Shibu vai

Shibu vai সবাইকে অনেক ভালোবাসা জানি আমার পেজটা একটু ঘুরে আসার জন্য ❤️❤️

12/07/2025

হনুমান দর্শন করা নাকি শুভ মনে করে🙏🏻😱
এই কথাই আমি শুনে এসেছি ছোটবেলা থেকে তবে ছোটবেলায় পাঁচিলের ধারে কাছে বা আমাদের নিজেদের কাছাকাছি কোন পাড়াতে যদি হনুমান আসতো একদল আমরা ছোটবেলায় বেশ আনন্দ পেতাম আর বলতাম ওই হনুমান কলা খাবি
হঠাৎ করে মনে পড়ে গেল সেই ছোটবেলাকার পুরনো দিনগুলো হনুমান আসামাত্রই আমার কাছে কলা ছিল আমিও সেটাই তাকে দিলাম।
সে খুব আনন্দের সাথে কলাটা আমার কাছ থেকে নিয়ে গেল।
তোমাদের বাড়িতেও কি এরকম হনুমান মাঝেমধ্যেই আসে আসলে পরে তোমরা কি খেতে দাও হনুমানকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। জয় হনুমান। 🙏🏻

12/07/2025

হঠাৎ করে ফোনে একটা ফোন আসে
এক দিদি ফোন করেছিলেন দিদি বললেন আমি মানিকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি গিফট করতে চাই। সূর্য ভাই তুমি প্লিজ একটু কষ্ট করে মানিকে একটা গাড়ি কিনে দাও আমার ওকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে ও যদি আমার কাছে থাকতো ওকে আমি সাথে করে নিয়ে যেতাম ওর জন্মদিনটা আমি সেলিব্রেট করতাম কিন্তু সেটা তো হলো না তবে কলকাতায় ফেরার পর তোমাদের সাথে দেখা করার অনেক ইচ্ছা রইলো আমার
এই কথাগুলো দিদির সোনা মাত্রই আমি আর দিদিকে না করতে পারিনি। দিদি মানিকের এই গাড়িটা গিফট করেছে তবে মানি কিন্তু পছন্দ করেছে। ওকে সাথে করে নিয়েই গেছিলাম।
তোমরা যারা পোস্টটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে মানির গাড়িটা মানে কিন্তু আজকে ভীষণ খুশি 🥺❤️🙏🏻🙏🏻
আমার মেয়েটা এতটা খুশি হয়েছে শুধুমাত্র তোমাদের ভালবাসায় তোমাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদ আমাদের মেয়ের উপর আজীবন রেখো। যেন সুস্থভাবে সুন্দরভাবে মানুষের মতো মানুষ হতে পারে 🙏🏻❤️

12/07/2025
12/07/2025

পূজার পেটে গলব্লাডার স্টোন থেকে ইনফেকশন হয়ে গেছিল অপারেশন হওয়ার আগে 🥺
পূজার সবুজ বমি হচ্ছিল তাই তাড়াহুড়ো করে এমার্জেন্সিতে ভর্তি করতে হয়েছে
গলব্লাডার অপারেশন শুধু হয়নি ওনারে ইনফেকশনটা ছড়িয়ে গেছিল জল বের করতে হয়েছে পেটে পাঁচটা ফুটো করেছে
আমাদের সাথে পশ্চিমবাংলায় অনেকবার ভুল চিকিৎসা সম্মুখীন হতে হয়েছে একবার না চার চার বার ভুল চিকিৎসা হয়েছে আমার বউয়ের
তোমরা পূজার জন্য প্রার্থনা পূজা যেন সুস্থ হয়ে যায় তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমরা যেভাবে পাশে রয়েছো আমাদের পাশে থেকো তোমরা সবাই শেষ নিশ্বাস পর্যন্ত তোমাদের ঋণ আমরা কোনদিন ভুলতে পারবো না🙏🏻🙏🏻

12/07/2025

জয় বড়মা❤️
দেখা মাত্র শেয়ার করে দিন ❤️🥺🙏🏻

12/07/2025
12/07/2025
12/07/2025

Address

Bhadreswar
Kolkata
712124

Alerts

Be the first to know and let us send you an email when Shibu vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share