গল্প হলেও সত্যি Golpo holeo shotti

  • Home
  • India
  • KOLKATA
  • গল্প হলেও সত্যি Golpo holeo shotti

গল্প হলেও সত্যি Golpo holeo shotti আয়নায় যেমন মুখ দেখাবে..তেমনই দেখবে..স্বর্গ নরক বলে কিছু নেই..যা আছে সব এখানেই.. পাশে থেকো.. 😊🙏💖
(3)

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
10/09/2025

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers! Thanks to my all followers and facebook team 😊💝🙏

06/09/2025

সোনাঝুরি গেলে হাতে অনেকটা সময় নিয়ে যেতে হয়। নাহলে পুরোটা ঘুরে দেখে শেষ করা যায় না। এত বড়ো মেলা বা হাট যাই বলো,আর কোথাও বসে না। এখান থেকে শুধুই যে যারা পর্যটক,শান্তিনিকেতন বেড়াতে এসে জিনিস কেনেন তা নয়। অনেক হোলসেলাররাও আসেন মাল নিতে। কলকাতার দু ,একটি পরিচিত বুটিক থেকেও শাড়ি, কুর্তি নিতে এসেছেন,দেখা হয়ে গেছে। আজ রইল শনিবারের সোনাঝুরির তৃতীয় পর্ব। আমরা কিনলাম শাড়ি,গয়না,আর বেশ কিছু উপহার। গল্প রইল তারই। আগামী পর্বে শেষ করব শনিবারের সোনাঝুরির গল্প। যারা ভাবছ পুজোর আগে কিছু মার্কেটিং বাকি,টুক করে একটা শুক্রবার দেখে বেরিয়ে পড়তেই পারো। শনিবার হাট ঘুরে শপিং সেরে রবিবার কলকাতায় ফেরা। 😊💝🙏

05/09/2025

শান্তিনিকেতনের অন্যান্য মার্কেট থেকে সোনাঝুরির জিনিসপত্র বেশ কম দাম। একটু দরাদরি করতে হয় যদিও সেই আমাদের গড়িয়াহাট বা হাতিবাগানের মত,তবে জিনিস ভালো। ওখানকার কিছু লোকজন আবার বলেন কোয়ালিটির তফাৎ আছে। আমি সেরকম কিছু বুঝিনি অন্তত জামা কাপড় বা ঘর সাজানোর জিনিসের ক্ষেত্রে। ব্যাগের কোয়ালিটি আমার কুটিরে অবশ্যই বেশি ভালো,তবে চামড়ার। কাপড়ের ব্যাগ এবং তার ভ্যারাইটি সোনাঝুরির মত কোথাও পাইনি। এবার সমবায়িকা গেছিলাম কিছু জামা,কাপড় কিনতে,যা দাম শুনলাম একটা কিনে বেরিয়ে এসেছি। আজকাল ভীষণ ভাল কোয়ালিটি,দারুন ভালো জিনিস,অনেক দামি কিছু কিনতে সত্যি বলতে কি ভালো লাগে না। জানি না আর কে একমত হবেন আমার সাথে,কিন্তু মোটামুটি এক বছর একটা শাড়ি বা,কামিজ চললেই হলো আবার তো পরের বছর পুজোয় শপিং করতে হবে। তিরিশ বছর সংসার করতে করতে আলমারিতে দামি শাড়ি,জামা কাপড়ের পাল্লা বেশ ভারি। অহেতুক জায়গা দখল করে রাখে। না পারি সব সময় চট করে পরতে না কাউকে দিয়ে দিতে। ঐ অমুকে দিয়েছিল,তমুকে দিয়েছিল কিংবা সেই বেড়াতে গিয়ে প্রথম কটকি সিল্ক,গায়ের চাদর! জানি সবারই কম বেশি আমার মতোই অবস্থা। আমাদের সে সময়ের ভারি ভারি শাড়ি বা চকচকে সিল্কের কামিজ আজকালকার মেয়েরা কেউ পরতে চায় না। কি হবে নতুন করে আবার এত দাম দিয়ে কিনে কিনে স্মৃতি জমিয়ে!! এখনকার জামদানির মতোই হালকা ফুলকা অল্প দামের,আরামদায়ক কাপড় জামা কিনতে পরতেই আজকাল ভালো লাগে। আর সেসবের জন্য সোনাঝুরি দি বেস্ট। দেখো কি কি কিনলাম। আজ রইল দ্বিতীয় পর্ব। 😊💝🙏

04/09/2025

শান্তিনিকেতন যাব আর সোনাঝুরি যাব না,তাই কি হয়? আসার আগের দিন ছিল শনিবার আর শনিবার মানেই হাট। কিন্তু একটা পর্বে সব গল্প বলতে গেলে,সব জিনিস দেখাতে গেলে বিরাট ভিডিও হয়ে যাবে। সেজন্য ছোট্ট ছোট্ট করে কয়েকটা পর্বে শনিবারের সোনাঝুরি গল্প বলব ঠিক করেছি। পুজোর বাজার বলে কথা,একটু তো গল্প থাকবেই। আমাদেরটা কমপ্লিট। তোমাদের কার কেমন পুজোর বাজার হচ্ছে ভিডিও দিও কিন্তু,আমারো দেখতে ভালো লাগে। 😊💕🙏

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
03/09/2025

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers! Thanks to facebook.. Thanks friends. 💞🙏😊

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when গল্প হলেও সত্যি Golpo holeo shotti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share