15/05/2025
🎄 🎄
🗻:- ~ ~-:🗻
দার্জিলিং হিমালয়ে সিটং একটি মনোরম ও ছবির মতো সুন্দর লেপচা গ্রাম। চারিধারে প্রাচীন গাছ, সিনকোনা বাগান, অজানা পাখির শিস। গ্রামের নিচ দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী। শিলিগুড়ি / নিউ জলপাইগুড়ি থেকে ৫৫ কিলোমিটার ও দার্জিলিং শহর থেকে মাত্র ৩৬ কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৪৫০০ ফুট সিটং-এর। পাইন, কমলালেবু ও চা বাগানে ঘেরা পাহাড়ি গ্রাম। প্রতিদিনের ব্যস্ত জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে এবং ভেসে বেড়ানো মেঘের কোলে নির্জনে কয়েকটা দিন যদি কাটাতে চান, দার্জিলিং-এর সিটং-এ আসতে পারেন। এখানে হোমস্টের বিছানা, জানালা ও বারান্দা দিয়ে সারাদিন ধরে কাঞ্চনজঙ্ঘা-কে উপভোগ করতে পারবেন। কমলালেবু বাগান ও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতেই প্রত্যেক বছরই দূর দূরান্ত থেকে প্রচুর ভ্রমণপ্রেমী মানুষ ভিড় জমায় এই গ্রামে। এরকম সুন্দর ভিউ পেতে View Kanchan Homestay- তে দুদিন কাটিয়ে যেতে পারেন। আমাদের হোমস্টে সামনেই নিজস্ব কমলালেবু বাগানে নিজ হাতে লেবু খাওয়ার আনন্দ নিতে পারবেন। আপনি এখান থেকে কাছেই সিটং মনেস্ট্রি, অহলধারা ৩৬০° ভিউ পয়েন্ট, নামথিং পোখরি, লাটপাঞ্চার, যোগিঘাট, লেপচা ফলস, রবীন্দ্র মিউজিয়াম, মহালদিরাম চা বাগান ঘুরে নিতে পারবেন। প্রতিরুমে ৩-৪ জন শেয়ারিং ৪ বেলা খাওয়া সহ মাথাপিছু খরচ মাত্র ১০০০/- টাকা প্রতিদিন। প্রতিরুমে ২ জন শেয়ারিং ৪ বেলা খাওয়া সহ মাথাপিছু খরচ মাত্র ১২০০/- টাকা প্রতিদিন। এছাড়া নর্থবেঙ্গলে যেকোনো অফবীটে বুকিং এর জন্য যোগাযোগ করুন। পিকআপ/ড্রপ সাইটসিনের গাড়ির ব্যবস্থা আছে। বুকিং-এর জন্য যোগাযোগ করতে পারেন : View Kanchan Homestay, Upper Sittong, Darjeeling. Mobile or Whatsaap: +91 8100 486 485