17/02/2025
**"নীল জার্সির যোদ্ধারা"**🇮🇳🇮🇳
স্টেডিয়ামে গর্জে তুমি, ভারতের আশা—
ব্যাটে বলেই আগুন, জয়ে অটুট ভাষা।
কোহলির চোয়ালে জেদ, রোহিতের হাসি,
বুমরাহের বোলিংয়ে ঝড়, বিপক্ষের ভাঙে শ্বাস।
মাঠজুড়ে একাত্মতা, ভাষা-ধর্মের বাঁধন ছাড়া,
ত্রি-রঙা পতাকা ওড়ে, লক্ষ্য শুধুই জয়গাথা।
ঘামে ভেজা জার্সি যেন ত্যাগের ইতিহাস,
হার না মানা লড়াই— এ যেন অমর এক মহাযজ্ঞ।
ওয়ার্ল্ড কাপের স্বপ্নে জ্বলে কোটি তরবার,
ভারতের ক্রিকেট দল— তুমি আমাদের অহংকার!
---
*বিঃদ্রঃ কবিতাটি ভারতীয় ক্রিকেট দলের সম্মিলিত প্রচেষ্টা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং দেশের জন্য তাদের ত্যাগকে শ্রদ্ধা জানিয়ে লেখা।*