24/11/2024
অস্ট্রেলিয়ায় বসন্তের সৌন্দর্য: একটি ফুলের দেশ
এখানকার বসন্ত আমাকে রোজ বিস্মিত করে তুলে. কলকাতায় শুধু নয়, ভারতের অনেক জায়গায় এখন প্রকৃতির ঋতু বৈচিত্র ধরা পড়া মুশকিল. কিন্তু অস্ট্রেলিয়ায় প্রকৃতি যেনো নিজেকে তার রূপের আলোয় ভরিয়ে রেখেছে. অষ্টাদশী বালিকার রূপের ছটা এতটাই যে , আপনার ব্যস্ততম সময় ও বলবে একটু দাঁড়িয়ে যা. চোখ ভরে আগে দেখে নে. বসন্ত অস্ট্রেলিয়ায় একটি অত্যন্ত রঙিন এবং জীবন্ত সময়। যখন ঋতু পরিবর্তন হয়, প্রকৃতির রূপ যেন এক নতুন সাজে সজ্জিত হয়। বসন্তের এই সময়ে ফুলেরা ফুটে ওঠে, প্রকৃতি জীবিত হয়ে ওঠে, আর দেশটির নানা প্রান্তে মেলে এক অসাধারণ ফুলের বাহার।
অস্ট্রেলিয়ায় বসন্ত শুরু হয় সেপ্টেম্বর মাসে এবং নভেম্বর মাসে শেষ হয়। এই সময়ে শীতল শীতের পর প্রকৃতি এক নতুন রূপে সেজে ওঠে, তাপমাত্রা মৃদু হয় এবং দিনের আলো দীর্ঘ হয়। অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য বসন্তে এক অন্য রূপ ধারণ করে।
উত্তরাঞ্চল ও ট্রপিক্যাল অঞ্চলে বসন্ত আসে বর্ষার আগমন হিসেবে, যেখানে কিছু প্রান্তে বৃষ্টির পর নতুন গাছপালা এবং ফুল ফুটে ওঠে।
দক্ষিণাঞ্চলের শহরগুলোতে, যেমন সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেডে বসন্ত হয় মৃদু এবং কখনও কখনও বৃষ্টির ফলে প্রকৃতি এক সুন্দরভাবে সেজে ওঠে।
আমি যেহেতু সিডনি তে থাকি, রোজ সকালে অফিস যাওয়ার সময় এই প্রকৃতি আমাকে তার অপরূপ রূপ এ মোহিত করে. তার একটি ছোট উপস্হাপনা আজ আপনাদের সামনে আনলাম.