
30/01/2025
সাহিত্য প্রেমীদের জন্য শহর দুর্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ সাহিত্য সভা
সনৎ কুমার ব্যানার্জি, সংবাদ ভাস্কর,দুর্গাপুর : সম্প্রতি দুর্গাপুরের সাহিত্য প্রেমী মানুষের পরিচিত" মানব মৈত্রী" সাহিত্য পত্রিকার উদ্যোগে একটি সাহিত্য সভা আয়োজন করেছিলেন পত্রিকার সম্পাদক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সিটি সেন্টারের কল্পতরু বিল্ডিং এর পি,এস,পি পরিবারের কনফারেন্স হলে।
সাহিত্য সভার বিষয় ছিল- পরিবেশ রক্ষায় সাহিত্যের ভূমিকা। আমন্ত্রিত কিছু কবিও সাহিত্যিক এবং মানব মৈত্রী সদস্য ও সদস্যা সাহিত্যিকও কবি। নিজেদের বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠের মধ্যে সভায় দুর্গাপুরের ক্রমবর্ধমান দূষণ নিয়ে দুশ্চিন্তা ব্যক্ত করেন। সকল কবিদের একমত শহরের উন্নয়ন হোক কিন্তু বৃক্ষ ছেদন করে নয়। পরিবেশ রক্ষার লড়াইয়ে তারাও সামিল হবেন, এবং শহরের ফাঁকা জমিতে ১০০ বটবৃক্ষের চারা গাছ লাগাবেন সভাতে জানান।
এবং শিল্পাঞ্চলের সার্বিক সবুজায়নের আহ্বান জানান কবি ও সাহিত্যিকরা। এই সাহিত্য সভাতে দুর্গাপুরের সাহিত্যিক রনজিত কুমার যশ উপস্থিত ছিলেন। বলা বাহুল্য রনজিত কুমার যশ বেশ কিছু বই লিখে ইতিমধ্যে বই প্রেমীদের মনোরঞ্জন করেছেন। তিনি এই সভাতে মুক্তির রণাঙ্গনে বাংলা ( বঙ্গ ) সপ্তম খন্ডের বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
পিএসপি পরিবারের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী সন্দীপ সিকদার মানব মৈত্রী পত্রিকার কবি ও , সাহিত্যিকগণ সম্বর্ধনা জ্ঞাপন করেন। ওই হলেই পিএসপি পরিবারের পক্ষ থেকে বেশ কিছু সামাজিক প্রজেক্ট যেমন সিনিয়র সিটিজেনদের প্রতি কিছু দায়বদ্ধতা, ক্ষুদ্র কৃষি ও শিল্পের প্রকল্প, স্বাস্থ্যে পরিষেবা, গ্রামাঞ্চলে গরীব দুস্থ মানুষের বিভিন্ন ধরনের আয়ের বিশদ আলোচনা হয়।
কবি সাহিত্যিকদের এই সকল প্রকল্পে যোগদানের জন্য পিএসপি পরিবারের থেকে আহ্বান জানায়।
এই সাহিত্য সভায় এই সাহিত্য সভায় উপস্থিত ছিলেন রঘুনাথ গঙ্গোপাধ্যায়, ড: দেব মাল্য চট্টোপাধ্যায়, রঞ্জিত কুমার যশ, ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়, মায়া বন্দোপাধ্যায় শিপ্রা ব্যানার্জি সহ বিশিষ্ট কবি সাহিত্যিকরা।