Sangbad Bhaskar

Sangbad Bhaskar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sangbad Bhaskar, Media/News Company, 46/2, Roy Bahadur Road, Behala, KOLKATA.

®RNI Reg.No - WBBEN/2009/31963
(Govt.of India) & UDYAM WB 10 0032836
Digital Bengali News , Facebook , Threads , Instagram , WhatsApp , YouTube, WhatsApp ,
সাপ্তাহিক বাংলা পত্রিকা ( প্রিন্ট মিডিয়া)
*** Running Glorious 15 Years ***
Editor : Bhaskar Das

সাহিত্য প্রেমীদের জন্য শহর দুর্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ সাহিত্য সভাসনৎ কুমার ব্যানার্জি, সংবাদ ভাস্কর,দুর্গাপুর : ...
30/01/2025

সাহিত্য প্রেমীদের জন্য শহর দুর্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ সাহিত্য সভা

সনৎ কুমার ব্যানার্জি, সংবাদ ভাস্কর,দুর্গাপুর : সম্প্রতি দুর্গাপুরের সাহিত্য প্রেমী মানুষের পরিচিত" মানব মৈত্রী" সাহিত্য পত্রিকার উদ্যোগে একটি সাহিত্য সভা আয়োজন করেছিলেন পত্রিকার সম্পাদক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সিটি সেন্টারের কল্পতরু বিল্ডিং এর পি,এস,পি পরিবারের কনফারেন্স হলে।
সাহিত্য সভার বিষয় ছিল- পরিবেশ রক্ষায় সাহিত্যের ভূমিকা। আমন্ত্রিত কিছু কবিও সাহিত্যিক এবং মানব মৈত্রী সদস্য ও সদস্যা সাহিত্যিকও কবি। নিজেদের বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠের মধ্যে সভায় দুর্গাপুরের ক্রমবর্ধমান দূষণ নিয়ে দুশ্চিন্তা ব্যক্ত করেন। সকল কবিদের একমত শহরের উন্নয়ন হোক কিন্তু বৃক্ষ ছেদন করে নয়। পরিবেশ রক্ষার লড়াইয়ে তারাও সামিল হবেন, এবং শহরের ফাঁকা জমিতে ১০০ বটবৃক্ষের চারা গাছ লাগাবেন সভাতে জানান।
এবং শিল্পাঞ্চলের সার্বিক সবুজায়নের আহ্বান জানান কবি ও সাহিত্যিকরা। এই সাহিত্য সভাতে দুর্গাপুরের সাহিত্যিক রনজিত কুমার যশ উপস্থিত ছিলেন। বলা বাহুল্য রনজিত কুমার যশ বেশ কিছু বই লিখে ইতিমধ্যে বই প্রেমীদের মনোরঞ্জন করেছেন। তিনি এই সভাতে মুক্তির রণাঙ্গনে বাংলা ( বঙ্গ ) সপ্তম খন্ডের বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
পিএসপি পরিবারের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী সন্দীপ সিকদার মানব মৈত্রী পত্রিকার কবি ও , সাহিত্যিকগণ সম্বর্ধনা জ্ঞাপন করেন। ওই হলেই পিএসপি পরিবারের পক্ষ থেকে বেশ কিছু সামাজিক প্রজেক্ট যেমন সিনিয়র সিটিজেনদের প্রতি কিছু দায়বদ্ধতা, ক্ষুদ্র কৃষি ও শিল্পের প্রকল্প, স্বাস্থ্যে পরিষেবা, গ্রামাঞ্চলে গরীব দুস্থ মানুষের বিভিন্ন ধরনের আয়ের বিশদ আলোচনা হয়।
কবি সাহিত্যিকদের এই সকল প্রকল্পে যোগদানের জন্য পিএসপি পরিবারের থেকে আহ্বান জানায়।
এই সাহিত্য সভায় এই সাহিত্য সভায় উপস্থিত ছিলেন রঘুনাথ গঙ্গোপাধ্যায়, ড: দেব মাল্য চট্টোপাধ্যায়, রঞ্জিত কুমার যশ, ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়, মায়া বন্দোপাধ্যায় শিপ্রা ব্যানার্জি সহ বিশিষ্ট কবি সাহিত্যিকরা।

সারা দেশের সাথে শহর দুর্গাপুরেও পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭ তম প্রয়াণ দিবসসনৎ কুমার ব্যানার্জি, সংবাদ ভাস্কর,...
30/01/2025

সারা দেশের সাথে শহর দুর্গাপুরেও পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭ তম প্রয়াণ দিবস

সনৎ কুমার ব্যানার্জি, সংবাদ ভাস্কর,দুর্গাপুর : বৃহস্পতিবার ৩০ শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭ তম প্রয়াণ দিবস দেশজুড়ে পালিত হল। সারাদেশে দিনটি সম্প্রতি দিবস হিসেবেও পালিত হয়। প্রতিবছরের মতো এ বছরও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দুর্গাপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরে জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস পালন করে।
গান্ধীজীর প্রতিকৃতিতে মাল্যদান ও সর্ব ধর্ম প্রার্থনা সভার আয়োজন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সায়ান্বিতা মাইতি ,ডাক্তার বি,সি মেমো রিয়াল হল, ডি ,এম ,সি, বিল্ডিং সিটি সেন্টারে।
এই সর্বধর্ম প্রার্থনা সভাতে সর্ব ধর্ম গ্রন্থ থেকে পাঠ করেন হিন্দু ধর্মের শান্তিময় ভট্টাচার্য, ইসলাম ধর্মের হাবিবর রহমান, জৈন ধর্মের প্রদীপ চোপরা জৈন, শিখ ধর্মের বিবি রঞ্জিত কর, খ্রিস্টান ধর্মের ফাদার ডিকান বাবুল সরদার, এবং বৌদ্ধ ধর্মের গোপাল বড়ুয়া।

30/01/2025

দূয়ারের সরকার :

30/01/2025

Save Earth Mission

29/01/2025

দুর্গাপুর বিধাননগর এর ৪০০ মোড় সংলগ্ন বস্তিতে বিধ্বংসী আগুন।

29/01/2025

Big Update :

দুর্গাপুরে বেসরকারি গ্যাস কোম্পানির বিষাক্ত তরলে পড়ে দুই শ্রমিকের মৃত্যু, তিনজন হাসপাতালে চিকিৎসাধীনসুকান্ত বণিক চৌধুরী...
29/01/2025

দুর্গাপুরে বেসরকারি গ্যাস কোম্পানির বিষাক্ত তরলে পড়ে দুই শ্রমিকের মৃত্যু, তিনজন হাসপাতালে চিকিৎসাধীন

সুকান্ত বণিক চৌধুরী , সংবাদ ভাস্কর দুর্গাপুর
: মঙ্গলবার সকালে দুর্গাপুরের পারুলিয়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষাক্ত বর্জ্য মিশ্রিত রাসায়নিক তরলে পড়ে বেসরকারি গ্যাস অনুসন্ধান কোম্পানি এসর-এ কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে ওই একই জায়গায় পড়ে যায় আরেক শ্রমিক। ঘটনাস্থলে উদ্ধারের সময় আরও তিন শ্রমিক গুরুতর আহত হন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম আকাশ পোয়াটকার (২৫) এবং অনুপ সরকার (২৬)৷ আকাশের বাড়ি কাঙ্কসার জাম্বনে, আর অনুপ মালদার বাসিন্দা। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালেও পারুলিয়ায় অবস্থিত কোম্পানির ২৪২ নম্বর গর্তে কাজ শুরু করেন শ্রমিকরা।
গ্যাস অনুসন্ধানের সময় হঠাৎ করে বিষাক্ত তরল বের হয়ে যায়। এ সময় আকাশ ঐ বিসাক্ত তরলে পড়ে যায়। তাদের বাঁচাতে গিয়ে একই তরলে পড়ে যায় অনুপ সরকারও। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে শোভাপুর এর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আকাশ ও অনুপকে বিধান নগরের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তিন শ্রমিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। কোম্পানির গাফিলতি ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় শ্রমিকদের।
শ্রমিকরা জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলে তাদের সহকর্মীরা প্রাণ হারাতেন না। তিনি কোম্পানি ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনার পর স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। শ্রমিকরা কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ করে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
ঘটনার পর স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। শ্রমিকরা কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ করে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। তারা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।

29/01/2025

দুর্গাপুরে দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাপক সাড়া।

28/01/2025

বাটানগর এর নিউল্যান্ডে পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম মা সরস্বতীর মূর্তি বানানো চলছে। ১১১ ফুট মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে এই প্রথম বাটানগর উচ্চতম সরস্বতী ঠাকুর বানানো কাজ চলছে। দুই মাস ধরে 30 জন শিল্পী কে নিয়ে উদ্বোধন হতে চলেছে দুই তারিখে ক্রিয়েকশন এন্ড বাটানগর স্কোয়ার ক্লাবের উদ্যোগে ছবি অরুণ লোধ।

28/01/2025

ব্যবসায়ী অপহরণ কাণ্ডের কিনারা হলো দুর্গাপুরে।

28/01/2025

BIG BREAKING UPDATE

28/01/2025

ব্যবসায়ী অপহরণ কাণ্ডের কিনারা হলো দুর্গাপুরে :

২৮ শে জানুয়ারি শুরু হচ্ছে ৪৮ তম কলকাতা বইমেলা সঞ্জয় সাহু , সংবাদ ভাস্কর, ডিজিটাল ডেস্ক : ২৮ শে জানুয়ারি ৪৮ তম আন্তর্জ...
28/01/2025

২৮ শে জানুয়ারি শুরু হচ্ছে ৪৮ তম কলকাতা বইমেলা

সঞ্জয় সাহু , সংবাদ ভাস্কর, ডিজিটাল ডেস্ক : ২৮ শে জানুয়ারি ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা শুরু হচ্ছে । এবারের বইমেলায় থাকছে ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা সঙ্গে থাকছে আর্জেন্টিনা , জার্মানি , ব্রিটেন , রাশিয়া , ও লাতিন আমেরিকার দেশগুলি ।
বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছে ২৮ শে জানুয়ারি বিকেল ৪ টের সময় বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সঙ্গে থাকবেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সহ আরো বিশিষ্ট ব্যক্তিগণ । আজ থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ১৩ দিন ধরে চলবে বইমেলা । ৯ ফেব্রুয়ারি মেলার শেষ দিন ।
কর্তৃপক্ষ তরফ থেকে জন্য গেছে এবারের মেলায় মোট ১০৫০ টি স্টল থাকবে । এবছর বইমেলায় প্রবেশদ্বারে হয়েছে,একটি সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর নামে এবং অপরটি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের নামে ।
এবার বইমেলায় থাকছে লটারি । লটারি বিজেতেরা পাবেন ১হাজার টাকা মূল্যের বুক কুপন। সেটি দেখিয়ে তারা স্টল থেকে বই কিনতে পারবে ।
সূত্রের খবর এবছর বাংলাদেশের কোনো স্টল থাকছে না বইমেলায় ।১৯৯৬ সাল থেকে বাংলাদেশের স্টল থাকছিল বইমেলায় । সূত্রের খবর বাংলাদেশ হাইকমিশন স্টল দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেনি ।
এই বার বইপ্রেমীদের সুবিধার্থে বাড়তি সরকারি বাস এবং মেট্রোর পরিষেবা থাকবে বলে জানা গেছে । এছাড়া মেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিধাননগর কমিশনারেট , দমকল থাকবে ।

এমস জেনারেট পাবলিক স্কুলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন সঞ্জয় সাহু, সংবাদ ভাস্কর,দুর্গাপুর : দুর্গাপ...
28/01/2025

এমস জেনারেট পাবলিক স্কুলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন

সঞ্জয় সাহু, সংবাদ ভাস্কর,দুর্গাপুর :
দুর্গাপুর লাগোয়া ফরিদপুর থানার অন্তর্গত কাঁটাবেড়িয়া গ্রামে রাধামাধব মন্দিরে এমএস জেনারেট পাবলিক স্কুলের উদ্যোগে কাঁটাবেরিয়া রুরাল ওয়েল ফেয়ার সোসাইটির পরিচালনায় দুর্গাপুর লায়ন্স ক্লাবের পূর্ণ সহযোগিতায় আজ অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু ছানি অপারেশনের অস্থায়ী শিবিরের আয়োজন করা হয়েছিল ।এই দিন শিবিরে ৯৫ জনের চক্ষু পরীক্ষা করতে এসেছিলেন , তার মধ্যে ৪৪ জনের চক্ষু ছানি অপারেশন করা হবে বলে জানানো হয়েছে । লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ৪৪ জনের চক্ষু ছানি অপারেশন আগামী ২৫ ও ২৬ জানুয়ারি লায়ন্স ক্লাব এ কড়ানো হবে । এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর জয়ন্ত চ্যাটার্জী , ডক্টর সংযুক্তা ব্যানার্জী , এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর লায়ন্স ক্লাবের সদস্য আফতাব হুসেন ও মিতা গাঙ্গুলী । এদিন কাঁটাবেড়িয়া রুরাল ওয়েল ফেয়ার সোসাইটির সম্পাদক সুকান্ত রায় জানান যে আগামী ৯ ফেব্রুয়ারি তারা একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছেন । এছাড়া তিনি বলেন যে তারা সারাবছর সমাজ সেবা মূলক কাজের সাথে যুক্ত থাকেন এবং আগামীদিনে তারা এই পরিধি আরো বাড়াবেন ।

27/01/2025

দুর্গাপুর ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান :Durgapur

27/01/2025

DSMS এর মহতি উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা:

26/01/2025

OHMS অর্গানিক গার্ডেন দুর্গাপুর থেকে আদিবাসী নিত্য তুলে ধরার চেষ্টা করা হলো

Address

46/2, Roy Bahadur Road, Behala
Kolkata
700034

Alerts

Be the first to know and let us send you an email when Sangbad Bhaskar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sangbad Bhaskar:

Share