News বাংলা 4ICON

News বাংলা 4ICON কোনো রাজনৈতিক দল কে সমর্থন করে না, যাহ?

Big shout out to my newest top fans! 💎 Shree CommunicatonDrop a comment to welcome them to our community,
04/09/2025

Big shout out to my newest top fans! 💎 Shree Communicaton

Drop a comment to welcome them to our community,

03/09/2025

ছাত্রীদের খেলার ছলে শেখানোর অভিনব আয়োজন বালিকা বিদ্যালয়ে ‌‌
অভিজিৎ হাজরা, উদয়নারায়ণপুর, হাওড়া :- ‌
গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়ণপুর বিধান সভার অন্তর্গত শিবপুর গ্রামের " বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় " এ ছাত্রীদের খেলার ছলে বিভিন্ন পাঠ্য বিষয় ও পাঠ্য বর্হিভূত শিক্ষামূলক বিষয় শেখানোর জন্য এক অভিনব কর্মসূচী গ্রহণ করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীঙ্কা রায়ের বিশেষ উদ্যোগে ও " বাংলা ভাবনা পরিক্রমা " - র ব্যবস্থাপনায় একটি সম্মিলিত কর্মসূচী রূপায়িত হল। এই অভিনব শিক্ষামূলক কর্মসূচিতে যোগদান করে বিদ্যালয়ের ছাত্রীরা, শিক্ষিকাগণ, অভিভাবকবৃন্দ এবং পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের উৎসাহী ছাত্রছাত্রী ও শিক্ষিকাগণ।

কার্যক্রমের প্রথমে ও শেষে দুটি শিক্ষামূলক তথ্যচিত্র দেখানো হয় এবং অত্যন্ত মনোগ্রাহীভাবে তথ্যচিত্র প্রদর্শণের পর প্রশ্নোত্তর পর্ব ও পুরষ্কার স্বরূপ ছাত্রীদের একটি করে পুস্তিকা প্রদান করা হয়। এছাড়াও কার্যক্রমের আকর্ষণ আরো বৃদ্ধি করে 'অলৌকিক না লৌকিক' শীর্ষক একটি কর্মশালা। এখানে সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, ঝাড়-ফুঁক, তুকতাকের ব্যাখ্যা করে তার পিছনে লুকিয়ে থাকা সত্য ও বৈজ্ঞানিক ব্যাখ্যা সুন্দর ভাবে ছাত্রীদের সামনে তুলে ধরা হয়। ‌ প্রসঙ্গত উল্লেখ্য তথ্যচিত্র দুটির বিষয়বস্তু ছিল ‌" স্বাধীনতা সংগ্রামে নারী " ও " বিজ্ঞান চর্চায় বাঙালি বিজ্ঞানী " । ‌ ‌" স্বাধীনতা সংগ্রামে নারী " এই অবতারণায় বলা হয়, স্বাধীনতা প্রাপ্তির আনন্দে ভারতবাসীর হৃদয় উদ্বেলিত হয়ে ওঠে। স্বাধীনতা প্রাপ্তির ইতিহাস লেখা হয়েছে। সেই ইতিহাস পূঙ্গাঙ্গ নয়।যে ইতিহাস শুধুমাত্র পুরুষদের অগ্ৰাধিকার দেয় , সেই ইতিহাস অসম্পূর্ণ। ভারতের স্বাধীনতা সংগ্রামে পুরুষরা যখন এগিয়ে এসেছেন ,তখন পুরুষদের এগিয়ে দিয়েছেন নারীরা। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে পুরুষদের সঙ্গে নারীদের ও অবদান সমান। তবুও ভেবে দেখার অবকাশ পাই নি, পরাধীনতার অভ্যস্থ মানুষ, স্বাধীনতার মর্ম কতটুকু উপলব্ধি করছি। যাঁদের রক্তঝরা আত্মত্যাগে,সংগ্ৰামে যতটুকু স্বাধীনতা পেয়েছি, তাঁদের কেউ বেঁচে আছেন কিনা, থাকলেও কোথায়,কেমন ,কী অবস্থায় আছেন তাঁদের খোঁজ নিই নি। স্বাধীনতা সংগ্ৰামী পুরুষদের সঙ্গে নারী বীরাঙ্গনাদের, বিপ্লবী বঙ্গবালাদের কতখানি আত্মত্যাগ, লাঞ্চিতা, অপমানিতা,নারিত্ব খুইয়ে ও সংগ্ৰাম থেকে তাঁরা কখনও বিচ্যুত হয় নি।এত সত্বেও ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে তাঁদের সবার স্থান হয় নি। অনেক বীরাঙ্গনা, বিপ্লবী,বঙ্গবালারা শেষ জীবনে ও স্বাধীন বাংলায় উপেক্ষিতা - অবহেলিতা থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে তাঁরা স্থান না পেলেও তাঁরা রয়েছেন সবার হৃদয়ের অন্তঃস্থলে। থাকবেন আগামী প্রজন্মের অন্তরে জীবন্ত কিংবদন্তি উজ্জ্বল নক্ষত্রসমরুপে। ‌" স্বাধীনতা সংগ্ৰামে নারী " ," বিজ্ঞান চর্চায় বাঙালি বিজ্ঞানী " এবং " অলৌকিক নয় লৌকিক " বিষয় গুলি ছাত্রী, শিক্ষিকা , উপস্থিত অভিভাবক - অভিভাবকদের সামনে উপস্থাপন করেন " বাংলা ভাবনা পরিক্রমা " - র সংগঠক ও সদস্য - সদস্যা অম্লান, মধুরিমা, শ্রেয়া,সুমন, সুরজিৎ।
উপস্থিত ছাত্রী, শিক্ষিকা, অভিভাবক - অভিভাবকরা এই উপস্থাপিত বিষয় গুলি যে মনোযোগ সহকারে শুনেছেন তা প্রমাণ হলো কুই্যজ এ অংশগ্ৰহণ ও সঠিক উত্তরদানে।
কার্যক্রমের শেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা শ্রীঙ্কা রায় সকলকে ধন্যবাদ জানান এবং ছাত্রীদের গ্রামীণ বাংলার সাধারণ মানুষের মনে যে অলৌকিক বিশ্বাস ও কুসংস্কার প্রচলিত আছে, তার থেকে ছাত্রীদের মন সরিয়ে প্রকৃত সত্য প্রতিবেশীদের মধ্যেও প্রচারের জন্য আহবান জানান। এইরূপ কর্মসূচী পুনরায় বিদ্যালয়ে করবার ইচ্ছা প্রকাশ করে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

31/08/2025

সামান্য উপকরণে উপস্থাপিত অসামান্য কর্মশালা ‌ ‌অভিজিৎ হাজরা, উদয়নারায়ণপুর, হাওড়া :- ‌

‌গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের অন্তর্গত শিবপুর বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্বল্পমূল্যের ও বিনামূল্যের সামগ্রী দিয়ে " কঠিন সূত্রের সহজ সমাধান, এসো সহজে শিখি বিজ্ঞান " শীর্ষক কর্মশালা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীঙ্কা রায়ের বিশেষ উদ্দ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের শিক্ষক সন্তোষ সেন।

এই কর্মশালায় বিদ্যালয়ের ছাত্রীরা, শিক্ষিকাগন সহ বহু অভিভাবকও যোগদান করেন। অসাধারন দক্ষতার সঙ্গে বেলুন, মোমবাতি, থালা, বাটি , গ্লাস, জলের বোতল, ডিমের মতো কিছু সাধারণ উপকরণ দিয়ে হাতে কলমেই নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রশিক্ষক সন্তোষ সেন খুব সুন্দরভাবে ও সহজভাবে পদার্থবিদ্যার জটিল তত্ত্ব যেমন - আলোর গতি, বিচ্ছুরন, বায়ুর চাপ, গতিজাড্য , স্থিতিজাড্য, অভিকর্ষজ ত্বরণ, অপকেন্দ্র-অভিকেন্দ্র বল , শব্দ কম্পাঙ্ক প্রভৃতি মনোগ্রাহী করে উপস্থাপনা করেন।
প্রশিক্ষক সন্তোষ সেন ছাত্রীদের শিখিয়ে দেন অমোঘ বিজ্ঞান মন্ত্র :- " সব কিছুতেই খুঁজবো কারণ
অন্ধভাবে মানবো না ,
বিজ্ঞানকে বইয়ের পাতায়
বন্দী করে রাখবো না " ।

শ্রীঙ্কা রায় ও ছাত্রীরা জানায় , এই কর্মশালার মাধ্যমে তারা এবং বিদ্যালয়ের পঠন পদ্ধতি অনেকটাই সমৃদ্ধ হল । ‌ এইরকম কর্মশালার পুনরায় আয়োজন করবার ইচ্ছা প্রকাশ করে কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়। ‌ অনুষ্ঠানের আয়োজক সুমন পাল বলেন, " এই ধরণের কর্মসূচি ছাত্রীদের
বিজ্ঞানমনস্ক ভাবনা চিন্তার প্রকাশ ঘটাতে সাহায্য করবে "।

31/08/2025

এক দিবসীয় যুব শিক্ষণ শিবির ‌ অভিজিৎ হাজরা , উদয়নারায়ণপুর :- ‌ বর্তমানে যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়েছে।তারা মানসিক দিক থেকে বিপর্যস্ত - বিধ্বস্ত, পথভ্রষ্ট। মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলছে। ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, চ্যাট, পর্ণ সাইটে আসক্ত হয়ে পড়ছে।যুব সমাজ অপসংস্কৃতির জোয়ারে ভেসে যাচ্ছে। বিরেশ্বর বিবেকানন্দ হল যুব সমাজের আইকন। বিবেকানন্দ যুব সমাজের পথ প্রদর্শক। বর্তমান সমাজ ব্যবস্থায় সমাজের মূল স্রোতে যুব সমাজকে ফিরিয়ে এনে তাদের প্রকৃত মানুষ করার জন্য বিবেকানন্দের ভাবাদর্শে যুবদের অনুপ্রাণিত করতে এক দিবসীয় যুব শিক্ষণ শিবির অনুষ্ঠিত হল উদয়নারায়ণপুরে। পাঁচারুল বিবেকানন্দ যুব মহামন্ডল এর উদ্যোগে পাঁচারুল শ্রীহরি বিদ্যামন্দির এ ১৫ তম এক দিবসীয় যুব শিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। ‌ সারাদিন ব্যাপী এই যুব শিক্ষণ শিবির এ সংঘগীতি পরিবেশন করেন উদয়নারায়ণপুর বিবেকানন্দ যুব পাঠচক্রের সুব্রত চট্টোপাধ্যায় ও অন্যান্য শিল্পীবৃন্দ। স্বদেশ মন্ত্র পাঠ করেন পাঁচারুল বিবেকানন্দ যুব মহামন্ডল এর পক্ষে অরিন্দম সিনহা।স্বাগত বক্তব্য রাখেন পাঁচারুল বিবেকানন্দ যুব মহামন্ডল এর সম্পাদক মণিন্দ্রনাথ হুদাতি। যুব মহামন্ডল এর আদর্শ, উদ্দেশ্য ও কর্মধারা প্রসঙ্গে আলোকপাত করেন প্রশান্ত সাধুখাঁ। জীবন গড়া, চরিত্র গঠন, বিবেকানন্দের জীবন ও বাণী,যুগ জননী মা সারদা প্রসঙ্গে আলোকপাত করেন যথাক্রমে শ্রীদীপ মৈত্র, অর্ক লাহা, সুব্রত পাল। সংগীত,মাতৃ সংগীত, দেশাত্মবোধক ও কিশোর বাহিনীর গান পরিবেশন করেন সুব্রত চট্টোপাধ্যায়, শ্যামসুন্দর দাস,মেঘনাথ রায় প্রমুখ শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে পাঁচারুল বিবেকানন্দ যুব মহামন্ডল, উদয়নারায়ণপুর বিবেকানন্দ যুব পাঠচক্র, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল আন্দুল- মৌড়ি শাখা, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল রামরাজাতলা শাখা, উলুবেড়িয়া বিবেকানন্দ যুব মহামন্ডল, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল, গঙ্গাধরপুর শাখা - র শিল্পী ও বক্তারা উপস্থিত ছিলেন। এই শিক্ষণ শিবিরে ‌হাওড়া ও হুগলী থেকে উপস্থিত প্রায় ৪৫০ জন যুবদের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ যুব শিক্ষণ শিবিরকে সাফল্যমণ্ডিত করে তোলে। আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের শেষে উপস্থিত প্রায় ৪৫০ জন যুব শপথ গ্ৰহণ করেন " তারা তাদের জীবন বিবেকানন্দের ভাবাদর্শে গড়ে তুলবেন। বিবেকানন্দের দেখানো পথে এগিয়ে যাবেন। বিবেকানন্দের বাণী প্রচার করবেন।এর পাশাপাশি তারা তাদের বন্ধু, সমাজের কিশোর থেকে যুব সমাজকে বিবেকানন্দের ভাবাদর্শে অনুপ্রাণিত করে বিবেকানন্দের দেখানো পথে চলার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথপ্রদর্শক হিসেবে নিজেদের নিয়োজিত করবেন " । যুবদের অভিভাবক - অভিভাবকদের নিয়ে ও আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।

25/08/2025

" জনশিক্ষণ সংস্থান " ‌ সমাবর্তন উৎসব ‌ অভিজিৎ হাজরা ,বাগনান , হাওড়া :- গ্ৰামীণ হাওড়া জেলার বাগনান ‌' আনন্দনিকেতন ' কেন্দ্রের ‌" অনুশীলন ভবন " এ ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রক অনুমোদিত " জনশিক্ষণ সংস্থান " - র সরকারী প্রশিক্ষণ প্রাপ্ত প্রাক্তনীদের সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হল। " উত্তরণ " নামক এই সমাবর্তন উৎসবে ৬০ জন প্রাক্তনী সহ ২০ জন প্রশিক্ষক - প্রশিক্ষিকা উপস্থিত ছিলেন। " জনশিক্ষণ সংস্থান " - র অধিকর্তা নরোত্তম রায় বলেন, " এই সংস্থার মাধ্যমে বেকার যুবক - যুবতীদের স্বনির্ভর করে গড়ে তোলার জন্য অ্যাসিসটেন্ট ড্রেস মেকার,অটোমেটিভ হেলপার টু/ থ্রী হুইলার মেকানিক, বিউটি কেয়ার এ্যাসিসটেন্ট, অ্যাসিসটেন্ট ওয়েলডার এ্যান্ড ফেব্রিকেশন, ডোমেস্টিক কেয়ার এ্যাটেনডেন্ট,হেলপার ইলেকট্রিক্যাল টেকনিসিয়ান, ফ্রুট এ্যান্ড ভেজিটেবল প্রোসেসিং এ্যান্ড প্রিজারভেশন, এ্যাসিসটেন্ট হ্যান্ড এমব্রয়ডারি,জুট ক্রাপ্ট প্রোডাক্ট মেকার, কম্পিউটার অপারেটর,প্লাবিং এ্যান্ড স্যানিটারি ওয়ার্ক, দর্জি (অ্যা ডভান্স), ফাস্টফুড,পাঁপড়-আচার ও মশলা পাউডার তৈরি, মোমবাতি তৈরি, ফাউন্ডেশন কোর্স ইন হেলথ কেয়ার, মাশরুম তৈরি, হেয়ার ড্রেসার, কম্পিউটার কনসেপ্টস(হার্ডওয়্যার), রেফ্রিজারেশন এ্যান্ড এয়ার কন্ডিশনিং এই ২০ টি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। কোর্স গুলির মেয়াদ ৪৫ দিন থেকে ১৮০ দিন।২০০৩ থেকে এখন ও পর্যন্ত ২৫,০০০ ( পঁচিশ হাজার) জন বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়েছেন। এদের মধ্যে ষাট শতাংশ প্রশিক্ষনার্থী স্বনির্ভর হয়ে তাদের সংসারের আর্থিক পরিকাঠামোর পরিবর্তন করেছেন।" জনশিক্ষণ সংস্থান" সারা ভারতবর্ষে ৩০০ টি এবং এই রাজ্যে ৩০ টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বেকার যুবক - যুবতীদের প্রশিক্ষণ প্রদান করে স্বনির্ভর করে তুলছেন। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষিত হয়ে বহু যুবক - যুবতী প্রতিষ্ঠিত হয়ে মাসে সম্মান জনক রোজগার করছেন " । এই অনুষ্ঠানে নতুন প্রশিক্ষনার্থীদের উৎসাহিত করার জন্য সাফল্য অর্জনকারীরা নিজেদের অভিজ্ঞতা,কাজ ও আয়ের কথা শেয়ার করেন। " জনশিক্ষণ সংস্থান " তথা " আনন্দনিকেতন " এর সভাপতি তাপস কুমার সরকার বলেন, " আমরা চাই বর্তমান পরিস্থিতিতে বেকার যুবক - যুবতীদের হতাশাগ্ৰস্ত হয়ে বিপথে চলে যাওয়া থেকে ফিরিয়ে আনতে বিভিন্ন প্রশিক্ষণ এর মাধ্যমে তাদের স্বনির্ভর করে গড়ে তোলা । এই অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তনীরা তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা - নতুন প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করবে " । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর ডি এস ডি ই - র ট্রেনিং অফিসার প্রদীপ সর্গে,এন এস ডি সি - র অধিকর্তা বিক্রম দাস,আই টি আই - র হাওড়ার ডেপুটি ডিরেক্টর পরিতোষ দাস," জনশিক্ষণ সংস্থান " তথা " আনন্দনিকেতন " এর সভাপতি তাপস কুমার সরকার," জনশিক্ষণ সংস্থান" এর অধিকর্তা নরোত্তম রায়,আই ডি ও বাগনান ১ নং ব্লক,সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমাবর্তন উৎসব সঞ্চালনা করেন শ্যামল মাঝী‌। প্রাক্তনীদের তৈরি বিভিন্ন হাতের কাজ,আচার,পাঁপড়, মশলা পাউডার, মোমবাতি, মাশরুম সহ অন্যান্য তৈরি জিনিসপত্র প্রদশর্নীর মাধ্যমে নতুনদের উৎসাহিত করার জন্য উপস্থাপন করা হয়।

23/08/2025

ইতিহাসে উপেক্ষিতা বীরাঙ্গনা বিপ্লবীদের জীবনালেখ্য গ্ৰন্থ প্রকাশ ‌ অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- আগষ্ট মাস মানেই স্বাধীনতার মাস।আগষ্ট মাস এলেই ভারতবাসীর হৃদয় আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। স্বাধীনতা প্রাপ্তির ইতিহাস লেখা হলেও সেই ইতিহাসকে পূঙ্গাঙ্গ বলা যায় না।যে ইতিহাস শুধুমাত্র পুরুষদের অগ্ৰাধিকার দেয়, সেই ইতিহাস অসম্পূর্ণ। ভারতের স্বাধীনতা সংগ্ৰামে পুরুষরা যেমন এগিয়ে এসেছেন - তেমন পুরুষদের এগিয়ে দিয়েছেন বীরাঙ্গনারা। ভারতের স্বাধীনতা সংগ্রামে পুরুষদের সঙ্গে নারীদের ও অবদান সমান। তবু ও ভেবে দেখার অবকাশ পাই নি , পরাধীনতার অভ্যস্থ মানুষ, স্বাধীনতার মর্ম কতটুকু উপলব্ধি করছি। যাঁদের রক্তঝরা আত্মত্যাগের সংগ্ৰামে যতটুকু স্বাধীনতা পেয়েছি, তাঁদের কেউ বেঁচে আছেন কিনা, থাকলেও কোথায়, কেমন,কী অবস্থায় তাঁদের খোঁজ নেওয়ার প্রয়োজন অনুভব ও করি নি।সংগ্ৰামী পুরুষদের সঙ্গে নারী বীরাঙ্গনা, বিপ্লবী বঙ্গবালারা কতখানি আত্মত্যাগ, লাঞ্ছিতা,অপমানিতা,নারীত্ব খুইয়ে ও সংগ্ৰাম থেকে তাঁরা কখনও বিচ্যুত হন নি।এত সত্বেও ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে তাঁদের সবার স্থান হয় নি। অনেক বীরাঙ্গনা বিপ্লবী বঙ্গবালারা শেষ জীবনে ও স্বাধীন বাংলায় উপেক্ষিতা - অবহেলিত থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁরা স্থান না পেলেও তাঁরা রয়েছেন সবার হৃদয়ের অন্তঃস্থলে । থাকবেন আগামী প্রজন্মের অন্তরে জীবন্ত উজ্জ্বল নক্ষত্রসম রুপে। ইতিহাসে উপেক্ষিতা বীরাঙ্গনা বিপ্লবী বঙ্গবালাদের ইতিহাসের পাতায় স্থান করে দিতে এগিয়ে এসেছেন " ফিউচার ফর নেচার ফাউন্ডেশন " নামক এক পরিবেশ রক্ষাকারী সংগঠনের সদস্য - সদস্যাও স্বেচ্ছাসেবকরা। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে উপেক্ষিতা বীরাঙ্গনা বিপ্লবী বঙ্গবালাদের ইতিহাস বর্তমান প্রজন্ম ও আগামী প্রজন্ম, গবেষকদের কাছে তুলে ধরতে " ভারতের স্বাধীনতা সংগ্রামে নারী " ঐতিহাসিক গ্ৰন্থের মোড়ক উন্মোচন করেন পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী, নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ব্রাত্য বসু। ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার ' বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ ', ' ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ' -র উদ্যোগে কলকাতা মেট্রোপলিটন কলেজ এ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল ঐতিহাসিক গবেষণাধর্মী গ্ৰন্থ সংকলন " ভারতের স্বাধীনতা সংগ্ৰামে নারী" ।গ্ৰন্থ প্রকাশে বিশেষ সহযোগিতা করেছেন ' বঙ্গভূমি ' সাহিত্য পত্রিকা ও ' বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ।অরিজিৎ মিত্র কতৃক বর্ণাক্ষর সাহিত্য প্রকাশন থেকে বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ ড. মহিতোষ গায়েন ও ড . অর্ণব দত্ত - র যুগ্ম সম্পাদনায় এই ঐতিহাসিক গবেষণাধর্মী গ্ৰন্থ " ভারতের স্বাধীনতা সংগ্ৰামে নারী " প্রকাশিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. মধুপর্ণা রায় চৌধুরী, ইতিহাস গবেষক ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সর্বজিৎ যশ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা ড. পল্লবী মিত্র,সিটি কলেজ কলকাতার উপাধ্যক্ষ ও সহ সভাপতি ওয়েবকুপা রাজ্য কমিটির ড. মহিতোষ গায়েন, ব্রিগেডিয়ার তুষার কান্তি মুখার্জী , কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার গৌতম দাস , শিক্ষক ও সাহিত্যিক নিমাই চন্দ্র ঘোষ ,' বঙ্গভূমি ' সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ড. সহদেব দলুই , শিক্ষক রাজদূত সামন্ত, মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ কুমার প্রামাণিক, দেব নারায়ন দাস,দীপক কুমার মৃধা,ড. দীপ্তি মুখার্জী সহ বিশিষ্টজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাসাগর মেট্রোপলিটন ‌কলেজের অধ্যক্ষ ড. অর্ঘ্য সরকার। এই অনুষ্ঠানে রাজ্যের প্রায় ১৮ টি জেলা থেকে শতাধিক সাহিত্য প্রেমী উপস্থিত ছিলেন। এই বিষয়কে কেন্দ্র করে ৩০ জন কবির স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই ঐতিহাসিক ও গবেষণাধর্মী গ্ৰন্থে ভারতের স্বাধীনতা ইতিহাসে উপেক্ষিতা বীরাঙ্গনা বিপ্লবী বঙ্গবালাদের জীবনালেখ্য লেখা ৪২ জন লেখককে উত্তরীয়,মানপত্র, মেমেন্টো ও একটি করে ' ভারতের স্বাধীনতা সংগ্ৰামে নারী ' প্রকাশিত গ্ৰন্থ দিয়ে সম্মাননা প্রদান করা হয়। ' ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ' এর সভাপতি পরিবেশ বিজ্ঞানী ড.স্বাতী নন্দী চক্রবর্তী বলেন, ' ৪২ জন লেখকের প্রবন্ধে সমৃদ্ধ ২৭২ পৃষ্ঠার এই গ্ৰন্থে ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদানকে বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে " । সংগঠনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ বলেন," আমরা এক ঐতিহাসিক দায়িত্ব পালন করলাম। স্বাধীনতার ইতিহাস সাধারণ নারীদের আত্নবলীদানকে প্রায়শই অদৃশ্য করে রাখা হয়েছে।আমরা চাই এই ঐতিহাসিক ও গবেষণাধর্মী গ্ৰন্থের মাধ্যমে ছাত্র ছাত্রী ও গৃহবধূ সহ সাধারণ মানুষ সেই অজানা কাহিনী গুলো জানুক " । ড. মহীতোষ গায়েন বলেন, " ' স্বাধীনতা সংগ্ৰামে নারী ' এই ঐতিহাসিক ও গবেষণাধর্মী গ্ৰন্থের প্রথম খন্ড প্রকাশ হল। খুব শীঘ্রই আমরা লেখকদের অমূল্য লেখনী সমৃদ্ধ দ্বিতীয় খণ্ড প্রকাশ করব " । এই দ্বিতীয় খণ্ড প্রকাশের জন্য লেখকরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। এই অনুষ্ঠান ঘিরে উম্মাদনা ছিল তুঙ্গে। ঐতিহাসিক,গবেষক, লেখক, কবি, ইতিহাস অনুরাগীদের উপস্থিতি ছিল প্রশংসনীয়।

ইতিহাসে উপেক্ষিতা বীরাঙ্গনা বিপ্লবীদের জীবনালেখ্য গ্ৰন্থ প্রকাশ                                        ‌                ...
23/08/2025

ইতিহাসে উপেক্ষিতা বীরাঙ্গনা বিপ্লবীদের জীবনালেখ্য গ্ৰন্থ প্রকাশ ‌ অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- আগষ্ট মাস মানেই স্বাধীনতার মাস।আগষ্ট মাস এলেই ভারতবাসীর হৃদয় আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। স্বাধীনতা প্রাপ্তির ইতিহাস লেখা হলেও সেই ইতিহাসকে পূঙ্গাঙ্গ বলা যায় না।যে ইতিহাস শুধুমাত্র পুরুষদের অগ্ৰাধিকার দেয়, সেই ইতিহাস অসম্পূর্ণ। ভারতের স্বাধীনতা সংগ্ৰামে পুরুষরা যেমন এগিয়ে এসেছেন - তেমন পুরুষদের এগিয়ে দিয়েছেন বীরাঙ্গনারা। ভারতের স্বাধীনতা সংগ্রামে পুরুষদের সঙ্গে নারীদের ও অবদান সমান। তবু ও ভেবে দেখার অবকাশ পাই নি , পরাধীনতার অভ্যস্থ মানুষ, স্বাধীনতার মর্ম কতটুকু উপলব্ধি করছি। যাঁদের রক্তঝরা আত্মত্যাগের সংগ্ৰামে যতটুকু স্বাধীনতা পেয়েছি, তাঁদের কেউ বেঁচে আছেন কিনা, থাকলেও কোথায়, কেমন,কী অবস্থায় তাঁদের খোঁজ নেওয়ার প্রয়োজন অনুভব ও করি নি।সংগ্ৰামী পুরুষদের সঙ্গে নারী বীরাঙ্গনা, বিপ্লবী বঙ্গবালারা কতখানি আত্মত্যাগ, লাঞ্ছিতা,অপমানিতা,নারীত্ব খুইয়ে ও সংগ্ৰাম থেকে তাঁরা কখনও বিচ্যুত হন নি।এত সত্বেও ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে তাঁদের সবার স্থান হয় নি। অনেক বীরাঙ্গনা বিপ্লবী বঙ্গবালারা শেষ জীবনে ও স্বাধীন বাংলায় উপেক্ষিতা - অবহেলিত থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁরা স্থান না পেলেও তাঁরা রয়েছেন সবার হৃদয়ের অন্তঃস্থলে । থাকবেন আগামী প্রজন্মের অন্তরে জীবন্ত উজ্জ্বল নক্ষত্রসম রুপে। ইতিহাসে উপেক্ষিতা বীরাঙ্গনা বিপ্লবী বঙ্গবালাদের ইতিহাসের পাতায় স্থান করে দিতে এগিয়ে এসেছেন " ফিউচার ফর নেচার ফাউন্ডেশন " নামক এক পরিবেশ রক্ষাকারী সংগঠনের সদস্য - সদস্যাও স্বেচ্ছাসেবকরা। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে উপেক্ষিতা বীরাঙ্গনা বিপ্লবী বঙ্গবালাদের ইতিহাস বর্তমান প্রজন্ম ও আগামী প্রজন্ম, গবেষকদের কাছে তুলে ধরতে " ভারতের স্বাধীনতা সংগ্রামে নারী " ঐতিহাসিক গ্ৰন্থের মোড়ক উন্মোচন করেন পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী, নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ব্রাত্য বসু। ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার ' বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ ', ' ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ' -র উদ্যোগে কলকাতা মেট্রোপলিটন কলেজ এ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল ঐতিহাসিক গবেষণাধর্মী গ্ৰন্থ সংকলন " ভারতের স্বাধীনতা সংগ্ৰামে নারী" ।গ্ৰন্থ প্রকাশে বিশেষ সহযোগিতা করেছেন ' বঙ্গভূমি ' সাহিত্য পত্রিকা ও ' বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ।অরিজিৎ মিত্র কতৃক বর্ণাক্ষর সাহিত্য প্রকাশন থেকে বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ ড. মহিতোষ গায়েন ও ড . অর্ণব দত্ত - র যুগ্ম সম্পাদনায় এই ঐতিহাসিক গবেষণাধর্মী গ্ৰন্থ " ভারতের স্বাধীনতা সংগ্ৰামে নারী " প্রকাশিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. মধুপর্ণা রায় চৌধুরী, ইতিহাস গবেষক ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সর্বজিৎ যশ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা ড. পল্লবী মিত্র,সিটি কলেজ কলকাতার উপাধ্যক্ষ ও সহ সভাপতি ওয়েবকুপা রাজ্য কমিটির ড. মহিতোষ গায়েন, ব্রিগেডিয়ার তুষার কান্তি মুখার্জী , কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার গৌতম দাস , শিক্ষক ও সাহিত্যিক নিমাই চন্দ্র ঘোষ ,' বঙ্গভূমি ' সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ড. সহদেব দলুই , শিক্ষক রাজদূত সামন্ত, মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ কুমার প্রামাণিক, দেব নারায়ন দাস,দীপক কুমার মৃধা,ড. দীপ্তি মুখার্জী সহ বিশিষ্টজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাসাগর মেট্রোপলিটন ‌কলেজের অধ্যক্ষ ড. অর্ঘ্য সরকার। এই অনুষ্ঠানে রাজ্যের প্রায় ১৮ টি জেলা থেকে শতাধিক সাহিত্য প্রেমী উপস্থিত ছিলেন। এই বিষয়কে কেন্দ্র করে ৩০ জন কবির স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই ঐতিহাসিক ও গবেষণাধর্মী গ্ৰন্থে ভারতের স্বাধীনতা ইতিহাসে উপেক্ষিতা বীরাঙ্গনা বিপ্লবী বঙ্গবালাদের জীবনালেখ্য লেখা ৪২ জন লেখককে উত্তরীয়,মানপত্র, মেমেন্টো ও একটি করে ' ভারতের স্বাধীনতা সংগ্ৰামে নারী ' প্রকাশিত গ্ৰন্থ দিয়ে সম্মাননা প্রদান করা হয়। ' ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ' এর সভাপতি পরিবেশ বিজ্ঞানী ড.স্বাতী নন্দী চক্রবর্তী বলেন, ' ৪২ জন লেখকের প্রবন্ধে সমৃদ্ধ ২৭২ পৃষ্ঠার এই গ্ৰন্থে ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদানকে বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে " । সংগঠনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ বলেন," আমরা এক ঐতিহাসিক দায়িত্ব পালন করলাম। স্বাধীনতার ইতিহাস সাধারণ নারীদের আত্নবলীদানকে প্রায়শই অদৃশ্য করে রাখা হয়েছে।আমরা চাই এই ঐতিহাসিক ও গবেষণাধর্মী গ্ৰন্থের মাধ্যমে ছাত্র ছাত্রী ও গৃহবধূ সহ সাধারণ মানুষ সেই অজানা কাহিনী গুলো জানুক " । ড. মহীতোষ গায়েন বলেন, " ' স্বাধীনতা সংগ্ৰামে নারী ' এই ঐতিহাসিক ও গবেষণাধর্মী গ্ৰন্থের প্রথম খন্ড প্রকাশ হল। খুব শীঘ্রই আমরা লেখকদের অমূল্য লেখনী সমৃদ্ধ দ্বিতীয় খণ্ড প্রকাশ করব " । এই দ্বিতীয় খণ্ড প্রকাশের জন্য লেখকরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। এই অনুষ্ঠান ঘিরে উম্মাদনা ছিল তুঙ্গে। ঐতিহাসিক,গবেষক, লেখক, কবি, ইতিহাস অনুরাগীদের উপস্থিতি ছিল প্রশংসনীয়।

নতুন মেট্রো রুটের ভাড়া তালিকা প্রকাশ করা হলো
23/08/2025

নতুন মেট্রো রুটের ভাড়া তালিকা প্রকাশ করা হলো

23/08/2025

নিজস্ব প্রতিনিধি :
কলকাতা, west Bengal : মৌসুমী মন্ডল
দিদি আপনাকে এবার বিদায়শ্রী, আপনি বিদায় নিন', মমতা কে নিয়ে একি বলছেন বাংলার মায়েরা, মোদীকেও যা বললেন !

কলকাতায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর জনসভায় উপচে পড়া ভিড়, মানুষের উচ্ছ্বাস আর আত্মবিশ্বাসই প্রমাণ করছে, বাংলার মানুষ বদলের অপেক্ষায় নেই, প্রস্তুত পরিবর্তনের জন্য।

তৃণমূলের রাজত্ব মানেই লুটপাট আর দুর্নীতি, বাংলার মানুষ আর এই অবস্থা সহ্য করবে না। কোনো উন্নয়ন নয়, শুধু লুটপাট আর তোষামোদ! বদলের জন্য সবাই প্রস্তুত, এখন শুধু সময়ের অপেক্ষা।

কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে দেবী পার্বতী শুম্ভ ও নিশুম্ভকে বিনাশ করে ব্রহ্মাণ্ড জুড়ে শান্তি পুনঃস্থাপন করেছিলেন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে মা তারার বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।

বাঙালির এই পবিত্র তিথিতে, বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে মা তারার একটি প্রতিকৃতি উপহার দেন।

জয় মা দুর্গা! জয় মা তারা

Address

S. P. Mukharjee Road, Tollygonge
Kolkata
700026

Website

Alerts

Be the first to know and let us send you an email when News বাংলা 4ICON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share