Soumik Dey

Soumik Dey Digital Creator Cricket lover..

প্রথমে আসি গল্পটা খুব অন্যরকম.... এরকম গল্প বাংলা সিনেমায় খুব কম দেখেছি।এই গল্পের নায়ক ভানু। যাকে দুটো জীবন বাঁচতে হয়...
16/08/2025

প্রথমে আসি গল্পটা খুব অন্যরকম....
এরকম গল্প বাংলা সিনেমায় খুব কম দেখেছি।
এই গল্পের নায়ক ভানু। যাকে দুটো জীবন বাঁচতে হয়। দ্বিতীয় জীবনে, যার প্রথম জীবনের অস্তিত্ব নেই। কিন্তু সে সেই প্রথম জীবনের ঘরেই ফিরতে চায়। ভানু আজ উগ্রপন্থী। তাঁর ভানু নামটাও হারিয়ে গিয়েছে। বৃদ্ধের ভূমিকায় দেব-এর এন্ট্রি পর্দায়। সত্যি কী দেব বৃদ্ধ! ছদ্মবেশে ভানু হাজির হয় তাঁর বাল্যবন্ধু যোগেশের আস্তানায়। যোগেশ অবাক হয়ে যায় এই বৃদ্ধ ভদ্রলোক ৫০ পেরিয়ে ৬০ টা pushups দেয় কী ভাবে? বন্ধুর জহুরির চোখ চিনে নেয় এ তো তাঁর হারিয়ে যাওয়া বন্ধু ভানু........
অনুপম রায়ের সুরে ও ইন্দ্রদীপ দাশগুপ্তর আবহে প্রতিটি গান মন ছুঁয়ে যায়। সবথেকে শুরুতেই মন ভাল করে অরিজিৎ সিং-শ্রেয়া ঘোষালের 'গানে গানে'। ছবির ইমোশন টাকে আরো গাঢ় করে ঈশান মিত্রের কণ্ঠে 'হবে না দেখা'। তেমনই মা-ছেলের মায়ায় ভরা গান অনুপম রায়ের 'মা'।
নচিকেতার গলায় এই ছবির গান সেই 'চ্যালেঞ্জ' ছবির নস্টালজিয়াকে ফেরত আনলো।

"ধুমকেতু উৎসব"
বাস্তবেই তাই...
যাঁদের জুটি পর্দাতে যতখানি সুপারহিট, ব্যক্তিগত জীবনও ততখানি চর্চিত।
সেই জুটি যদি নায়ক-নায়িকার বহু যুগ পর একসঙ্গে ফিরে আসা হয়, তাহলে তো কথাই নেই।
হাউস ফুল একদম।
Dev দা Subhashree দির ক্যামব্যাক তো মানুষের মন ভরিয়ে দিয়েছে কিন্তু Rudranil Ghosh দা সেরা।
একটা প্রমের গল্প ভেবেছিলাম কিন্তু কোথাও গিয়ে বন্ধুত্ব যেন মানুষকে ইমোশনালি কানেক্ট করে দিল....
ছবিটার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো কলাকুশলীদের অভিনয়....

(শুভশ্রী দি একটা ইন্টারভিউতে বলেছিল এখন সে অনেক পরিণত একজন অভিনেত্রী,দর্শকের ভালো লাগবে কিনা জানিনা)
কিন্তু আমি একজন বাংলা সিনেমার এবং জুটির ভক্ত হিসেবে বলছি এটা তাদের লাইফের ( একসাথে করা) সবচেয়ে "matured" ছবি....

অভিনয় কারও সন্দেহ করা করার উপায় রাখলো না....
দেবদা বরাবর বলে এসেছে এটা তাদের জীবনের শ্রেষ্ঠ ছবি। এবং শ্রেষ্ঠ অভিনয়
সেটাও চোখে পড়ল
গান তো হিটই।
অনুপম রায় বলে কথা।

যতই আসুক ওয়ার টু
হল কাঁপাবে ধূমকেতু ❤👊

শিরায় শিরায় রক্ত
দেবদার ভক্ত☺❤
(সবশেষে বলবো ক্লাইম্যাক্স সিন টা একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? )
( আমি কোন রিভিউয়ার নই এটি সম্পূর্ণ ব্যক্তিগত মত)
Dev Subhashree Ganguly Dev Entertainment Ventures

"যা যা বলে দে তোর বাপ এসেছে"সত্যিই নিন্দুকদের জন্য একটি নিঃশব্দে জবাব দিয়ে দিল   দা🔥🔥 #শ্যাম  #মাহাতোর সেই স্পেশাল ডায়...
20/12/2024

"যা যা বলে দে তোর বাপ এসেছে"
সত্যিই নিন্দুকদের জন্য একটি নিঃশব্দে জবাব দিয়ে দিল দা🔥🔥
#শ্যাম #মাহাতোর সেই স্পেশাল ডায়লগ "ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবিছিস একশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ... "🔥🔥
এই একটা ডায়লগ এ যে পরিমাণ সিটি চেঁচামেচি শুনলাম হলে জাস্ট অসাধারণ.....🔥😍
বহুদিন পর একটা সিনেমায় হল গমগম করছে চেঁচামেচিতে.....
উচ্চারণ নিয়ে ট্রোল হওয়া দেব উচ্চমানের অভিনেতা হয়ে উঠেছে..
তবে অভিনেতা হিসেবে ট্রোল হবার রাস্তা তিনি বন্ধ করে দিলেন just hard work দিয়ে....
Honesty দিয়ে কতদূর উঠা যায় সেটা তুমিই শেখালে...
"আজ এই জমি খাদান হবে, নাহলে শ্মশান।"🔥🔥
2024 এ বছর শেষের দিকে এরকম টুইস্ট, অ্যাকশন, রোমান্টিক সিন এবং গানে ভরপুর একটা বাংলা মুভি দেখতে পারবো কল্পনাও করিনি...❤️
"জয় গুরু" দাদা অসাধারণ অভিনয়ের মাধ্যমে প্রথম থেকে শেষ অব্দি যা খেল দেখালেন.....Hats off
লাস্টে #মোহোন #দাস এর সেই টুইস্ট টা জাস্ট অসাধারণ🔥😍
বাংলা সিনেমা জগতকে আবারো আগের রূপে রূপান্তরিত করার একটা আলাদাই চেষ্টা করা হয়েছে, এবং সেটা পুরোপুরি সফলতা পেয়েছে। ❤️❤️
𝖤𝗑𝖼𝖾𝗅𝗅𝖾𝗇𝗍 𝖮𝗉𝖾𝗇𝗂𝗇𝗀 কন্ফার্ম, দেখা যাক ব্লকবাস্টার হয় কিনা। আশা রাখি বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বড় একটা বক্স অফিস করবে....
সেই পুরনো #দেব কে ফেরত পেলাম...
সকল কলাকুশলীদের অগ্রিম ব্লকবাস্টার এর জন্য অভিনন্দন জানাই❤😍

Go Watch Blockbuster Superhit In Theatres…
#খাদান Dev Dev Entertainment Ventures Surinder Films Idhika Paul Jisshu U Sengupta

       ⭐⭐⭐⭐⭐ (5) ফিল্মি জীবনে হিরো হওয়া হয়তো খুব সহজ, কিন্তু বাস্তব জীবনের হিরো হওয়া সত্যিই খুব কঠিন। বাঘাযতীন!!আমাদে...
04/11/2023


⭐⭐⭐⭐⭐ (5)
ফিল্মি জীবনে হিরো হওয়া হয়তো খুব সহজ, কিন্তু বাস্তব জীবনের হিরো হওয়া সত্যিই খুব কঠিন।
বাঘাযতীন!!
আমাদের বাংলার অনেক ইতিহাস লোকচক্ষুর আড়ালে থেকে গেছে। আমাদের এই প্রজন্মকে এভাবে অনেক অজানা তথ্য ও নামের সাথে পরিচয় করানোর জন্য #দেব দা কে ধন্যবাদ। আমার মনে হয় এই বাংলায় অনেক অজানা ইতিহাস আছে ও তাদের অবদান আছে আমাদের এই স্বাধীন ভারতে।
"যতীন মুখার্জি হয় লড়ে না হয় মরে, কিন্তু ধরা দেয় না" - #দেব দার মুখে এই লাইনটা just সেরা লাগলো। 😍 আর অভিনয় নিয়ে তো কোনো কথাই হবে না। এই সিনেমায় প্রত্যেকের চরিত্রই অসম্ভব সুন্দর ছিল। বেশি বিস্তারিত কথায় গেলাম না, দেখে যা মনে হল দেবের ক্যারিয়ারে আমার দেখা শ্রেষ্ঠ ছবি....
Rupam Islam স্যারের গাওয়া "এই দেশ আমার" গানটা গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার জন্য যথেষ্ট🔥

"আমরা মরলে জগত বাঁচবে ইতিহাসেও নাম থাকবে" লাইন টা Just wow❤😍

Snigdhajit Bhowmik দাদার "জাগো রে বাঘা" গানটা অসাধারণ উত্তেজনা সৃষ্টি করে👏✊👍। রক্ত গরম করে দেয় ✨ 🔥🔥🔥

যুগে যুগে ফাটে আকাশ
নামে এক বীর
চিত্ত যেথা ভয় শূন্য
উচ্চ যেথা শির।🔥🔥

শেষে Arijit Singh স্যারের গাওয়া "আসবো ফিরে" গানটির সাথে স্ক্রিন প্লে জাস্ট ❤।গান টা ইমোশনালি কানেক্ট করবে প্রত্যেক দর্শক কে।

আসব ফিরে, আজ আসি ❤

মায়ের ডাকে সাড়া না দিয়ে কি পারি?
থেকে গেলে পায়ের ছাপ, ফিরব বাড়ি
ফিরব কারোর সোহাগ হয়ে,
কারোর মাথার ছাঁদ হব
এবার শুধু শহীদি’তে ভাইবোনেদের কাঁধ হব....... ❤🥺

যিনি পরিচালনা করেছেন অরুণ রায় স্যার। মাথা নত করে প্রণাম জানাই তাকে। কী করেছেন উনি! এর আগে ওনার বিনয় বাদল দিনেশ দেখেছি! কিন্তু এতটা উত্তেজনা কর ডিরেকশন দেখিনি।

বাঘা যতীন ছবির প্রত্যেক অভিনেতার মাথার ঘাম পায়ে ফেলার অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানাই। এবং বাঘাযতীন সহ সমস্ত বিপ্লবীদের দেশের স্বাধীনতার জন্য রক্ত, ঘাম ঝরানো লড়াই কে মাথা নত করে শ্রদ্ধা ও প্রণাম জানাই।

জয় হিন্দ,বন্দেমাতরম....✊🏻🇮🇳

Dev Dev Entertainment Ventures Sreeja Dutta Sreeja Dutta

Itz Souvik and Rita Sarkar with me❤

“ইচ্ছা শক্তিই জগৎ কে পরিচালনা করে থাকে।”“কাজ করো নির্ভীকভাবে। এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে।„“নিজের উপর বিশ্বাস না এলে...
11/01/2023

“ইচ্ছা শক্তিই জগৎ কে পরিচালনা করে থাকে।”

“কাজ করো নির্ভীকভাবে। এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে।„

“নিজের উপর বিশ্বাস না এলে … ঈশ্বরের উপর বিশ্বাস আসে না।”

“শুধু বড়ো লোক হয়ো না … বড় মানুষ হও।”

“যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে; আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।”

“জীবে প্রেম করে যেই জন
সেই জন সেবিছে ঈশ্বর।”

১৮৯৩ খ্রিষ্টাব্দের বিশ্ব ধর্ম মহাসভায় ভারতবর্ষ ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন এবং আমেরিকার শিকাগোতে বক্তৃতা দেন – যার প্রথম লাইনটি ছিল –

Sisters and brothers of America ….

এই কথাটি শোনা মাত্র গোটা হল ঘর হাততালির আওয়াজে ভরে ওঠে।

অন্যান্য মানুষের একঘেয়ে বক্তৃতা শুনতে শুনতে মানুষ যখন বিরক্ত হয়ে হল ঘর থেকে বেরোনো শুরু করত তখন ঘোষণা করা হত – এবার বক্তৃতা দেবেন বিবেকানন্দ।

৫ মিনিটের মধ্যে আবার হল ঘর ভর্তি হয়ে যেত। এমনি ছিল তার কথার জাদু যা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন। এজন্য বিবেকানন্দকে সবার শেষে বক্তৃতা দিতে দেওয়া হত।

স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ ই জানুয়ারী ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়।
সেই মহা মনিষী স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা🙏, তাঁর চরণে শতকোটি প্রনাম🙏
🙏❤🙏❤

#স্বামী_বিবেকানন্দ
#শুভ_জন্ম_বার্ষিকী

আমি সচরাচর ওয়েব সিরিজ দেখিনা আজ দেখে মজা লাগলো...অঙ্কুশদার এরকম রূপ এর আগে দেখিনি। অভিনয় নিয়ে আমার সেরকম জ্ঞান নেই কি...
09/01/2023

আমি সচরাচর ওয়েব সিরিজ দেখিনা আজ দেখে মজা লাগলো...
অঙ্কুশদার এরকম রূপ এর আগে দেখিনি। অভিনয় নিয়ে আমার সেরকম জ্ঞান নেই কিন্তু আজকে বেশ ভালো লাগলো অঙ্কুশদার আর সন্দীপ্তা দির অভিনয়।
কেষ্ট চরিত্রটা খুব মানিয়েছে. ।।❤
দারুন হয়েছে,গল্পটা খুবই ভালো লাগলো❤❤❤❤❤
Ankush Hazra
Sandipta Sen


ZEE5

You will stay close to hearts forever ❤️The king of football has left us but his legacy will never be forgotten. RIP KIN...
30/12/2022

You will stay close to hearts forever ❤️
The king of football has left us but his legacy will never be forgotten. RIP KING ...

Rest In Peace Legend Pele
❤🥺🇧🇷

- মাত্র ২৩ বছর বয়সে ১ টি বিশ্বকাপ! 🏆- ২ টি বিশ্বকাপ খেলেই মোট ১২ টি গোল! ⚽- গোল্ডেন বুট! - ২০২২ ফাইনালে হ্যাট্রিক! ⭐এমন ...
20/12/2022

- মাত্র ২৩ বছর বয়সে ১ টি বিশ্বকাপ! 🏆
- ২ টি বিশ্বকাপ খেলেই মোট ১২ টি গোল! ⚽
- গোল্ডেন বুট!
- ২০২২ ফাইনালে হ্যাট্রিক! ⭐

এমন কিছু নেই যে ছেলেটা অর্জন করেনি! সত্যিই ছেলেটা প্রশংসার যোগ্য! ❤️🙂
শুভ ২৪ তম জন্মদিন কিলিয়ান এমবাপ্পে! ✨🎂

ফিফা বিশ্বকাপের ফাইনালে এমবাপ্পে তার সেরাটা দিয়েছো! 😔👏- ভেঙে পড়োনা চ্যাম্প! তোমার লড়াই এখনো অনেক বাকি! ⚽👑লড়াই টা মনে...
18/12/2022

ফিফা বিশ্বকাপের ফাইনালে এমবাপ্পে তার সেরাটা দিয়েছো! 😔👏
- ভেঙে পড়োনা চ্যাম্প! তোমার লড়াই এখনো অনেক বাকি! ⚽👑
লড়াই টা মনে থাকবে চ্যাম্প।
🇫🇷❤🇫🇷
হতে পারে তুমি হেরো গেছো... 🥹♥️ কিন্তু আজকের ম্যাচ এর নায়ক হচ্ছো তুমি ❤‍🩹 💥তোমায় নিয়ে যতটা প্রশংসা করবো ততটাই কম হয়ে যাবে 🥰🤞🏻... তোমার খেলায় আজ আমি মুগ্ধ হয়ে গেলাম।।♥👀😊 তোমার আজকের খেলাটা আমি সারাজীবন মনে রেখে দেবো 🥺❤️☺️ Kylian Mbappé ♥✨

একজন ব্রাজিল সমর্থক এর পক্ষ থেকে ভবিষ্যতের জন্য শুভকামনা রইল🇧🇷❤।

একটা মানুষ, যিনি দেশের হয়ে শেষ ম্যাচ খেলতে খেলতে ৩৬ বছর ধরে অপেক্ষায় থাকা গোটা জেনারেশনকে ওয়ার্ল্ড-কাপ উপহার দিয়ে গেলেন।...
18/12/2022

একটা মানুষ, যিনি দেশের হয়ে শেষ ম্যাচ খেলতে খেলতে ৩৬ বছর ধরে অপেক্ষায় থাকা গোটা জেনারেশনকে ওয়ার্ল্ড-কাপ উপহার দিয়ে গেলেন। ক’জন এমন লিজেন্ড হতে পারেন! সারাজীবন মনে রাখবো এই মুহূর্তটাকে… 😇❤️
- ফুটবল ইতিহাস যদি মুছে না যায়!
তাহলে আজকের ফাইনাল ম্যাচটা অমর হয়ে থাকবে ফুটবল ইতিহাসে! 💙🇦🇷

একজন ব্রাজিল সমর্থকের পক্ষ থেকে বিশ্বজয়ী আর্জেন্টিনাকে অভিনন্দন।

Address

Shayamnagar
Kolkata
743133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soumik Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Soumik Dey:

Share