
05/09/2025
#দেবীপক্ষ_১৪৩২
Charukola Art Wings প্রকাশনীর “দেবীপক্ষ ১৪৩২” আসছে...ইতিমধ্যেই সেটা আপনারা জেনে গেছেন। গতকালই ফেসবুকে একপর্ব সূচীপত্র প্রকাশ করা হয়েছে,তবু আজকে আবার পোস্ট করছি অনেকের মনে প্রশ্ন আসতেই পারে। কারণ একটাই, দেবীপক্ষ আসছে।
কালকের পোস্টটি ছিল প্রচারের (বিজ্ঞাপনী চটক) জন্য;আজকের এই পোস্টটি যেটা দেখছেন একদম এই আকারেই “দেবীপক্ষ ১৪৩২” সূচী ছাপা অক্ষরে থাকছে। কোনো ছবির যেমন একটা টিজার আসে প্রথমে, তারপর ট্রেলার, তারপর... আসে ছবি। আমাদের সকলের কাছেও “দেবীপক্ষ ১৪৩২” ঠিক একটা ছবির মত। সম্পাদক মন্ডলীর সকলের রাত জেগে পরিশ্রমের ফসল এই “দেবীপক্ষ ১৪৩২”।
প্রতিবছর চারুকলার ঘরে পুজোর আগে “দেবীপক্ষ” আসুক শরতের ফুল হয়ে এটাই আমরা প্রার্থনা করি। কারণ আমাদের মত শব্দ কর্মীদের কাছে একটা পত্রিকা মানে তাতে প্রচুর রাতজাগা যেমন লেগে থাকে সাথে লেগে থাকে আরও কতটা ভালো কাজ করা যায় সেই তাগিদ। এই তাগিদ যেদিন ফুরিয়ে যাবে তখন আর দেবীপক্ষ আসবে না। টিম চারুকলার প্রত্যেকের জন্য আমার নিজের তরফ থেকে রইল ব্যক্তিগত অভিনন্দন আর অনেকটা ভালবাসা; তোদের সকলের পরিশ্রম ছাড়া কোনোদিন “দেবীপক্ষ ১৪৩২” সম্ভব হয়তো হতো না।
যে সকল লেখক-লেখিকাদের লেখা দিয়ে সেজে উঠছে চারুকলার দ্বিতীয় বর্ষের “দেবীপক্ষ ১৪৩২” প্রত্যেককে আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। কালকে থেকে প্রচুর পাঠক (পড়ুন পত্রিকার পাঠক) আমায় পত্রিকাটির ব্যাপারে খোঁজ করেছে, কোথায় পাওয়া যাবে, কত পাতার পত্রিকা,কবে থেকে কলেজ স্ট্রিটে Bimala Book Agency থাকছে জিজ্ঞাসা করেছেন। আমাদের কাছে এটাই প্রাপ্তি।
• শারদীয়া দুর্গোৎসবের আগে আপনার সংগ্রহে থাকুক আমাদের “দেবীপক্ষ ১৪৩২”। বইটি সংগ্রহ করতে আমাদের অফিসিয়াল নম্বর + 91 062913 04385 হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কলেজ স্ট্রিটে, বিমলা বুক এজেন্সি থেকে সংগ্রহ করতে পারবেন (সোমবার থেকে)
শারদীয়া : দেবীপক্ষ ১৪৩২
প্রকাশনী : চারুকলা আর্ট উইংস্
প্রচ্ছদ : রাখী সিকদার
গ্রন্থসজ্জা : অভিরূপ শর্মা চৌধুরী
সম্পাদক : শ্রেয়া মৌলি দত্ত ও অনীক পাল
সহ সম্পাদক : কুশল সামুই, স্বর্ণেন্দু ভট্টাচার্য্য,অর্পিতা চানক এবং অভিরূপ শর্মা চৌধুরী
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা
বিশেষ মূল্য : ২১০ টাকা (৩০% ছাড় সহ)
পাতা সংখ্যা : ১৬০ পাতা (পেপার ব্যাক)
* ডাক মাসুল অতিরিক্ত ৫০ টাকা
** আগামী ১২ই সেপ্টেম্বর অবধি অফারটি প্রযোজ্য এবং শুধুমাত্র আমাদের থেকে সংগ্রহ করলেই এই অফারটি প্রযোজ্য হবে।
*** বাড়ি বসে “দেবীপক্ষ ১৪৩২” সংগ্রহ করত চাইলে প্রথম কমেন্টের লিংকে ক্লিক করেও সরাসরি অর্ডার করতে পারবেন।