16/04/2025
"কলকাতার খাবার মানেই প্রেম—প্রথম কামড়েই নস্টালজিয়া!"
কলকাতা মানেই কি শুধু বই আর রাজনীতি?
না ভাই, কলকাতা মানেই খাবার! আর সেই খাবারে লুকিয়ে থাকে একেকটা প্রেমের গল্প।
শুরুর দিনগুলো মনে পড়ে? স্কুল ফাঁকি দিয়ে কলেজ স্ট্রিটের বিরিয়ানি খেতে যাওয়া, বা বিকেলে ভিক্টোরিয়ার ধারে পাঁপড়ি চাটে প্রেমের ফিসফাস!
নাহ, এমন খাবারের শহর দ্বিতীয়টা নেই!
শোভাবাজারের কচুরি-তরকারি, পার্ক স্ট্রিটের কাবাব, নাখোদার বিরিয়ানি, আর কালীঘাটের ফুচকা—সবখানেই লুকিয়ে আছে একেকটা স্পেশাল স্মৃতি।
তোমার কলকাতা-ফেভারিট ফুড কোনটা?
তুলে ধরো তোমার প্লেটের গল্প, দেখাও সকলকে তোমার খাবার-দিয়ে-ভালোবাসা!
#কলকাতারখাবার #ভোজনরসিক_শহর