12/07/2025
হনুমান দর্শন করা নাকি শুভ মনে করে🙏🏻😱
এই কথাই আমি শুনে এসেছি ছোটবেলা থেকে তবে ছোটবেলায় পাঁচিলের ধারে কাছে বা আমাদের নিজেদের কাছাকাছি কোন পাড়াতে যদি হনুমান আসতো একদল আমরা ছোটবেলায় বেশ আনন্দ পেতাম আর বলতাম ওই হনুমান কলা খাবি
হঠাৎ করে মনে পড়ে গেল সেই ছোটবেলাকার পুরনো দিনগুলো হনুমান আসামাত্রই আমার কাছে কলা ছিল আমিও সেটাই তাকে দিলাম।
সে খুব আনন্দের সাথে কলাটা আমার কাছ থেকে নিয়ে গেল।
তোমাদের বাড়িতেও কি এরকম হনুমান মাঝেমধ্যেই আসে আসলে পরে তোমরা কি খেতে দাও হনুমানকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। জয় হনুমান। 🙏🏻