিতে আমরা আওয়াজ তুলতেই থাকবো, কিন্তু আইন আমরা হাতে তুলে নেবো না। আর শেষ কথা এই কিছু ছোটলোক দের কার্যকলাপ দেখে বাকিদের কে বাজে ভাবার কোনো কারণ নেই।

জয় হিন্দ 🇮🇳

05/06/2025

নিউটাউন, হাতিয়াড়া গোটে গড়ুর ব্যাবসা করার কারণে RSS এর কিছু ছেলে এসে মুসলিম ব্যাবসায়ী সাহারুখকে মারধর করে। এলাকার মানুষ RSS এর ছেলেদেরকে ঘেরাও করতে গেলে ১জনকে ধরতে পারে বাকিরা পালিয়ে যায়। জনগণের বক্তব্য ছিলো বাকিদেরকে ধরে না আনলে একজনকে ছাড়া হবে না, পরে পুলিশ র‍্যাফ তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাহরুখ হসপিটালে ভর্তি রয়েছে।

04/06/2025

উত্তর প্রদেশের অলি গলির ছুটকো নেতাদের ও কত পাওয়ার যে উত্তর প্রদেশের পুলিশের গায়ে হাত দিচ্ছে।
পুলিশ সম্পর্কে অনুব্রত মন্ডলের মন্তব্য আমরা সমর্থন করি না, কিন্তু BJP West Bengal যেভাবে অনুব্রত সম্পর্কে তীব্র প্রতিবাদ করেছিলেন তারা কি আজ উত্তরপ্রদেশের এই ঘটনার প্রতিবাদ করবেন?

04/06/2025

খাস কলকাতার বেহালাতে বোরখা পরার জন্য মুসলিম যুবতীকে হেনস্থা।।
কারিশ্মা খান বলে এক যুবতী বেহালার এক মহিলার কাছ থেকে পাওনা টাকা আদায় করতে গেলে তার বোরখা নিয়ে হেনস্থা করে মহিলার স্বামী, লোকটি যুবতীকে আরও বলে এটা হিন্দুস্তান এখানে বোরখা পরা চলবে না।।।
একটা অর্ধনগ্ন লোক একটা মুসলিম যুবতীকে বলছে বোরখা পরা চলবে না।।। লজ্জা জনক , এইসব পশুদের ব্যবস্থা করা দরকার

01/06/2025

অসংখ্য ধন্যবাদ এই পুলিশ অফিসারকে যিনি জলপাইগুড়িতে একজন মুসলিম মা ও তাঁর সন্তানকে গো -মাংসের কারনে mob lynching করে হত্যার হাত থেকে কোনোক্রমে বাঁচিয়েছেন‼️শুয়োর অধিকারী এই সৎ এবং সাহসী পুলিশ অফিসারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে বিষ ছড়াচ্ছে‼️

01/06/2025

Address

Kolkata
743502

Alerts

Be the first to know and let us send you an email when AJMAL MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share