Kalmer Khamta

Kalmer Khamta Media Production Company News Reporter & Publisher

07/11/2025

“SIR-এর কাগজে নাম, অথচ মায়ের ডাকেও নেই সাড়া”!

#বৃদ্ধাশ্রম #বাবা_মা #অপেক্ষা #নচিকেতা #বাংলা_খবর #বৃদ্ধদের_জীবন

বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, দেশের ১২টি রাজ্যে SIR প্রকল্প চালু হলেও পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। কল্...
07/11/2025

বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, দেশের ১২টি রাজ্যে SIR প্রকল্প চালু হলেও পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বেঙ্গল ধাবায় চায়ের আড্ডায় তিনি বলেন, রাজ্য সরকার ইচ্ছে করেই শিল্প আনতে বাধা দিচ্ছে। তৃণমূলের পাল্টা দাবি, কেন্দ্র রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নিচ্ছে। তাঁর মন্তব্যে SIR নিয়ে ফের উত্তপ্ত হলো রাজ্য রাজনীতি।

05/11/2025

শুভেন্দু অধিকারীর কটাক্ষ: “তোমার দেখা নাইরে, তোমার দেখা নাই” মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা!

04/11/2025

কলকাতার রাজপথে SIR এর প্রতিবাদে মহামিছিলে শামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি!

03/11/2025

SIR নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনে নিন এক নজরে!

03/11/2025

SIR বাংলায় প্রয়োগের প্রয়োজন নেই, মত পার্থ ভৌমিকের!

SIR আবহে সাত সকালে নদিয়ায় ইডির হানাভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির অভিযোগে নদিয়ায় অভিযান চালালো ইডি (ED)।সাত সক...
03/11/2025

SIR আবহে সাত সকালে নদিয়ায় ইডির হানা
ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির অভিযোগে নদিয়ায় অভিযান চালালো ইডি (ED)।
সাত সকালেই ইডি আধিকারিকরা পৌঁছে যান চাকদহ থানার চুয়াডাঙ্গা পরারি গ্রামের বাসিন্দা বিপ্লব সরকারের বাড়িতে। সূত্রের খবর, বিপ্লব সরকার, তার ভাই বিপুল সরকার ও তাদের পরিবারের সদস্যদের পাসপোর্ট তৈরির ক্ষেত্রে একাধিক নথি যাচাই করে দেখেন তদন্তকারীরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই তল্লাশি অভিযান। সম্প্রতি কান্দি, নদীয়া ও চাকদহ অঞ্চল থেকে ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে তিনশো ভুয়ো পাসপোর্ট। সেই সূত্র ধরেই বিপ্লব সরকারদের বাড়িতে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে। ইডি আধিকারিকরা বাড়ি থেকে একাধিক নথি, ব্যাংক সংক্রান্ত তথ্য ও মোবাইল ফোনের রেকর্ড পরীক্ষা করেন। প্রাথমিক সন্দেহের ভিত্তিতে বিপুল সরকার, তার দাদা বিপ্লব সরকার ও তাঁদের বাবা বিনন্দ সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় ইডি। তদন্তকারীরা পরিবারের সমস্ত গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন বলেও সূত্রে খবর।

৫৪ কেজি গাঁজা সহ চারজনকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুইজন পুরুষ নবদ্বীপের বাসিন্দা এবং দুইজন মহিলা জ...
03/11/2025

৫৪ কেজি গাঁজা সহ চারজনকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুইজন পুরুষ নবদ্বীপের বাসিন্দা এবং দুইজন মহিলা জলপাইগুড়ির বাসিন্দা। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় আট লক্ষ টাকা। ছয়টি ব্যাগে করে গাঁজাগুলি রাখা ছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে রেলওয়ে রিক্রিয়েশন মাঠ সংলগ্ন এলাকায় চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময়ই তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। অভিযানে চারটি মোবাইল ফোন এবং একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম—কাশীনাথ পাল, গণেশ মজুমদার, গৌরী সরকার ও দেবী রায়। আজ আদালতে তাদের পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।

২০২৬ সালের আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (KKR) নতুন হেড কোচ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও দলের দীর্ঘদিনের সহক...
01/11/2025

২০২৬ সালের আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (KKR) নতুন হেড কোচ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও দলের দীর্ঘদিনের সহকারী কোচ অভিষেক নায়ার। রাহুল দ্রাবিড়ের নাম আলোচনায় থাকলেও কেকেআর নায়ারকেই বেছে নিয়েছে। মুম্বইয়ের কেকেআর একাডেমিতে তাঁর কোচিং অভিজ্ঞতা ও খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই এই পদোন্নতি। দলের মেন্টর হিসেবে থাকবেন ডোয়েন ব্র্যাভো। তরুণ প্রতিভা গড়ে তোলা ও নতুন কৌশল প্রয়োগের মাধ্যমে কেকেআরকে আরও শক্তিশালী দল হিসেবে গড়ে তোলাই নায়ারের মূল লক্ষ্য।

01/11/2025

ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডবে মালদায় ধান চাষে ব্যাপক ক্ষতি, বিপর্যস্ত কৃষক সমাজ!

ঘট বিসর্জনের পরে অবশেষে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রা শুরু হল। কৃষ্ণনগরে একাধিক বারোয়ারি গুলি তাদের...
01/11/2025

ঘট বিসর্জনের পরে অবশেষে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রা শুরু হল। কৃষ্ণনগরে একাধিক বারোয়ারি গুলি তাদের প্রতিমা নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে রাজবাড়ীতে তাদের প্রতিমা দর্শন করিয়ে কৃষ্ণনগর কদমতলা ঘাটের দিকে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে ধীরে ধীরে এগিয়ে চলেছে। রাস্তার দু'ধারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে ইতিমধ্যেই। কৃষ্ণনগরের এই ঐতিহ্যবাহী শোভাযাত্রা চলেছে সারা রাত ব্যাপি।

ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মালদা জেলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ধান চাষীরা। টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কয়েক হাজার বি...
01/11/2025

ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মালদা জেলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ধান চাষীরা। টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কয়েক হাজার বিঘা জমির ধান পাকার আগেই নষ্ট হয়েছে। অধিকাংশ চাষী ঋণ নিয়ে চাষ করায় এখন দিশেহারা অবস্থা। হরিশ্চন্দ্রপুর, চাঁচল, সামসী ও রতুয়াসহ পুরো জেলাতেই একই চিত্র। ক্ষতিগ্রস্ত কৃষকরা রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

Address

Kolkata
743145

Alerts

Be the first to know and let us send you an email when Kalmer Khamta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalmer Khamta:

Share