23/07/2023
*কথা-২*
কী ভাবছ? "মনটাকে আরেকটু দামী করলে ভালো হতো না?" নাকি, "ইসস্! কী সস্তাদরে নিজেকে বিকিয়ে দিয়েছি!!"। বড্ড ভুল হয়ে গেছে না? নিশ্চয়ই হয়েছে। আবার অতীত ঘুরে দেখতে গিয়ে নিজেকে বড্ড বোকা মনে হতেই পারে। তবে, কথায় আছে না 'সব ঘটেই মঙ্গল আছে'? মানে, তোমার বোকামিটা বোকামি নাও হতে পারে। একটা ছোট্ট মেসেজের রিপ্লাই-এ একপাতা রচনা লেখাটা বোকামি নয়, তুমি হলে আবেগের সওদাগর। আবার, কোনো ভুল না করেও বারবার অকারন ক্ষমা চাওয়ার নাম 'মাথা বিকিয়ে দেওয়া' নয়, তোমার সেই মিষ্টি, নিষ্পাপ, শান্তিপ্রিয় মনের পরিচয়। যখন তুমি প্রথম রিং- এই ফোনটা তুলেছিলে তখন তোমার আবেগী মন প্রমাণ করেছিল সেও তাদের সময়ের গুরুত্ব বোঝে। হাজার দুর্ব্যবহার সহ্য করার পরেও তুমি যখন আবার তাদের জড়িয়ে ধরেছিলে, ঠিক তখনই তোমার রাজ্যাভিষেক হয়েছিল। তুমি সেদিন প্রেমরাজ্যের রাজা হয়েছিলে! তাদের ছোট ছোট আবদার রাখতে মাঝেমধ্যে নিজের গন্ডীর বাইরে বেরিয়ে যাওয়াটা ভুল ছিল না, তুমি শুধু তাদের শেখাতে চেষ্টা করেছিলে "ইচ্ছে থাকলে কী না হয়!"
এত কিছুর পরেও তবু তোমার ভুল তো একটা ছিলই, তুমি তাদের মনে নিজের ঘরের ঠিকানা নিতে ভুলে গিয়েছিলে। তাদের চোখে তোমার বাড়ি ফেরার রাস্তাটা আর খোঁজা হয়ে ওঠেনি তোমার। দোষ তোমার নয়, তুমি তো নিজের মনের রাজপ্রসাদটাই তাদের নামে করে দিয়েছিলে, আর তারা তোমায় কুটির দিতেও কুন্ঠাবোধ করেছে। আর সবশেষে, তুমি নিজেকেও হারিয়ে ফেলেছিলে তাদের চাওয়া-পাওয়ার জঞ্জালে। আসলে, ছলনাহীন মনের কোন দাম হয়না। অমৃতের দাম কি কারও জানা আছে?? দাম জানা যায় বিষের, বিষাক্ত মনের। তাই মনের দাম বাড়ল না কমলো সেই ভাবনায় নাহয় নাই জড়ালে। যেমন আছ, তেমনি থাক। সরলতা, বিশ্বস্ততা আর নিঃস্বার্থ ভালোবাসা ভুল মানুষের প্রতি হলেও, কখনো ভুল প্রবৃত্তি হতে পারে না।
-চিত্রিতা দে