West Bengal

West Bengal পশ্চিমবঙ্গের সর্বশেষ আপডেট পেতে Follow করুন।
(1)

16/04/2025

"কলকাতার খাবার মানেই প্রেম—প্রথম কামড়েই নস্টালজিয়া!"

কলকাতা মানেই কি শুধু বই আর রাজনীতি?
না ভাই, কলকাতা মানেই খাবার! আর সেই খাবারে লুকিয়ে থাকে একেকটা প্রেমের গল্প।

শুরুর দিনগুলো মনে পড়ে? স্কুল ফাঁকি দিয়ে কলেজ স্ট্রিটের বিরিয়ানি খেতে যাওয়া, বা বিকেলে ভিক্টোরিয়ার ধারে পাঁপড়ি চাটে প্রেমের ফিসফাস!
নাহ, এমন খাবারের শহর দ্বিতীয়টা নেই!

শোভাবাজারের কচুরি-তরকারি, পার্ক স্ট্রিটের কাবাব, নাখোদার বিরিয়ানি, আর কালীঘাটের ফুচকা—সবখানেই লুকিয়ে আছে একেকটা স্পেশাল স্মৃতি।

তোমার কলকাতা-ফেভারিট ফুড কোনটা?
তুলে ধরো তোমার প্লেটের গল্প, দেখাও সকলকে তোমার খাবার-দিয়ে-ভালোবাসা!

#কলকাতারখাবার #ভোজনরসিক_শহর

16/04/2025

"মুখোশের আড়ালে: এক ভারতীয় পুরুষের নীরব যুদ্ধ"

তার নাম অরুণ। বয়স পঁয়ত্রিশ। বাইরের চোখে সে এক সফল মানুষ—নির্ভরযোগ্য একজন ছেলে, দায়িত্ববান স্বামী, আর সন্তানের প্রিয় বাবা। কিন্তু এই ‘সফল’ শব্দটার ভেতরে সে লুকিয়ে রেখেছে হাজারটা ভাঙা টুকরো।

সকালে অফিস, রাতে সংসার—তার নিজের জন্য কোনো সময় নেই। বাবা-মায়ের দায়িত্ব, স্ত্রীর চাওয়া, সন্তানের ভবিষ্যৎ—সব কিছুর ভার সে একাই টেনে চলেছে। কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি,
“তুমি কেমন আছো, অরুণ?”

কখনো নিজের আবেগ দেখায়নি, কারণ শেখানো হয়েছিল—
“পুরুষ মানুষ কাঁদে না। দুর্বলতা দেখায় না।”
তাই সে কাঁদে বাথরুমে, হাসে ডাইনিং টেবিলে।
চাপে থাকতে থাকতে হাঁপিয়ে উঠলেও মুখে বলে—“আমি ঠিক আছি।”

দিনের পর দিন সে শুধু দিয়েছে—ভালোবাসা, দায়িত্ব, সময়, আত্মত্যাগ। কিন্তু ফিরেছে কতটা?

একদিন হঠাৎ হার্ট অ্যাটাক। সবাই অবাক—
“ও তো তো একদম ঠিকঠাক ছিল!”

না, সে ঠিকঠাক ছিল না। সে চেয়েছিল একটু বোঝাপড়া, একটু ভালোবাসা, আর একটা প্রশ্ন—
“তুমি কেমন আছো?”

সব পুরুষ সুপারম্যান নয়। তাদেরও কষ্ট হয়, ক্লান্তি আসে, ভাঙা মন জোড়া দিতে কেউ দরকার হয়।
আজ কোনো এক অরুণকে জিজ্ঞেস করো—"তুমি কেমন আছো?"

#পুরুষেরমনওভাঙে

16/04/2025

"কলকাতা: এক শহর, হাজারো গল্প!"

প্রিয় কলকাতা—এই শহর শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি।
মা দুর্গার আগমনে যেমন প্রাণ পায় শহরটা, তেমনই শীতের সকালে রাস্তার ধারের চায়ের কাপে জমে থাকা উষ্ণতা যেন আলাদা ভালোবাসা।

ট্রাম থেকে বইয়ের দোকান, কলেজ স্ট্রিট থেকে ভিক্টোরিয়া—সব কিছুতেই লুকিয়ে আছে এক রঙিন নস্টালজিয়া।
চায়ের দোকানে রাজনীতি, ফুটপাথে ফুচকা, আর হুগলি নদীর ধারে সন্ধের হাওয়া—সব মিলিয়ে কলকাতা মানেই মনের আরাম।

তোমার চোখে কেমন কলকাতা?
শেয়ার করো তোমার ভালোবাসার শহরের গল্প!

#কলকাতার_গল্প

15/04/2025

মুর্শিদাবাদের সর্বশেষ অবস্থা কি?
কেউ জেনে থাকলে বলবেন তবে অবশ্যই সঠিক তথ্য।

15/04/2025

ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল পলিটিক্স এর চেয়ে ভিলেজ পলিটিক্স মারাত্মক জটিল🥲

25/03/2025

✅ সুস্থ হার্টের জন্য ৭টি জরুরি টিপস:

🔹 স্বাস্থ্যকর খাবার খান – চর্বিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে বেশি ফল, সবজি ও প্রোটিনযুক্ত খাবার খান।
🔹 নিয়মিত ব্যায়াম করুন – প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন, এতে রক্তচলাচল স্বাভাবিক থাকবে।
🔹 ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন – এগুলো হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর।
🔹 মানসিক চাপ কমান – স্ট্রেস বেশি হলে হৃদরোগের ঝুঁকি বাড়ে, তাই মেডিটেশন বা পজিটিভ লাইফস্টাইল অনুসরণ করুন।
🔹 ওজন নিয়ন্ত্রণে রাখুন – অতিরিক্ত ওজন হার্টের উপর চাপ সৃষ্টি করে, তাই সুষম ডায়েট মেনে চলুন।
🔹 রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করুন – নিয়মিত পরীক্ষা করান ও প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।
🔹 পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন – কম ঘুম হার্টের জন্য ক্ষতিকর, তাই প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।

💖 আপনার হৃদয় আপনার জীবন! এখন থেকেই সচেতন হোন, সুস্থ থাকুন! এই গুরুত্বপূর্ণ তথ্য আপনার বন্ধু ও পরিবারকে জানাতে শেয়ার করুন! 📢

#হার্ট_সচেতনতা #সুস্থ_হার্ট #হৃদরোগ_প্রতিরোধ #স্বাস্থ্যকর_জীবন

Address

Park Street
Kolkata
700016

Website

Alerts

Be the first to know and let us send you an email when West Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category