Sangbad Bhaskar

Sangbad Bhaskar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sangbad Bhaskar, Media/News Company, 46/2, Roy Bahadur Road, Behala, KOLKATA.

®RNI Reg.No - WBBEN/2009/31963
(Govt.of India) & UDYAM WB 10 0032836
Digital Bengali News , Facebook , Threads , Instagram , WhatsApp , YouTube, WhatsApp ,
সাপ্তাহিক বাংলা পত্রিকা ( প্রিন্ট মিডিয়া)
*** Running Glorious 17 Years ***
Editor : Bhaskar Das

11/01/2026

অতি সুলভ মূল্যে ভ্রমণের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান " ড্রিম টুর এন্ড ট্রাভেলস "

দুর্গাপুরে প্রথমবার স্বাস্থ্য ও সচেতনতার মহামিলনবিবেকানন্দ হাসপাতালের উদ্যোগে শিল্পনগরীতে শুরু ‘হেলথ কার্নিভাল’সুকান্ত ব...
11/01/2026

দুর্গাপুরে প্রথমবার স্বাস্থ্য ও সচেতনতার মহামিলন
বিবেকানন্দ হাসপাতালের উদ্যোগে শিল্পনগরীতে শুরু ‘হেলথ কার্নিভাল’

সুকান্ত বনিক চৌধুরী | সংবাদ ভাস্কর | দুর্গাপুর :
শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য—এই তিন পরিচয়ের সঙ্গে দুর্গাপুর শহর দীর্ঘদিন ধরেই পরিচিত। তবে এবার সেই পরিচয়ে যুক্ত হলো আরও এক নতুন অধ্যায়। দুর্গাপুরে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও অভিনব স্বাস্থ্য উদ্যোগ—‘হেলথ কার্নিভাল’। বিধান নগরে অবস্থিত শহরের অন্যতম প্রথম সারির বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান বিবেকানন্দ হাসপাতাল, তাদের ২৮ বছরের সেবাযাত্রা উপলক্ষে এই বিশেষ কর্মসূচির আয়োজন করে স্টিল টাউনশিপের কাশীরাম ময়দানে।

এই হেলথ কার্নিভাল শুধুমাত্র একটি চিকিৎসা শিবিরে সীমাবদ্ধ নয়, বরং এটি স্বাস্থ্য সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক পরিষেবার এক অনন্য দৃষ্টান্ত। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কার্নিভাল চলাকালীন প্রায় পাঁচ হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এক ছাদের নিচে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে সাধারণ মানুষ সহজেই উন্নত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন।

শনিবার, ১০ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মতিথির পবিত্র দিনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই স্বাস্থ্য কার্নিভালের আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী ১২ই জানুয়ারি, সোমবার পর্যন্ত চলবে এই কর্মসূচি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, দুর্গাপুর পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, বিবেকানন্দ হাসপাতালের কর্ণধার সুজিত দত্ত-সহ হাসপাতালের শীর্ষ আধিকারিক ও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

চিকিৎসা পরিষেবার পাশাপাশি এই কার্নিভালে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়াতে নানা আলোচনা সভা, পরামর্শমূলক কর্মসূচি ও ইন্টার‌্যাকটিভ সেশনের আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে ১২ই জানুয়ারি মঞ্চে পরিবেশন করবে জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘ভূমি’। স্বাস্থ্য ও সংস্কৃতির এই যুগলবন্দি কার্নিভালকে শহরবাসীর কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বিবেকানন্দ হাসপাতাল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে, পরমব্রত চট্টোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রশংসা করে বলেন,
“স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অসংখ্য মানুষ বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন। আমি নিজে বহু মানুষের জীবনে এর সুফল দেখেছি। দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতাল যেভাবে এই প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।”

সব মিলিয়ে, দুর্গাপুরে প্রথমবার আয়োজিত এই হেলথ কার্নিভাল একটি চিকিৎসা কর্মসূচির গণ্ডি ছাড়িয়ে সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শিল্পনগরীর বুকে এমন উদ্যোগ ভবিষ্যতে শহরের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও সুদৃঢ় করবে বলেই আশাবাদী শহরবাসী।

11/01/2026

নাট্যরণ নাট্যদল ও ফ্লিম সংস্থার পক্ষ থেকে জমজমাট বনভোজন

শিক্ষা–স্বাস্থ্য–শিল্পের মানবিক সেতুবন্ধনে শান্তিনিকেতন, SMC MED EXPO 2.0 ঘিরে ছড়িয়ে পড়ছে ইতিবাচকতার নতুন ভাষা সুকান্...
09/01/2026

শিক্ষা–স্বাস্থ্য–শিল্পের মানবিক সেতুবন্ধনে শান্তিনিকেতন, SMC MED EXPO 2.0 ঘিরে ছড়িয়ে পড়ছে ইতিবাচকতার নতুন ভাষা

সুকান্ত বণিক চৌধুরী , সংবাদ ভাস্কর : সম্প্রতি বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত SMC MED EXPO 2.0 ও শান্তিনিকেতন মেলা শুধুমাত্র একটি আয়োজন হিসেবে নয়, বরং একটি যুগোপযোগী সামাজিক আন্দোলন হিসেবেই চিহ্নিত হয়ে উঠেছে। এই মহাযজ্ঞে অংশগ্রহণকারী বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে শুরু করে শান্তিনিকেতন মেলায় আগত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, শিল্পোদ্যোগী এবং সাধারণ দর্শনার্থীদের কণ্ঠে একটাই মত—শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্ণধার ডক্টর মলয় পিটের এই মহান উদ্যোগ প্রশংসার ঊর্ধ্বে। শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প—এই তিন শক্ত স্তম্ভকে এক মঞ্চে এনে তিনি যে মিলনমেলার রূপরেখা তৈরি করেছেন, তা ইতিমধ্যেই এক অনুকরণীয় মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

এই আয়োজনের বৈজ্ঞানিক ও বাস্তবভিত্তিক গুরুত্ব অনস্বীকার্য। আধুনিক জনস্বাস্থ্য বিজ্ঞানের মূল দর্শন হলো—প্রতিরোধ, সচেতনতা ও প্রযুক্তিনির্ভর চিকিৎসা পরিষেবার সমন্বয়। SMC MED EXPO 2.0-তে সেই দর্শনেরই বাস্তব প্রয়োগ দেখা গেছে। অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি, ডায়াগনস্টিক প্রযুক্তি, ডিজিটাল হেলথ সলিউশন এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রদর্শন সাধারণ মানুষের কাছে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিকে সহজ ভাষায় তুলে ধরেছে। স্বাস্থ্য সচেতনতা শিবির ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মানুষের মধ্যে রোগ প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ চিহ্নিতকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

একই সঙ্গে শিক্ষা ও শিল্পের সংযোগ এই মেলাকে দিয়েছে ভিন্ন মাত্রা। চিকিৎসা শিক্ষা, প্যারামেডিক্যাল ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট এবং হেলথ-টেক স্টার্টআপের ধারণা তুলে ধরে প্রমাণ করা হয়েছে যে আধুনিক স্বাস্থ্যব্যবস্থা কেবল হাসপাতালকেন্দ্রিক নয়, বরং এটি একটি বৃহৎ ইকোসিস্টেম। শিল্প ও কর্পোরেট সংস্থাগুলির অংশগ্রহণ এই ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করেছে। গবেষণা বলছে, শিল্প–শিক্ষা–স্বাস্থ্য ক্ষেত্রের পারস্পরিক সহযোগিতাই ভবিষ্যতের টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি, আর শান্তিনিকেতনে সেই মডেল বাস্তবে রূপ পেয়েছে।
শান্তিনিকেতন মেলার সাংস্কৃতিক ও মানবিক আবহ এই বিজ্ঞানভিত্তিক আয়োজনকে মানুষের হৃদয়ের আরও কাছাকাছি নিয়ে এসেছে।

লোকসংস্কৃতি, শিল্পকলা, সংগীত ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক অনন্য ইতিবাচক পরিবেশ তৈরি করেছে, যেখানে স্বাস্থ্য সচেতনতা ও জ্ঞানার্জন আরোপিত মনে হয়নি, বরং উৎসবের আনন্দের মধ্য দিয়েই তা মানুষের অন্তরে পৌঁছে গেছে। এই মনস্তাত্ত্বিক দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আচরণগত বিজ্ঞানের মতে আনন্দ ও ইতিবাচক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত বার্তা মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

এই মেলার প্রভাব ক্রমশ জেলা পেরিয়ে রাজ্য এবং রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়ছে। বিভিন্ন কর্পোরেট সংস্থা, চিকিৎসা বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা একবাক্যে স্বীকার করছেন—এমন সমন্বিত আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে হওয়া প্রয়োজন। ডক্টর মলয় পিটের নেতৃত্বে গড়ে ওঠা এই শিক্ষা–স্বাস্থ্য–শিল্পের মিলনক্ষেত্র কেবল একটি ইভেন্ট নয়, বরং একটি ভাবনা, যা সুস্থ সমাজ, দক্ষ মানবসম্পদ এবং মানবিক উন্নয়নের পথে নতুন দিশা দেখাচ্ছে। তাই সকলের মনেই আজ একটাই প্রত্যাশা—শান্তিনিকেতনের এই অনন্য মেলা বছরের পর বছর একই ছন্দে, একই মানবিকতায়, একই ইতিবাচক শক্তি নিয়ে ফিরে

08/01/2026

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে ও ১২০ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রী সুশান্ত ঘোষ মহাশয়ের নেতৃত্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিহিংসা মূলক পদক্ষেপ এবং দলীয় তথ্য হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ ১২০ নম্বর ওয়ার্ডের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো।
dey

বেহালা হিলিং টাচ ফাউন্ডেশন এর একাধিক সমাজ কল্যাণমূলক কর্মসূচিতে আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কাম্য। বেহালা হিলিং টাচ ফাউ...
08/01/2026

বেহালা হিলিং টাচ ফাউন্ডেশন এর একাধিক সমাজ কল্যাণমূলক কর্মসূচিতে আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কাম্য। বেহালা হিলিং টাচ ফাউন্ডেশন সম্প্রতি প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের যে সমস্ত শিশুদের পিতা-মাতারা জঙ্গলে কাজ করতে গিয়ে বাঘের হানায় প্রাণ হারিয়েছেন সেই সমস্ত শিশুদের সহায়তার উদ্দেশ্যে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন এই বেহালা হিলিং কাজ ফাউন্ডেশন। সেই সমস্ত শিশুদের সহায়তা কেন্দ্র সম্প্রতি তৈরি করা হয়েছে ফুলবাড়ী ক্যানিংয়ে ২ দক্ষিণ ২৪ পরগনাতে। ওই সমস্ত শিশুদের সমস্ত দায়-দায়িত্ব সম্প্রতি বহন করার দায়িত্বভার বেহালা হিলিং টাচ ফাউন্ডেশনের। আপনাদের সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।

07/01/2026

Behala Healing Touch Foundation

06/01/2026

ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত " TSMCH MED EXPO ":
শিক্ষা - স্বাস্থ্য - শিল্পের এক মিলন মেলা।
এই অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগতম 🙏

​ ​ ​ ​

CRIDET BY
Presenting India's first Tripura hindi song Tripura o Tripura. This song was made in Tripura.
Audio credit - This channel made this song
Video credit-
‪‬​
Song lyrics-
(Verse 1)
उत्तर-पूर्व की धरती पर बसा,
हसीन पहाड़ों का है ये अक्स,
त्रिपुरा की सुंदरता, है निराली,
पुराने किस्सों में, बसी है कहानी।

(Chorus)
त्रिपुरा, ओ त्रिपुरा, सात पहाड़ों की रानी,
नदी-घाटियों में बसी, तेरी अद्भुत कहानी।
संस्कृति से भरा, तेरा दिल है निर्मल,
तेरी बाहों में, मिलता हमें संबल।

(Verse 2)
अगरतला की शान, उज्जयंता का वैभव,
हर कोने में तेरा, इतिहास का है रंग।
मंदिरों और महलों में, बसी पुरानी बातें,
तेरे नीले आसमां तले, खुलती नई रातें।

(Chorus)
त्रिपुरा, ओ त्रिपुरा, सात पहाड़ों की रानी,
नदी-घाटियों में बसी, तेरी अद्भुत कहानी।
संस्कृति से भरा, तेरा दिल है निर्मल,
तेरी बाहों में, मिलता हमें संबल।

(Bridge)
जनजातियों के नृत्य, रंग-बिरंगे रूप,
उनकी कहानियाँ, आज भी जीवित हर धूप।
हरे-भरे जंगलों में, बांस की सरसराहट,
जीवन की धुन में, बसी मधुर आवाज़।

(Chorus)
त्रिपुरा, ओ त्रिपुरा, सात पहाड़ों की रानी,
नदी-घाटियों में बसी, तेरी अद्भुत कहानी।
संस्कृति से भरा, तेरा दिल है निर्मल,
तेरी बाहों में, मिलता हमें संबल।

(Outro)
ओ त्रिपुरा, तेरी सुंदरता, रहेगी सदा अटल,
उत्तर-पूर्व की मणि, तेरी कहानी अमर।
तेरे अद्भुत नजारों की, हम गीत गाएँ,
त्रिपुरा, हमारे दिलों में, सदा बस जाए।

04/01/2026

ওয়েস্ট বেঙ্গল মহিলা এন্টারপ্রেনারদের সঠিক দিশার খোঁজে পজিটিভ বার্তার উদ্যোগে এই আলোচনা সভা প্রতিদিন রাত ৭ : ৩০ মিনিটে। সকলকে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে আবেদন জানানো হচ্ছে।
https://meet.google.com/psv-bhtu-tfz
এই লিংকে ক্লিক করে প্রতিদিন সন্ধে সাড়ে সাতটা থেকে অনলাইন মিটিংয়ে জয়েন করবেন।।

02/01/2026

দুর্গাপুরে ঐতিহ্যের উৎসব: ৫৭ বছরে কল্পতরু মেলা, শুরুতেই জনসমাগমে উচ্ছ্বাস

সুজয় দাস, সংবাদ ভাস্কর, দুর্গাপুর : নববর্ষের প্রথম দিনেই উৎসবের আবহে ভরে উঠল দুর্গাপুর। ডিপিএল সংলগ্ন গ্যামন ব্রিজ ফুটবল ময়দানে বৃহস্পতিবার শুরু হলো দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলা। দীর্ঘ ৫৭ বছরের ইতিহাস বহনকারী এই মেলা চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনের প্রথম দিন থেকেই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা মেলাপ্রাঙ্গণ।

মেলায় এবছরও থাকছে কৃষি মেলা ও বইমেলাসহ নানা রকম বাণিজ্যিক ও সাংস্কৃতিক আয়োজন। প্রায় ২৫০টিরও বেশি স্টল বসেছে মেলার মূল চত্বরে। পাশাপাশি রাস্তার দু’পাশে শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী নিজেদের পণ্য সাজিয়ে বসেছেন, যা বহু পরিবারের জীবিকার অন্যতম ভরসা হয়ে উঠেছে।
প্রতিদিন সন্ধ্যায় মোহর মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় স্তরের বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও অংশ নেবেন এই অনুষ্ঠানে, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

১৮৮৬ সালের ১লা জানুয়ারি শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ‘কল্পতরু’ রূপে আত্মপ্রকাশ করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই এই মেলার নামকরণ ‘কল্পতরু মেলা’। এই মেলা দুর্গাপুরের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের আইন ও বিচার বিভাগীয় এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন জেলা শাসক পান্না বালাম এস, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সুমন বিশ্বাস, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখার্জি, এসবিএসটি সির চেয়ারম্যান সুভাষ মণ্ডল-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

মেলা কমিটির পক্ষ থেকে এ বছরও সামাজিক দায়বদ্ধতার নিদর্শন হিসেবে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকার চেক জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে মেলা চত্বরে কড়া নজরদারি রাখা হয়েছে। আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন হয়।

নববর্ষের প্রাক্কালে তেলেঙ্গানায় মাননীয় রাজ্যপালের সঙ্গে সবুজের বার্তা—নারী উদ্যোক্তাদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি সু...
01/01/2026

নববর্ষের প্রাক্কালে তেলেঙ্গানায় মাননীয় রাজ্যপালের সঙ্গে সবুজের বার্তা—নারী উদ্যোক্তাদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি

সুকান্ত বণিক চৌধুরী , সংবাদ ভাস্কর : নববর্ষকে স্বাগত জানাতে পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ‘পজিটিভ বার্তা’। নববর্ষের প্রাক্কালে তেলেঙ্গানার মাননীয় রাজ্যপাল মহোদয়ের উপস্থিতিতে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ স্থানে আয়োজন করা হয় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। এই কর্মসূচিতে সরকারি আধিকারিক ও কর্মীদের সক্রিয় সহযোগিতায় অংশগ্রহণ করেন পজিটিভ বার্তা-র নারী উদ্যোক্তারা, যা একদিকে পরিবেশ সংরক্ষণ, অন্যদিকে নারী ক্ষমতায়নের শক্তিশালী বার্তা বহন করে।

অনুষ্ঠানের শুরুতেই পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বিভিন্ন দেশীয় ও উপযোগী প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বিশেষজ্ঞদের পরামর্শে নির্বাচিত এই চারাগুলি পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক বলে জানান আয়োজকেরা। বৃক্ষরোপণের মাধ্যমে নববর্ষের সূচনালগ্নে প্রকৃতি ও মানুষের মধ্যে সুস্থ সহাবস্থানের বার্তাই তুলে ধরা হয়।

মাননীয় রাজ্যপাল মহোদয় এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আজ শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং ভবিষ্যৎ রক্ষার অন্যতম প্রধান শর্ত। একই সঙ্গে তিনি নারী উদ্যোক্তাদের নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, সমাজ গঠন ও টেকসই উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ দেশের অগ্রগতিকে আরও মজবুত করে। পজিটিভ বার্তা-র নারী উদ্যোক্তারা যে ভাবে পরিবেশ সচেতনতার সঙ্গে নারী শক্তিকে একসূত্রে বেঁধেছেন, তা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এই কর্মসূচিতে উপস্থিত সরকারি আধিকারিকরাও পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও সবুজায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁদের মতে, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগেই পরিবেশ সুরক্ষা কার্যকরভাবে সম্ভব। পজিটিভ বার্তা-র পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশমূলক কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

নববর্ষের প্রাক্কালে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা পরিবেশ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা ও নারী নেতৃত্বের শক্তিশালী মিলনক্ষেত্র হয়ে উঠেছে। সবুজের অঙ্গীকারে নতুন বছরের সূচনায় এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের সর্বস্তরে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

01/01/2026

The Jagannath and Mahakal temples of Digha are a major attraction of the upcoming Gangasagar Mela.:

District Magistrate Arvind Kumar Mina announced this news at a press conference on Wednesday regarding the preparations for the Gangasagar Mela. Meanwhile, this year, extra security measures will be in place to ensure the safety of the pilgrims attending the fair.
Chairman of South 24 Parganas district Nilima Mistry was also present.
Cultural Initiatives

Special Beach lighting to be installed to make a colourful atmosphere for the pilgrims

Maha Sagar Arati - Maha Sagar Arati will be conducted at a grand scale for 3 days (11th, 12th & 13th January 2028).

Sagar Katha - Sagar Katha will be conducted for 3 days in various slots (11th, 12th & 13th January 2026). It is a space for spiritual discussion and clearing of the mind for all those interested.

Sagar Sangrahalay

Exhibition on the evolution of Gangasagar Mela amalgamation of historical & mythological events.

Banglar Mandir - An Exhibit of Bengal's Sacred Heritage,

these exhibit showcases seven famous temples of Bengal, such as Jagannath Dham, Kalighat, Dakshineswar, Tarapith, Belur Math, Madan Mohan and Mohakal Temple.

Sagar Sankritan - 11th to 12th January 2026.
Over 2500 buses will carry pilgrims to Gangasagar from railway station, airport & bus stands. 21 jetties [permanent-10, temporary-11] will be made operational during the Mela. 13 barges (previous year 11 barges) with average carrying capacity of 1000-2500 persons, 45 vessels and 100 wooden launches will be deployed at Lot-8 & Namkhana for transportation of pilgrims. All the vessels, launches and barges operating in the river between mainland and island will be fitted with advanced GPS device with an integrated software which will be monitored from the Mega Control Room at Sagar.

Address

46/2, Roy Bahadur Road, Behala
Kolkata
700034

Alerts

Be the first to know and let us send you an email when Sangbad Bhaskar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sangbad Bhaskar:

Share