ভাবনা-Vabna

ভাবনা-Vabna খবর যেখানে কথা বলে
(1)

12/10/2025

দীঘার সমুদ্রকে বাঁধা গেলে মুর্শিদাবাদ-মালদার নদীকে বাঁধা যাবে না কেন?

12/10/2025

জল যন্ত্রণা, সমাধান কেথায়?

বীরভূমের শহীদ সেনা জওয়ান সুজয় ঘোষের কফিনবন্দি দেহ গ্রামের বাড়ি পৌঁছুতেই কান্নার রোল। গান স্যালুট জানানো হল শেষ বিদায়। সি...
11/10/2025

বীরভূমের শহীদ সেনা জওয়ান সুজয় ঘোষের কফিনবন্দি দেহ গ্রামের বাড়ি পৌঁছুতেই কান্নার রোল। গান স্যালুট জানানো হল শেষ বিদায়। সিউড়ী বিদ্যাসাগর কলেজের প্রাক্তন ছাত্র সুজয় ঘোষ দেশের জন্য তার প্রাণ উৎসর্গ করেছেন। শনিবার তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিল বীরভূম জেলা প্রশাসন ও সিউড়ী বিদ্যাসাগর কলেজের NCC ডিপার্টমেন্ট।

বীরভূমের রাজনগর ব্লকের কুন্ডিরা গ্রামের নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান ছিলেন সুজয়। জানা গেছে, ৬ ও ৭ অক্টোবর কোকেরাংয়ের আহলান গাডোল এলাকায় জঙ্গি (Militants) দমন অভিযানে নিখোঁজ হন পলাশ ঘোষ ও ল্যান্স নায়েক সুজয় ঘোষ। কর্তব্যরত অবস্থায় তুষারধসে চাপা পড়েন তাঁরা। বৃহস্পতিবার সুজয় ঘোষের দেহ উদ্ধার হয়।

সুজয় ঘোষের বাবা একজন কৃষক। বাড়িতে রয়েছেন দাদা। ২০১৮ সালে তিনি যোগ দেন সেনাবাহিনীতে। ২৮ বছর বয়সী এই জওয়ান প্যারা কমান্ডার ৫ গ্রুপের সৈনিক ছিলেন। অভিযানে যাওয়ার আগে দাদা মৃত্যুঞ্জয়কে ফোন করে জানিয়েছিলেন অভিযানে যাচ্ছেন ক’দিন আর কথা হবে না। সেটাই বাড়ির সঙ্গে শেষ কথা। গ্রামের ছেলে আর ঘরে ফিরবে ভাবতেই পারছে না বন্ধু বান্ধব থেকে এলাকাবাসী সকলেই। ঘরের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা কুন্ডিরা গ্রাম।

11/10/2025

পদ্মাগর্ভে বিলুপ্তির পথে শতাব্দী প্রাচীন তারানগর জামে মসজিদ

11/10/2025

শহীদ সেনা জওয়ান পলাশ ঘোষের কফিনবন্দি দেহ ফিরল হরিহরপাড়ার রুকুনপুর গ্রামে। পরিবারের সাথে শেষ দেখা। গান স্যালুটে শেষ বিদায়।

কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে গিয়ে শহীদ হলেন বাংলার দুই প্যারা কমান্ডো সুজয় ও পলাশ। ৪ দিন পর মিলল দেহ। শনিবার দুই বীর জওয়ানে...
11/10/2025

কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে গিয়ে শহীদ হলেন বাংলার দুই প্যারা কমান্ডো সুজয় ও পলাশ। ৪ দিন পর মিলল দেহ। শনিবার দুই বীর জওয়ানের কফিনবন্দি দেহ ফিরছে গ্রামে।

সেনা জওয়ান পলাশ ঘোষের (বয়স ৩৮) বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামে। শুক্রবার কাশ্মীরের গভীর জঙ্গল থেকে উদ্ধার হয় পলাশ ঘোষের নিথর দেহ ও তাঁর বন্দুক।

সেনা জওয়ান সুজয় ঘোষ (বয়স ২৭) বীরভূমের রাজনগর ব্লকের কুন্ডিরা গ্রামের নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান। বৃহস্পতিবার সুজয় ঘোষের নিথর দেহ উদ্ধার হয়।

তুষার ধসের পরোয়া করেননি দুজনের কেউ। জঙ্গি দমনের যে মিশন নিয়েছিলেন তা রক্ষা করতে কোনও কসুর রাখেননি। একসময় নিখোঁজ হয়ে যান দুজনেই। বাকিরা এগিয়ে যান। নিখোঁজ দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। দুজনেই নিজেদের গ্রামের বাড়িতে ফিরছেন কফিনবন্দি হয়ে।

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় চলা সন্ত্রাস দমন অভিযানে গিয়ে শহিদ হয়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামের সেনা জওয়ান (Indian Army)পলাশ ঘোষ। ভারতীয় সেনার এলিট প্যারা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন তিনি।

সেনা সূত্রে জানা গেছে, ৬ ও ৭ অক্টোবর কোকেরাংয়ের আহলান গাডোল এলাকায় জঙ্গি (Militants) দমন অভিযানে নিখোঁজ হন পলাশ ঘোষ ও ল্যান্স নায়েক সুজয় ঘোষ। কর্তব্যরত অবস্থায় তুষারধসে চাপা পড়েন তাঁরা। বৃহস্পতিবার সুজয় ঘোষের দেহ উদ্ধার হয়, আর শুক্রবার উদ্ধার হয় পলাশ ঘোষের নিথর দেহ ও তাঁর বন্দুক।

দীর্ঘদিন ধরেই কাশ্মীরে কর্মরত ছিলেন তিনি। পলাশের বাবা জানান, ৪৫ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন। দুর্গাপুজোর পঞ্চমীর দিনে বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলে যান। বুধবার সেনার তরফে তাঁদের জানানো হয় অভিযানে গিয়ে নিখোঁজ হয়েছেন তাঁর ছেলে। তারপর থেকেই নাওয়া খাওয়া ভুলেছিলেন তাঁরা। শুক্রবার জানানো হয়, সেনাবাহিনীর তরফে বাড়িতে এসে ছেলের মৃত্যু সংবাদ জানানো হয় তাঁদের।

ফুটফুটে দুই কন্যা সন্তান রয়েছে পলাশের। ছুটি শেষ করে কর্মস্থলে ফেরার সময় স্ত্রীকে বলে গিয়েছিলেন বিবাহবার্ষিকীতে এসে বাইরে ঘুরতে যাবেন। শুক্রবার তার শহিদ হওয়ার খবর পরিবারে কাছে পৌঁছায়। খবর পেয়ে পলাশের স্ত্রী বুল্টি ঘোষ বারবার জ্ঞান হারাচ্ছেন। কেঁদে ভাসাচ্ছেন মা। বাবাও শোকে পাথর হয়ে গিয়েছেন।

আজ সন্ধ্যায় তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আসবে। তার প্রস্তুতি নিচ্ছে পরিজন ও প্রতিবেশীরা। শোকের ছায়া নেমেছে গোটা রুকুনপুর বলরামপাড়া গ্রামে।

বীরভূমের রাজনগর কুন্ডিরার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সুজয় ঘোষের বাবা কৃষক। বাড়িতে রয়েছেন দাদা। ২০১৮ সালে যোগ দেন সেনাবাহিনীতে। ২৮ বছর বয়সী এই জওয়ান প্যারা কমান্ডার ৫ গ্রুপের সৈনিক ছিলেন। অভিযানে যাওয়ার আগে দাদা মৃত্যুঞ্জয়কে ফোন করে জানিয়েছিলেন অভিযানে যাচ্ছেন ক’দিন আর কথা হবে না। সেটাই বাড়ির সঙ্গে শেষ কথা।

The Wall

10/10/2025

রাজ্যে এই প্রথম কোন বিধায়ক নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নদী বাঁধ নির্মাণে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের বিষয় সামনে এল

২০২৫ সালে শান্তিতে নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী সাহসী নেত্রী মারিয়া করিনা মাচাদো। অহিংস আন্...
10/10/2025

২০২৫ সালে শান্তিতে নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী সাহসী নেত্রী মারিয়া করিনা মাচাদো। অহিংস আন্দোলন, মানবাধিকার রক্ষা ও গণতান্ত্রিক লড়াইয়ের প্রতীক হিসেবে পরিচিত তিনি।

শুক্রবার নরওয়ের নোবেল কমিটি ঘোষণা করেছে, ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন এই সাহসী মহিলা। গণতন্ত্র ও মানবাধিকারের লড়াইকে অহিংস পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাঁকে এই বিশ্বসম্মান দেওয়া হচ্ছে। আগামী ১০ ডিসেম্বর নরওয়ের ওসলোতে তাঁকে এই সম্মান দেওয়া হবে।

নোবেল কমিটির ভাষায়, “মারিয়া করিনা মাচাদো লাতিন আমেরিকার গণতন্ত্র রক্ষার অন্যতম সাহসী কণ্ঠ। তিনি প্রমাণ করেছেন, গণতন্ত্রের লড়াই বুলেট নয়, ব্যালটে জেতা যায়।”

আজ ভেনেজুয়েলায় কোটি কোটি মানুষ দারিদ্র্য ও দমননীতির শিকার। প্রায় আশি লক্ষ নাগরিক দেশ ছেড়েছেন। কিন্তু মাচাদোর জেদ, বিশ্বাস আর শান্তিপূর্ণ প্রতিরোধ তাঁদের মনে এক নতুন আশার আলো জ্বালিয়েছে—যে আলো গণতন্ত্রের পথ দেখায়।




10/10/2025

প্রায় ৪ মাস জলবন্দি, কোথায় সরকার? কোথায় প্রশাসন?

10/10/2025

পদ্মার বিধ্বংসী রূপ, তারানগরে আবারও শুরু হল ভয়াবহ পদ্মা ভাঙন

রাজ্যে SIR হলে ভোটার তালিকা থেকে কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না, আশ্বাস কমিশনের।ভাবনা ডেস্ক: রাজ্যে এসআইআর-এর চূড়ান্ত ...
10/10/2025

রাজ্যে SIR হলে ভোটার তালিকা থেকে কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না, আশ্বাস কমিশনের।

ভাবনা ডেস্ক: রাজ্যে এসআইআর-এর চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে দু'দিনের সফরে রাজ্যে এসেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ ৪ সদস্যের প্রতিনিধিদল। বৃহস্পতিবার কোলাঘাটে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্বমেদিনীপুরকে নিয়ে বৈঠক করার পরবেশ কিছু বার্তা দিয়ে গিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার। বৈঠক ছিল মোট দুই দফায়। প্রথমে বৈঠকহয় জেলাশাসক, পুলিশ সুপার,ইআরও, এইআরও, অতিরিক্তজেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার,ওসি ইলেকশন সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে।

যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিবোদু দাস, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক কাকলি মুখোপাধ্যায়, ডেপুটি মুখ্য-য় নির্বাচনী আধিকারিক সুমন্ত রায়সহ অনেকেই। এই বৈঠকের পরেইর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজর কুমার আগরওয়াল পরিষ্কার জানিয়ে দেন, রাজ্যে এসআইআর হলে ভোটার তালিকা থেকে কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না।

দিনদর্পন

অসম থেকে নদিয়ায় এল NRC নোটিশ। আগুন নিয়ে খেলবেন না, হুঙ্কার মমতার। অসম থেকে নদিয়ার ধুবুলিয়ার সোনডাঙ্গা এলাকার দুজন বা...
10/10/2025

অসম থেকে নদিয়ায় এল NRC নোটিশ। আগুন নিয়ে খেলবেন না, হুঙ্কার মমতার।

অসম থেকে নদিয়ার ধুবুলিয়ার সোনডাঙ্গা এলাকার দুজন বাসিন্দা মহম্মদ আসাদ আলি সেখ ও সঞ্জু সাই সেখ এর কাছে পাঠানো হয়েছে NRC-র নোটিস। নোটিসে তাঁকে ৯ অক্টোবরের মধ্যে যাবতীয় নথি নিয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে অসম সরকারের এই দায়িত্বহীন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, 'পুজোর পর অসম সরকার এনআরসি'র নোটিসপাঠাচ্ছে। একটা বিশেষ সম্প্রদায়ের ওপর আঘাত হানার চেষ্টা চলছে। এসআইআর'এর নাম করে এনআরসি করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে। একজন মীরজাফর আছেন দিল্লিতে। তিনি বলেছেন, আমি নিজে শুনেছি, বাংলায় ভোটার তালিকা থেকে অনেক নাম বাদ দিতে হবে। এর পর হুঙ্কার দিয়ে মমতা বলেন, আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না।'

Address

Kolkata
700129

Telephone

+919735404090

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাবনা-Vabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভাবনা-Vabna:

Share