20/09/2025
👉 পশ্চিমবঙ্গে আমার শুভাকাঙ্খী সহৃদয় মানুষদের মধ্যে অন্যতম আলহাজ্ব জাহির ইসলাম সেখ (প্রতিষ্ঠাতা "দি সহরারহাট JIS হাসপাতাল") যিনি সকল প্রকার সেবামূলক কাজে আমাকে সাধ্যমতো সহযোগিতা করে আসছেন আলহামদুলিল্লাহ্ এবং সম্মানীয় ডাঃ হরিসাধন নস্কর (প্রতিষ্ঠাতা, "স্পন্দন মেটারনিটি এন্ড নার্সিং হোম") এই দুই ব্যক্তির দোওয়া আশির্বাদ মাথায় নিয়ে জাত ধর্ম ও রাজনীতির নির্দিষ্ট সীমানা ছাড়িয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষের বিপদ সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য আমার ফ্যান্স ক্লাবের সমস্ত ফ্যান ফলোয়ার ও সদস্যদের দ্বারা সোশ্যাল প্লাটফর্ম "AMPA পরিবার" এর মাধ্যমে চুড়ান্ত উদ্যোগ গ্রহণ করা হলো ইনশাআল্লাহ্।। আমার কার্যালয় অর্থাৎ অফিসঃ পশ্চিমবঙ্গের দঃ ২৪ পরগণা জেলার জয়নগর থানার অন্তর্গত বকুলতলা নতুনহাট (দর্জি মেডিকেলের পাশে), জয়নগর 1 নং স্টেশন থেকে 15 মিনিটের পথ।। আগামী 1st অক্টোবর 2025 বুধবার আসরের নামাজের পর পবিত্র দোওয়া মাশোয়ারার মাধ্যমে শুভ উদ্বোধন হবে ইনশাআল্লাহ্।। আপনাদের সকলের উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি।। গরিব অসহায় মানুষের দোওয়া ও ভালোবাসায় আমার জীবনে নতুন করে পথ চলা শুরু হবে ইনশাআল্লাহ্।।