22/10/2020
আমি একটা জিনিস বুঝতে পারি না, একটা ছেলেকেই কেনো তাড়াতাড়ি চাকরি পেতে হবে ভালোবাসার মানুষ টা কে পাওয়ার জন্য...?
মেয়েটার কোনো দায়িত্ব - কর্তব্য নেই..? সে পারে না, সুন্দর একটা ক্যারিয়ার তৈরি করতে..? পারে না চাকরি করে ভালোবাসার মানুষ টার সাথেই সংসার বাঁধার স্বপ্ন দেখতে...?
আর এই যে যারা বাড়ির লোকের বাহানা বানাও, তাদের বলছি, তোরা ভাই প্রেম করার সময় বাড়ির লোকের পারমিশন কেনো নিস না..?
আমার মতে বাড়ির লোকের কোনো দোষ থাকে না,
একটা মেয়ে যদি নিজে ভালো পড়াশোনা করে বা অন্য যা কিছু ক্রিয়েটিভ কাজ করে , সুন্দর একটা ভবিষ্যৎ এর স্বপ্ন দেখে... সংসারে পরিশ্রমী বাবার পাশে দাঁড়াতে চায়, যেমন একটা ছেলে দাঁড়ায়....
ভালোবাসার মানুষ এর হাত টা শক্ত করে ধরে তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে দেয়...
তাহলে কোনো বাবা মা তার মেয়ে কে জোর করে বিয়ে দিয়ে দেয় না..।।
আসলে বেশির ভাগ মেয়েরাই সবসময় চায় পরাধীন হয়ে বাঁচতে, বিয়ের আগে বাবা, বিয়ের পর স্বামী আর বৃদ্ধ বয়সে সন্তানের ওপর নির্ভর করে জড়ো বস্তুর মতো জীবন যাপন করতে...
তাদের চোখে কোনো স্বপ্ন নেই... তারা নিজেকে ভালোবাসে না... তারা নিজের মধ্যের সত্তা কে জাগিয়ে তুলতে পারে না...
শুধু অজুহাত দিতে পারে... এই সেই হাজার অজুহাত...
সন্তান সন্ততির সুন্দর ভবিষৎ হলে কোন বাবা মা খুশি হয় না..? কোন বাবা মা চায়, তার সন্তান সারাজীবন অন্যের পোষা গোলাম হয়ে থাকুক..
কোনো বাবা মা চায় না...!
সবাই চায় তার সন্তান কে সুখী দেখতে...
মেয়েটাও তার ক্যারিয়ার নিয়ে ব্যাস্ত থাকুক, ছেলেটাও দিন রাত কঠোর পরিশ্রম করুক,
একদিন তারা জীবনে একটা ভালো জায়গায় দাঁড়াক ... পয়সা উপার্জন করে তাদের নিজের নিজের পরিবারের পাশে দাঁড়াক..
তারপর দুজন দুজনের পরিবার কে তাদের ভালোবাসার কথা জানাক...
কোন পরিবার মানবে না বলতে পারেন...?
আমি শুধু এটুকু বুঝি, আমাকে নিজের ক্যারিযার টা সাজাতে হবে, আর জীবনে ভালো, খারাপ যাই পরিস্হিতি আসুক না কেনো , প্রিয় মানুষ টার হাত টা শক্ত করে ধরে তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে দিতে হবে...
আর আমাকে নিজে পায়ে দাঁড়িয়ে সেই পরিবার এর পাশে দাঁড়াতে হবে, যে পরিবার আমাকে এতকিছু দিলো...
অর্থ উপার্জন করে নিজের স্বপ্ন গুলো পূরণ করতে হবে...
ভালোবাসার মানুষ টার সমস্ত সুখে দুঃখে পাশে থাকতে শিখতে হয় প্রিয়..., খারাপ পরিস্থিতি তে অজুহাত দিয়ে ছেড়ে যাওয়া নাম ভালোবাসা নয় প্রিয়...
আমি অনেক মেয়ে কে দেখেছি, দিন রাত পরিশ্রম করে অর্থ উপার্জন করে ভাই এর টিউশান এর মাইনে দিতে, মায়ের ওষুধ কিনতে, বাবার দেনা মেটাতে...
ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতে...
দেশের জন্য ভাবতে....
তারা স্বপ্ন দেখতে পারে, তারা নিজেকে ভালবাসতে পারে, তারা ভালোবাসার মানুষ কে অজুহাত দেয় না,
তারা সারাজীবন অন্যের ওপর নির্ভর করে থাকেনা....🍁
✍️ Aloka Basu 🌻